PTC সাইট নিয়ে আমার পোষ্ট করার উদ্দেশ্য; স্ক্যাম থেকে আপনাদের দূরে রাখার জন্য। এখনো অনেকে ফোন করে বলে Ptcwallet এ কাজ করে। খুব খারাপ লাগে। বাংলাদেশে অনেকেই এই সাইটে কাজ করে ধরা খেয়েছেন। কেন যে কাজ করেন বুঝিনা।
সব পিটিসি সাইট ভূয়া না। ভালো পিটিসি সাইটে কাজ করবেন যারা 6 মাস থেকে 6 বছর পর্যন্ত অনলািইনে আছে। এবং ঠিকমত পেমেন্ট দিচ্ছে।
EMS = E Money Space
ই মানি স্পেস কোন পিটিসি সাইট না এটা একটা ফোরাম এখানে অনলাইন আয়ের আলোচনা করা হয়।
পিটিসি, জিপিটি, রিভিনিও শেয়ার ইত্যাদি সাইটের সুবিধা /useclix.com/অসুবিধা পেমেন্ট, স্ক্যাম ইত্যাদি সবই জানা যায়।
আর সবচেয়ে বড় কথা; পিটিসি সাইট চলে এই ইএমএসের ভোটের মাধ্যমে। যে সাইট টপ লিস্টে থাকে সেটাতে সবাই জয়েন করে।
এবং খুব সহজেই জনপ্রিয়তা পায়।
যাক কথা বড়াবো না। আজ দিবে টপ 10 ইএমএস সাইট লিষ্ট:
অনেক সময় ভূয়া সাইটও টপ লিস্টে এসে যায়, প্রথম প্রথম পেমেন্ট দেয় তাই। তবে বেশি দিন থাকেনা । আমি ভালো সাইটগুলোই দিলাম।
1. Buxept.com
2. HQbux.com
3. My6clix.com
5. Neobux.com
7. Clixten.info
8. Familyclix.com
9. Cleverbux.com
10. Clixmension.com
আজ এখানেই বিদায়।
আমার পিটিসি ওয়ার্ল্ড-এ ঘুরে আসতে পারেন: emoneyspace.com
কারো কোন সমস্যা হলে জানাবেন। ভালো থাকবেন
No comments:
আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন