গতকাল সোমবার থেকে ‘ইউনিজয়’ লে-আউট বাদ দিয়ে রিদ্মিক ৪.০ সংস্করণ (goo.gl/ZUZCxH) আবারও প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। নতুন করে এতে যুক্ত করা হয়েছে ‘প্রভাত’ লে-আউট। রিদ্মিকের নির্মাতা শামীম হাসনাত গতকাল প্রথম আলোকে বলেন, ‘আগের প্রায় সব সুবিধাই পাওয়া যাবে রিদ্মিক ৪.০ সংস্করণে। পাশাপাশি এতে নতুন ললিপপ থিমও যুক্ত করা হয়েছে।
রিদ্মিক কি-বোর্ডের পাশাপাশি আরেক অ্যাপ ‘ইউনিবিজয় বাংলা টাইপিং’ অপসারণ করা হয় গুগল প্লে স্টোর থেকে। এ অ্যাপের নির্মাতা আরিফ রহমান গতকাল প্রথম আলোকে বলেন, ‘নতুন করে এ অ্যাপটি চালু করার কোনো চিন্তা আপাতত নেই। নতুন আরেকটি লে-আউট নিয়ে কাজ শুরু করেছি। আর ইতিমধ্যে “পার্বতী” নামের আরেকটি কিবোর্ড প্লে স্টোরে উন্মুক্ত করেছি।’
গত মাসে জনপ্রিয় বাংলা সফটওয়্যার বিজয়ের অ্যাপও প্লে স্টোরে ছাড়া হয়েছে।
No comments:
আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন