Ads By Blogger

Sunday, November 13, 2016

কিভাবে বুঝবেন আপনার ল্যাপটপের ব্যাটারি পরিবর্তন করা দরকার

ads
(বিডি টিপ্স টেক)স্ক্রিনের আলো কমিয়েছেন, সকল অ্যাপ, অব্যবহৃত অ্যান্টেনা বন্ধ করে দিয়েছেন কিন্তু তবুও আপনার ল্যাপটপের ব্যাটারি চার্জ ধরে রাখতে পারছে নাতাহলে সম্ভবত ব্যাটারিটা পরিবর্তন করার সময় হয়েছে
 
কিভাবে বুঝবেন আপনার ল্যাপটপের ব্যাটারি পরিবর্তন করা দরকার
কিভাবে বুঝবেন আপনার ল্যাপটপের ব্যাটারি পরিবর্তন করা দরকার  

kwyword:ল্যাপটপের ব্যাটারি সমস্যা,ল্যাপটপের চার্জ থাকেনা,ল্যাপটপের ব্যাটারি নস্ট হয়ে গেছে,ল্যাপটপের ব্যাটারির ব্যাকআপ কমে গেছে,ব্যাটারির আয়ু বৃদ্ধি করার উপায়,কিভাবে বুঝবেন ল্যাপটপে আগের মত চার্জ থাকেনা,ল্যাপটপের অনেকক্ষন চার্জ ধরে রাখার উপায়,কিভাবে ল্যাপটপে অনেকক্ষন চার্জ রাখবেন,বিডি টেকনোলজি,বাংলা টেকনোলজি,বাংলা টেক সাইট

একটি ব্যাটারীর চার্জ ধারণক্ষমতা সময় গড়ানোর সাথে সাথে নিঃশেষিত হয়ব্যাটারির বয়স বাড়ার সাথে সাথে আপনার উচ্চ-সহনশীল ল্যাপটপও এক সময় ঘন্টা দুয়েক বাদে বন্ধ হয়ে যায়ফোন এবং ট্যাবলেটে এ সমস্যা হয়

আপনার ল্যাপটপের ব্যাটারি পরিবর্তন করা লাগবে কিনা তা খুব সহজেই উইন্ডোজ ব্যাটারি রিপোর্ট দেখে নির্ধারণ করতে পারবেন আপনিঅর্থাৎ, ল্যাপটপে উইন্ডোজ অপারেটিং সিস্টেম  ব্যবহারকারীরা ব্যাটারি রিপোর্ট দেখে এটি বুঝতে পারবেন

উইন্ডোজে যেভাবে ব্যাটারী রিপোর্ট পাবেন:


১. ল্যাপটপের স্ক্রিনের নিচের বামদিকে ডান মাউস ক্লিক করে কমান্ড প্রম্পট সিলেক্ট করতে হবে

২. কমান্ড প্রম্পটে গিয়ে powercfg /batteryreport টাইপ করে এন্টার বাটন চাপ দিতে হবেচাপ দেওয়ার পরপরই একটি ফাইল সেভ হচ্ছে বলে আপনাকে মেসেজের মাধ্যমে জানানো হবে

৩. ইউজার ফোল্ডারে গিয়ে ব্যাটারি রিপোর্টে ডাবল ক্লিক করে এটি খুলে পড়তে পারবেন

ব্যাটারি রিপোর্ট থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবেআপনার ব্যাটারির ধারণ ক্ষমতার ইতিহাস (কিভাবে এটি সময় গড়ানোর সাথে সাথে নিঃশেষ হয়েছে), বিগত তিনটি চার্জ চক্রের বিশ্লেষণ ইত্যাদি জানা যাবেতবে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেট্রিক হলো, ডিজাইনের ধারণক্ষমতা বনাম ফুল চার্জ ধারণক্ষমতা

ডিজাইনের ধারণ ক্ষমতা হলো চার্জ শূণ্য অবস্থায় এটি কতটুকু শক্তি সঞ্চয়ে করতে পারেআর ফুল চার্জ ধারণা ক্ষমতা হলো ব্যাটারীটি এখন কতটুকু শক্তি ধারণ করতে পারেউদাহরণস্বরূপ কারো ল্যাপটপের ডিজাইন ধারণ ক্ষমতা হলো ৪৬,০৩০ ওয়াট কিন্তু ঐ ব্যাটারীটির এখন ফুল চার্জ ধারণ ক্ষমতা ৩৯,০৩০ ওয়াট


উপরিউক্ত ব্যাটারীটি এখনও পর্যন্ত ভালো সার্ভিস দিতে সক্ষমকিন্তু যতই আপনার ল্যাপটপের ব্যাটারীর ফুল চার্জ ধারণ ক্ষমতা ডিজাইন ধারণ ক্ষমতা থেকে কমতে থাকবে ততই এটি অবনতির দিকে যাবে এবং আপনার ব্যাটারী প্রতিস্থাপন করার সম্ভাবনা বাড়তে থাকবেআশাকরি ব্যাপারটি বুঝতে পেরেছেনকোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন
ads

No comments:

Leave A Comment

আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন

copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status