Pages

Thursday, April 04, 2019

কিছু প্রয়োজনীয় রান কমান্ড

ads
বিডি টিপ্স আপনাদের সববাইকে স্বাগতম।আশা করি সবাই ভাল আছেন।আজ আপনাদের সাথে কিছু রান কমান্ড শেয়ার করবো।কোন কিছু দ্রুত চালু করতে রান কমান্ডের কোন জুড়ি নেই। বেশ কয়েকটা ক্লিক করে কোন কিছু চালু করার চেয়ে তার কমান্ড জানা থাকলে
Start > Run এ গিয়ে অথবা কী-বোর্ড থেকে Win Key + R প্রেস করে কমান্ডটা লিখে এন্টার দিয়ে সেটা চালু করা অনেক বেশি সহজ এবং দ্রুততর পদ্ধতি।

নিচে প্রয়োজনীয় কিছু কমান্ড এবং তাদের কার্যকারিতা দেওয়া হল :
appwiz.cpl - অ্যাড/রিমুভ প্রোগ্রাম
calc – ক্যালকুলেটর
charmap - ক্যারেক্টার ম্যাপ
clipbrd – উইন্ডোজ ক্লিপবোর্ড ভিউয়ার
control – কন্ট্রোল প্যানেল
dxdiag – ডাইরেক্ট এক্স ডায়াগনসটিক ইউটিলিটি
explorer – উইন্ডোজ এক্সপ্লোরার
logoff – কম্পিউটার লগ অফ
mspaint – পেইন্ট
notepad – নোটপ্যাড
osk – অনস্ক্রীন কী-বোর্ড
regedit – রেজিস্ট্রি এডিটর

sndrec32 – সাউন্ড রেকর্ডার
shutdown – কম্পিউটার শাটডাউন
sndvol32 – সাউন্ড কার্ড ভলিউম কন্ট্রোল
taskmgr – টাস্ক ম্যানেজার
wmplayer – উইন্ডোজ মিডিয়া প্লেয়ার
winWord – মাইক্রোসফট ওয়ার্ড
winipcfg – উইন্ডোজ ভার্সন
write – ওয়ার্ড প্যাড
system32 – সিস্টেম 32 ফোল্ডার
এছাড়া যেকোন ফাইল বা ফোল্ডারের পাথ এবং যেকোন সাইটের ইউআরএল টাইপ করে এন্টার দিলে সেটাও চালু হবে
ভাল লাগলে আবশ্যই কমেন্ট করে জানাবেন।

2 comments:

আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন

copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status