Ads By Blogger

Monday, June 07, 2021

সেরা ৫টি পিসি গেইম ২০১৯- bd tips tech

পিসি গেইমের মধ্যে অনেকগুলো গেইম আছে যেগুলোর নাম আপনি ইতিমধ্যে জানেন এবং কিছু গেইম আছে যেগুলো সম্পর্কে অনেকেরই ধারনা নেই । আবার পিসি গেইম যারা বেশি ভালোবাসে , তারা নামগুলো শুনলেই বুঝতে পারবেন । তাহলে, চলুন , ২০১৮ এর সেরা ৫ টি গেইম নিয়ে আলোচনা করিঃ 
সেরা ৫টি পিসি গেইম ২০১৯- bd tips tech
সেরা ৫টি পিসি গেইম ২০১৯- bd tips tech
বিশ্বের সেরা গেম সেরা অফলাইন গেম বেস্ট এন্ড্রয়েড গেমস জনপ্রিয় এন্ড্রয়েড গেমস 2019 সেরা গেম ২০১৯ জনপ্রিয় এন্ড্রয়েড গেমস 2018 জনপ্রিয় মোবাইল গেম সবচেয়ে জনপ্রিয় গেম

1.Wreckfest Wreckfest হচ্ছে একটি Racing Game যার Graphics এবং Environment দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। এতো চমৎকার একটি গেইম ,যার কথা না বললেই নয় । এই গেইমটি আপনি Online Stream এ খেলতে পারবেন । এটির রেইট এখন 9 /10 আছে , যা দেখে হয়তো বুঝতে পারছেন যে কত High Graphics এর গেইম এটি । যারা এখনো এই গেইমটি খেলেন নি , একবার গেইমটি খেলেই দেখুন । 

2. Vampyr এই গেইমটি মূলত Fantasy এবং Suspense ভিত্তিক গেইম , যেখানে puzzle থাকবে , রহস্য উদঘাটন থাকবে এবং আপনার choice এবং move এর উপর ভিত্তি করে আপনার Ending নির্ধারিত হবে । এটির গ্রাফিক্স RPG Maker Game এর মতো । Environment টা Basic হলেও অনেক চমৎকার একটি গেইম এটি। 

3.Mutan Year Zero – Road to Eden এই গেইমটিও RPG Game এর মতো কিন্তু অনেক ভালো Concept নিয়ে এই গেইমটি তৈরি করা হয়েছে । মূলত , এই গেইমটির কল্প কাহিনী এবং চমৎকার পরিবেশের জন্য এই গেইমটি অনেক সুনাম পেয়েছে । এইখানে প্রানী এবং মানুষের মাঝে একটা কল্প কাহিনীর সামঞ্জস্য্ দেখানো হয়েছে এবং তার মাঝেও Twist এনেছে । এটির Story টাও অনেক আকর্ষনীয় ।তাই , গেইমটি অবশ্যই Recommend করব । 

4. Ghost of a Tale এই গেইমটির Main Protagonist থাকে একটি ইদুঁর । এটি Action RPG গেইম , যেটি মূলত একটি Unity Asset দিয়ে করা হয়েছে । এটির Background Music অনেকটা সহনীয় এবং Environment টাও চমৎকার । এইখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে – ইদুঁর টি সকল puzzle solve করবে এবং অসাধারণ কিছু move দেখাবে ।

5. Hitman 2 যারা হিট্ম্যানের ফ্যান আছেন আমার মতো , তারা অবশ্যই এই সিরিজটি খেলে দেখবেন । হিট্ম্যান ১ম সিরিজ খেলে অতি আগ্রহে আমি হিট্ম্যান ২ খেলেছি । এতো অসাধারণ Concept দিয়েছে এইটিতে । হিট্ম্যানকে এই গেইমটিতে বিভিন্ন পেশায় বিভিন্ন আঙ্গিকে দেখা যাবে । হিট্ম্যান ২ তে Character Customize তো আছেই , সাথে Action Scenes ও আছে । তাই . Hitman ফ্যানরা , গেইমটি না খেলে থাকলে এখনি খেলে দেখো ।
যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ bd tech group
ফেইসবুক পেইজ bd tips tech
ইউটিউব চ্যানেল Youtube channel
Read More »
ads

Sunday, February 16, 2020

কিভাবে Android এবং computer এ অটো আপডেট বন্ধ করবেন এবং ডাটা সেভ করবেন

(bd tips tech) বিডি টিপ্স টেকে আপনাদের স্বাগতম।তারহীন প্রযুক্তির ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে অনেকেই সাধারণ একটা সমস্যার মুখোমুখি হন প্রায়ই। ব্যবহার না করলেও ইন্টারনেট প্যাকেজের নির্ধারিত পরিমাণের ডেটা (সাধারণত মেগাবাইট বা এমবি) কেনার কিছু সময় পরই সব ডেটা শেষ হয়ে যায়। ফলে ইন্টারনেট বিলে বাড়তি খরচ মেটাতে হয়। কম্পিউটার বা বহনযোগ্য যেকোনো যন্ত্রে ইন্টারনেট সংযোগ নেওয়ামাত্র সেগুলো তাদের সিস্টেম বা অ্যাপলিকেশনগুলো স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ করা শুরু করে। এসব সেটিংস বেশির ভাগ ক্ষেত্রে আগে থেকে ঠিক করা থাকে। তাই ব্যবহারকারীর অজান্তেই ইন্টারনেট ডেটা খরচ হতে শুরু করে। কম্পিউটার, মুঠোফোন বা বহনযোগ্য যন্ত্রের স্বয়ংক্রিয় হালনাগাদ নিয়ন্ত্রণ করে অযথা ইন্টারনেট ডেটা খরচের ব্যাপারটা কমিয়ে আনা যায়। যদিও ব্যবহারকারীর নিরাপত্তা এবং উন্নত ব্যবহার নিশ্চিত করতে স্বয়ংক্রিয় হালনাগাদ অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়।

এটিও পড়ুন Computer চালু বন্ধের সময় জানুন সহজে

কম্পিউটার ব্যবহারকারীরা ইচ্ছে করলে তাঁদের অপারেটিং সিস্টেমের ধরন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন। উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমচালিত কম্পিউটার হলে Control Panel/System and Secutiry/Windows Update পর্যন্ত গিয়ে Change Settings ক্লিক করে ইম্পোর্টেন্ট আপডেটস মেনু থেকে Never check for updates অপশনটি নির্বাচন করে দিন।

