Ads By Blogger

Thursday, June 28, 2018

প্রতি রেফারেলে নিয়ে নিন ৫০ টাকা, DBBL Rocket একাউন্টে।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

আশা করি পরম করুণাময় আল্লাহ তায়ালার রহমতে সবাই ভাল আছেন।
আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।

কিভাবে পাবেন প্রতি রেফারেলে ৫০ টাকা, DBBL Rocket একাউন্টে।

প্রতি রেফারেলে ৫০ টাকা করে পেতে হলে DBBL এর Nexus Pay সফটওয়ারটি PlayStore থেকে Download and Install করে নিতে হবে।


PlayStore  এ গিয়ে Nexus Pay লিখে সার্চ করলেই সফটওয়ারটি পেয়ে যাবেন।



এটি DBBL এর অফিসিয়াল App এবং সম্পূর্ণ সিকিউরিটি সম্পন্ন।
এরপর আপনাকে রেফারেল কোড় ব্যবহার করে একাউন্ট খুলতে হবে।

আমার রেফারেল কোড় : 01820213425

(আপনি ইচ্ছা করলে অন্য কারো কোড়ও ব্যবহার করতে পারেন। আমি আশাকরি আমার কোড়টি আপনি ব্যবহার করবেন।)
আপনি এ সফটওয়ারটিতে আপনার DBBL Nexus Debit/Credit Card, Rocket Account অথবা অন্য ব্যাংকের  Debit/Credit Card এড করতে পারবেন।
আপনি যে নাম্বার দিয়ে Rocket একাউন্ট করেছেন, সে নাম্বার ‍দিয়ে এ সফটওয়্যারটিতে একাউন্ট খুলবেন।
আপনার এ নাম্বারটিই হবে আপনার রেফারেল কোড়। আপনার রেফারেলে যদি কেউ একাউন্ট খুলে তবে আপনি প্রতি রেফারেলে ৫০ টাকা করে পাবেন।


সফটওয়্যারটি ওপেন করে Skip এ ক্লিক করুন অথবা স্লাইড করুন। এরপর নিচে Register এ ক্লিক করে পার্মিশন চাইলে Allow করবেন।

এবার আপনার মোবাইল নাম্বার এবং ৬ সংখ্যার পিন দিবেন। এ পিন ছাড়া আপনি সফটওয়্যারটিতে প্রবেশ করতে পারবেন না।
I agree to the Terms & Conditions এ টিক দিয়ে Register এ ক্লিক করুন।
আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোড় আসবে তা দিয়ে ভেরিফাই করুন।


এরপর আপনার নাম, ইমেল (যদি থাকে) এবং রেফারার ফোন নাম্বার ‍দিবেন। এখানে  REFERRER PHONE NO অবশ্যই দিতে হবে ।
Referrer Phone no : 01820213425 এটা দিবেন।

এবং NEXT এ ক্লিক করবেন।



এবার মেনুতে গিয়ে Add Cards এ ক্লিক করে কার্ড এড করবেন। আমি রকেট এড করেছি।

রকেট Select করে NEXT এ ক্লিক করে PROCEED এ ক্লিক করে রকেট একাউন্টের নাম, একাউন্ট নং (12 digit) ও পিন দিয়ে ওকে করুন। এবার আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোড আসবে তা দিয়ে ভেরিফাই করুন। ব্যাস আপনার কাজ শেষ।
এবার সবাইকে আপনার রেফারেলে এড করান (আপনার নাম্বারটিই হবে আপনার রেফারেল কোড়) এবং প্রতিজন থেকে ৫০ টাকা করে রেফারেল বোনাস পান।

*****উপরের এই লেখাগুলি মুছে ফেলুন*****
যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ bd tech group
ফেইসবুক পেইজ bd tips tech
ইউটিউব চ্যানেল Youtube channel
Read More »
ads

Tuesday, May 22, 2018

DDBL Rocket সাইনআপ করে ৫০ টাকা লুফে নিন, Unlimited পেমেন্ট রকেটে dbbl nexus pay

DBBL NexusPay Apps এ আপনার DDBL Rocket একাউন্ট দিয়ে সাইনআপ করে ৫০ টাকা লুফে নিন। যাদের ডাচবাংলা ব্যাংক এ Saving, Cradit, Drabit, visa, master Card, Agent Banking, Rocket
A/C আছে তারা DBBL Nexuspay apps এ card link করে ঘরে বসে ব্যাংকের সকল কাজ করতে পারবেন।

free rechange rocket
free rechange rocket-bdtipstech
free bangla tips,bangla earning tips,bangla blog ,bd tips ,online earn bangla, free recharge ,free earining tips,bd tech blog,bd tech site



তাই appটি এখনই downlord করুন-
nexuspay
Reffar id: 01742425507
মজার কথা হলো আপনার যেই মোবাইল নাম্বার দিয়ে nexuspay reg করবেন সেটাই আপনার রেফার আইডি যা দ্বারা বন্ধুকে
রেফার করিয়ে : ৫০ টাকা বোনাস পেতে পারেন।
Reg step : 1
1.Mobile number
2. 6 digit passward
3. Enter verify code
Reg step :2
1.Name
2.Email number
3.Reffar Mob: 01743906628
N:B: রেফার নাম্বার না দিলে ৫০ টাকা বোনাস পাবেন না.

যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ bd tech group
ফেইসবুক পেইজ bd tips tech
ইউটিউব চ্যানেল Youtube channel
Read More »

Thursday, July 27, 2017

ম্যাশমেলোর দিন এবার শেষ!!! দেখে নিন সর্বাধুনিক অ্যান্ডয়েড ভার্সন Android 7.0 (Nougat)'র অসাধারণ ট্রেইলার!!!

Android "Nougat" (codenamed Android N during development) is the seventh major version of the Android operating system. First released as an alpha test version on March 9, 2016, it was officially released on August 22, 2016, with Nexus devices being the first to receive the update. The LG V20 was the first new smartphone released with Nougat.
Nougat introduces notable changes to the operating system and its development platform, including the ability to display multiple apps on-screen at once in a split-screen view, support for inline replies to notifications, and an expanded "Doze" power-saving mode that restricts device functionality once the screen has been off for a period of time. Additionally, the platform switched to an OpenJDK-based Java environment and received support for the Vulkan graphics rendering API, and "seamless" system updates on supported devices.
Nougat received positive reviews. The new app notification format received particular praise, while the multitasking interface was seen as a positive change, but reviewers experienced incompatible apps. Critics had mixed experiences with the Doze power-saving mode, but faster app installs and "tweaks" to the user interface were also reviewed positively.
As of 5 June 2017, 9.5% of devices that access Google Play run Nougat, with 8.9% on Android 7.0 and 0.6% on Android 7.1.
Let's watch the trailer!!!


Read More »

Thursday, October 20, 2016

১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নিয়ে ফোন আনল অকিটেল

বিডি টিপ্স টেকে আপনাদের স্বাগতম।এবার ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন বাজারে আনছে চীনের মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান অকিটেলগত বছরেই কে ১০০০০ মডেলের এই ফোনটি বাজারে আনার ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটিএবারে এই মডেলের ফোনের নতুন সংস্করণের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটিবিশাল ব্যাটারির কারণে এই ফোনটি পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করা যাবে
সাধারণত বড় ব্যাটারির কারণে ফোনটি অনেক বেশি মোটা দেখানোর কথাকিন্তু অকিটেল ফোনটিকে হালকা-পাতলা ও দ্রুতগতির করতে বিশেষ নকশা ও দ্রুতগতির প্রসেসর যুক্ত করছেসম্প্রতি অকিটেল নতুন ফোনটির টিজার প্রকাশ করেছে, যাতে ফোনটির নকশায় পরিবর্তন আনার বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে
১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নিয়ে ফোন আনল অকিটেল
১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নিয়ে ফোন আনল অকিটেল


অবশ্য কবে নাগাদ এই ফোনটি বাজারে আসবে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি চীনা প্রতিষ্ঠানটিএর আগে একই মডেলের যে ফোনটি বাজারে ছেড়েছিল, তার দাম ২৩৯ দশমিক ৯৯ মার্কিন ডলারনতুন সংস্করণের কে১০০০০ মডেলের ফোনের দাম আগের দামের কাছাকাছি থাকতে পারে
Read More »

Saturday, August 01, 2015

এবার format হবে memory card



bd tips tech এ আপনাদের স্বাগতম।অনেকদিন পর ব্লগে পোস্ট করতেছি।

এটিও পড়ুন youtube এর কয়েকটি মজার তথ্য জেনে নিন

অনেক সময় মোবাইল ফোনের ক্ষুদ্র মেমোরি কার্ড ফরম্যাট হতে চায় না। কয়েকটি নিয়মে ফরম্যাট করা যায়। ফোনসেটে সব চেষ্টা বিফল হওয়ার পর যদি কম্পিউটারে Computer/Manage থেকেও ফরম্যাট করা না যায়, তবে উইন্ডোজের কমান্ড প্রম্পট থেকে কাজটি করা যায়। তবে ফরম্যাট করার সময় মেমোরি কার্ড থেকে যদি Data error cyclic redundancy check বার্তা দেখায়, তাহলে কমান্ড প্রম্পট থেকে আবার ফরম্যাট করা যাবে না।
মেমোরি কার্ডকে কার্ড রিডারে ঢুকিয়ে কম্পিউটারে ইউএসবি পোর্টে সংযুক্ত করুন। এবার Run-এ cmd লিখে এন্টার করুন। কালো পর্দা এলে diskpart লিখে এন্টার করুন। ডিস্ক পার্টের নতুন উইন্ডো খুললে সেখানে list disk লিখে আবার এন্টার করতে হবে। এবার হার্ডডিস্ক এবং অন্য যেসব ডিস্ক ড্রাইভ কম্পিউটারে যুক্ত আছে, সেসবের তালিকা দেখা যাবে। সাধারণত হার্ডডিস্ক প্রথমে থাকে এবং 0 থেকে পরবর্তী যতগুলো ডিস্ক কম্পিউটারে সংযুক্ত থাকবে, সেই হিসাবে নম্বর দেখাবে। কার্ডের জন্য যে নম্বর দেখায়, সেটি দেখে নিয়ে পরের কমান্ডে তা লিখে দিতে হবে। কার্ডের নম্বর যদি 1 হয়, এখানে select disk 1 লিখে এন্টার করুন। ফলে যে ডিস্ক নির্বাচন করবেন, সেটির জন্য disk 1 is now selected বার্তা আসবে। পরের বার Clean লিখে এন্টার করুন। এবার create partition primary লিখে এন্টার করুন। পরের বার format fs=fat 32 quick লিখে আবার এন্টার করুন। ফরম্যাট হওয়ার জন্য কিছুক্ষণ সময় নেবে। কাজটি শেষ হলে exit লিখে আবার এন্টার করতে হবে। ফরম্যাট হলে ফোনে ঢুকিয়ে নিয়ে কার্ডটি আবার ফরম্যাট করে নেবেন। একই নিয়মে যে পেনড্রাইভ এবং ইউএসবি ড্রাইভ ফরম্যাট হয় না, সেটিও ফরম্যাট করা যাবে।

এটিও পড়ুন কিছু notepad ট্রিকস (part-3)

ধন্যবাদ সমস্যা হলে কমেন্ট করে জানাবেন।
Read More »
copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status