Ads By Blogger

Tuesday, August 15, 2023

বাংলাদেশী সকল মোবাইল সিমের গুরুত্বপূর্ণ কিছু কোড

বিডি টিপ্স টেকে আপনাদের সবাইকে স্বাগতম।আজ আপনাদের সাথে সব মোবাইল কিছু গুরুত্বপূর্ণ কোড শেয়ার করবো।আপনার হয়তো কাজে লাগতেও পারে।
গ্রামীনফোন:
নিজের নাম্বার জানতে:-*১১১*৮*২# অথবা *২#
ব্যালেন্স জানতে:-*৫৬৬#
রিচার্জ করতে:- *৫৫৫* গোপন নাম্বার #
কাস্টমার কেয়ার:- ১২১
ইন্টারনেট ব্যালান্স জানতে:*৫৬৬*১০# অথবা *৫৬৭#
এডভান্স নিতে:*১০১০*১#

এয়ারটেল:-
নিজের নাম্বার জানতে:-*১২১*৬*৩#
ব্যালেন্স জানতে:-*৭৭৮#
রিচার্জ করতে:-*৭৮৭* গোপন নাম্বার#
কাস্টমার কেয়ার:-৭৮৬
ইন্টারনেট ব্যালেন্স জানতে:-*৭৭৮*৩৬#


বাংলালিংক:-
নিজের নাম্বার জানতে:-*৫১১#
নিজের নাম্বার জানতে:-*৬৬৬#
ব্যালেন্স জানতে:-*১২৪#
রিচার্জ করতে:-*১২৩* গোপন নাম্বার #
কাস্টমার কেয়ার:- ১২১
ইন্টারনেট ব্যালান্স জানতে:*২২২*৩#
এডভান্স নিতে:-*৮৭৪#


রবি:-
নিজের নাম্বার জানতে :-*১৪০*২*৪#
ব্যালেন্স জানতে:-*২২২#
রিচার্জ করতে:-*১১১* গোপন নাম্বার #
কাস্টমার কেয়ার : ১২৩
ইন্টারনেত ব্যালান্স:-*৮৪৪৪*৮৮#


টেলিটক:-
নিজের নাম্বার জানতে:- মেসেজ অপশনে গিয়ে লিখুন TAR।পাঠিয়ে দিন ২২২ নাম্বারে(চার্জ প্রযোজ্য)
ব্যালেন্স জানতে:-*১৫২#
রিচার্জ করতে *১৫১* গোপন নাম্বার #
কাস্টমার কেয়ার : ১২১

সিটিসেল:-
ব্যালেন্স চ্যাক:-*৮৭৪
নিজের নাম্বার জানতে :- MDN লিখে পাঠিয়ে দিন ৭৬৭৮ নাম্বারে।

কাস্টমার কেয়ার :- ১২১


ভাল লাগলে কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
Read More »
ads

Monday, August 14, 2023

খুব সহজে ওয়েবসাইট তৈরি(পর্ব-১০)ব্লগের পোস্টের টাইটেলের নিচে যুক্ত করুন পোস্ট ভিউ কাউণ্টার

Bd tips tech এ আপনাদের স্বাগতম।আশাকরি সবাই  ভাল আছেন।খুব  সহজে ওয়েবসাইট তৈরির দশম পর্বে আজ আপনাদের দেখাবো কিভাবে ব্লগের প্রতিটি পোস্টের নিচে পোস্ট ভিউ কাউন্টার যুক্ত করা যায়।

এটি যুক্ত করলে আপনার ব্লগে কোণ পোস্ট কত বার দেখা হয়েছে তা জানতে পারবেন।
পোস্ট ভিউ কাউন্টার
পোস্ট ভিউ কাউন্টার

তো চলুন দেখে আসি এটি কিভাবে ব্লগে যুক্ত করবেনঃ

প্রথমে আপানার একটি  Firebase Account লাগবে।https://www.firebase.com/  ক্লিক করুনএরপর ফর্ম ফিলাপ করে সাইন আপ করুন, এবং Create New App ক্লিক করুনএরপর আপনার পছন্দ মতো নাম দিন (যেমন  আমি দিয়েছি https://bdtipstech.firebaseio.com)এটি কপি করে রেখে দিন কাজে লাগেব।

এবার ব্লগে লগ ইন করুনতারপর Blogger > Template থেকে Template টিকে Backup নিন

এরপর  edit html  অপশনে ক্লিক করুন এরপর ]]></b:skin> লিখে সার্চ করুন  এরপর নিচের কোডটি ]]></b:skin> এর উপরে পেস্ট করুন



/*-------- Post Views  ----------*/

#views-container {

width: 85px;

float: right;

}

.mbtloading {

background: url('https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiN1xtu60o_qii9065HcpkT8Ueg91BJd5OeBmPjS_Vex6qlhtaVUXx_RNFlih0dK9iGxFXG4Rxsfz0VTQVbRBZcq01t2jwoFUidcenSdYpD0hCtOlV10NcQSjLew0wuQjFVfYRt7ykqRjZn/s320/mbtloading.gif') no-repeat left center;

width: 16px;

height: 16px;

}

.viewscount {

float: right;

color: #EE5D06;

font: bold italic 14px arial;

}

.views-text {

float: left;

font: bold 12px arial;

color: #333;

}

.views-icon{

background: url('https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg6jbgHe-eTuX1VnxmkXu5j3osrvM3mZlX2VcKZe0kbdIfMK1w0iDgbGQQSVcGqD0mteKMIaUduqU3gi910sviPjLMJ3qyGTu5E0O6O4oAhPcEgXF-vtv3b8ApaT_QHCF7gjZ_LwmQ0RF27/s1600/postviews.png') no-repeat left;

border: 0px;

display: block;

width: 16px;

height: 16px;

float: left;

padding: 0px 2px;

}

Get code
কাস্টমাইজেসন- চাইলে #EE5D06 এবং right কে left তে পরিবর্তন করে নিতে পারেন

এরপর </body>  লিখে সার্চ করুন এবং তার উপরে নিচের JavaScript কোডটি পেস্ট করুন

<!-- Post Views Script by bdtt -->

<script type='text/javascript'>

    window.setTimeout(function() {

        document.body.className = document.body.className.replace(&#39;loading&#39;, &#39;&#39;);

      }, 10);

  </script>

<script src='https://cdn.firebase.com/v0/firebase.js' type='text/javascript'/>

<script>

$.each($(&#39;a[name]&#39;), function(i, e) {

var elem = $(e).parent().find(&#39;#postviews&#39;).addClass(&#39;mbtloading&#39;);

var blogStats = new Firebase(&quot;https:/bdtipstech.firebaseio.com/pages/id/&quot; + $(e).attr(&#39;name&#39;));

blogStats.once(&#39;value&#39;, function(snapshot) {

var data = snapshot.val();

var isnew = false;

if(data == null) {

data= {};

data.value = 0;

data.url = window.location.href;

data.id = $(e).attr(&#39;name&#39;);

isnew = true;

}

elem.removeClass(&#39;mbtloading&#39;).text(data.value);

data.value++;

if(window.location.pathname!=&#39;/&#39;)

{

if(isnew)

blogStats.set(data);

else

blogStats.child(&#39;value&#39;).set(data.value);

}

});

});

</script>


এরপর  highlighted  করা অংশটি পরিবর্তন করে নিজের তৈরি করা URL টি টাইপ করুন

এরপর নিচের কোডটি খুঁজুন <data:post.body/>

উপরের কোডটি বার বার  থাকতে পারে, তাই দ্বিতীয়টিতে ট্রাই করবেনএরপর নিচের কোডটি তার উপরে পেস্ট করুন

<!-- Post Views Counter by bdtt-->
<div id='views-container'><span class='views-icon'/><div class='views-text'>Views:</div> <div class='mbtloading viewscount' id='postviews'/></div>
Get code

সবশেষে <head> এর নিচে , নিচের দেওয়া কোডটি পেস্ট করুন

<script src='http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1/jquery.min.js' type='text/javascript'></script>
Get code

উপরের কোডটি যদি আগে এড করা থকে তাহলে এড করার প্রয়োজন নেই
এবার সেভ ক্লিক করুনএবার আপনার ব্লগে গিয়ে দেখুন।কোন সমস্যা হলে কমেন্ট করুন ধন্যবাদ
Read More »

Sunday, April 09, 2023

ক্রিপ্টো কারেন্সি কী? বিশ্ববাজারে এর ভূমিকা- bd tips tech

ক্রিপ্টোকারেন্সি হলো ডিজিটাল মুদ্রা। ক্রিপ্টোকারেন্সিগুলি কোনও দেশ বা তার সরকারের মধ্যে আবদ্ধ নয়, সুতরাং কোনও দেশ অর্থনৈতিকভাবে বা অন্যথায় কতটা ভাল পারফর্ম করে তার মানটির সাথে এইভাবে আবদ্ধ হয় না। আর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ক্রিপ্টোকারেন্সিগুলি বিকেন্দ্রীভূত। এর অর্থ ব্যাঙ্কগুলির মতো অর্থের উপরে কারও নিয়ন্ত্রণ নেই। স্বতন্ত্র ব্যক্তিরা একে অপরের সাথে সহজভাবে বাণিজ্য করতে বা কোনও সাহায্য বা মধ্যস্থতাকারী ছাড়াই একে অপরকে অর্থ প্রেরণ করতে পারে।
ক্রিপ্টো কারেন্সি কী বিশ্ববাজারে এর ভূমিকা-bdtipstech
ক্রিপ্টো কারেন্সি কী বিশ্ববাজারে এর ভূমিকা-bdtipstech

বিটকয়েন বিটকয়েন ২০১৯ ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং ডিজিটাল মুদ্রা কি বিটকয়েন কি ও কেন বিটকয়েন কি বৈধ বিটকয়েন কোন দেশের মুদ্রা বিটকয়েন হিসাব

 বিটকয়েন এটি সর্বাধিক পরিচিত উদাহরণ কারণ এটি প্রথম এবং সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি। এতক্ষণে, আরও অনেক মুদ্রা তৈরি করা হয়েছে, এবং এটি একটি কারণে ঘটেছে: প্রতিটি ক্রিপ্টোকয়েন টেবিলে একটি প্রযুক্তিগত বৈশিষ্ট্য বা অন্যান্য অগ্রগতি নিয়ে আসে। একটি ক্রিপ্টোকারেন্সি রয়েছে যা ডলারের দামের সাথে সরাসরি জড়িত রয়েছে, এমন একটি মুদ্রা রয়েছে যা ব্যবহারকারীর পুরো পরিচয় গোপন করার গ্যারান্টি দেয়। যখনই কেউ বা বিকাশকারীদের একটি গ্রুপ মনে করে যে তারা কিছু প্রযুক্তিগত অগ্রগতি বা বৈশিষ্ট্য সরবরাহ করতে পারে, তারা তাদের নিজস্ব ক্রিপ্টোকারেন্সি তৈরি করতে এবং এটি চালু করতে পারে। এবং শেষ অবধি, কয়েকটি মুদ্রার মধ্যে কয়েকটি নির্বাচিত বৈশিষ্ট্যের মধ্যে এমন বৈশিষ্ট্য রয়েছে যা দীর্ঘমেয়াদে মূল্যবান হতে পারে তারা কম্পিউটার প্রোগ্রাম দ্বারা তৈরি এবং নিয়ন্ত্রণ করা হয়। এই প্রোগ্রামগুলি কীভাবে লেনদেন হয় এবং রেকর্ড করা হয় এবং কীভাবে নতুন মুদ্রা বা টোকেন পাওয়া যায় এবং প্রকাশিত হয় তা নির্ধারণ করে। খনিজ শিল্পী হিসাবে পরিচিত ব্যক্তিরা এবং সংস্থাগুলি প্রতিটি লেনদেনের রেকর্ড রাখে এবং জটিল কম্পিউটার সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করে যা সমাধান করার পরে, তাদেরকে নতুন মুদ্রা প্রদান হিসাবে প্রদান করে। ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কথা বলার সময় আপনি প্রায়ই "ব্লকচেইন" শব্দটি শুনতে পান। এমনকি বড় সংস্থা এবং এমনকি সরকারী প্রতিষ্ঠানগুলি বিভিন্ন ধরণের "ব্লকচেইন প্রযুক্তি" বিকাশ করছে এবং পেটেন্ট দিচ্ছে এটি এমনকি ক্রিপ্টোকারেন্সি জায়গার বাইরেও ক্রপ আপ হচ্ছে। কিন্তু ব্লকচেইন প্রযুক্তি কী? এটা কিভাবে কাজ করে? কেন কেউ যত্ন করে না? এটি কী করতে পারে যা আমরা এখন করতে পারি না? রুত্বপূর্ণ। সংক্ষেপে বলতে গেলে, ব্লকচেইন প্রযুক্তি হ'ল ব্লকচেইন চলমান এমন কিছু। তবে ব্লকচেইন কী? সর্বনিম্ন স্তরে, একটি ব্লকচেইন হ'ল বিটকয়েনের উদ্ভাবক সাতোশি নাকামোটোর তৈরি ডেটা সংরক্ষণের একটি উপায়। এটি ক্রিপ্টোগ্রাফিক ক্রিয়াকলাপের সাথে একসাথে বেঁধে রাখা একগুচ্ছ ব্লক সমন্বিত। একটি ব্লক সম্পর্কে জেনে রাখা গুরুত্বপূর্ণ বিষয়টি হ'ল এটিতে প্রচুর ডেটা থাকে, যেখানে প্রতিটি টুকরো তার নির্মাতা স্বাক্ষর করে থাকে যাতে এটি সনাক্ত না করে পরিবর্তন বা ফেক করা যায় না। ব্লকের ক্রিপ্টোগ্রাফিক চেইনিং হ্যাশ ফাংশন ব্যবহার করে সম্পন্ন হয় যা গাণিতিক ফাংশন যেখানে একই আউটপুট উত্পাদন করে এমন দুটি ইনপুট সন্ধান করা অসম্ভব হয়ে পড়ে। প্রতিটি ব্লকে আগের ব্লকটি হ্যাশিংয়ের আউটপুট ধারণ করে, যার অর্থ চেইনে কোনও ব্লক এমনভাবে জাল করা অসম্ভব যা চেইনের নিম্নলিখিত ব্লকের উপর ভিত্তি করে সুস্পষ্ট হবে না। ব্লকচেইনের উদ্দেশ্য হ'ল ডেটা বিকেন্দ্রীকৃত উপায়ে সংরক্ষণ করা, যখন যে কেউ ব্লকচেইনের সত্যতা যাচাই করার অনুমতি দেয়। এটি এই সত্য ভিত্তিক যে ব্লকচেইন জুড়ে বিভিন্ন ক্রিপ্টোগ্রাফিক অপারেশনগুলির ব্যবহার একটি জাল ব্লকচেইন তৈরি করা প্রায় অসম্ভব করে তোলে যা আসল ব্লকচেইন হিসাবে গ্রহণযোগ্য হবে। এর অর্থ হ'ল লোকেরা অন্য কারও কাছ থেকে ব্লকচেইনের একটি অনুলিপি অনুরোধ করতে পারে এবং তাদের উত্সটিতে একেবারেই বিশ্বাস না করেই এর সত্যতাতে বিশ্বাস করতে পারে। আমরা পরবর্তী বিভাগে ব্লকচেইনের বিশেষ বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করব। ব্লকচেইন তার বিকেন্দ্রীভূত এবং বিশ্বাসহীন প্রকৃতির সদ্ব্যবহার করে বিভিন্ন নতুন প্রযুক্তির কেন্দ্রবিন্দুতে। মূল এবং সর্বাধিক প্রচলিত অ্যাপ্লিকেশন হ'ল ক্রিপ্টোকারেন্সি, যা ন্যূনতমভাবে লোকেদের ব্লকচেইনে রেকর্ডকৃত লেনদেনের মাধ্যমে মান (অর্থ) প্রেরণ বা সঞ্চয় করতে দেয়। ব্লকচেইনের ক্রিপ্টোকারেন্সি সহ পরিষেবা সরবরাহকারীদের প্রদানের জন্য অন্তর্নির্মিত সমর্থন সহ অন্যান্য পরিষেবাদি সম্পাদনের সক্ষমতা সরবরাহ করার পরে ক্রিপ্টোকারেন্সিগুলি বেড়েছে।
যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ bd tech group
ফেইসবুক পেইজ bd tips tech
ইউটিউব চ্যানেল Youtube channel
Read More »

Wednesday, November 02, 2022

সেরা ওয়েব হোস্টিং সাইটস

আজ আপনাদের সাথে কিছু প্রধান-প্রধান ওয়েব হোস্টিং এর সাথে পরিচয় করিয়ে দিবো যা শুধু ওয়েব হোস্টিং না এর সাথে আপনি পেতে পারেন অতিরিক্ত আরো অনেক সুবিধা নিচে ২০১৯ সালের ৫টি নাম্বার ওয়ান ডোমেইন হোস্টিং এর বিষয়ে সামান্য ডিটেইলস দেওয়া হলো আশা করি সবার কাজে আসবে-- নংঃ site123 সাইট 123 এটিকে বিনামূল্যে ওয়েবসাইট বা ব্লগ তৈরির জন্য বাজারে দ্রুততম এবং সহজতম প্ল্যাটফর্ম হিসাবে ধরা হয় এছাড়া, আপনি যদি নিজের ডোমেনের সাথে একটি পেশাদার হোস্টিং চান তবে সাইট ১২৩ আপনার জন্য আইলিমিটেড হোস্টিং সাথে ব্যান্ডউইথ আর যার দাম সত্যিই খুব কম, মাসিক . ডলার মাত্র ব্লগার, ফটোগ্রাফার এবং উদ্যোক্তাদের উপর ভিত্তি করে এরা কমদামে প্রো প্ল্যান অফার করে থাকে এর থেকে আপনি যে কোন সময় পেশাদারী সহায়তা পেতে পারেন, সেইসাথে অনন্য বৈশিষ্ট্য এবং ডিজাইন এই প্লাটফর্মের সাথে আপনি কয়েক মিনিটের মধ্যে আপনার ওয়েবসাইটটি পাব্লিশ করতে পারেন লিংক: http://site123.com নংঃ Blogger গুগল মালিকানাধীন বিনামূল্যে ব্লগ তৈরি বা ডিজাইন করার জন্য সবার পছন্দ ব্লগার পৃথিবীতে যত ব্লগ আপনি দেখে থাকবেন তার ¾ শতাংশই ব্লগার দিয়ে খোলা! আপনার ব্লগটি খুব সহজ ভাবে কনফিগার করার জন্য পাবেন অনেক গুলি টেমপ্লেট আপনার যদি প্রোগ্রামিয়ের কিছু মৌলিক জ্ঞান থাকে তবে আপনি বিনামূল্যে একটি ব্লগ তৈরি করতে পারেন খুব সহজে এখানে আপনি HTML এবং CSS দুইটাতেই কাজ করতে পারেন এছাড়াও, যদি আপনি ব্র্যান্ড বা ব্যবসার জন্য ব্লগার ব্যবহার করতে চান তবে আপনি ডিফল্টভাবে দেওয়া সাব ডোমেইনটি পরিবর্তন করে নিজের নাম দিয়ে করতে পারেন এটি গুগলের সম্পত্তি তাই, এসইও বন্ধুত্বপূর্ণ লিংক: http://blogger.com নংঃ wix উইক্স মুক্ত ব্লগ তৈরির প্ল্যাটফর্মগুলির মধ্যে একটি যার ব্যবহারকারি বিশ্বে সবচেয়ে বেশি বাড়ছে এটি একটি আধুনিক ইন্টারফেস আর সহজ ভাবে ব্যবহার করার জন্য আছে ড্র্যাগ এবং ড্রপ সিস্টেম উইক্স আমাদেরকে যেকোন ব্যক্তিগত ব্লগ সহজে ডিজাইন করার জন্য সাধারণ একটি টুলবার দিয়ে থাকে যা যেকেউ ইউজ করতে পারবে এর টেমপ্লেট এর একটি বড় সংগ্রহ আছে এই প্ল্যাটফর্মের সাহায্যে আপনি সহজেই একটি বিনামূল্যে ওয়েব পেজ, ব্যক্তিগত বা পেশাদার ব্লগ কিংবা অনলাইন স্টোর ডিজাইন করতে পারেন এর বিনামূল্যের সংস্করণে ৫০০ এমবি স্টোরেজ স্পেস, জিবি ব্যান্ডউইথ,এবং ২৪ ঘন্টার গ্রাহক পরিষেবা রয়েছে আপনি প্রিমিয়াম সংস্করণ এর সাথে আরো বেশি ফিচার যোগ কিরে নিতে পারেন যদি ফ্রীতে না হয় http://wix.com নংঃ 4 SiteW সাইটডব্লিউর বিনামূল্যে এবং দ্রুত ব্যবহারযোগ্য প্ল্যাটফর্ম আপনাকে ওয়েব পেজ, ব্লগ বা ফোরাম তৈরি করত দিবে খুব সহজ ভাবে, কারিগরি জ্ঞানের প্রয়োজন ছাড়াই, ড্র্যাগ-এবং-ড্রপ এর মাধ্যমে ব্যবহারকারী তার ওয়েবসাইট তৈরি, সংশোধন, কাস্টমাইজ এবং পাব্লিশ করতে পারবে সাইটওয়ের সাথে তৈরি করা ব্লগগুলি সব সময় দ্রুত আর কার্যকরি, মোবাইল ডিভাইসগুলির জন্য অপ্টিমাইজ করে দেয় অটোমেটিক কারণ এখন বেশিরভাগ ইউজারই এসে থাকে স্মার্টফোন থেকে এর ডিজাইন সম্পূর্ণরূপে কাস্টমাইজেবল, তাই আপনি পছন্দ মত একে তৈরি করতে পারেন তারা সিইও অপ্টিমাইজ করতে আর পজিশনিংকে সহায়তা করার জন্য অনেক টুল দিয়ে থাকে এখানে পাবেন ধরনের সাবস্ক্রিপশন স্টার্টার, প্রিমিয়াম এবং প্রো লিংক: http://sitew.com নংঃ Wordpress আপনি যদি কোনও প্ল্যাটফর্ম নিয়ে চিন্তা করেন যা আপনাকে বিনা খরচে অনেক সুবিধা প্রদান করতে পারে,তাহলে আপনার জন্য ওয়ার্ডপ্রেস (WP.com) এর সংস্থার মালিকানাধীন এই বিনামূল্যের প্ল্যাটফর্মটি খুব সহজ এবং লাভজনক উপায়ে ব্লগ তৈরি করার সেরা উপায় যদিও এটির বড় ভাই (ওয়ার্ডপ্রেস.org) এর তুলনায় কিছু সীমাবদ্ধতা রয়েছে তবে এই বিনামূল্যের হোস্টিং প্ল্যাটফর্মের বিভিন্ন পরিকল্পনা রয়েছে ভবিষ্যৎ নিয়ে যা আপনার চাহিদাগুলির কথা ভেবে আস্তে আস্তে বাড়তে পারে Wordpress দিয়ে বিনামূল্যে ব্লগ তৈরির প্রধান সুবিধা এটা আমাদেরকে খুব পেশাদার চেহারা সহ আমাদের সাইট বানাতে দেয়, এর টেমপ্লেটগুলির অবিশ্বাস্য সংখ্যা ব্যক্তিগতভাবে আমি মনে করি এটি এমন বিকল্প যা আরও ভাল সুবিধা সহ সামনে প্রকাশ হবে আপনি যখন ইচ্ছা নিজের নিজস্ব কাস্টম ডোমেনে পরিবর্তন করতে পারেন ফ্রী ভার্সনে এইচটিএমএল কোড ব্যবহার করে এবং এর প্রিমিয়াম সংস্করণগুলিতে আপনি সিএসএস বা অন্যান্য ডিজাইন ব্যবহার করে আরো আকর্ষনিয় করতে পারেন এটি একটি বিনামূল্যের ব্লগ তৈরির প্ল্যাটফর্মগুলির মধ্যে অন্যতম একটি যা বিশ্বের ব্যবহারকারী ৫০,০০০ প্রতি দিন লিংক: http://wordpress.com
যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ bd tech group
ফেইসবুক পেইজ bd tips tech
ইউটিউব চ্যানেল Youtube channel
Read More »
copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status