Ads By Blogger

Tuesday, December 29, 2015

টুইটারের নতুন আপডেট 'Twitter activity'

(bd tips tech)বিডি টিপ্স টেকে আপনাদের সবাইকে স্বাগতম।খুদে ব্লগ লেখার জনপ্রিয় ওয়েবসাইট টুইটার এবার ব্যবহারকারীদের অ্যাকাউন্টের সব কর্মকাণ্ড (অ্যাকটিভিটি) দেখার সুযোগ করে দিয়েছে। এ জন্য টুইট অ্যাকটিভিটি ড্যাশবোর্ডও চালু করেছে টুইটার। ফলে এখন থেকে টুইটে কতজন যুক্ত হলেন, অন্যান্য টুইটের সঙ্গে তুলনা, কী ধরনের ট্রেন্ড সক্রিয় আছে ইত্যাদি তথ্য তাৎক্ষণিকভাবে জানতে পারবেন ব্যবহারকারীরা।

এটিও পড়ুন জন্মদিনে শুভেচ্ছা জানাবে Twitter

পাশাপাশি নির্দিষ্ট টুইট কতবার দেখা হলো, রিটুইট করা হলো, রিপ্লাই বা ফেবারিট করা হলো, তারও বিস্তারিত জানা যাবে। প্রতি সপ্তাহে কোন টুইট বেশি আলোচিত হয়েছে, গুরুত্বপূর্ণ কোন ব্যবহারকারী আপনাকে অনুসরণ করেছে, তাতে এনগেজমেন্ট কতটা ছিল, তার বিস্তারিত লেখচিত্রে দেখা যাবে। এক কথায় পুরো সপ্তাহ কিংবা মাসের টুইট মেট্রিকস নামানো যাবে, যেখানে থাকবে আরও নানান তথ্য।
ব্যবহারকারী চাইলে নিজেই নিজের অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য জানতে পারবেন। এ জন্য
analytics.twitter.com
ঠিকানায় গিয়ে অ্যানালিটিকস সুবিধাটি চালু করে নিতে হবে। তারপর অ্যাকাউন্টের ডান পাশে ড্যাশবোর্ড আকারে দেখা যাবে অ্যাকাউন্টের বিস্তারিত। কম্পিউটারের পাশাপাশি টুইটারের অ্যাপেও পাওয়া যাবে অ্যানালিটিকসের এ সুবিধা। বর্তমানে আরবি, ব্রাজিলীয়, পর্তুগিজ, ডেনিশ, ডাচ, ইংরেজি, ফিলিপিনো, ফরাসি, জার্মান, ইন্দোনেশীয়, ইতালীয়, কোরীয়, নরওয়েজিয়ান, স্প্যানিশ, সুইডিশ, থাই ও টার্কিশ ভাষায় এ সেবা পাওয়া যাবে। ন্যূনতম ১৪ দিন ব্যবহৃত হয়েছে, এমন টুইটারে কেবল সেবাটি মিলবে। অন্যান্য ভাষার জন্য খুব শিগগির সেবাটি চালু হবে বলেও জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ।

এটিও দেখুন আয় করুন ফেইসবুক,গুগল,টুইটার থেকে খুব সহজে

এত দিন ধরে টুইটারের নির্দিষ্ট অ্যানালিটিকস সুবিধা পেতে তৃতীয় কোনো কর্তৃপক্ষের সেবা নেওয়ার প্রয়োজন হতো গ্রাহকদের। এবার সেবাটি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে টুইটার। টুইটারের একজন মুখপাত্র জানান, এ সুবিধা সব টুইটার ব্যবহারকারীর জন্য চালু করা হয়েছে। যাতে করে ব্যবহারকারী নিজেই নিজের বিশ্লেষণধর্মী সব তথ্য পেতে পারেন।
Read More »
ads

Thursday, July 09, 2015

জন্মদিনে শুভেচ্ছা জানাবে Twitter


বিডি টিপ্স টেকে আপনাদের স্বাগতম।জন্মদিনে টুইটার অ্যাকাউন্টে ব্যবহারকারীকে শুভেচ্ছা বার্তাসহ অ্যানিমেটেড বেলুন উপহার দেবে টুইটার। টুইটার সেটিংস মেনুতে জন্মদিন যুক্ত করার একটি নতুন অপশন যুক্ত করেছে যা প্রোফাইল পেজে দেখা যাবে।

এটুও পড়ুন grameenphone এর সকল service বন্ধ করার কোডগুলো জেনে নিন

টুইটার প্রোফাইলে জন্মদিন যুক্ত করতে টুইটার ডটকমে গিয়ে ‘এডিট প্রোফাইল’ অপশনটিতে যেতে হবে।
৬ জুন এক ব্লগ পোস্টে টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, টুইটার প্রোফাইলে এখন থেকে জন্মদিন যুক্ত করা যাবে।
তবে এই জন্মদিন জনসম্মুখে (পাবলিক) করা হবে কিনা সেটার নিয়ন্ত্রণ ব্যবহারকারীর হাতে থাকছে। জন্মদিন যুক্ত করার এই অপশনটি ব্যবহারকারীর ইচ্ছার ওপর নির্ভর করবে।
টুইটারের ব্লগ পোস্টে বলা হয়েছে, জন্মদিন প্রদর্শন করা হবে কিনা সেই সেটিংসটি জন্মদিনের দিন মাস তারিখের অপশন থেকে আলাদা রাখা হয়েছে। এই অপশনটি পূরণ করলে সময়-সময় পুরো স্ক্রিন জুড়ে বেলুন ও শুভেচ্ছা টুইট পাঠানো হবে।

এটিও পড়ুন ভলিউম কি দিয়ে আনলক করুন এন্ড্রয়েড মোবাইল

প্রযুক্তি বিষয়ক ভার্জ অবশ্য টুইটারের এই বিষয়টি অন্য দৃষ্টিতে দেখছে। ভার্জ বলছে, এই পদক্ষেপটি টুইটারকে বিজ্ঞাপন প্রদর্শনে সাহায্য করবে। কোন বয়সের মানুষ কী ধরনের বিজ্ঞাপন দেখতে চান তা বুঝতে পারবে টুইটার।

ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, আপনি যে ধরনের প্রাইভেসি ঠিক করে দেন না কেন, টুইটার সে তথ্য তাদের বিপণন কাজে লাগাবেই। টুইটারের সাপোর্ট ডেটাবেজ দেখে মনে হয় মাইক্রোব্লগ বা খুদে বার্তা পাঠানোর এই সামাজিক যোগাযোগের ওয়েবসাইটটি প্রাসঙ্গিক কনটেন্ট, বিজ্ঞাপন প্রদর্শনে জন্মদিনের এই তথ্য ব্যবহার করবে।
Read More »
copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status