Ads By Blogger

Tuesday, June 30, 2015

বিনা মূল্যে গান শোনার feature চালু করছে google

ads

বিডি টিপ্স টেকে আপনাদের সবাইকে স্বাগতম।সার্চ ইঞ্জিন গুগল এবার বিনা মূল্যে অনলাইনে গান শোনার ব্যবস্থা করেছে। এ পদ্ধতিতে গুগল প্লে মিউজিক সেবা ব্যবহার করে কোনো খরচ ছাড়াই ‘স্ট্রিমিং’-এর মাধ্যমে গান শুনতে পারবেন ব্যবহারকারীরা।

এটিও পড়ুনকিভাবে ব্লগারের Favicon পরিবর্তন করবেন

ইতিমধ্যে গুগলের প্লে মিউজিক সেবাটি মাসিক খরচের বিনিময়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এবং এতে নির্দিষ্ট খরচের বিনিময়ে আনলিমিটেড গান শোনার ব্যবস্থাও রয়েছে। নতুন পদ্ধতিতে বিনা মূল্যে গান শোনার এ সেবাটিতে বিভিন্ন সময় অনুযায়ী গান চলবে, যা আপাতত যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা বিনা মূল্যে শোনার সুযোগ পাবেন। এ সেবাটি অনেকটাই অনলাইনে গান শোনার জনপ্রিয় সেবা স্পটিফাইয়ের মতো করেই তৈরি করা। গুগল এ সেবাটির ক্ষেত্রে এক বছর আগে অধিগ্রহণ করা ইন্টারনেটভিত্তিক রেডিও অ্যাপ সংঝা ব্যবহার করছে বলে জানা গেছে।
একই ধরনের সেবা বিনা মূল্যে দেওয়ার ঘোষণা এর আগে দিয়েছিল অ্যাপল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৩০ জুন থেকে অ্যাপলের মিউজিক সেবাটি চালু হবে, যা প্রথম তিন মাস বিনা মূল্যে উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা। তবে যুক্তরাষ্ট্রে অ্যাপলের আগেই এ বাজারে শীর্ষস্থান দখল করে আছে গুগল। গুগলের পণ্য ব্যবস্থাপক এলিয়াস রোমান এক ব্লগ পোস্টে বলেন, ‘গুগলের এ বিনা মূল্যে গান শোনার সেবাটি ইতিমধ্যে যাঁরা যুক্ত আছেন তাঁরা যেমন পাবেন, তেমনি অন্যদেরও আমরা এ সেবায় যুক্ত করে নেব।’ ইতিমধ্যে এ সেবাটি ওয়েবসাইটে চালু হয়েছে, যা খুব চলতি সপ্তাহে অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীও পাবেন বলে জানা গেছে। গুগল আশা করছে, বিনা মূল্যে পাওয়া এ সেবাটি পেয়ে গ্রাহকেরা মাত্র ১০ ডলার খরচের বিনিময়ে সেবাটি নিতে আগ্রহী হবেন।

এটিও পড়ুন Download করে নিন Facebook emotion code collection

গত বছরের ডিসেম্বরের তথ্য অনুযায়ী শুধু যুক্তরাষ্ট্রেই এ ধরনের মাসিক খরচের বিনিময়ে গান শোনার সেবা নেওয়া গ্রাহকের সংখ্যা ৮ লাখ ১৫ হাজারের বেশি।ধন্যবাদ।
ads

No comments:

Leave A Comment

আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন

copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status