Ads By Blogger

Thursday, March 29, 2018

অনলাইনে ইনভেস্ট ছাড়া টাকা আয় করতে গিয়ে কি বিফল হয়েছেন? তবে আর ১ বার শেষ চেষ্টা করে দেখুন

অনলাইনে আমরা যারা নতুন আছি প্রায় সবাই মোটামুটি ইনভেস্ট ছাড়া টাকা আয় করার জন্য কোনো না কোনো ভাবে চেষ্টা করেছি। কেউ হয়ত সফল হয়েছি আবার কেউ হয়ত বারবার হতাশ হয়েছি। যারা হতাশ হয়েছি তারা হয়ত মনে করছি আসলে ইনভেস্ট ছাড়া টাকা আয় করা সম্ভব নই। আমাদের এই ধারণা একেবারেই ভুল। সঠিক এবং কার্যকরী পন্থা অবলম্বন করে আমরা একটু ধৈর্য নিয়ে কাজ করলে নিশ্চয় পারব অনলাইনে আয় করতে। হয়ত ইনভেস্ট ছাড়া অনলাইনে প্রথম দিকে ততো বেশি আয় সম্ভব হবে না কিন্তু একবার আপনি সিদ্ধ হস্ত হয়ে গেলে আপনাকে ঠকাই কে? অনলাইনে এইসব কাজ করার প্রথমে যে বিষয়টা দেখে নেওয়া দরকার তা হল আমি যে ওয়েবসাইটে কাজ করছি সেটা আসলে পেমেন্ট করে কিনা। বর্তমানে অনলাইনে এমন ভুঁড়ি ভুঁড়ি ওয়েবসাইট পাওয়া যাবে যেগুলো আপনাকে প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলবে। তাই একটু খোঁজখবর নিয়ে ওয়েবসাইটে কাজ করা উচিত।
যাই হোক, এবার আসল কথাই আসি। আজকে আমি আপনাদের সামনে অনলাইনে ইনভেস্ট ছাড়া আয় করার সবচেয়ে সহজ পন্থা গুলোর মধ্যে একটিকে নিয়ে এসেছি। আজকের এই পোস্টে আমি আপনাদের এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেব যার উপর আপনি সম্পূর্ণ আস্থা রাখতে পারেন।
এই ওয়েবসাইটটির নাম Makearn.

makearn.com এর মাধ্যমে টাকা আয়
Makearn.com


এবার পরিচয় পর্ব সেরে ফেলা যাকঃ

MakeEarn কি?  
MakeEarn হচ্ছে Online multiple networking site এরা আপনাকে প্রতিদিন ২০টা করে ভিডিও দিবে আর সে ভিডিও গুলো আপনাকে ৩মিনিট করে করে দেখতে হবে। এবং দেখা শেষে ভিডিও গুলো লাইক, শেয়ার করতে হবে।

MakeEarn কেন আপনাকে টাকা দিবে? 
এখন কথা আসতে পারে যে এই সাইট আপনাকে কেন টাকা দিবে? এদের লাভ কি?
যারা যারা ইউটিউব এ কাজ করেন তারা নিশ্চই জানেন যে একটা ভিডিওতে একদিনে ২-৪হাজার লাইক টিউমেন্ট শেয়ার পরলে সেই ভিডিও র‍্যাংক করে। এইটাই হচ্ছে এদের লাভ… ২০টা চ্যানেল থেকে এরা এভাবে চ্যানেল বারাতেই থাকবে আপনিও এদের ভিডিও র‍্যাংক করাতে সাহায্য করবেন এবং টাকা আয় করবেন

দিনে বা মাসে কত টাকা আয় করা যাবে? 
এখানে আপনাকে ২০টা করে ভিডিও দিবে ২০টা ভিডিও= $1 (৮০টাকা) মানে মাসে ২৬০০টাকার মত। এখানে আরেকটি মাধ্যম আছে আপনার আয় বাড়ানোর। সেটা হলো রেফারেল… আপনি যদি আপনার বন্ধদের কে রেফারেল করতে পারেন আপনার ইনকাম দ্বিগুণ হবে… জন প্রতি আপনি প্রতিদিন তার আয় থেকে ১০% কমিশন পাবেন। মানে আপনার ১০টা রেফারেল থাকলে আপনি প্রতিদিন $1 ফ্রি পাবেন।


[আপনাদের মধ্যে যাদের পি.টি.সি. সাইট গুলোতে কাজ করার অভিজ্ঞতা আছে তারা নিশ্চয় জানেন দৈনিক ১$ আয় করতে সেখানে কতো কষ্ট করতে হয়। সেই তুলনাই এই কাজ অনেক বেশি সহজ]



আশা করি আপনার আর কোন কনফিউশন নেই। এখান থেকে আমি অনেক টাকা উঠাইছি সুতরাং কোন সন্দেহ করার দরকার নেই।
চলুন শুরু করি, যারা মোবাইলে কাজ করবেন তারা Crome ব্রাউজার ব্যবহার করবেন, আর পিসি তে যে কোন ব্রাউজার হলেই চলবে।
http://www.makearn.com এ প্রবেশ করুন।

