(bd tips
tech)এ আপনাদের স্বাগতম আশাকরি সবাই ভাল আছেনআপনার কম্পিউটার কখন
চালু করেছেন বা বন্ধ
করেছেন বা আপনার অবর্তমানে
কেউ আপনার পিসিটি ব্যবহার
করেছে কিনা তা খুব
সহজে জানতে পারেন। এ জন্য আপনি উইন্ডোজ এর বাই ডিফল্ট SchedLgU.Txt দেখে বুঝতে পারেন
সহজে জানতে পারেন। এ জন্য আপনি উইন্ডোজ এর বাই ডিফল্ট SchedLgU.Txt দেখে বুঝতে পারেন
সিস্টেম
রুটে অর্থাৎ যে ড্রাইভে
উইন্ডোজ ইনষ্টল করা আছে
সে ড্রাইভের উইন্ডোজ ফোল্ডারে ফাইলটি আছে সেখান
থেকে বা স্টার্ট মেনু
থেকে রানে গিয়ে
C:\WINDOWS\Tasks\SchedLgU.Txt
লিখে ওকে করলেই ফাইলটি
নোট প্যাডে খুলবে।এবার ডকুমেন্টের ভিতরে
[Task Scheduler Service] লেখা
লাইনের নীচে সর্বশেষ কখন
কম্পিউটার ON/OFF করেছেন তা দেখতে
পারেন।
এই ফাইলটিতে সর্বশেষ ১৩৫ বার কম্পিউটার
খোলা ও বন্ধ করার
তথ্য (সময় ও তারিখ)
সংরক্ষিত থাকে। কম্পিউটার
১৩৫ বারের বেশী খোলা
ও বন্ধ করলে উক্ত
লাইন আবার প্রথম থেকে
আসতে থাকবে অর্থাৎ পূর্বের
তথ্যের উপর নতুন তথ্য
প্রতিস্থাপন হবে।
আশাকরি পোস্টটি
আপনাদের ভাল লেগেছে।কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।
No comments:
Leave A Comment
আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন