বিডি টিপ্স টেকে আপনাদের স্বাগতম।আশাকরি সবাই ভাল আছেন।
বাংলালিংক দিচ্ছে দারুণ ঈদ অফার।
* এই অফারটি সকলের জন্য প্রযোজ্য।
বাংলালিংক দিচ্ছে ৮৭ টাকায় ১ গিগাবাইট ইন্টারনেট। এই ইন্টারনেট প্যাকটির মেয়াদ ৭ দিন।
এটিও পড়ুন banglalink এ প্রতিদিন ফ্রি 100mb ইন্টারনেট
বিশেষ এই ইন্টারনেট প্যাকটিতে পাওয়া যাবে ১ এমবিপিএস পর্যন্ত গতি। ইন্টারনেট প্যাকটি কেনার জন্য ৮৭ টাকা রিচার্জ করতে হবে কিংবা ডায়াল ৮৭ টাকা ব্যালেন্স থাকা সাপেক্ষে *৫০০০*৫১৬#।
ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করতে হবে *১২৪*৫০# অথবা *৫০০০*৫০০# নম্বরে। অফার চলাকালীন একাধিকবার এই প্যাকটি কেনা যাবে।
শর্তাবলী
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপরে বর্ণিত ডাটা প্যাকেজ ট্যারিফ বহাল থাকবে।
গ্রাহক সর্বোচ্চ ১ এমবিপিএস স্পীড উপভোগ করতে পারবেন।
এটিও পড়ুন teletalk বন্ধ সিমে 1.5GB ফ্রী ইন্টারনেট
ডিভাইসের সামর্থ্য, ব্যবহারের ধরণ ও গ্রাহকের অবস্থানের উপর নির্ভর করে স্পীড পরিবর্তিত হতে পারে
প্যাকের মেয়াদ শেষ হওয়ার আগে নির্ধারিত ভলিউম শেষ হয়ে গেলে প্রতি ১০ কেবি এর জন্য ১ পয়সা চার্জ প্রযোজ্য হবে
ব্যবহৃত ডাটা ভলিউম জানতে, প্রিপেড ও সি এন্ড সি গ্রাহকরা *২২২*৩# ডায়াল করুন
ব্যবহৃত ডাটা ভলিউম জানতে, টিউনপেইড গ্রাহকরা টাইপ করুন “3G” এবং এসএমএস করুন ১২১ বা ০১৯১১৩০৪১২১ ফোন করুন
3g সুবিধা উপভোগ করতে গ্রাহকগণকে 3g অন্তর্ভুক্ত এলাকার পরিধির ভিতর থাকতে হবে
১৫% ভ্যাট প্রযোজ্য
বিস্তারিত জানতে ৭৭৬৬৬ (ফ্রি) নাম্বারে ডায়াল করুন অথবা ভিজিট করুন
No comments:
আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন