Pages

Saturday, June 27, 2015

Mobile এ রাত্রিকালীন প্যাকেজে BTRC নিষেধাজ্ঞা

ads

মোবাইলে রাত্রিকালীন প্যাকেজে বিটিআরসির নিষেধাজ্ঞা

বিডি টিপপ্স
মোবাইল অপারেটরদের রাতভর কথা বলা ও ইন্টারনেট ব্রাউজিংয়ে চটকদার অফারে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

এটিও পড়ুন কিছু notepad ট্রিকস(part-2)


মোবাইল অপারেটরদের রাতভর কথা বলা ও ইন্টারনেট ব্রাউজিংয়ে চটকদার অফারে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আজ শনিবার সকালে জাতীয় সংসদে এ কে এম রহমতুল্লাহ’র টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে সংসদ কার্যে দায়িত্বপ্রাপ্ত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সংসদকে এ তথ্য জানান।

এটিও পড়ুন আইনি সেবা নিন অনলাইনে

সদস্য রহমতুল্লাহ তার প্রশ্নে জানতে চান, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী মোবাইল ফোন ব্যবহারের কারণে লেখাপড়ায় অমনযোগী ও খারাপ কাজে জড়িত হয়। এজন্য এই ছাত্র-ছাত্রীদের মোবাইল ব্যবহার সীমিত করার জন্য সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করবে কি না?
জবাবে মন্ত্রী বলেন, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা মোবাইল ফোন ব্যবহার করে লেখাপড়ায় অমনযোগী ও খারাপ কাজে জড়িত হয়- এই অভিযোগ সম্পূর্ণ সত্য নয়। মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার করে লেখাপড়া সংক্রান্ত আপডেটেড তথ্য তারা জানতে পারে। তবে এ সব শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার সীমিত করার লক্ষ্যে বিটিআরসি গত মার্চে মোবাইল অপারেটরদের শুধুমাত্র রাত্রিকালীন কোনো প্যাকেজ বাজারে চালু না করার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করে।

No comments:

আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন

copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status