Ads By Blogger

Tuesday, January 10, 2017

জেনে বাংলাদেশের ৬৪টি জেলার তথ্য ছোট্ট একটি এপ্সের মাধ্যমে

bd tech tip  এর পক্ষ থেকে সকল বন্ধুদের জানই শুভেচ্ছাবন্ধুরা আজ আমি আপনাদের যে জিনিসটা উপহার ‍দিতে যাচ্ছি তা হল বাংলাদেশের সকল জেলার ইতিহাস জানার ছোট একটি এপ্সএটি একটি পিসি সফটয়্যার যাদের কম্পিউটার আছে শুদুই তারাই ব্যবহার করতে পারবেনএন্ড্রোয়েড ভার্সন বের হলে এন্ড্রোয়েড ব্যবহাকারীরাও চালাতে পারবেন

keyword:বাংলাদেশের জেলার তথ্য,জেলা সমন্ধ্যে জানুন,জেলার তথ্য দেখুন,৬৪জেলা সমন্ধ্যে জানুন,বাংলাদেশের সকল জেলার তথ্য জানুন,বাংলাদেশের মানচিত্র,বাংলাদেশের বিভাগ,বিডি বাংলা ব্লগ,বিডি টেক ব্লগ,বিডি টেক টিউন্স,


 অনেক সময় আমাদের অনেক এলাকাতে যেতে হয় কিন্তু সেই অঞ্চল সম্পর্কে আমাদের প্রাথমিক ধারনাও থাকে না কিন্তু যদি আমাদের যানা থাকে যে বাংলাদেশের কোন এলাকা কোন দিকে কোথায় অবস্থিত,তাহলে আমার মনে হয় অবশ্যই সেটা আমাদের জন্য ভাল হবেসেই চিন্তা থেবেই মূলত আমার আজকের টিউনটি করা এই সফটওয়্যারটা সম্পর্কে হয়ত অনেকেই জানেন কিন্তু আমার উদ্দেশ্য তাদেরকে জানানো যারা এটার সম্পর্কে জানেন নাতাই যারা জানেন তারা এরিয়ে যানএবার কাজের কথায় আসা যাক,নিচে থেকে সফটওয়্যারটির স্ক্রিনসটটা দেখে নিন

 
বাংলাদেশের ৬৪ জেলার ইতিহাস-বিডি টিপস টেক
বাংলাদেশের ৬৪ জেলার ইতিহাস-বিডি টিপস টেক

যে জেলার ইতিহাস জানতে চান সেই জেলার নামের উপর ক্লিক করলেই জেলার নামকরনের ইতিহাস অবস্থান আ্য়তন ইত্যাদি বিস্তারিত জানতে পারবেনবেরিয়ে আসতে চাইলে উপরে exit এ ক্লিক করে বের হয়ে আসতে পারবেন
প্রথম সফটওয়্যারটি ডাউনলোড করে নিন

Download bangladesh (ক্লিক করে পাচ সেকেন্ড অপেক্ষা করুন তারপর skip ad এ ক্লিক করুন)

দারুন পোস্ট
আপনি বর্ণান্ধ বা কালার ব্লাইন্ড কিনা পরীক্ষা করে নিন সহজে
আসুন জেনে নিই কিছু মজার তথ্য
টাইগার-ভক্তদের মেনে চলা অদ্ভুত ৭ কুসংস্কার
বাংলাদেশের প্রয়োজনীয় সব ওয়েবসাইটের তালিকা
Mr. bean এর জনপ্রিয়তার রহস্য

 তারপর আরামছে ব্যবহান করুন আর নিজের দেশ সম্পর্কে জানুনও আর একটা কথা এটা ফ্লাশ ফাইল তাই ইনস্টল করার ঝামেলা নাইআজ এ পর্যন্তই আবার দেখা হবেধন্যবাদ
যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ facebook group
ফেইসবুক পেইজ facebook page
ইউটিউব চ্যানেল Youtube
Read More »
ads

Friday, January 06, 2017

কম্পিউটার চালু হতে অনেক সময় নেয়?

bd tech blog এ আপনাদের স্বাগতমআজ আপনাদের সাথে  কম্পিউটারের একটি টিপস শেয়ার করবোঅনেক সময় দেখা যায় উইন্ডোজে সেটাপ দেওয়ার দুই তিন মাস পর বা অনেক পুরানো কম্পিউটার হলে চালু হতে অনেক সময় নেই যা খুবই বিরক্তিকরআজ আপনাদের দেখাবো কিভাবে কম্পিউটার দ্রুত চালু করবেন


keyword:কিভাবে কম্পিউটার দ্রুত চালু করতে হয়,কম্পিউটার স্লো হয়ে গেছে,কম্পিউটার দ্রুত চালু করার উপায়,কম্পিউটারের গতি দ্রুত চালু করার উপায়,হার্ডডিস্ক ডিগ্র‍্যাফমেন্ট করার উপায়,স্টার্টআপ প্রোগ্রাম বন্ধ করার উপায়,bd bangla blog, bd tricks tips,bd tech tip,tip tech,বিডি বাংলা ব্লগ,বিডি টেক ব্লগ,বাংলা প্রযুক্তি ব্লগ

 যেসব প্রোগ্রাম কম্পিউটার চালু হওয়ামাত্র স্বয়ংক্রিয়ভাবে চালু হয় অর্থাৎ স্টার্টআপ প্রোগ্রামগুলো কম্পিউটার ধীর গতিতে চালু হওয়ার অন্যতম কারণতাই অপ্রয়োজনীয় স্টার্টআপ আইটেম নিষ্ক্রিয় করে কম্পিউটার চালু হওয়ার গতি কিছুটা বাড়ানো যায়উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেম হলে কি-বোর্ডের Windows Key‍+R এক সঙ্গে চেপে রান টুল চালু করুনmsconfig লিখে এন্টার করুন। 
কম্পিউটারের গতি বৃদ্ধি-বিডি টিপস টেক
কম্পিউটারের গতি বৃদ্ধি-বিডি টিপস টেক

 সিস্টেম কনফিগারেশন উইন্ডো থেকে Startup ট্যাব নির্বাচন করে তালিকায় থাকা অপ্রয়োজনীয় প্রোগ্রাম যেগুলো কম্পিউটার চালু হওয়ার সঙ্গে সঙ্গে সক্রিয় হওয়ার প্রয়োজন নেই, সেগুলোর একেকটাতে মাউসের ডান বোতামে (রাইট) ক্লিক করে নিষ্ক্রিয় করে দিনআর অপারেটিং সিস্টেম যদি উইন্ডোজ ১০ হয় তবে নিচে টাস্কবারের খালি জায়গায় রাইট ক্লিক করে Task Manager খুলুনএবার নিচের More details অপশনে ক্লিক করে Startup ট্যাব খুলনআগের মতো তালিকায় থাকা অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো একটা একটা করে নিষ্ক্রিয় করে দিন

তারপর কন্ট্রোল প্যানেলে গিয়ে System অপশনে যানবাঁ পাশে থাকা Advanced system settings ক্লিক করে সিস্টেম প্রোপার্টিজ খুলুনসেখান থেকে Advanced ট্যাবে ক্লিক করে Performance অংশের নিচে থাকা Settings বোতামে ক্লিক করে খুলুন। 
কম্পিউটারের গতি বৃদ্ধির উপায়-বিডি টিপস টেক
কম্পিউটারের গতি বৃদ্ধির উপায়-বিডি টিপস টেক

 এখন ভিজ্যুয়াল ইফেক্টস ট্যাবে ক্লিক করে Adjust for best performance অপশন নির্বাচন করে দিনকর্মদক্ষতা বাড়াতে গিয়ে যদি ফন্টের চেহারা চোখে বাজে, তাহলে নিচের তালিকায় থাকা Smooth edges of screen fonts অপশনটিতে টিক দিয়ে ওকে করুনএবার একই পারফরমেন্স প্রোপার্টিজ উইন্ডোতে থেকে Advanced ট্যাবে ক্লিক করে Change বোতামটি চাপুনএখন ভার্চ্যুয়াল মেমোরি উইন্ডো থেকে Automatically manage paging file... অপশন থেকে টিক চিহ্ন উঠিয়ে দিয়ে নিচে থাকা System managed size নির্বাচন করে ডানে থাকা Set বোতামটি চেপে দিনপুনরায় ওকে করে সব কটি উইন্ডো বন্ধ করে কম্পিউটার রিস্টার্ট দিন

এ ছাড়া হার্ডডিস্কের গতি আবার আগের মতো ফিরিয়ে আনতে উইন্ডোজের নিজস্ব টুল ডিস্ক ডিফ্র্যাগমেন্টার নিয়মিত ব্যবহার করুনডিফ্র্যাগমেন্ট করার জন্য ড্রাইভের প্রোপার্টিজে গিয়ে ডিফ্র‍্যাগমেন্ট নাই এ ক্লিক করুন

 যেসব প্রোগ্রাম একেবারেই ব্যবহার করা হয় না, সেগুলো আনইনস্টল করে ফেলুনডিস্ক ক্লিনআপ ব্যবহার করে ইন্টারনেটের সাময়িক ও অন্যান্য অপ্রয়োজনীয় ফাইল মুছে হার্ডডিস্ক পরিষ্কার রাখুনদরকার না পড়লে একসঙ্গে অনেক প্রোগ্রাম ব্যবহার করবেন নাখুব বেশি ব্যবহার করলে নিয়মিতভাবে কম্পিউটার বন্ধ করে পুনরায় চালু বা রিস্টার্ট দেওয়ার অভ্যাস রাখতে হবেকম্পিউটার রিস্টার্টের মাধ্যমে প্রায়ই অনেক অজানা সমস্যার সমাধান হয়ে যায়সম্ভব হলে নতুন প্রযুক্তির সলিড-স্টেট ড্রাইভ (এসএসডি) যুক্ত করতে পারেনঅপারেটিং সিস্টেমটি যদি এই এসএসডিতে ইনস্টল করে ব্যবহার করেন তাহলে কম্পিউটারের গতি বেড়ে যাবে কয়েক গুণ

আমাদের ফেইসবুক গ্রুপ facebook group
ফেইসবুক পেইজ facebook page
ইউটিউব চ্যানেল Youtube
Read More »

Sunday, January 01, 2017

ফ্রিতে রিচার্জ করে নিন বিডি টিপ্স টেক থেকে এই পোস্টটি শেয়ার করে

 বিডি টিপস টেক এর পক্ষ্য থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতমদেখতে দেখতে বিডি টিপ্স টেক দুই বছর অতিক্রম করতে যাচ্ছিআগামী ২৭ই ফেব্রুয়ারি ২০১৭ তারিখে বিডি টিপ্স টেকের দুই বছর পূর্ন হবেতাই দুই পূর্তি উপলক্ষে ভিজিটরদের সাথে কিছু শেয়ার করতে।তাই আমরা বিডি টিপ্স টেক এর পক্ষ থেকে ফ্রি ২০ টাকা রিচার্জ দিব বলে ঘোষনা করছি।তবে এর জন্য আপনাকে কিছু কাজ করতে হবে।আমাদের এই পোস্ট টি আপনাকে শেয়ার করতে হবে।মোট তিনটি জায়গয় আপনাকে আমাদের এই পোস্টটি শেয়ার  করতে হবে ফেইসবু,গুগল প্লাস এবং টুইটারে।যাদের টুইটার কিংবা গুগল প্লাসে একাউন্ট নেয় তারা ফেইসবুকে ভিন্ন ভিন্ন তিনটি জায়গায় শেয়ার করতে পারেন।
তারপর এই ফ্রমটি পুরন করুন



ফ্রিতে রিচার্জ করে নিন বিডি টিপ্স টেক থেকে
ফ্রিতে রিচার্জ করে নিন বিডি টিপ্স টেক থেকে


Keyword:রিচার্জ করুন ফ্রিতে,ফ্রিতে মোবাইল রিচার্জ,বিডি বাংলা ব্লগ,বিডি টেক ব্লগ,ফ্রিতে রিচার্জ নিন বিডি টিপ্স টেক থেকে,বিডি টেক ট্রিক্স,ট্রিক বিডি,বিডি টেক টিপ্স,বাংলা প্রযুক্তি ব্লগ

এরপর আমাদের ফেইসবুক গ্রুপে জয়েন করুন https://facebook.com/groups/bdtipstech ।কে কে ফ্রি রিচার্জ পাবেন তা এই গ্রুপের মাধ্যমে জানানো হবে এবং গ্রুপের মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ করা হবে।ফলাফল জানানো হবে ২৭ এ ফেব্রুয়ারী
পুরষ্কার পাওয়ার  জন্য নিচের কার্যক্রম মেনে চলার অনুরোধ করা হলো
১=শেয়ারকৃত পোস্টটি অবশ্যই পাবলিক রাখবেন।
২=পুরষ্কার ঘোষনা পর্যন্ত পোস্টটি ডিলেট করতে পারবেন না।
৩=একই ব্যাক্তি দুইবার অংশগ্রহন করতে পারবেন না।
৪=শেয়ার  করার সময় অবশ্যই  শেয়ার বাটুন ইউস করবেন।
৫=ফেইসবুকে বা গুগলে যার পপুলারিটি বেশি তার পুরস্কার পাওয়ার সম্ভবনা তত বেশি।

সর্বনিম্ন দশ জনকে পুরষ্কার দেওয়া হবে এবং সর্বোচ কত জনকে তা নির্ভর করবে ব্লগের জানূয়ারী মাসের ইনকামের উপর অর্থাৎ জানুয়ারী মাসের পুরু টাকাটা ভিজিটরদের দেওয়া হবে।


র‍্যানডমলি লটারির মাধ্যমে ১০জনকে নির্বাচন করা হবে।
যেকোনো প্রয়োজনে আমরা আছি।
এর পরে আমরা প্রতি মাসে ফ্রি রিচার্জের ব্যবস্থা করবো এর জন্য চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
আমাদের ফেইসবুক গ্রুপ facebook group
ফেইসবুক পেইজ facebook page
ইউটিউব চ্যানেল Youtube
Read More »

Sunday, December 25, 2016

ফ্রিতে BITCOIN আয় নিয়ে পূর্ণাঙ্গ টিউটোরিয়াল(হয়ে যান বিটকয়েনের কিং)

(bd tips tech)বিডি টিপ্স টেকে আপনাদের স্বাগতম।আজকে বিটকয়েনের পূর্নাঙ্গ টিউটোরিয়ালে নিয়ে আলোচনা করবো।আসুন প্রথমে জেনে নিই বিটকয়েন কি?

Keyword:ফ্রিতে BITCOIN আয় নিয়ে পূর্ণাঙ্গ টিউটোরিয়াল(হয়ে যান বিটকয়েনের কিং),আয় করুন বিট কয়েন,কিভাবে বেশি বিটকয়েন ইনকাম করতে হয়,বেশি বিটকয়েন দেয় সাইটগুলি,ফ্রিতে বিটকয়েন আয়,আটো বিটকয়েন ইনকাম,কিভাবে বিটকয়েনের টাকা তুলতে হয়,বিটকয়েন রিচার্জ করার উপায়,কিভাবে বিটকয়েন টাকা ব্যাংক এক্যাউন্টে নিতে হয়

বিটকয়েন কি?

বিটকয়েন হল ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রোটকলের মাধ্যমে লেনদেন হওয়া সাংকেতিক মুদ্রা। বিটকয়েন লেনদেনের জন্য কোন ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠান বা নিকাশ ঘরের প্রয়োজন হয় না। ২০০৮ সালে সাতোশি নাকামোতো এই মুদ্রাব্যবস্থার প্রচলন করেন। বিটকয়েনের লেনদেন হয় পিয়ার টু পিয়ার বা গ্রাহক থেকে গ্রাহকের কম্পিউটারে বা মোবাইলে । বিটকয়েনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয় অনলাইনে একটি উন্মুক্ত সোর্স সফটওয়্যারের মাধ্যমে অথবা কোন ওয়েব সাইটের মাধ্যমে ।বিটকয়েন আয় করতে হলে আপনাকে অবশ্যই অনেক ধৈর্য ধরতে হবে। বিটকয়েন অনেকটা শেয়ার বাজারের এর কিছুটা উঠানামা করে।বর্তমানে 1 bitcoin=2600$


coinbase(bd tips tech)

Bitcoin এ একাউন্ট খোলাঃ
আপনাকে প্রথমে একটি বিটকয়েন অ্যাড্রেস তৈরি করা লাগবে ।প্রথমে এই লিঙ্কে যান।এরপর একটা পেজ আসবে । Email এর বক্সে আপনার মেইল অ্যাড্রেস এবং Password এর বক্সে আপনার পাসওয়ার্ড দিয়ে Create Bitcoin Wallet লিঙ্কে ক্লিক করুন ।এরপর আপনাকে ইমেইল অ্যাড্রেস ভেরিফাই করেত বলবে । আপনার ইমেইল অ্যাড্রেসে যান এবং Verify My Email Address-এ ক্লিক করুন ।এখান থেকে Setting থেকে Bitcoin Addresses এর উপরে ক্লিক করলে নিচের মত একটা পেজ আসবে । এরপর Create New Address করে কিছুক্ষণ অপেক্ষা করুন । নিচের মত একটা অ্যাড্রেস(1EuuJLWUNwiPyVmHDqEe2DAybH2C7DUUbf ) তৈরি হবে । এটাকে সেভ করে অথবা কপি করে রাখুন পরে কাজে লাগবে।

কিভাবে ফ্রিতে আয় করবেন বিটকয়েনঃ

ফ্রিতে বিটকয়েন আয়ের জন্য অনেক ওয়েবসাইট আছে কিন্তু সবগুলি ট্রাস্টেড না।আমি নিচে ধারাবাহিক ভাবে ট্রাস্টেড সাইট নিয়ে আলোচনা করছি।।।
freebitoin(bd tips tech)

freebitco.in:এটি একটি বিশ্বস্ত সাইট।এখানে আপনি প্রতি ঘন্টায় ক্যাপচা এন্ট্রি করে ফ্রি বিটকয়েন পাবেন।এরা প্রতি সোমবার পেমেন্ট দেয়। প্রথমে এই লিঙ্কে যান।এখান থেকেঃ Your Bitcoin Address – এ কিছুক্ষণ আগে যে বিটকয়েন অ্যাড্রেস তৈরি করলেন সেটা দিন ।Password For Your Account – এখানে আপনার পাসওয়ার্ড দিন ।Repeat Password – এখানে পুনরায় একই পাসওয়ার্ড দিন।Your Email – এখানে আপনার ইমেইল দিন।ব্যাস এরপর SIGN UP বাটনে ক্লিক করুন । আপনার একাউন্ট হয়ে গেছে । ইমেইল ভেরিফাই করা লাগবে না ।এবার LOGIN বাটনে ক্লিক করে লগইন করে নিন ।claim your bonus now এ ক্লিক করুন তাহলে নতুন একটি পেইজে ক্যাপচা ওপেন ক্যাপচা পূরন করে roll এ ক্লিক করুন তাহলে বিটকইয়েন পেয়ে যাবেন।এভাবে প্রতি ঘণ্টায় আপনি বিটকয়েন আর্ন করতে পারবেন। আবার ১ ঘন্টা পর আসুন এবং কেপচা পূরণ করে ROLL-এ ক্লিক করুন ।দেখবেন একাউন্টে বিটকয়েন যোগ হয়েছে ।এভাবে ১ ঘণ্টা পর পর ওয়েব সাইটে যান এবং আর্ন করতে থাকুন ।

moonbitcoin(bd tips tecjh)

moonbit.co.in: এটি আরেক টি জনপ্রিয় ফ্রি বিটকয়েন প্রদানকারী সাইট।এই সাইট থেকে আপনি অটো বিটকয়েন পাবেন।শুদু এক্যাউন্ট তৈরি প্রতিদিন নির্দিষ্ট সময়ে একবার ক্যাপচা এন্ট্রি করলে পেমেন্ট পাবেন।এরা প্রতি শনি ও রবিবার পেমেন্ট দেয়।রেজিস্ট্রেশন করুন এখান থেকে।


আপাতত এই দুইটি সাইতে কাজ করুন আর এই পেইজটি বুকমার্ক করে রাখুন।আমরা খুব শ্রিগই আরো বিশ্বস্ত সাইটের তালিকা দিব।

কিভাবে উইথড্র করবেন:বিটকয়েন কিন্তু বাংলাদেশে সাপোর্ট করে না কিন্তু আপনি চাইলে বিটকয়েনে অর্জিত টাকা এই ওয়েবসাইট মাধ্যমে ফেক্সিলোড করে মোবাইলে আনতে পারবন।এছাড়া বিভিন্ন এক্সচেঞ্জ সাইটের সাহায্যে বিটকয়েন থেকে পেপাল,পেইজাতে ট্রান্সফার করতে পারবেন।

ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য আশাকরি পোস্টটি আপনাদের ভাল লেগেছে।কোন সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবেন।পোস্টটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।
যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ facebook group
ফেইসবুক পেইজ facebook page
ইউটিউব চ্যানেল Youtube
Read More »

Thursday, December 15, 2016

এন্ড্রয়েডের এক এপ্সে অনেককিছু

বিডি টিপ্স টেকে আপনাদের সবাইকে আরো একবার স্বাগতম।আজ আপনাদের সাথে একটি এপ্স শেয়ার করবো।এই এপ্স দিয়ে আপনারা অনেক কিছু জানতে পারবেন।আশাকরি এপ্সটি আপনাদের কাছে ভালো লাগবে।
এই এপ্সটি দ্বারা যে জিনিসগুলি জানতে পারবেন।সেগুলো হচ্ছে



keyword:এন্ড্রয়েড এপ্স  ডাউনলোড,এন্ড্রয়েড টিপস বিডি,এন্ড্রয়েড টিপ্স ট্রিক্স,মজার এন্ড্রয়েড এপ্স,এন্ড্রয়েড এ্রপ্স ডাউনলোড,এন্ড্রোয়েড মোবাইলে ফ্রি ইন্টারনে,এন্ড্রয়েড বাংলা টিপস,এন্ড্রয়েড সফটওয়্যার,অ্যান্ড্রয়েড মোবাইল টিপ্‌স,এন্ড্রয়েড টিউটোরিয়া্‌ল,এন্ড্রয়েড মোবাইল টিপস্,বিডি বাংলা টিপ্স ট্রিক্স,বাংলা ব্লগ সাইট,বাংলা টেক সাইট,bangla tips tricks,trick bd bangla,tech tunes tips,biggan prozukti,bangla tech blog

১:নিকটবর্তী ওয়াইফাই দেখতে পারবেন।
২:গুগল মেপের কাজ করতে পারবেন।
৩:ইন্টারনেট স্পিড মাপতে পারবেন।
৪:বিভিন্ন সিমের কোথায় ৩জি/২জি আছে দেখতে পারবেন।
৫:আপনার সিমের সিগনাল স্ট্রেন্থ জানতে পারবেন।
এন্ড্রয়েডের এক এপ্সে অনেককিছু
এন্ড্রয়েডের এক এপ্সে অনেককিছু
এপ্সটির নাম ওপেন সিগনাল।এপ্সটির আকার ২.৮এম্বি।এপ্সটি ডাউনলোড করুন এখান থেকে।
                android apps download

ড্রপবক্সে অপলোড দেয়া হয়েছে ডাউনলোড করতে কোন সমস্যা হবে না।পোস্টটি ভাল লাগলে কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না।
Read More »

Tuesday, December 13, 2016

জানিয়ে দিন সবাইকে আপনার ফেইসবুক পাসওয়ার্ড-কেউ লগইন করতে পারেব না

বিডি টিপ্স টেকে আপনাদের স্বাগতমআশাকরি সবাই ভাল আছেনআজ আপনাদের সাথে একটি ফেইসবুক টিপ্স শেয়ার করবোআপনার ফেইসবুক পাসওয়ার্ড কেউ জানলেও লগইন করতে পারবে
করতে পারবেনাএই সিস্টেম চালু করলে হ্যাকারো আপনার ফেইসবুক সহজে হ্যাক করতে পারবে না

keyword:বাংলা ফেইসবুক টিপ্স,ফেইসবুক টিপ্স টেক,বাংলা টেক টিপ্স বিডি অনলাইন টিপ্স,ফেইসবুক টিপ্স এন্ড ট্রিক্স,ফেইসবুক টিপ্স ২০১৬,ফেইসবুক টিপ্স ২০১৭,ফেইসবুক বাংলা টিপ্স,টেকটিউনস,টেক টিপ্স বিডি,বাংলা প্রযুক্তি সাইট,জিপি ফ্রি ইন্টারনেট ,bangla blog tech,bangla tech,free Internet gp,bd technology tips,bd tips and tricks,bangla tips tricks,pchelpline,pchelpcenterbd,bd onlineearning zone,bd earning,tech-tipsbd


আপনার ফেইসবুকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করার সময় আপনার ফোন নাম্বারে একটি ভেরিফাই কোড আসবেএই কোড  দিলেই লগইন করতে পারবে


কিভাবে এটটিভ করবেন
প্রথমে আপনার  ফেসবুকে একাউনন্টে লগ ইন
করে নিনতারপর Settings এ চলে যানএবার  Security অপশনে চলে যানএখান থেকে Login Approvals On অপশন এর ডানপাশে Enable এ ক্লিক করুনএবার get started এ ক্লিক করুন।আপনার যদি মোবাইলাই নাম্বার আগে যোগ করা থাকে তাহলে আপনার ফোনে এসএমএস যাবে।এড করা না থাকলে খালি বক্সে আপনার ফোন নাম্বার দিনযে নাম্বারে লগইন করার সময় এসএমএস পেতে চানআপনার ফোনে একটা কোড যাবেএবার বক্সে কোডটি সাবমিট করুন
 
ফেইসবুক পাসওয়ার্ড জানিয়ে দিন সবাইকে
ফেইসবুক পাসওয়ার্ড জানিয়ে দিন সবাইকে

 এখন থেকে অন্যকোন মোবাইল বা পিসি দিয়ে আপনার ফেসবুকে লগ ইন করলে আপনার ফোনে কোড আসবেএবং এই কোড ছাড়া কেউ লগইন করতে পারবে না
বি:দ্র:অনেক সময় ফেইসবুক কিংবা মোবাইলে সার্ভারে সমস্যার কারনে মেসেজ আসতে দেরি হয় কিংবা মেসেজ আসে নাতাই আমি বলবো ফেইসবুকে ইমেইল এড আছে শুদুমাত্র তারাই এই সার্ভিসটি উপভোগ করুননা হলে আপনার ফেইসবুক একাউন্ট নিয়ে বিড়ম্বনায় পরতে পারেন

আশাকরি পোস্ট টি আপনাদের ভাল লেগেছেযদি ভাল লেগে থাকে তাহলে বিডি টিপ্স টেককে শেয়ার করুন এবং কমেন্ট করে জানানআপনার একটি কমেন্টেই আমাদের উৎসাহিত করবে আরো ভাল পোস্ট দেওয়ার

আমাদের ফেইসবুক গ্রুপ facebook group
ফেইসবুক পেইজ facebook page
ইউটিউব চ্যানেল Youtube
Read More »

Monday, December 12, 2016

পেইড এন্ড্রয়েড এপ্স ডাউনলোড করে নিন ফ্রিতে যত খুশি তত

বিডি টিপ্স টেকে আপনাদের সবাইকে আবারো স্বাগতম।আমি আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে Play Store থেজে Paid Apps Free তে ডাউনলোড করবেন।

প্রথমেই GetApk Market সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল দিন ।

                                          get apk market download



keyword;ফ্রিতে ডাউনলোড এন্ড্রয়েড এপ্স,ফ্রিতে এন্ড্রয়েড এপ্স,মজার এন্ড্রয়েড গেইমস,ফ্রি এন্ড্রইয়েড এপ্স,এন্ড্রয়েড আর্মি বিডি,বাংলা টেক ব্লগ,টেকটিউনস,পিসি হেল্পলাইন বিডি,এন্ড্রয়েড টিপ্স বাংলা,ফ্রি ইন্টারনেট,মজার এন্ড্রয়েড গেইম ডাউনলোড,টেক টিপ্স,bangla tech blog,bagla tech tips,true tips 24,tech tips,bd tips
এবারে Play Store এ আপনার কাঙ্খিত Paid Apps টিতে যান । উদাহরনস্বরূপ আমি link2sd plusনিয়েছি ।
এবার নিচে এসে শেয়ার বাটন চাপুন।


Share Options এলে GetApk Market Select করুন ।



এবার Search শুরু হল ।দেখুন পেয়েছেন ।
Get চাপুন । এবারে লেটেস্ট ভার্শন অনুযায়ী Select করুন ।
পরবর্তী পেজে SKIP THIS AD চাপুন ।



এবারে শুরু হবে ডাউনলোড । না হলে হলুদ ডাউনলোড বাটুন ক্লিক করুন।




ডাউনলোড হলে ইন্সটল করুন আর উপভোগ করুন পেইড Apps এর মজা।সবাই ভাল থাকবেন আর টিউনটি কেমন হয়েছে জানাবেন ।
Read More »
copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status