অথবা স্টার্ট মেনুতে ক্লিক করে সার্চ বাক্সে Update লিখে ফলাফল থেকেও উইন্ডোজ আপডেট অপশনটি পাওয়া যাবে। উইন্ডোজ ১০ সিস্টেম হলে স্টার্ট মেনুতে ক্লিক করে Settings/Network & Internet/Advanced Option/Set as metered connection চালু করে দিন।
কম্পিউটারে ডাটা সাশ্রয় করার জন্য নেট লিমিটার ফ্রি ভার্সন সফটয়্যারটি ব্যবহার করতে পারেন।যা দিয়ে নির্দিষ্ট সফটয়্যারের ডাটা কানেশন বন্ধ করে দিয়ে পারবেন।

এটিও পড়ুন laptop এর key-board কাজ না করলে

অ্যান্ড্রয়েড মুঠোফোন ব্যবহারকারী হলে প্লেস্টোর অ্যাপটি চালু করুন। ওপরে বাঁয়ে থাকা সেটিংস মেনুতে চাপ দিয়ে আবার Settings অপশনে চাপ দিন। প্রথমেই থাকা Auto-update apps অপশনে চাপ দিয়ে Do not auto-update apps অপশনটি চেপে দিন।

এন্ড্রয়েডে ডাটা উইসেজ কমাতে settings থেকে data usages এ ক্লিক।তারপর menu বাটুন চেপে restriction background data চেক করে দিন।

আশাকরি এই টিপ্স গুলি আপনার ডাটা খরচ অনেকটা কমিয়ে আনবে।শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।
Read More »

Monday, February 10, 2020

কম্পিউটারের কিছু সাধারণ সমস্যা এবং তার প্রতিকার

বিডি টিপ্স টেকে আপনাদের স্বাগতমআশাকরি সবাই ভাল আছেনমাঝে মাঝে কম্পিউটারে ছোট-খাটে ঝামেলা দেখা দেয়কিন্তু সেটার সমাধান না জানার কারণে আরও জটিল হয়ে যায়
এমন কিছু সাধারণ সমস্যার সহজ সমাধান দেওয়া হলো, যা প্রয়োগ করলে কম্পিউটারের খুঁটিনাটি সমস্যা দূর হবে
কম্পিউটারের কিছু সাধারণ সমস্যা এবং  তার প্রতিকার
কম্পিউটারের কিছু সাধারণ সমস্যা এবং  তার প্রতিকার 

keyword :কমম্পিউটারের সাধারণ সমস্যা,কম্পিউটারের হার্ডওয়্যার সমস্যা,কম্পিউটার চালু হচ্ছে না,কিভাবে সিস্টেম রিস্টোর করতে হয়,কিভাবে সিস্টেম ব্যাকআপ রাখবেন,কিভাবে সিস্টেম ফাইল চ্যাক করবেন,কিভাবে সফটওয়্যার আইনইন্সটল করবেন,কম্পিউটারের কিছু সমস্যার সমাধান,ককম্পিউটার চালু না হলে কি করবেন,bd technology,বাংলা টেক সাইট,বাংলা টেকনোলজি সাইট

কম্পিউটার চালু না হলে

কম্পিউটার কখনো চালু না হলে সেফ মুড থেকে বুট করা যায়এ জন্য কম্পিউটার চালু করার বোতাম চেপে কি-বোর্ড থেকে F8 চাপুনতালিকা থেকে Last Known Good Configuration নির্বাচন করে আগে ভালো থাকা উইন্ডোজকে ফিরিয়ে আনা যাবেকম্পিউটার চালু হতে সমস্যা হলে Windows Startup Repair চেপে তা ঠিক করা যায়এটি স্টার্টআপ (চালু হওয়া) সমস্যা দূর করে কম্পিউটারকে আবার চালু (বুট) করে



সিস্টেম রিস্টোর পয়েন্ট

কম্পিউটার চালাতে গেলে নানা সমস্যা দেখা দিতে পারে, এ কারণে ভালো অবস্থাতেই সিস্টেম রিস্টোর পয়েন্ট তৈরি করে রাখলে প্রয়োজনে তা কাজে লাগানো যাবেএ জন্য Start Menu থেকে Accessories-এ যানSystem Tools থেকে System Restore-এ ক্লিক করে খুলুনঅথবা উইন্ডোজ সাত বা আটের স্টার্ট মেনুতে rstrui. exe লিখে এন্টার চাপুনসিস্টেম রিস্টোর খুলে গেলে Next চেপে কিছুক্ষণ অপেক্ষা করুনপরের ধাপে Finish চাপলে নতুন সিস্টেম পয়েন্ট তৈরি হবেভবিষ্যতে উইন্ডোজের যেকোনো সমস্যায় তৈরি থাকা সিস্টেম রিস্টোর পয়েন্ট থেকে উইন্ডোজকে ফিরিয়ে আনা যাবে

সিস্টেম ফাইল চেকার

কম্পিউটারের সিস্টেমগত কোনো সমস্যা তৈরি হলে সিস্টেম ফাইল চেকার ব্যবহার করে সমস্যার সমাধান করা যায়সাধারণত কম্পিউটারের কোনো ফাইল প্রতিস্থাপিত (রিপ্লেস) হলে বা ক্ষতিগ্রস্ত কিংবা নষ্ট হলে ভালো ফাইল দিয়ে সিস্টেম ফাইল চেকার সেটি দূর করেএ জন্য স্টার্ট মেনুতে গিয়ে cmd লিখুনCommand Prompt এলে তাতে মাউসের রাইট ক্লিক করে Run as administrator চেপে খুলুনএবার কমান্ড প্রম্পটে sfc/scannow লিখে এন্টার চাপুনকিছুক্ষণ সময় নিয়ে রিপোর্টের মাধ্যমে কম্পিউটারে কোনো সমস্যা বা ক্ষতিগ্রস্ত কিংবা নষ্ট ফাইল থাকলে ঠিক করে তা জানিয়ে দেবে

অনাকাঙ্ক্ষিত সফটওয়্যার মুছুন

কম্পিউটারের কন্ট্রোল প্যানেল চালু করে ইনস্টল থাকা প্রোগ্রামগুলো চেক করে নিনযদি অনাকাঙ্ক্ষিত বা অব্যবহৃত সফটওয়্যার থাকে তাহলে সেটি মুছে ফেলাই ভালো


আশাকরি টিপ্স গুলি আপনাদের কাজে আসবে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না
Read More »

Saturday, January 04, 2020

অনলাইনে ৫টি সবচেয়ে জনপ্রিয় গ্যাজেটস ২০২০

নতুন বছর মানেই নতুন সম্ভাবনা, নতুন নতুন প্রযুক্তির আগমন। প্রতিনিয়ত প্রযুক্তি যেমন আপডেট
হচ্ছে, তেমনি মানুষের জীবনধারাকে সহজ করার জন্য বিভিন্ন গ্যাজেটস আবিষ্কার হচ্ছে।নতুন
টেকনোলজি সহ কোন পণ্য কিনতে গেলে অবশ্যই আগে রিসার্চ করে নেওয়া জরুরি। আর নতুন
প্রযুক্তি ভালবাসেন না, এমন মানুষ আজকাল খুঁজে পাওয়াই কঠিন। আমাদের নিত্যদিনের জীবনকে
সহজ করেছে গ্যাজেট সমূহ, যেমনঃ ল্যাপটপ, ট্যাব, মিনি ইউএসবি গ্যাজেট, সিকিউরিটি গ্যাজেটস,
রুম হিটার অন্যান্য। এই কারণে আজকাল আমরা অনেক অনেক বেশি গ্যাজেট নির্ভর। বর্তমান
যুগের জনপ্রিয় গ্যাজেটগুলো এই দশকের উদ্ভাবনী প্রযুক্তিগত অগ্রগতিরই ফলাফল। ২০১৯ সালে
বিভিন্ন প্রকার স্মার্টফোন, এবং এর বিভিন্ন অনুষঙ্গ শীর্ষ গ্যাজেটস এর তালিকায় ছিল। আশা করা যাচ্ছে,
২০২০ সালেও এই ধারা বজায় থাকবে। 

চলুন একনজরে দেখে নিই ২০২০ সালে সম্ভাব্য ৫টি টপ গ্যাজেটস, যেগুলো মানুষের জীবনধারা
পরিবর্তনে বেশ জোরালো ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছেঃ-

প্রোডাক্ট এর বিবরণঃ

  • ব্লুটুথ  ভার্সন বিটি ৪.0 বা তার উপরে। 
  • কম্প্যাটিবল উইথ এন্ড্রয়েড ৪.৪ বা তার উপরে, আইওএস ৮.০ বা তার উপরে। 
  • অপারেটিং মোড হলো সিঙ্গেল টাচ। 
  • এপিপি নেম-লিফান/ ইয়োহো। 

স্পেশাল কিছু ফিচারঃ 

  • ওয়াটার প্রুফ আইপি ৬৭। 
  • হার্ট রেট মনিটর সাপোর্ট, রক্তের অক্সিজেন মনিটর সাপোর্ট এবং স্লিপ মনিটর সাপোর্ট। 
  • মাল্টি-স্পোর্টস মোডস সাপোর্ট, যেমনঃ হাঁটা, দৌড়ানো,রাইডিং, ব্যাডমিন্টন, ইত্যাদি।  
  • এছাড়াও এতে আরো যা সাপোর্ট করে তা হলো, পেডোমিটার, কল ও মেসেজ রিমাইন্ডার, কল
রিজেক্ট, নোটিফিকেশন ফর ফেসবুক, টুইটার, উইচ্যাট, হোয়াটসএপ, প্রভৃতি। 
  • এলার্ট টাইপ হলো ভাইব্রেশন,সাথে আছে অটো লাইট-আপ স্ক্রিন, কাস্টম ডায়াল সাপোর্ট,
সুইচ-ইন বিল্ট-ইন ডায়ালস, এলার্ম, ক্যালেন্ডার, রিমাইন্ডার, ক্যামেরা কন্ট্রোল মোড।

স্ক্রিন সাইজঃ
১.৩ ইঞ্চি রেজুলেশনঃ ২৪০*২৪০ পিক্সেল। ব্যাটারি ক্যাপাসিটিঃ ১৫০ মিলি এম্প ঘন্টা। স্ট্যান্ডবাই
টাইম ৭ দিন। চার্জিং টাইম প্রায় ২ ঘন্টা।
অন্যান্য বৈশিষ্ট্যঃ
ব্যান্ড ম্যাটেরিয়াল হলো সিলিকন। প্রোডাক্টের ওজন ২৮ গ্রাম । সাইজ ১৪০*৮৫*২৭ মিলিমিটার।
প্রোডাক্টের সাথে থাকছে একটি চার্জিং কেবল ও একটি ইউজার ম্যানুয়াল।

প্রোডাক্ট এর বিবরণঃ

  • মডেল নামঃ এম৩ প্লাস। 
  • ব্যাটারি ৯০ মিলি এম্প ঘন্টা। 
  • বিল্ট ইন ব্যাটারি। 
  • স্ক্রিন সাইজ ০.৯৬ ইঞ্চি এলইডি কালার ডিসপ্লে। 
  • ব্লুটুথ পুশ সাপোর্ট (কলার, এসএমএস, মেসেঞ্জার, এপ নিউজ রিমাইন্ডার)। 
  • এতে রয়েছে  হার্ট রেট ডিটেকশন সাপোর্ট, রক্তের অক্সিজেন মনিটর সাপোর্ট এবং স্লিপ মনিটর
সাপোর্ট। 
  • এছাড়াও কল এলার্ট দিবে। প্রফেশনালি ওয়াটারপ্রুফ।


প্রোডাক্ট এর বিবরণঃ
ক্যাপাসিটি ৩২ জিবি। স্ক্র্যাচ প্রুফ। ইজি প্লাগ-ইন। হাই-ইউএসবি ৩.১। এক্সট্রিমলি স্লিম ও বহনযোগ্য।
হাই-স্পিড ট্রানস্ফার স্পিড। ইউএসবি ৩.১, ইউএসবি ও মাইক্রো ইউএসবি কানেকশনের সাথে
কম্প্যাটিবল।   





  • ইউনিভার্সেল ব্লুটুথ ডিভাইস (এন্ড্রয়েড/ আইএস) । 
  • ব্লুটুথ ভার্সন ৪.১। 
  • ১০ মিটার দুরত্ব পর্যন্ত কাজ করে। 
  • স্ট্যান্ডবাই টাইম ১৮০ ঘন্টা। 
  • লাইফ টাইম ৩ থেকে ৪ ঘন্টা। 
  • চার্জিং টাইম ১ ঘন্টা প্রায়।
  •  ফ্রিকুয়েন্সি রেসপন্স ২০ কিলোহার্জ থেকে ২০,০০০ কিলোহার্জ।


  • মাল্টিপয়েন্ট টেকনোলজি উইথ ডুয়াল ফোন কানেকশন। 
  • টক টাইম: 4 ঘন্টা। স্ট্যান্ডবাই টাইম  ২০০ ঘন্টা। 
  • বিল্ট-ইন রিচার্জেবল লিথিয়াম ব্যাটারি। 
  • ভয়েস কল, রিডায়াল সাপোর্ট করে।এটি ওয়্যারলেস ও হালকা, সহজে ব্যবহার করা যায়। 
  • এলইডি লাইট হেডসেট স্ট্যাটাস ইন্ডিকেটর। 
  • যে কোন ব্লু-টুথ ডিভাইসের সাথে কমপ্যাটিবল। 



এছাড়াও আরো কিছু পণ্য রয়েছে আজকেরডিল.কম এ। যেগুলো দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় চাহিদা মেটাতে সক্ষম। আশা করা যায় এই পণ্যগুলো মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে
Read More »

Thursday, October 10, 2019

computer এর USB পোর্ট বন্ধ/ব্লক করে দিন

(bd tips tech)বিডি টিপ্স টেকে আপনাদের স্বাগতম। বন্ধুরা আজ আপনাদের ছোট একটি টিপস নিয়ে আলোচনা করার করব। । আমারা অনেকেই কম্পিউটারের USB পোর্ট বন্ধ জন্য সফট ওয়্যার ব্যবহার করে থাকি। আজ আমি দেখাবো কিভাবে উইন্ডোজ এক্সপি তে USB পোর্ট বন্ধ করে দিবেন, যাতে করে আপনার পিসি থেকে কেউ কোন ডাটা দিতে বা নিতে না পারে। তাহলে শুরু করা যাক ।

এটিও পড়ুন windows 10 এ যদি start nenu কাজ না করে

প্রথমে আপনি Start মেনু তে গিয়ে Run এ regedit লিখে Ok করুন। এবার নিচের মেনু গুলিতে ধীরে ধীরে এগিয়ে যান । নিচে ফটো দেখুন

১। HKEY_LOCAL_MACHINE
২। SYSTEM CurrentControlSet
৪। Services
৫। USBSTOR

এবারে সিলেক্ট USBSTOR করুন দেখুন ডান পাশে একটি নিচের মত উইন্ডো এসেছে

এটিও পড়ুন কিছু notepad ট্রিকস (part-3)

DWORD value 4 থেকে 3 করে দিয়ে Ok করুন। পিসি রিস্ট্রাট করুন। দেখুন এবার আপনার পিসিতে USB পোর্ট দেখা যাচ্ছেনা এবং কেউ আর আপনার পিসি থেকে ডাটা দিতে বা নিতে পারবে না ।
আপনি আবার USB পোর্ট কে পুর্বের অবস্থায় ফিরিয়ে নিতে হলে আগের মত রান থেকে DWORD value 4 করে দিন তাহলে ঠিক হয়ে যাবে ।অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।সমস্যা হলে কমেনন্ট করে জানাবেন।
Read More »

Monday, August 19, 2019

pendrive এর space ঠিক আছে তো?

bd tips tech এ আপনাদেরকে স্বাগতম।আশাকরি সবাই ভাল আছেন।

এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে দ্রুত তথ্য আদান-প্রদানের একটি মাধ্যম পেনড্রাইভ। অনেক সময় পেনড্রাইভে থাকা জায়গার পরিমাণ সঠিক দেখায় না। অর্থাৎ পেনড্রাইভের ধারণক্ষমতা হয়তো ৮ গিগাবাইট, কিন্তু দেখাচ্ছে ৭.৭৫ বা ৭.৭৯ গিগাবাইট। অপারেটিং সিস্টেম, পেনড্রাইভ কোন ফাইল সিস্টেমে রয়েছে এবং সিস্টেম মেমোরির ওপর নির্ভর করে এমনটা হয়ে থাকে।


এটিও পড়ুন computer বন্ধ হতে বেশি time নিচ্ছে?

তবে বুটিস নামের ছোট্ট একটি প্রোগ্রাম পেনড্রাইভের পার্টিশনগুলোকে এক করে সঠিক আকার নির্ধারণ করতে সহায়তা করে। এটি

ওয়েব ঠিকানা থেকে নামিয়ে নিন।
যেভাবে কাজটি করবেন
প্রোগ্রামটি বহনযোগ্য (পোর্টেবল) হওয়ায় ইনস্টল করার ঝামেলা নেই। তাই নামিয়ে নিয়ে দুই ক্লিকে চালু করুন। কম্পিউটারের ইউএসবি পোর্টে পেনড্রাইভ লাগিয়ে নিন। পেনড্রাইভে দরকারি কোনো ফাইল থাকলে আগেই অন্য কোথাও সরিয়ে নিন। বুটিসের Physical Disk ট্যাবের Destination Disk-এর নিচের তালিকা থেকে আপনার পেনড্রাইভ দেখিয়ে দিন। কাজটি সাবধানে করুন। কারণ, ভুলে হার্ডডিস্ক সিলেক্ট হয়ে গেলে সমস্যা হতে পারে।
এবার নিচের Parts Manage বোতাম চাপুন।

এখানে পেনড্রাইভের সব পার্টিশন দেখাবে। এখানে শুরুর পার্টিশন নির্বাচন করে নিচের Re-Partitioning বোতামে আবার ক্লিক করুন। Removable disk repartitioning ডায়ালগ বক্স চালু হলে এখানের Disk Mode এর USB-HDD mode (Single Partition) নির্বাচন করুন। File system এ FAT 32 নির্বাচন করুন। Vol Label এর ঘরে যেকোনো নাম দিন। Start LBA ঘরে 1 লিখে Reserved Secs ঘরে 32 লিখে এবার ওকে করুন।
এবার রি-পার্টিশন এবং সব পার্টিশনের তথ্য (ডেটা মুছে ফেলার আগে একটি সতর্কতামূলক বার্তা আসবে। এখানে OK করুন। কিছুক্ষণ পর Congratulations! Formatting was successful! বার্তা দেখিয়ে কাজটি সম্পন্ন হবে। এখানে OK চেপে কম্পিউটারে গিয়ে পেনড্রাইভের জায়গা দেখুন।