==> এবার Register এ ক্লিক করুণ এবং রেজিস্ট্রেশন ফরমটি পূরণ করুণ।
  • Full Name এর স্থানে আপনার নাম,
  • Country এর স্থানে Bangladesh
  • Phone  এর ঘরে একটি ফোন নাম্বার, Email এর ঘরে আপনার Email। তবে অবশ্যই Gmail হতে হবে।
  • Choose Password এর ঘরে পাসওয়ার্ড
  •  Re-type Password এর ঘরে সেই পাসওয়ার্ড টি আবার দিন।
  • তারপর Referral ID  এর ঘরে  ME73831 (রেফারেল আইডি ছাড়া কোন অ্যাকাউন্ট খুলতে পারবেন না।) 
      ফরম পূরণ শেষ হলে Register বাটনে ক্লিক করুণ।

====> কাজ শুরু করার পূর্বে আপনার মেইলে গিয়ে মেইলটি ভেরিফাই করুণ।

====> মেইল ভেরিফাই এর কাজ সম্পূর্ণ হলে এবার HOME এ ক্লিক করুণ এবং সেখানে লালবক্সে        দেখানো watch  এ  ক্লিক করুন।
makearn
Makearn.com


====>তারপর দেখুন ২০ টি ভিডিওর লিস্ট দেওয়া আছে। ভিডিও এর টাইটেল গুলোতে ক্লিক করে ভিডিও ওপেন করুণ । তবে আগে youtube.com এ সাইন ইন করে রাখুন।
makearn.com


=====> প্রতিদিন এই ২০ টি করে ভিডিও তিন মিনিট করে দেখুন।
তিন মিনিট ভিডিও দেখা শেষ হলে ভিডিওর মদ্ধে ক্লিক করলেদেখাবে কয় সেকেন্ড হয়েছে।তিন মিনিট হলে একটু অপেক্ষা করে দেখুন Watched লেখা উঠবে। Ok দিন।

=====> তারপর  ভিডিওর নীচে Click বাটনে ক্লিক করুন। আপনাকে youtube পেইজ এ নিয়ে যাবে। youtube এ  লাইক, Comment এবং Share করুন।

=====> যে কোন Comment যেমন nice, good etc. লিখলেও হবে। তবে সব ভিডিও তে একই Comment করবেন না।আর শেয়ার করলে google+ এ শেয়ার করা সহজ।আপনি চাইলে ২০ টি ভিডিও ২০ টি ট্যাব এ ওপেন করে একসাথেও দেখতে পারেন।এবার প্রথম পেইজ এ এসে পেইজটি Refresh করলে, দেখবেন ডলার জমে গেছে। যেই ভিডিও গুলো সঠিকভাবে দেখা হবে তার পাশে নিচের ছবির মত ব্রেকেটে (Watched) লিখা উঠবে।





কিসের মাধ্যমে টাকা পাবেন?
bkash/Bank/Paypal/Payonner এগুলোর মাধ্যমে।

কত ডলার হলে টাকা উঠানো যাবেঃ
এখান থেকে আপনি প্রতি ৫০ ডলার পরপর টাকা আপনার বিকাশ নাম্বারে পাঠাতে পারবেন।

যেকোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেনঃ এই লিঙ্কে। আমার সাধ্যমত চেষ্টা করব আপনাকে সাহায্য করার।  





Read More »
ads

Tuesday, November 24, 2015

খুব সহজেই খুলে ফেলুন একটি ভেরিফাই payza অ্যাকাউন্ট

বন্ধুরা আজ আপনাদের শিখাবো কিভাবে একটি payza অ্যাকাউন্ট খুলবেন এবং ভেরিফাই করে টাকা উত্তোলন করবেন 

আপনার আশকারি সকলেই জানেন অনলাইনে কাজ করে পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে payza কতটা গুরুত্বপূর্ণ 

অনলাইনে যেকোনো সাইটে কাজ করে টাকা নিতে এই সাইটের প্রয়োজন হয় 

ভারতে paypal সাপোর্ট করলেও বাংলাদেশে paypal সাপোর্ট করেনা তাই payza বাংলাদেশে খবই গুরুত্বপূর্ণ 

তাই আজ আপনাদের দেখাবো কিভাবে একটি ভেরিফাই পেইজা অ্যাকাউন্ট খুলবেন 

তো শুরু করা যাক :-

১. কিভাবে পেজা অ্যাকাউন্ট খুলবেন ?

i) প্রথমে এখানে ক্লিক করেন 

এরপর নিচের মত পেজ আসবে, উপরে দেখবেন Sign Up লেখা আছে, সেখানে ক্লিক করুন। নিচে স্ক্রীন শট দিলাম
Sign Up ক্লিক করার পর নিচের মত পেজ আসবে, সেখান থেকে Personal ক্লিক করুন।

পেজা অ্যাকাউন্ট

এরপর যে পেজ আসবে সেখানে আপনার নাম, ই-মেইল, পাসওয়ার্ড দিলে Get Started এ ক্লিক করুন, নিচে স্ক্রীন শট দেখেন।

পেজা অ্যাকাউন্ট

তো সব তথ্য সাবমিট করলে তারা আপনার ই মেইল এ একটি ভেরিফিকেশন মেইল পাঠাবে। 
এজন্য আপনাকে ই মেইল অ্যাকাউন্ট এ যেতে হবে।
যেয়ে দেখবে Payza থেকে একটি মেইল পাবেন, সেখানে যে লিঙ্ক দেয়া থাকবে 
সেটা ক্লিক করলেই আপনার অ্যাকাউন্ট সফলভাবে খোলা হয়ে যাবে।

অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে হয়, আপনি অনলাইনে কাজ করে টাকা Payza তে গ্রহন করতে পারবেন, কিন্তু ভেরফাই না করলে সেটা উত্তলন করতে পারবেন না, ভেরিফাই করা থাকলে টাকা বিভিন্নভাবে উঠাতে পারবেন
যেমনঃ ফ্লেক্সিলোড, ব্যাংক এর মাধ্যমে, মাস্টারকার্ডের মাধ্যমে, অথবা চেকের মাধ্যমে। 
অ্যাকাউন্ট ভেরিফাই করতে হলে আপনার National ID Card, Bank Statement থাকতে হবে, Bank Statement মানে আপনি ব্যাংক এ কত টাকা জমা দিয়েছেন, কত উঠিয়েছেন সেটার একটা পেপার।

তো নিচে দেখুন কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে।

২. কিভাবে Payza অ্যাকাউন্ট ভেরিফাই করবে?

আপনি আপনার অ্যাকাউন্ট এ লগ ইন করার পর নিচের মত পেজ আসবে, সেখান থেকে বাম দিকে আপনার নাম থাকবে, নামের উপর ক্লিক করে, Verification নামে একটা অপশন পাবেন, সেখানে ক্লিক করুন। নিচে স্ক্রীন শট দেখুন।

পেজা অ্যাকাউন্ট
তারপর নিচের মত পেজ আসবে, সেখান থেকে Document Validation এ ক্লিক করুন।
নিচে স্ক্রীন শট দিলাম, আমার অ্যাকাউন্ট ভেরাফাই করা তাই Document Validation লেখাটি নেই, লেখা আছে Document Validation Complete.

পেজা অ্যাকাউন্ট

Document Validation এ ক্লিক করার পর সেখানে আপনার National ID Card এর স্ক্যান কপি, এবং ব্যাংক স্টেটমেন্ট এর স্ক্যান কপি দিয়ে সাবমিট করুন, 
তাহলে ২৪ ঘন্টার মধ্যেই আপনার অ্যাকাউন্ট ভেরফাই হয়ে যাবে (যদিও লেখা থাকে ৫-৭ দিন লাগবে), এবং অ্যাকাউন্ট এ আপনার নামের নিচে লেখা দেখতে পাবেন “Personal Verified”. ব্যাস আপনার অ্যাকাউন্ট তো খোলা এবং ভেরিফাই করা হয়ে গেল, তো চলুন দেখি কিভাবে টাকা উঠাতে হয়।


৩. কিভাবে পেজা অ্যাকাউন্ট এর মাধ্যমে টাকা উঠাবেন?

Payza থেকে টাকা উঠানোর জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে নিতে হবে, সেজন্য আপনার অ্যাকাউন্ট থেকে বাম দিকে দেখবেন Wallet লেখা আছে, সেখান থেকে Bank Accounts এ ক্লিক করুন, তারপর আপনার যেই ব্যাংক এ অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংক এর অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ, মোবাইল ইত্যাদি দিয়ে সাবমিট করুন, সাথে সাথেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে, নিচে একটা স্ক্রীন শট দেখুন।

পেজা অ্যাকাউন্ট

এখন আপনার ব্যাংক তো অ্যাড হয়েই গেল, টাকা ব্যাংক এর মাধ্যমে উঠাতে পারবেন খুব সহজেই, সে জন্য আপনার অ্যাকাউন্ট থেকে Withdraw Funds এ ক্লিক করবেন, নিচে স্ক্রীন শট দেখুন।

পেজা অ্যাকাউন্ট

Withdraw Funds এ ক্লিক করার পর নিচের মত পেজ পাবেন, সেখান থেকে Bank Transfer এ ক্লিক করুন।

পেজা অ্যাকাউন্ট

তারপর নিচের মত পেজ আসবে, সেখানে আপনি আপনার টাকার পরিমান, সাধারন একটা কারন দিয়ে Next ক্লিক করবেন, এরপর আপনার অ্যাকাউন্ট এর পিন নাম্বার দিলেই টাকা ব্যাংক এ চলে যাবে, তবে ব্যাংক এ টাকা টা যেতে ৫ দিন লাগবে।

পেজা অ্যাকাউন্ট

Read More »
copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status