Pages

Tuesday, June 09, 2015

airtell বন্ধ সিমে 3GB ইন্টারনেট ফ্রি!!

ads
বিডি টিপ্স টেকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এয়ারটেল এর দারুন আরও একটি অফার , মাত্র ১৯ টাকাই 3জিবি ডাটা এবং টুইটার ও উইকিপিডিয়া ফ্রী। শুধু মাত্র বন্ধ থাকা সিম এর অফারটি পাবেন। আপনার যদি কোন বন্ধ থাকা সিম থাকে তবে আপনি পেতে পারেন 3জিবি ডাটা।যা প্রতি মাসে ১জিবি করে তিন মাসে দেওয়া হবে।মেয়াদ ত্রিশ দিন।

এছাড়াও আছে এয়ারটেল টু এয়ারটেল আধাপয়সা/সেকেন্ড এবং অন্য অপেরেটর ১পয়সা/সেকেন্ড।

আপনার সিম টি বন্ধ থাকা সিম এর অফারে আছে কিনা জানার জন্য যেকোনো এয়ারটেল নাম্বার এর এস এম এস অপশনে আপনার বন্ধ থাকা সিমের নাম্বার টি টাইপ করুন আর পাঠিয়ে দিন ৯০০০ নাম্বারএ অথবা আপনার বর্তমান নাম্বারটি এ অফারে আছে কিনা সেটা জানার জন্য ডাইল করুন *২২২*২# । কোন চার্জ লাগবে না , আপনি জানতে পারবেন আপনার সিম টি বন্ধ সিম এর অফার এ আছে কিনা। যদি থকে তাহলে নাম্বার টিতে ১৯ টাকা লোড করুন তাহলে সাথে সাথে ১জিবি 3জি ডাটা পাবেন।

No comments:

আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন

Popular Posts

copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status