Pages

Tuesday, November 24, 2015

Mobile খরচ কমাবে এন্ড্রয়েড এপ্স

ads

(bd tips tech)বিডি টিপ্স টেকে আপনাদের স্বাগতম।বাংলাদেশে মোবাইল অপারেটরদের ভয়েস, ডেটা এবং বান্ডেল প্যাক রয়েছে কয়েক হাজার। এই প্ল্যানগুলোর মধ্যে আমার জন্য একটি বেস্ট আবার অন্যের জন্য আরেকটি বেস্ট। আবার আমাদের বিহেভিয়ার, কলিং প্যাটান্ট সময়ের প্রয়োজনে পরিবর্তন হচ্ছে। কোন প্ল্যানটি গ্রহণ করলে আমার জন্য কাজে লাগবে এবং খরচ কমবে তা নির্ধারণ করা কঠিন। কিন্তু আমি আজকে একটি এপ্সের কথা বলবো যা আপনার কল ও ডেটা স্টাডি করে আপনার জন্য কোনটি সেরা তা নির্ধারণ করে দিতে পারে। অ্যাপটি ইন্সটল করলে মোবাইলে থাকা কল লগ দেখে সে গ্রাফ করে দেখিয়ে দেয় গত সপ্তাহ বা মাসে কত টাকা খরচ হয়েছে।

টাকার হিসেব করে তারপর বলে দেয় আপনি কোন প্যাকেজ ব্যবহার করলে খরচ কত শতাংশ কমে যাবে। সাজেস্ট করা প্যাকেজ চালু করার জন্য কোন কোড জানা দরকার নেই। শুধু অ্যাক্টিভ বাটনে ক্লিক করলেই অ্যাক্টিভ হয়ে যাবে।

বর্তমানে যে আপনার এফএনএফ প্ল্যানে আছেন তাঁর সাথে কথা বলা কম হলে সেটাও পরিবর্তন করতে পরামর্শ দেবে।
এপ্সটির নাম মেডভাইজার। অ্যাপটি প্লেস্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।পোস্টটি ভাল লাগলে কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।

No comments:

আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন

copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status