Pages

Thursday, October 20, 2016

১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নিয়ে ফোন আনল অকিটেল

ads
বিডি টিপ্স টেকে আপনাদের স্বাগতম।এবার ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন বাজারে আনছে চীনের মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান অকিটেলগত বছরেই কে ১০০০০ মডেলের এই ফোনটি বাজারে আনার ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটিএবারে এই মডেলের ফোনের নতুন সংস্করণের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটিবিশাল ব্যাটারির কারণে এই ফোনটি পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করা যাবে
সাধারণত বড় ব্যাটারির কারণে ফোনটি অনেক বেশি মোটা দেখানোর কথাকিন্তু অকিটেল ফোনটিকে হালকা-পাতলা ও দ্রুতগতির করতে বিশেষ নকশা ও দ্রুতগতির প্রসেসর যুক্ত করছেসম্প্রতি অকিটেল নতুন ফোনটির টিজার প্রকাশ করেছে, যাতে ফোনটির নকশায় পরিবর্তন আনার বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে
১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নিয়ে ফোন আনল অকিটেল
১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নিয়ে ফোন আনল অকিটেল


অবশ্য কবে নাগাদ এই ফোনটি বাজারে আসবে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি চীনা প্রতিষ্ঠানটিএর আগে একই মডেলের যে ফোনটি বাজারে ছেড়েছিল, তার দাম ২৩৯ দশমিক ৯৯ মার্কিন ডলারনতুন সংস্করণের কে১০০০০ মডেলের ফোনের দাম আগের দামের কাছাকাছি থাকতে পারে

No comments:

আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন

copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status