বিডি টিপ্স টেকে আপনাদের স্বাগতম।এবার ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন
বাজারে আনছে চীনের মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান অকিটেল। গত বছরেই ‘কে ১০০০০’ মডেলের এই ফোনটি বাজারে আনার ঘোষণা দিয়েছিল
প্রতিষ্ঠানটি। এবারে এই মডেলের ফোনের নতুন সংস্করণের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। বিশাল ব্যাটারির কারণে
এই ফোনটি পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করা যাবে।
সাধারণত বড় ব্যাটারির কারণে ফোনটি অনেক বেশি
মোটা দেখানোর কথা। কিন্তু অকিটেল ফোনটিকে হালকা-পাতলা ও দ্রুতগতির করতে বিশেষ নকশা ও দ্রুতগতির প্রসেসর
যুক্ত করছে। সম্প্রতি অকিটেল নতুন ফোনটির টিজার প্রকাশ করেছে, যাতে ফোনটির নকশায় পরিবর্তন আনার বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে।
অবশ্য কবে নাগাদ এই ফোনটি বাজারে আসবে,
সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি চীনা প্রতিষ্ঠানটি। এর আগে একই মডেলের
যে ফোনটি বাজারে ছেড়েছিল, তার দাম ২৩৯ দশমিক
৯৯ মার্কিন ডলার। নতুন সংস্করণের কে১০০০০ মডেলের ফোনের দাম আগের দামের কাছাকাছি থাকতে পারে।
No comments:
Leave A Comment
আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন