Ads By Blogger

Friday, June 12, 2015

এন্ড্রয়েড মোবাইলে ওয়েবসাইট ব্লক করে রাখুন সহজে

ads

বিডি টিপস টেকে আপনাদের স্বাগতম।আপনি চাইলে সহজে অ্যান্ডয়েড ফোনে সহজে ওয়েবসাইট ব্লক করে রাখতে পারেন   এ জন্য ভালো হয় হোস্ট এডিটর নামের অ্যাপ্লিকেশনটি। এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে নেটওয়ার্কের হোস্ট ফাইলকে সম্পাদন করার
মাধ্যমে আপনার স্মার্টফোনে সাইট ব্রাউজিংয়ের ক্ষেত্রে সীমাবদ্ধতা আনা যায়। মূলত হোস্ট এডিটর প্রতি ওয়েবসাইটের জন্য একটি আইপি অ্যাড্রেস নির্ধারণ করে এবং অনুমতি ছাড়া কাউকে সেই সাইটে প্রবেশ করতে দেয় না। তাই সাইট ব্লক করতে কিছু নিয়ম মেনে চলতে হবে। অ্যাপসটি পাওয়া যাবে এই ওয়েব ঠিকানায়। অ্যাপসটি নামিয়ে ফোনে ইনস্টল করে নিন। ইনস্টল শেষে সেটি চালু করে মেনু থেকে New Entry নির্বাচন করুন। এবার IP Address ঘরে 127.0.0.1 লিখে Host Entries ঘরে যে সাইট ব্লক করতে চান, তার ঠিকানা (যেমন facebook.com) লিখে Save New Host চেপে সেটি সংরক্ষণ করে দিন। এভাবে যতগুলো সাইট ব্লক করা দরকার, New Entry চেপে তা করে নিন। খেয়াল রাখুন, প্রথম সাইট ব্লকের জন্য IP Address ঘরে 127.0.0.1 লিখলে পরেরটির জন্য 127.0.0.2 লিখতে হবে। এভাবে সাইট যত ব্লক করবেন, প্রতিবার IP Address ঘরের আইপি ঠিকানার শেষের ব্লক পর্যায়ক্রমে বাড়তে থাকবে। এভাবে কাজটি করলে নির্দিষ্ট সাইট ব্লক হবে এবং কেউ সেটিতে ঢুকতে পারবে না। এপস্টি ইউস করারা আপনার ফোনটি আবশ্যই রুটেড হতে হবে।গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড করতে এখানে  ক্লিক করুন।পোস্টটি
ভাল লাগলে কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেননা।
ads

No comments:

Leave A Comment

আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন

copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status