Ads By Blogger

Saturday, January 04, 2020

অনলাইনে ৫টি সবচেয়ে জনপ্রিয় গ্যাজেটস ২০২০

নতুন বছর মানেই নতুন সম্ভাবনা, নতুন নতুন প্রযুক্তির আগমন। প্রতিনিয়ত প্রযুক্তি যেমন আপডেট
হচ্ছে, তেমনি মানুষের জীবনধারাকে সহজ করার জন্য বিভিন্ন গ্যাজেটস আবিষ্কার হচ্ছে।নতুন
টেকনোলজি সহ কোন পণ্য কিনতে গেলে অবশ্যই আগে রিসার্চ করে নেওয়া জরুরি। আর নতুন
প্রযুক্তি ভালবাসেন না, এমন মানুষ আজকাল খুঁজে পাওয়াই কঠিন। আমাদের নিত্যদিনের জীবনকে
সহজ করেছে গ্যাজেট সমূহ, যেমনঃ ল্যাপটপ, ট্যাব, মিনি ইউএসবি গ্যাজেট, সিকিউরিটি গ্যাজেটস,
রুম হিটার অন্যান্য। এই কারণে আজকাল আমরা অনেক অনেক বেশি গ্যাজেট নির্ভর। বর্তমান
যুগের জনপ্রিয় গ্যাজেটগুলো এই দশকের উদ্ভাবনী প্রযুক্তিগত অগ্রগতিরই ফলাফল। ২০১৯ সালে
বিভিন্ন প্রকার স্মার্টফোন, এবং এর বিভিন্ন অনুষঙ্গ শীর্ষ গ্যাজেটস এর তালিকায় ছিল। আশা করা যাচ্ছে,
২০২০ সালেও এই ধারা বজায় থাকবে। 

চলুন একনজরে দেখে নিই ২০২০ সালে সম্ভাব্য ৫টি টপ গ্যাজেটস, যেগুলো মানুষের জীবনধারা
পরিবর্তনে বেশ জোরালো ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছেঃ-

প্রোডাক্ট এর বিবরণঃ

  • ব্লুটুথ  ভার্সন বিটি ৪.0 বা তার উপরে। 
  • কম্প্যাটিবল উইথ এন্ড্রয়েড ৪.৪ বা তার উপরে, আইওএস ৮.০ বা তার উপরে। 
  • অপারেটিং মোড হলো সিঙ্গেল টাচ। 
  • এপিপি নেম-লিফান/ ইয়োহো। 

স্পেশাল কিছু ফিচারঃ 

  • ওয়াটার প্রুফ আইপি ৬৭। 
  • হার্ট রেট মনিটর সাপোর্ট, রক্তের অক্সিজেন মনিটর সাপোর্ট এবং স্লিপ মনিটর সাপোর্ট। 
  • মাল্টি-স্পোর্টস মোডস সাপোর্ট, যেমনঃ হাঁটা, দৌড়ানো,রাইডিং, ব্যাডমিন্টন, ইত্যাদি।  
  • এছাড়াও এতে আরো যা সাপোর্ট করে তা হলো, পেডোমিটার, কল ও মেসেজ রিমাইন্ডার, কল
রিজেক্ট, নোটিফিকেশন ফর ফেসবুক, টুইটার, উইচ্যাট, হোয়াটসএপ, প্রভৃতি। 
  • এলার্ট টাইপ হলো ভাইব্রেশন,সাথে আছে অটো লাইট-আপ স্ক্রিন, কাস্টম ডায়াল সাপোর্ট,
সুইচ-ইন বিল্ট-ইন ডায়ালস, এলার্ম, ক্যালেন্ডার, রিমাইন্ডার, ক্যামেরা কন্ট্রোল মোড।

স্ক্রিন সাইজঃ
১.৩ ইঞ্চি রেজুলেশনঃ ২৪০*২৪০ পিক্সেল। ব্যাটারি ক্যাপাসিটিঃ ১৫০ মিলি এম্প ঘন্টা। স্ট্যান্ডবাই
টাইম ৭ দিন। চার্জিং টাইম প্রায় ২ ঘন্টা।
অন্যান্য বৈশিষ্ট্যঃ
ব্যান্ড ম্যাটেরিয়াল হলো সিলিকন। প্রোডাক্টের ওজন ২৮ গ্রাম । সাইজ ১৪০*৮৫*২৭ মিলিমিটার।
প্রোডাক্টের সাথে থাকছে একটি চার্জিং কেবল ও একটি ইউজার ম্যানুয়াল।

প্রোডাক্ট এর বিবরণঃ

  • মডেল নামঃ এম৩ প্লাস। 
  • ব্যাটারি ৯০ মিলি এম্প ঘন্টা। 
  • বিল্ট ইন ব্যাটারি। 
  • স্ক্রিন সাইজ ০.৯৬ ইঞ্চি এলইডি কালার ডিসপ্লে। 
  • ব্লুটুথ পুশ সাপোর্ট (কলার, এসএমএস, মেসেঞ্জার, এপ নিউজ রিমাইন্ডার)। 
  • এতে রয়েছে  হার্ট রেট ডিটেকশন সাপোর্ট, রক্তের অক্সিজেন মনিটর সাপোর্ট এবং স্লিপ মনিটর
সাপোর্ট। 
  • এছাড়াও কল এলার্ট দিবে। প্রফেশনালি ওয়াটারপ্রুফ।


প্রোডাক্ট এর বিবরণঃ
ক্যাপাসিটি ৩২ জিবি। স্ক্র্যাচ প্রুফ। ইজি প্লাগ-ইন। হাই-ইউএসবি ৩.১। এক্সট্রিমলি স্লিম ও বহনযোগ্য।
হাই-স্পিড ট্রানস্ফার স্পিড। ইউএসবি ৩.১, ইউএসবি ও মাইক্রো ইউএসবি কানেকশনের সাথে
কম্প্যাটিবল।   





  • ইউনিভার্সেল ব্লুটুথ ডিভাইস (এন্ড্রয়েড/ আইএস) । 
  • ব্লুটুথ ভার্সন ৪.১। 
  • ১০ মিটার দুরত্ব পর্যন্ত কাজ করে। 
  • স্ট্যান্ডবাই টাইম ১৮০ ঘন্টা। 
  • লাইফ টাইম ৩ থেকে ৪ ঘন্টা। 
  • চার্জিং টাইম ১ ঘন্টা প্রায়।
  •  ফ্রিকুয়েন্সি রেসপন্স ২০ কিলোহার্জ থেকে ২০,০০০ কিলোহার্জ।


  • মাল্টিপয়েন্ট টেকনোলজি উইথ ডুয়াল ফোন কানেকশন। 
  • টক টাইম: 4 ঘন্টা। স্ট্যান্ডবাই টাইম  ২০০ ঘন্টা। 
  • বিল্ট-ইন রিচার্জেবল লিথিয়াম ব্যাটারি। 
  • ভয়েস কল, রিডায়াল সাপোর্ট করে।এটি ওয়্যারলেস ও হালকা, সহজে ব্যবহার করা যায়। 
  • এলইডি লাইট হেডসেট স্ট্যাটাস ইন্ডিকেটর। 
  • যে কোন ব্লু-টুথ ডিভাইসের সাথে কমপ্যাটিবল। 



এছাড়াও আরো কিছু পণ্য রয়েছে আজকেরডিল.কম এ। যেগুলো দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় চাহিদা মেটাতে সক্ষম। আশা করা যায় এই পণ্যগুলো মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে
Read More »
ads
copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status