Pages

Wednesday, May 27, 2015

আপনার blog/website এ যোগ করে নিন post rating widget

ads
বিডি টিপ্স টেকে আপনাদের সবাইকে স্বাগতম।আশা করি সবাই ভাল আছেন।আজ আমি দেখাবে কিভাবে আপনি আপনার ব্লগ বা ওয়েবসাইটে পোস্ট রেটিং সিস্টেম চালু করবেন।আপনার ব্লগ বা ওয়েবসাইটকে সুন্দর করার জন্য এবং প্রফেশনাল লুক দেওয়ার জন্য এটি যোগ করতে।তাছাড়া অনেক ভিজিটর আছা যারা কমেন্ট করে না তারা খুব সহজে আপনার পোস্টটি রেটিং দিতে পারবে।তো চলুন শুরু করা যাক।প্রথমে আপনি আপনার ব্লগে/ওয়েবসাইটে সাইন ইন করুন।এরপরে এখানে ক্লিক করুন।তাহলে নিচের মত চিত্র দেখতে পাবেন।

এখানে get my free widget এ ক্লিক করুন।এবার নিচের মত চিত্র দেখতে পাবেন।

এখানে উপর থেকে আপনার প্লাটফর্ম নির্বাচন করুন এবং style থেকে আপনি কোন ধরনের রেটিং সিস্টেম এড করতে চান এটির পাশে টিক দিন।সবকিছু ঠিকঠাক থাকলে পাশ থেকে singup and add this এ ক্লিক করুন।তাহলে নিচের মত চিত্র পাবেন।

এখানে সবকিছু সঠিক পুরন করে create account and add this এ ক্লিক করুন।এরপর আবার add this blogger এ ক্লিক করুন।তাহলে আপনাকে ব্লগের পেইজে নিয়ে এখানে add widget এ ক্লিক করলে আপনার রেটং সিস্টেম চালু হয়ে যাবে।
পোস্টটি ভাল লাগলে কমেন্ট,শেয়ার এবং রেটিং দিয়ে উৎসাহিত করবেন।ধন্যবাদ সবাইকে।

No comments:

আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন

copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status