Pages

Thursday, October 29, 2015

আপনার FaceBook id backup রাখুন সহজে

ads
(bd tips tech)বিডি টিপ্স টেকে আপনাদের স্বাগতম।আশাকরি সবাই ভাল আছেন।ফেসবুকের অ্যাকাউন্ট যদি বেদখল (হ্যাকড) হয় বা কোনো কারণে নষ্ট হয়ে যায়, তবে ফেসবুকে থাকা আপনার তথ্যগুলো নামিয়ে নিতে পারেন। ফেসবুকের তথ্যগুলো কম্পিউটারে রাখার জন্য লগ-ইন করে ওপরে ডান পাশের অ্যারোতে ক্লিক করুন। এরপর Settings-এ ক্লিক করুন। এখন সবার নিচে Download a copy-তে ক্লিক করুন।

এটিও পড়ুন সরকার facebook account hack করলে জানিয়ে দেবে Facebook

নতুন পেজ এলে Start My Archive-এ ক্লিক করুন। নতুন করে আবার পাসওয়ার্ড দিতে বললে পাসওয়ার্ড দিন। আবার Start My Archive বাটনে ক্লিক করুন।


এখন আপনার ফেসবুক অ্যাকাউন্টের একটি ডাউনলোড কপি তৈরি হতে থাকবে। ডাউনলোড কপি তৈরি হয়ে গেলে আপনার ই-মেইল ঠিকানায় একটি মেইল যাবে।
তারপর আবার ওপরে ডান পাশের অ্যারোতে ক্লিক করে Settings-এ ক্লিক করুন। এখন সবার নিচে Download a copy-তে ক্লিক করুন। নতুন পেজ এলে Download Archive-এ ক্লিক করলে আপনার ফেসবুকের ‘ব্যাকআপ প্রোফাইল’ নেমে যাবে।

এটিও দেখুন কিছু GooGle টিপ্স জেনে নিন

সম্পন্ন হওয়ার পর জিপ ফাইলটি আনজিপ করুন। এখন index ফাইলটি খুললে আপনার ফেসবুকের পুরো প্রোফাইল (ছবি, ওয়াল, মেসেজ, ফ্রেন্ড ইত্যাদি) দেখতে পাবেন।
পোস্টটি ভাল লাগলে কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।

No comments:

আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন

copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status