bd tips tech এ আপনাদের স্বাগতম।আশাকরি সবাই ভাল আছেন। আজকের টিউনটি টেলিটকের আগামী সিম নিয়ে। ২০১৫ সালে এসএসসি-তে জিপিএ-৫ প্রাপ্ত সকল ছাত্র-ছাত্রী এবং সেইসাথে ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত এসএসসি তে জিপিএ-৫ প্রাপ্ত যেসব ছাত্র-ছাত্রী আগামী সিম নিতে পারেনি, তারাও এবার সিমের জন্য রেজিস্ট্রেশন করতে পারবে। রেজিস্ট্রেশন শুরু ১লা আগস্ট ২০১৫ থেকে। প্রতিবছরের ন্যায় এবারও এসএসসি-তে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের টেলিটক দিচ্ছে ফ্রি সংযোগ, বান্ডল অফারসহ দেশের সর্বনিম্ন ট্যারিফের সুবিধা।
এটিও পড়ুন youtube এর কয়েকটি মজার তথ্য জেনে নিন
প্রথমে জেনে নেই কি কি সুবিধা এই সিমের :
দিন-রাত যেকোন টেলিটক নাম্বারে ভয়েস ও ভিডিও কল মাত্র ২৫ পয়সা/মিনিট।
অন্য অপারেটরে ৬০ পয়সা/মিনিট ভয়েস কল দিন-রাত ২৪ ঘন্টা।
২৫/এস.এম.এস. যেকোন টেলিটক নাম্বারে।
১ জিবি ডাটা ১০০ টাকায় (২জি) ! মেয়াদ ৩০ দিন।
১ জিবি ডাটা ১৫০ টাকায় (৩জি) ! মেয়াদ ৩০ দিন।
২০ এমবি ডাটা ৫ টাকায় (২জি) ! মেয়াদ ১দিন।
২০ এমবি ডাটা ৬ টাকায় (৩জি) ! মেয়াদ ১দিন।
প্রতি ২৫ টাকা রিচার্জে ২৫ মিনিট ভয়েস, ২৫ মেগা ডাটা ও ২৫ টি ফ্রী এস.এম.এস. একদম ফ্রী !
স্পেশাল সিরিজের নাম্বার !(ভ্যাট এবং চার্জ প্রযোজ্য)
সিম পেতে আপনাকে যা যা করতে হবে :
১. প্রথমে যেকোন টেলিটক সিম থেকে GPA5BoardRollPassing yearMobile no লিখে 16222 এ SMS করতে হবে।
[ এখানে, Roll নাম্বার এস.এস.সি. – এর,Passing Year 2014/2015, মোবাইল নাম্বার আপনার নিজের যেকোন নাম্বার দিবেন। ]
উদাহরণ – GPA5 Dhaka 123456 2015 01xxxxxxxxx
২. ফিরতি SMS এ আপনি আপনার নাম ও একটি রেজিস্টেশন কোড নাম্বার পাবেন।
৩. এরপর অনলাইন রেজিস্ট্রেশন এর জন্য agami.teletalk.com.bd –তে ভিজিট করে সকল তথ্য অবশ্যই পূরন করতে হবে। অথবা রেজিস্ট্রেশন এর জন্য এখানে ক্লিক করুন
৪. সকল তথ্য দিয়ে তারপর সাবমিট এ ক্লিক করতে হবে। সাবমিট এ ক্লিক করার পর নিচের মতো একটি পেইজ আসবে। এখানে আপনি আপনার বাবা অথবা মা এর নামে সিমটি রেজিস্ট্রেশন এর জন্য সকল তথ্য দিয়ে পূরণ করবেন।
৫. সকল তথ্য পূরণ করার পর সাবমিট এ ক্লিক করবেন। এখানে ফরম পুরন করার সময় আপনি কোথা থেকে সিম উত্তলোন করতে চান তা নির্বাচন করবেন। আপনার জেলায় টেলিটকের কাস্টমার কেয়ার না থাকলে পাশের জেলায় বা আপনার যেখানে সুবিধা হয় ওই কস্টমার কেয়ার এর নাম সিলেক্ট করুন। Identifier এ আপনার পরিচিত কারো নাম, ভোটার আইডি কার্ডের নাম্বার ও মোবাইল নাম্বার দিয়ে সাবমিট এ ক্লিক করুন। তথ্য ঠিক থাকলে আপনি একটি পেজ পাবেন।
৬.এই পেইজে আপনি প্রথমে আপনার সব তথ্য চেক করে নিশ্চিত হবেন এবং Confirm এ ক্লিক করবেন। তারপর আপনি প্রিন্ট বা সেভ করার অপশন পাবেন।
৭. তারপর আপনি অবশ্যই ফর্মটি প্রিন্ট করে নিবেন।
আপাততো আপনার কাজ শেষ।
সিমের জন্য এই রেজিস্ট্রেশন চলবে ১৫/০৯/২০১৫ পর্যন্ত। তারপর আপনি সিম তোলবেন। টেলিটক থেকে জানিয়ে দেয়া হবে কোনদিন থেকে সিম দেয়া শুরু হবে।
সিম প্রদানের সময়, তারিখ ও স্থান এসএমএস এর মাধ্যমে পরবর্তীতে অবহিত করা হবে।
এটিও পড়ুন বাংলা বই ফ্রি ডাউনলোড করার কিছু ওয়েবসাইট
সিম সংগ্রহ করবেন যেভাবে :
১. আপনি পূরণ করার সময় সিম তোলার জন্যে যে কাস্টমার কেয়ার সিলেক্ট করেছিলেন শুধুমাত্র সেই কাস্টমার কেয়ার থেকেই সিমটি সংগ্রহ করতে পারবেন।
২. সিম সংগ্রহ করার তারিখ দেয়ার পর আপনি যে অভিভাবকের নামে রেজিস্টেশন করেছিলেন তার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও ভোটার আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে এবং অবশ্যই যে ফরমটি প্রিন্ট করেছিলেন তা জমা দিতে হবে।
৩. আপনাকে অবশ্যই জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর এস.এস.সি-র প্রবেশ পত্রের মুল কপি দেখাতে হবে
এভাবে আপনি আপনার সিমটি সংগ্রহ করতে পারবেন।
আশাকরি বুঝতে পেরেছেন।সমস্যা হলে কমেন্ট করে জানাবেন।ধন্যবাদ।
Pages
▼
Sunday, August 02, 2015
Popular Posts
একটি বিভাগ নির্বাচন করুন
adult
advertisement
android
apk
backup
bangla tube
bangladesh
battery
bd tips tech
biography
bitcoin
blackhole
blogger
blogger seo
blogger tutorial
blogger widget
blogging
Books
bootable usb
bpl
browser
camera
CD Backup
COMPUTER
cosmos
cricket fixtures
cryptocurrency
doamain
domain
download
Driver
Education
english
english tips
facebook
feature post
free internet
freelancing
gadgets
games
gmail
google
google drive
grameenphone
hacks
health
image
internet
invest
keyboard
laptop
mobile
movie
mozilla
news
nokia
online earn
opera
OTHERS
paypal
Payza
pc
pdf books
pendrive
photo editor
photography
ptc
recharge
revenue share
robi
samsung
science
security
seo
sim offer
social networking
software
ssc
study
template
tips and tricks
torrent
tour
tsu
tutorials
Twitter
varsity book
video call
video tutorial
virus
vpn
website
whatsapp
wifi
windows
Wrodpress
youtube
No comments:
আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন