খুবই ভালো লাগছে যে, একটি কাজের ট্রিকস নিয়ে আজ আপনাদের সামনে হাজির হলাম। শিরোনাম দেখেই নিশ্চয়ই আগ্রহের মাত্রা বেড়ে গেছে? হ্যাঁ, আপনারা, আমরা সবাই ব্লগস্পট ব্লগের Attribution সম্পর্কে নিশ্চয়ই জানি? অর্থাৎ ব্লগস্পট ব্লগে Powered By Blogger লেখাটিকে Attribution বলা হয়। এই ক্রেডিট লিঙ্ক সবাই রিমুভ করতে পারেন সেটা জানি। কিন্তু অনেক ব্লগস্পট ব্লগ দেখেছি যারা এই Attribution টি ঠিকই রিমুভ করতে পেরেছেন কিন্তু পিসি থেকে এই লেখাটি দূর করতে পারলেও আপনি কিন্তু আপনার ব্লগের মোবাইল ভার্সন থেকে এটা তাড়াতে পারেন নি। আর সেই অসম্ভব কাজকে সম্ভব করব আমরা। যেমনঃ ব্লগার মারুফ ডট কম মোবাইল ভার্সন দেখুন, তাতে Powered By Blogger লিঙ্কটি নেই। এবার নিশ্চয়ই আপনার ধৈর্যের বাঁধ ভেঙ্গে যাচ্ছে? আর দেরি করব না। চলুন শিখে নেই ব্লগস্পট ব্লগের মোবাইল ভার্সন থেকে Powered By Blogger লিঙ্কটি রিমুভ করতে হয় কিভাবে।
- ব্লগস্পট ড্যাশবোর্ড থেকে Template > Edit HTML অপশনে যান।
- টেমপ্লেটের কোডগুলো থেকে আগে খুঁজে দেখুন নিচের কোডটুকু আছে কিনা। যদি কোডটি খুঁজে পান তবে সেটি রিমুভ করে দিন আর না পেলে আরও ভালো কথা।
<b:widget id='Attribution1' locked='true' title='' type='Attribution'/>
- এবার আসি মূল কাজে। এবার </body> কোডটি খুঁজে বের করুন। আর কোডটির উপরেই বসিয়ে দিন নিচের কোডটুকু।
<div style='display:none;'> <b:section class='hiddenbar' id='hiddenbar' preferred='no'> <b:widget id='Attribution1' locked='true' mobile='no' title='' type='Attribution'/> </b:section> </div>
- সবশেষে টেমপ্লেট সেভ করুন।
- এখন আপনার ব্লগের মোবাইল ভার্সন ভিজিট করে দেখুন Attribution টি রিমুভ হয়েছে কিনা।
আমি নিজের ব্লগে প্রয়োগ করেই আপনাদের সাথে শেয়ার করছি ট্রিকসটি। বুঝতে সমস্যা হলে অথবা কাজ না করলে জানাবেন কমেন্টে। সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকের মত এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।
post by ভিসিটর টিউন ডট কম
আমার পোস্ট ভিজিটর টিউন্সের হয়ে গেল? দুনিয়া!! হ্যাঁয় রে দুনিয়া
ReplyDeletecool maruf vai cool
ReplyDeleteদয়া করে আমার ই-মেইল অ্যাড্রেস mueenulislamtalha28@gmail.com এ পোস্টটি পাঠিয়ে দিন ।
ReplyDelete