Ads By Blogger

Tuesday, January 19, 2016

whatsapp ব্যবহার করতে এখন আর টাকা লাগবে না

ads
বিশ্বের জনপ্রিয় মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপ এখন পুরোপুরি বিনা মূল্যের সেবা হিসেবে উন্মুক্ত হচ্ছে। এর আগে বার্ষিক এক মার্কিন ডলার সাবসক্রিপশন ফি দিতে হতো। গতকাল সোমবার হোয়াটসঅ্যাপের প্রধান নির্বাহী জান কউম বলেছেন, গ্রাহকদের কাছে ব্যবসায়ীরা যাতে নোটিফিকেশন পাঠাতে পারেন, সে উপায়ে অর্থ আয়ের পরিকল্পনা থেকে গ্রাহকদের জন্য হোয়াটসঅ্যাপ ফ্রি করে দেওয়া হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়েছে।


এটিও দেখুন আয় করুন ফেইসবুক,গুগল,টুইটার থেকে খুব সহজে

সাত বছর বয়সী কোম্পানি হোয়াটসঅ্যাপকে ২০১৪ সালে এক হাজার ৯২০ কোটি মার্কিন ডলারে কিনে নেয় ফেসবুক। বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী ১০০ কোটি। বর্তমানে রেস্তোরাঁ, এয়ারলাইনস ও ক্রেডিট কার্ড কোম্পানিগুলো যাতে গ্রাহকদের কাছে তাদের বার্তা দিতে পারে, সে বিষয়টি নিয়ে পরীক্ষা করছে হোয়াটসঅ্যাপ।
কউম বলেন, ব্যবহারকারীদের জন্য এখন থেকে হোয়াটসঅ্যাপ ফ্রি হয়ে গেল। বছর শেষে এক ডলারের যে চার্জ, তা আর দিতে হবে না। এর বদলে ব্যবসায়ীরা কীভাবে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, সে বিষয়ে পরীক্ষা চালানো হবে।
ads

No comments:

Leave A Comment

আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন

copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status