Pages

Saturday, May 16, 2015

এয়ারটেলের আজীবন মেয়াদের নতুন দুইটি ডাটা প্যাক

ads
মোবাইল অপারেটর এয়ারটেল গ্রাহকদের জন্য ‘আজীবন ইন্টারনেট’ নামের ইন্টারনেট প্যাক চালু করেছে। এতে
২৫ টাকায় ২৫ মেগাবাইট এবং ৪০ টাকায় ৪০ মেগাবাইট ইন্টারনেট অফার নিলে তার মেয়াদ আজীবন থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এয়ারটেল কর্তৃপক্ষ।

এয়ারটেল জানিয়েছে, মেয়াদের ঝামেলা থেকে গ্রাহকদের মুক্তি দিতে তারা এই অফারটি চালু করেছে। যাঁরা স্বল্প সময় ইন্টারনেট ব্যবহার করেন এবং মেয়াদের বিষয়টি নিয়ে চিন্তিত থাকেন তাঁদের জন্য এই ডেটা প্যাক সুবিধা জনক হবে।
এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী পিডি শর্মা বলেন, ‘গ্রাহকদের জন্য দারুণ অফার আনতে পেরে আমরা আনন্দিত। সহজ ইন্টারনেট সেবা দিতে এয়ারটেল বাংলাদেশ একধাপ এগিয়েছে।

No comments:

আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন

Popular Posts

copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status