Pages

Tuesday, January 01, 2019

জেনে নিন আপনার জাতীয় পরিচয়পত্রের(NID CARD) নম্বরের গোপন সংকেত বা কোডের অর্থ

ads
বিডি টিপ্স টেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি ভালো আছেন।আমি আপনাদের মাঝে মজার একটি বিষয় নিয়ে হাজির হয়েছি।

বাংলাদেশী হিসাবে আমাদের অনেকেরই জাতীয় পরিচয় পত্র (National ID Card) আছে। অনেকে এটাকে ভোটার আইডি কার্ড হিসাবে বলেন যেটা সম্পুর্ণ ভুল।


এটিও পড়ুন facebook news feed হবে এবার নিজের মত

এটা ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র।

আপনারা দেখবেন এটার নীচে লাল কালি দিয়ে লেখা ১৩ সংখ্যার একটা নম্বর আছে যাকে আমরা আইডি নম্বর হিসাবে জানি। কিন্তু এই ১৩ সংখ্যার মানে কি? আসলে আমরা অনেকেই এই সংকেত/কোডগুলো জানিনা। আবার অনেকের জানার আগ্রহ থাকলেও কোথাও হয়ত হেল্প পাইনি। যাইহোক এত চিন্তার কারন নাই। এবার উক্ত সমাধান নিয়েই আজকের পোস্ট। যারা জানেন না তারা নিজেই এবার চোখ বুলিয়ে নিন। আশা করি নিজে উপকৃত হবেন এবং অন্যকে জানানোর চেষ্টা করবেন।

বাংলাদেশী হিসাবে আমাদের অনেকেরই জাতীয় পরিচয় পত্র (National ID Card) আছে। অনেকে এটাকে ভোটার আইডি কার্ড হিসাবে বলেন যেটা সম্পুর্ণ ভুল। এটা ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র।

আপনারা দেখবেন এটার নীচে লাল কালি দিয়ে লেখা ১৩ সংখ্যার একটা নম্বর আছে যাকে আমরা আইডি নম্বর হিসাবে জানি। কিন্তু এই ১৩ সংখ্যার মানে কি? আসলে আমরা অনেকেই এই সংকেত/কোডগুলো জানিনা। আবার অনেকের জানার আগ্রহ থাকলেও কোথাও হয়ত হেল্প পাইনি। যাইহোক এত চিন্তার কারন নাই। এবার উক্ত সমাধান নিয়েই আজকের পোস্ট। যারা জানেন না তারা নিজেই এবার চোখ বুলিয়ে নিন। আশা করি নিজে উপকৃত হবেন এবং অন্যকে জানানোর চেষ্টা করবেন।



১) এর প্রথম ২ সংখ্যা – জেলা কোড। ৬৪ জেলার আলাদা আলাদা কোড আছে। ঢাকার জন্য এই কোড ২৬।

২) পরবর্ত্তি ১ সংখ্যা – এটা আর এম ও (RMO) কোড।
সিটি কর্পোরেশনের জন্য – ৯
ক্যান্টনমেন্ট – ৫
পৌরসভা – ২
পল্লী এলাকা – ১
পৌরসভার বাইরে শহর এলাকা – ৩
অন্যান্য – ৪

৩) পরবর্ত্তি ২ সংখ্যা – এটা উপজেলা বা থানা কোড

৪) পরবর্ত্তি ২ সংখ্যা – এটা ইউনিয়ন (পল্লীর জন্য) বা ওয়ার্ড কোড (পৌরসভা বা সিটি কর্পোরেশনের জন্য)

৫) শেষ ৬ সংখ্যা – আই ডি কার্ড করার সময় আপনি যে ফর্ম পূরণ করেছিলেন এটা সেই ফর্ম নম্বর।
বর্তমানে আবার ১৭ ডিজিট ওয়ালা আইডি কার্ড দেয়া হচ্ছে যার প্রথম ৪ ডিজিট হচ্ছে জন্মসাল!

এটিও পড়ুন nokia mobile এর কিছু প্রয়োজনীয় কোড

আশা করি বুঝতে পেরেছেন।উপকৃত হলে কমেন্ট করে জানাবেন।ধন্যবাদ।

1 comment:

আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন

copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status