এটিও পড়ুন কিছু notepad ট্রিকস (part-3)

পেনড্রাইভের অতিরিক্ত জায়গা মুছে গিয়ে সঠিক আকার পাবেন। জায়গা না বাড়লে বুঝতে হবে এটি সিস্টেম মেমোরিতে রয়ে গেছে বা নির্মাতা এটুকু জায়গাই বরাদ্দ রেখেছে।আশাকরি পোস্টটি আপনার উপকারে আসবে। শেয়ার করতে ভুলবেন না।
Read More »

Friday, August 09, 2019

বন্ধ করুন বিরক্তিকর Error Reporting

বিডি টিপস টেকে আপনাদের আরো একবার স্বাগতম।আজ আমি দেখাবো কিভাবে error reporting বন্ধ করবেন।আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে কোন প্রোগ্রাম Hang হয়ে গেলে সেটি Close করতে গেলে End Now দেখায়। তখন End Now তে Click করলে আবার Send an Error Report নামে আরেকটি

message দেখায় যা অনেকে User বা ব্যবহারকারীর কাছে বিরক্তির কারন হয়ে দাঁড়ায়। তাই এটি বন্ধ করতে হলে My Computer এর উপর Right Button Click করে Properties এ যেতে হবে। এভাবে বন্ধ করা যায়। আপনি এরপর Advanced Tab Select করে নিচের Error Reporting-এ Click করুন।
এখান থেকে আপনি Disable Error Reporting Select করে OK করুন। তাহলে বন্ধ হয়ে যাবে।পোস্টটি ভাল লাগলে কমেন্ট শেয়ার করতে ভুলবেননা।
Read More »

Saturday, July 20, 2019

প্রসেসর কি? কোনটি সেরা এবং কোনটি আপনার প্রয়োজন-bdtipstech

 প্রসেসর কম্পিউটারের হার্ডওয়ারের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি কম্পিউটারের সিপিইউ (CPU :Central Processing Unit ) এর ভেতরে লাগানো থাকে। বেশ কিছু আইসি (IC: integrated circuit) ও কিছু কানেকশন এর সাথে সংযুক্ত থাকে যা কম্পিউটারের মূল কার্যাবলী অনেকটাই নিয়ন্ত্রণ করে থাকে। প্রসেসরের কার্যাবলীর কিছু মৌলিক অনুষঙ্গ হল control unit (CU), arithmetic logic unit (ALU) and processor registers ইত্যাদি । 

প্রসেসর কি কোনটি সেরা এবং কোনটি আপনার প্রয়োজন-bdtipstech
প্রসেসর কি কোনটি সেরা এবং কোনটি আপনার প্রয়োজন-bdtipstech

মোবাইলে কোন প্রসেসর ভালো মোবাইল প্রসেসর কত প্রকার snapdragon কি ভাল প্রসেসর স্ন্যাপড্রাগন কি কিরিন প্রসেসর কোন চিপসেট সবচেয়ে ভালো প্রসেসর এর দাম  মোবাইলের চিপসেট কি



প্রসেসর মূলত CPU এর Control Unit , combinational logic, main memory, register এইসব ফাংশনের মধ্যে সমন্বয় করে ইনপুটকে আউটপুটে পরিণত করে। প্রসেসরের ভেতর থাকা Arithmetic logic unit একটি বিশেষ ইউনিট যা কম্পিউটারের বিভিন্ন সাংখ্যিক ও লজিক্যাল অপারেশন সম্পাদন করে। যুগে যুগে কম্পিউটারের প্রসেসর সময়ের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে, উন্নত হচ্ছে। কালের বিবর্তনের সাথে পরিবর্তনকে প্রসেসরের জেনারেশন করে চলতি ভাষায় অভিহিত করা হয়। যেমন ২য় জেনারেশন, ৩য় বা ৪র্থ জেনারেশন ইত্যাদি। প্রতিটা জেনারেশন আলাদা আলাদা বৈশিষ্ট্যের জন্য স্বতন্ত্র, প্রতিটা জেনারেশন তথ্যপ্রযুক্তিকে একটু একটু করে এগিয়ে নিয়েছে উন্নয়নের দিকে। বর্তমান সময়ে মানুষের ক্রমবর্ধমান চাহিদার জন্য ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটার পেড়িয়ে মোবাইল ডিভাইসের চাহিদা বেড়ে গেছে, যার ফলে মাইক্রোপ্রসেসর নামক বিশেষ ধরনের প্রসেসরের প্রসার হয়েছে। বাজারে থাকা সব প্রসেসর উৎপাদনকারী প্রতিষ্ঠানই এখন মাইক্রোপ্রসেসর তৈরির দিকে নজর দিচ্ছে। বর্তমানে মূলত পাঁচটি কাঠামোর মাইক্রোপ্রসেসর দেখা যায়, CISC-Complex Instruction Set Microprocessors, RISC-Reduced Instruction Set Microprocessor, ASIC- Application Specific Integrated Circuit, Superscalar Processors, DSP's-Digital Signal Microprocessors. বর্তমানে বাজারে চলে আসা মূল ধারার প্রসেসর উৎপাদনকারীদের মধ্যে Intel, AMD,Qualcomm, NVIDIA,IBM,Samsung,Motorola, Hewlett-Packard (hp) ইত্যাদি বেশ ভাল মানের গ্রাহক সেবা দিচ্ছে, যারা একই সাথে মাইক্রোপ্রসেসরেরও উৎপাদনকারী। Intel এর কিছু জনপ্রিয় সিরিজ হল Celeron series,Core Series,i Series ইত্যাদি। AMD এর কিছু প্রসেসর হল Sempron,Athlon, AMD Phenom,AMD FX ইত্যাদি। এছাড়া এইচপির নতুন জেনারেশনের প্রসেসরের সাপোর্ট করা কিছু পণ্য HP Pavilion 15, HP Spectre x360 ইত্যাদি গ্রাহক চাহিদায় এগিয়ে আছে। এছাড়াও সব কোম্পানিরই নিজস্ব কিছু প্রোডাক্ট থাকে যা বিভিন্ন সময়ে জনপ্রিয় হয়েছে বা হচ্ছে । আমার দৃষ্টিতে Intel এর Core-i5 একটি অসাধারণ প্রসেসর, কম্প্যাটিবিলিটি ও সার্ভিসের সমন্বয়ে একটি দারুণ প্রসেসর এটি।
যেকোনো প্রয়োজনে আমরা আছিআমাদের ফেইসবুক গ্রুপ bd tech groupফেইসবুক পেইজ bd tips techইউটিউব চ্যানেল Youtube channel
Read More »

Saturday, June 15, 2019

computer এ internet speed বাড়ানোর উপায়গুলো(part-2)


গত পর্বে আলোচনা করেছি computer এ internet speed বাড়ানোর উপায়গুলো(part-1)
ইন্টারনেটে যুক্ত থাকা অবস্থায় Run > taskmgr > Ok করে অথবা Ctrl+Alt+Delete চেপে টাস্ক ম্যানেজার ওপেন করুন।
সেখানের Application ট্যাব থেকে আপনার নেটওয়ার্ক কানেকশনের
Application –টিতে Right/ডান ক্লিক করে Go To Process –এ যান। Process ট্যাবে নেটওয়ার্ক কানেকশনের Application-টির প্রসেস দেখাবে।
উক্ত Process এর উপরে Right Click করে Set Priority থেকে ‘AboveNormal’ সিলেক্ট করে দিন।

ইন্টারনেটে যুক্ত থাকা অবস্থায় একই প্রক্রিয়ায় টাস্ক ম্যানেজার ওপেন করুন।

সেখানের Application ট্যাব থেকে আপনার ইন্টারনেট ব্রাউজার Application (যেমন Mozilla Firefox) –টিতে Right ক্লিক করে Go To Process –এ যান। Process ট্যাবে ইন্টারনেট ব্রাউজার Application-টির প্রসেস দেখাবে।
উক্ত Process এর উপরে Right Click করে ‘Set Priority’ থেকে ‘High’ সিলেক্ট করে দিন।

প্রথমে Start> Run> type: regedit লিখে এন্টার দিন। রেজি: কী ওপেন হবে অতপর রেজি: হতে নিম্নরুপ কাজগুলো করুন-
HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Explorer\RemoteComputer\NameSpace\এই ঠিকানাতে গিয়ে {D6277990-4C6A-11CF-8D87-00AA0060F5BF} এরকম একটা key পাবেন..এটা ডিলিট করে দেন।ভয় পাবার কোন কারন নাই। ইচ্ছা করলে ব্যাকআপ রাখতে পারেন।

এটিও পরুন: এন্ড্রয়েডের কিছু গুরুত্বপূর্ন কোড দেখে নিন

প্রথমে আপনার কম্পিউটারের Run ওপেন করুনRun এ cmd লিখে এন্টার দিন
দেখুন নিচের ছবির মত একটি উইন্ডো এসেছে

এবার এখানে নিচের command দিন এবং এন্টার দিন ipconfig/all এবার দেখুন এখানে অনেক গুলু লিখা এসেচে এবার একান থেকে আপনার DNS SERVER লাইন টা খুঁজে করুন।নিচের ছবির এর মতো DNS SERVER এর IP টা NOTEPAD এ লীখে রাখুন বা মনে রাখুন।এবার নিচের COMMAND টা দিন।ping এর পর আপনার আইপি টা দিন এবং -t দিনযেমন ping 117.23.255.110-t এবার এন্টার দিন।ব্যাস কাজ শেষ ।আবার দেখুন ইন্টারনেট এর স্পীড বেড়ে গেসে। এটা মূলত আপনার DNS server থেকে স্পীড হ্যাক করা।এবার যতক্ষন ইন্টারনেটে থাকবেন এইটা চালু রাখুন।
এবার goto control panel> printers and other hardware এ গিয়ে phone and mode options সিলেক্ট করুন ।দেশের নাম bangladess select করুন।area code ঘরে ০২ দিন।এ বার modem এ কিল্ক করে আপনার modem select করে properties এ যান ।তারপর advance এ click করুন এবং ফাঁকা লিখুন at&fx তারপর ok ।

my computer এর properties এ যান।তারপর advanced এ click করুন।তারপর performance এর settinges এ click করুন। custom এ click করে আপনার প্রয়োজনীয় গুলো রেখে বাকিগুলু uncheek করেদেন।

এই ট্রিকস গুলো উইন্ডোজ এক্সপির জন্য প্রযোজ্য। উইন্ডোজ সেভেনের একটু খোঁজাখোজি করলে পেয়ে যাবেন।
Read More »

Tuesday, May 14, 2019

computer এ internet speed বাড়ানোর উপায়গুলো(part-3)শেষ পর্ব


computer এ internet speed বাড়ানোর উপায়গুলো(part-3)শেষ পর্বে আপনাদের স্বাগতম।গত দুইটি পর্ব যারা মিস করেছেন তারা এখান থেকে দেখে নিন।

computer এ internet speed বাড়ানোর উপায়গুলো(part-1)
computer এ internet speed বাড়ানোর উপায়গুলো(part-2)
মজিলা ফায়ারফক্সের সাহজ্যে ইন্টারনেটের গতি বৃদ্ধি ***

১) আপনার ইন্টারনেটে Page খোলার সময় কমাতে চাইলে সহজেই পারবেন ফায়ারফক্সের পাইপলাইন সুবিধাটির মাধ্যমে। এজন্য আপনি Address bar এ গিয়ে
about:config লিখে Enter করুন। কোন নোটিফিকেশন আসলে Ok করে দিন। এবার ফিল্টারে যেয়ে টাইপ করুন network.http
এখন নীচে আসা লিষ্ট থেকে ‘network.http.pipelining’ –এর উপর ডবল ক্লিক করে ‘true’ করে দিন।


এটিও দেখুন hard drive এ ফাইল না থাকা সত্বেও মেমরি কি ফুল দেখাচ্ছে!

২) একই উপায়ে ‘network.http.proxy.pipelining’ –এর উপর ডবল ক্লিক করে ‘true’ করুন।

৩)‘network.http.pipelining.maxrequests’ –এর উপর Right Click করে Modify অপশনে ক্লিক করেন এবং ভ্যালুর ঘরে মান 30 দিয়ে Ok করে দিন।
এর অর্থ হল আপনার ব্রাউজার একই সময়ে সর্বোচ্চ 30টি অনুরোধ জানাতে পারবে।

৪) এই পৃষ্ঠার ফাঁকা স্থানে Right ক্লিক করে New থেকে Integer অপশনটি সিলেক্ট করেন। এর নাম Type করেন nglayout.initialpaint.delay । এরপর Ok করে মানের ঘরে 0 লিখে পূনরায় Ok করুন।
এর অর্থ হল আপনার ব্রাউজার তথ্য পেতে 0 সময় অপেক্ষা করবে।

৫) সবসময় ব্রাউজারের Log পরিষ্কার করুন।
৬) টেম্পরারি ইন্টারনেট ফাইলগুলো এবং ‘Cookies’ -ব্রাউজের পরে পরিষ্কার করুন।

৭) Recent Browsing History কিছু সময় পরপর Tools থেকে ক্লিয়ার করে দিন।
তবে এতে আপনার ভিজিট করা সকল সাইটের ঠিকানা মুছে যাবে। আপনি Back করে আগের Page -এ সরাসরি ব্রাউজার থেকে যেতে পারবেন না। সেক্ষেত্রে সাইটে থাকা Back অপশনে Click করতে হবে।

এটিও পড়ুন কিভাবে playstore apps ছাড়া প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন


৮) যদি পারেন তো ব্রাউজারের Automatic Update অপশনটি নিস্ক্রিয় করে রাখুন।

৯) সম্ভ‌ব হলে ব্রাউজারের Tools > Option > Content থেকে Load Image Automatically থেকে টিক তুলে দিয়ে ইমেজ লোডকরা বন্ধ করে দিন। শুধু যখন প্রয়োজন ,তখন সুবিধাটি চালু করুন।


Idm দিয়ে ডাউনলোডের গতি বারান
প্রথমে IDM এর টাস্কবার আইকনে রাইট ক্লিক করে Speed Limiter > Turn off সিলেক্ট করুন। আবার Speed Limiter > Settings… সিলেক্ট করে Maximum download speed for one file এর বক্স এ 1316134912 দিয়ে OK করুন।
এখন www.speedtest.net ঠিকানা থেকে আপনার বর্তমান ইন্টারনেটের গতি দেখুন ।আশা করি বুঝতে পেরেছেন।ধন্যবাদ।

Read More »

Saturday, April 06, 2019

hard drive এ ফাইল না থাকা সত্বেও মেমরি কি ফুল দেখাচ্ছে!

সবাইকে শুভেচ্ছা জানিইয়ে শুরু করছি। আশা করি সবাই ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা টিপস শেয়ার করবো। আমাদের কম্পিউটারের হার্ডডিস্কে যথেষ্ট পরিমাণ জায়গা থাকা সত্ত্বেও অনেক সময় দেখা যায়, হার্ডডিস্কের মেমরি পূর্ণ হয়ে আছে। অপ্রজনীয় ফাইল গিয়ে হার্ডডিস্ক ভরিয়ে ফেলে।আর তার কারন হল HARDDISK আণেক ফাইল লুকানো থাকে। এরকম হলে Folder Option এ গিয়ে Show hidden files and folders অপশনে টিক দিন এবং Hide protected operating system files (recommended) অপশন থেকে টিক চিহ্ন তুলে দিন। এবার OK করুন।

এখন যে ড্রাইভের জায়গা পূর্ণ হয়ে আছে, সেখানে গিয়ে দেখুন system volume information নামের একটি ফোল্ডার আছে। ঐ ফোল্ডারের সব ফাইল ডিলিট করে দিন। ভুলেও ফোল্ডারটি ডিলিট করবেন না।
কাজ শেষ হয়ে গেলে Folder Option এ গিয়ে আবার ফাইলগুলো হাইড করে ফেলুন।



ভাল লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন……আর সবসময় ভালো থাকবেন……bd tips blog
Read More »

Thursday, April 04, 2019

কিছু প্রয়োজনীয় রান কমান্ড

বিডি টিপ্স আপনাদের সববাইকে স্বাগতম।আশা করি সবাই ভাল আছেন।আজ আপনাদের সাথে কিছু রান কমান্ড শেয়ার করবো।কোন কিছু দ্রুত চালু করতে রান কমান্ডের কোন জুড়ি নেই। বেশ কয়েকটা ক্লিক করে কোন কিছু চালু করার চেয়ে তার কমান্ড জানা থাকলে
Start > Run এ গিয়ে অথবা কী-বোর্ড থেকে Win Key + R প্রেস করে কমান্ডটা লিখে এন্টার দিয়ে সেটা চালু করা অনেক বেশি সহজ এবং দ্রুততর পদ্ধতি।

নিচে প্রয়োজনীয় কিছু কমান্ড এবং তাদের কার্যকারিতা দেওয়া হল :
appwiz.cpl - অ্যাড/রিমুভ প্রোগ্রাম
calc – ক্যালকুলেটর
charmap - ক্যারেক্টার ম্যাপ
clipbrd – উইন্ডোজ ক্লিপবোর্ড ভিউয়ার
control – কন্ট্রোল প্যানেল
dxdiag – ডাইরেক্ট এক্স ডায়াগনসটিক ইউটিলিটি
explorer – উইন্ডোজ এক্সপ্লোরার
logoff – কম্পিউটার লগ অফ
mspaint – পেইন্ট
notepad – নোটপ্যাড
osk – অনস্ক্রীন কী-বোর্ড
regedit – রেজিস্ট্রি এডিটর

sndrec32 – সাউন্ড রেকর্ডার
shutdown – কম্পিউটার শাটডাউন
sndvol32 – সাউন্ড কার্ড ভলিউম কন্ট্রোল
taskmgr – টাস্ক ম্যানেজার
wmplayer – উইন্ডোজ মিডিয়া প্লেয়ার
winWord – মাইক্রোসফট ওয়ার্ড
winipcfg – উইন্ডোজ ভার্সন
write – ওয়ার্ড প্যাড
system32 – সিস্টেম 32 ফোল্ডার
এছাড়া যেকোন ফাইল বা ফোল্ডারের পাথ এবং যেকোন সাইটের ইউআরএল টাইপ করে এন্টার দিলে সেটাও চালু হবে
ভাল লাগলে আবশ্যই কমেন্ট করে জানাবেন।
Read More »

Sunday, March 17, 2019

আপনার পেনড্রাইভকে বানিয়ে ফেলুন পোর্টেবল কম্পিউটার

(বিডি টিপ্স টেক)আশাকরি সবাই  ভাল আছেন।আজ আপনাদের সাথে একটি টিপ্স শেয়ার করবো আপনারা চাইলে খুব সহজে আপনার পেন্ড্রাইভকে আপনার পোর্ট্যাবল কম্পিউটার হিসেবে ব্যবহার করতে পারবেন।এর ফলে আপনার সেভ করা হিস্টরি,বুকমার্ক বা সফটয়্যার যে কারো কম্পিউটারে ব্যবহার করতে পারবেন। এর জন্য দরকার হবে একটি সফটওয়্যারটিএটি মূলতঃ একটি পোর্টেবল এপ্লিকেশন লঞ্চারআপনার পেন ড্রাইভে রাখা পোর্টেবল এপ্লিকেশনগুলোকে অনেকটা উইন্ডোজের স্টার্ট মেন্যুর মত দেখাবেতবে এতে আরো কিছু গুরুত্বপূর্ন ফিচার ও রয়েছে

আপনার পেনড্রাইভকে বানিয়ে ফেলুন পোর্টেবল কম্পিউটার
আপনার পেনড্রাইভকে বানিয়ে ফেলুন পোর্টেবল কম্পিউটার

keyword: pc tips bangle,bangla help tips,it tips bangle,it tips in bangle,android tips bangle,bangla pc tips,রিংটোন ডাউনলোড,ফ্রী গেম ডাউনলোড,পেনড্রাইভকে বানান কম্পিউটার,অন্যের কম্পিউটারে ব্যবহার করুন নিজের কম্পিউটার,পেনড্রাইভকে বানান পোর্টেবল কম্পিউটার,কিভাবে নিজের কম্পিউটার অন্যের কম্পিউটারে ব্যবহার করবেন।

 এই লিংক (কিছুক্ষন অপেক্ষা করে skip add এ ক্লিক করুন) থেকে সফটওয়্যার ডাউনলোড করে নিনএকটি খালি পেনড্রাইভ পিসির সাথে সংযুক্ত করুনএবার ডাউনলোড করা portableApps.com_Platform_Setup_xx.x.x চালু করুনDetination Folder হিসেবে পিসিতে লাগানো পেন ড্রাইভটিকে দেখাবেনা দেখালে ব্রাউজ করে দেখিয়ে দিনএর পর ইনস্টল করে ফেলুনPortableApps.com Platform সয়ংক্রিয়ভাবে চালু হবেনা হলে মাই কম্পিউটার থেকে পেন ড্রাইভে প্রবেশ করে Start প্রোগ্রামটি চালু করুনউইন্ডোজের স্টার্ট মেন্যুর মত একটা মেন্যু দেখতে পাবেন
এই মেন্যুর ডান পাশে Apps -> Get More Apps… এ ক্লিক করুনপোর্টেবল এপ ডিরেক্টরি চালু হবেএখান থেকে আপনি ডাউনলোড ও ইনস্টল করতে পারবেন ওয়েব ব্রাউজার, ইউটিলিটি, মাল্টিমিডিয়া, শিক্ষামূলক সফটওয়্যার, গেমস সহ শতাধীক ফ্রি সফটওয়্যারএছাড়াও যে কোন পোর্টেবল প্রোগ্রাম আপনি PortableApps.com Platform এ সংযুক্ত করতে পারবেনএজন্য মাই কম্পিউটার থেকে পেন ড্রাইভে প্রবেশ করুনএখানে PortableApps নামে একটা ফোল্ডার দেখতে পাবেন PortableApps ফোল্ডারের ভেতরে সাব ফোল্ডার করে পোর্টেবল প্রোগ্রাম পেস্ট করুনযেমন- আপনি যদি Adobe Illustrator CS5 এর পোর্টেবল ভার্শন রাখতে চান তাহলে PortableApps এর ভেতর Adobe Illustrator CS5 নামে একটা ফোল্ডার তৈরী করে এর ভেতর Adobe Illustrator CS5 এর পোর্টেবল ফাইলটি রাখুনএবার PortableApps.com Platform এর মেন্যুর ডান পাশে Apps -> Refresh App Icons এ ক্লিক করুনএখন মেন্যুতে Adobe Illustrator CS5 দেখতে পাবেন এভাবে আপনি যতখুশি(পেন ড্রাইভ ফুল না হওয়া পর্যন্ত) পোর্টেবল প্রোগ্রাম এখানে সংযুক্ত করতে পারবেন
কোন প্রোগ্রামের আপডেটেড ভার্শন বের হলে PortableApps.com Platform এর বিল্টইন এপ আপডেটারের মাধ্যমে আপনি তাদের অটো আপডেট করতে পারবেনফলে সবসময় পাবেন আপডেটেড প্রোগ্রাম

আপনি পছন্দমত কোন ফন্ট দিয়ে একটা প্রেজেন্টেশন তৈরী করলেন কিন্তু অন্য পিসিতে ফাইলটি ওপেন করার পর দেখা গেল ফন্টগুলো পরিবর্তন হয়ে গেছেকারণ আপনি যে ফন্ট দিয়ে এটি তৈরী করেছিলেন তা এই পিসিতে নেইএই সমস্যা সমাধানের জন্য PortableApps.com Platform এ পোর্টেবল ফন্ট সাপোর্ট রয়েছেআপনি যদি কোন থার্ডপার্টি ফন্ট কোন ফাইলে ব্যবহার করেন, তাহলে সেই ফন্টটি পেন ড্রাইভের PortableApps -> PortableApps.com -> Data -> Fonts ফোল্ডারে রেখে দিনফন্ট সমস্যা আর হবে নাএখানে উল্লেখ্য যে, Data ফোল্ডারের ভেতর Fonts ফোল্ডারটি না ও থাকতে পারেসেক্ষেত্রে আপনাকে তৈরী করে নিতে হবেতবে মনে রাখবেন পেনড্রাইভের স্পেস যত বেশি হবে তত বেশি সুবিধা ভোগ করতে পারবেন।ভাল লাগলে একটি কমেন্ট এবং শেয়ার করে যাবেন এর চেয়ে বেশি কি আশা করতে পারি।
Brandable Domain Names
Read More »
copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status