মুলত ব্লগারে ব্লগইন করলে সেই ওয়েব সাইটে অটোমেটিক ব্লগারের ফেভিআইকন থাকে। আপনি ইচ্ছা করলেই একটা কোডের মাধ্যমে ব্লগারের আইকনটা পরিবর্তন করতে পারবেন। আর সেটা কিভাবে? সেটাই নিচে আলোচনা করলামঃ
যেভাবে ফেভিআইকন পরিবর্তন করবেনঃ
আপনার ব্লগারে লগইন করুন।সেখান থেকে LAYOUT চলে জান।তারপর FAVICON এই অপশনটির পাশে EDIT লেখা আছে সেখানে ক্লিক করুন। আবার browes option থেকে আপনার ছবিটি আপলোড ক্রুন।তারপর SAVE করে বেড়িয়ে আসুন।এবার আপনার ব্লগে গিয়ে দেখুন।ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেননা।
No comments:
আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন