উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সবচেয়ে বড় সমস্যা হল ভাইরাস। প্রায় সকল কম্পিউটারেই এন্টিভাইরাস আছে। কিন্তু আপনি কি জানেন আপনার এন্টিভাইরাসটি কাজ করছে কিনা? প্রায়
ব্যবহারকারী জানেন না তাদের এন্টিভাইরাসটি ঠিক মত কাজ করে কিনা? তবে আপনি ইচ্ছা করলে একটি ছোট্ট পরীক্ষার মাধ্যমে জানতে পারবেন আপনার এন্টিভাইরাসের কার্যকারীতা।
এর জন্য জটপট নোটপ্যাড খুলে নিচের কোডটি কপি করে Back4uvirus.com লিখে সেভ করুন।ব্যবহারকারী জানেন না তাদের এন্টিভাইরাসটি ঠিক মত কাজ করে কিনা? তবে আপনি ইচ্ছা করলে একটি ছোট্ট পরীক্ষার মাধ্যমে জানতে পারবেন আপনার এন্টিভাইরাসের কার্যকারীতা।
X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*
খুব সহজেই দেখে নিন আপনার এন্টিভাইরাস আসলেই কাজ করছে কি না,৫ উপায়ে ধরে ফেলুন, আপনার অনুপস্থিতিতে কে কিভাবে আপনার কম্পিউটার ,এখন নিজেই পরীক্ষা করে নিন আপনার anti virus কি ঠিক কাজ করছে কি না ,খুব সহজেই দেখে নিন আপনার Antivirus আসলেই Work করছে কি না,bd bgangla blog,bd tech tunes,bangla blog list
সেইভ করার সময় এটি একটি সতর্কবানী দেখাতে পারে। যদি দেখায় তাহলে বুঝতে হবে এন্টিভাইরাসটি ঠিক মত কাজ করছে। আর না দেখালে এন্টিভাইরাস দ্বারা যে ফোল্ডারে ফাইলটি রয়েছে, সেটি স্ক্যান করে দেখুন কোন ভাইরাস সনাক্ত করে কিনা।যদি করে তবে এন্টিভাইরাস সচল আছে, না হল এটি সঠিকভাবে কাজ করছে না।যদি এন্টি ভাইরাস না কাজ করে তাহলে কি করবেন?
এই সমস্যা সমাধানের জন্য আপনার এন্টিভাইরাসটি আপডেট করে নিন।
পোস্টটি
ভাল লাগলে কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেননা।
সেইভ করার সময় এটি একটি সতর্কবানী দেখাতে পারে। যদি দেখায় তাহলে বুঝতে হবে এন্টিভাইরাসটি ঠিক মত কাজ করছে। আর না দেখালে এন্টিভাইরাস দ্বারা যে ফোল্ডারে ফাইলটি রয়েছে, সেটি স্ক্যান করে দেখুন কোন ভাইরাস সনাক্ত করে কিনা।যদি করে তবে এন্টিভাইরাস সচল আছে, না হল এটি সঠিকভাবে কাজ করছে না।যদি এন্টি ভাইরাস না কাজ করে তাহলে কি করবেন?
এই সমস্যা সমাধানের জন্য আপনার এন্টিভাইরাসটি আপডেট করে নিন।
পোস্টটি
ভাল লাগলে কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেননা।
No comments:
আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন