বিডি টিপ্স টেকে আপনাদের স্বাগতম।আশাকরি সবাই ভাল আছেন।মাঝে মাঝে কম্পিউটারে
ছোট-খাটে ঝামেলা দেখা দেয়। কিন্তু সেটার সমাধান না জানার কারণে আরও জটিল হয়ে যায়।
এমন কিছু সাধারণ সমস্যার সহজ সমাধান দেওয়া
হলো, যা প্রয়োগ করলে কম্পিউটারের খুঁটিনাটি সমস্যা দূর হবে।
কম্পিউটারের কিছু সাধারণ সমস্যা এবং তার প্রতিকার |
keyword :কমম্পিউটারের সাধারণ সমস্যা,কম্পিউটারের হার্ডওয়্যার সমস্যা,কম্পিউটার চালু হচ্ছে না,কিভাবে সিস্টেম রিস্টোর করতে হয়,কিভাবে সিস্টেম ব্যাকআপ রাখবেন,কিভাবে সিস্টেম ফাইল চ্যাক করবেন,কিভাবে সফটওয়্যার আইনইন্সটল করবেন,কম্পিউটারের কিছু সমস্যার সমাধান,ককম্পিউটার চালু না হলে কি করবেন,bd technology,বাংলা টেক সাইট,বাংলা টেকনোলজি সাইট
কম্পিউটার চালু না হলে
কম্পিউটার কখনো চালু না হলে সেফ মুড থেকে
বুট করা যায়। এ জন্য কম্পিউটার চালু করার বোতাম চেপে কি-বোর্ড থেকে F8 চাপুন। তালিকা থেকে Last Known Good Configuration নির্বাচন করে আগে ভালো থাকা উইন্ডোজকে ফিরিয়ে আনা যাবে। কম্পিউটার চালু হতে সমস্যা হলে Windows
Startup Repair চেপে তা ঠিক করা যায়। এটি স্টার্টআপ (চালু
হওয়া) সমস্যা দূর করে কম্পিউটারকে আবার চালু (বুট) করে।
সিস্টেম রিস্টোর পয়েন্ট
কম্পিউটার চালাতে গেলে নানা সমস্যা দেখা দিতে
পারে, এ কারণে ভালো অবস্থাতেই সিস্টেম রিস্টোর পয়েন্ট
তৈরি করে রাখলে প্রয়োজনে তা কাজে লাগানো যাবে। এ জন্য Start Menu থেকে Accessories-এ যান। System Tools থেকে System Restore-এ ক্লিক করে খুলুন। অথবা উইন্ডোজ সাত বা আটের স্টার্ট মেনুতে rstrui. exe
লিখে এন্টার চাপুন। সিস্টেম রিস্টোর খুলে গেলে Next চেপে কিছুক্ষণ অপেক্ষা করুন। পরের ধাপে Finish চাপলে নতুন
সিস্টেম পয়েন্ট তৈরি হবে। ভবিষ্যতে উইন্ডোজের যেকোনো সমস্যায় তৈরি থাকা সিস্টেম রিস্টোর
পয়েন্ট থেকে উইন্ডোজকে ফিরিয়ে আনা যাবে।
সিস্টেম ফাইল চেকার
কম্পিউটারের সিস্টেমগত কোনো সমস্যা তৈরি
হলে সিস্টেম ফাইল চেকার ব্যবহার করে সমস্যার সমাধান করা যায়। সাধারণত কম্পিউটারের কোনো ফাইল প্রতিস্থাপিত
(রিপ্লেস) হলে বা ক্ষতিগ্রস্ত কিংবা নষ্ট হলে ভালো ফাইল দিয়ে সিস্টেম ফাইল চেকার সেটি
দূর করে। এ জন্য স্টার্ট মেনুতে গিয়ে cmd লিখুন। Command Prompt এলে তাতে মাউসের
রাইট ক্লিক করে Run as administrator চেপে খুলুন। এবার কমান্ড প্রম্পটে
sfc/scannow লিখে এন্টার চাপুন। কিছুক্ষণ সময় নিয়ে রিপোর্টের মাধ্যমে কম্পিউটারে
কোনো সমস্যা বা ক্ষতিগ্রস্ত কিংবা নষ্ট ফাইল থাকলে ঠিক করে তা জানিয়ে দেবে।
অনাকাঙ্ক্ষিত সফটওয়্যার মুছুন
কম্পিউটারের কন্ট্রোল প্যানেল চালু করে ইনস্টল
থাকা প্রোগ্রামগুলো চেক করে নিন। যদি অনাকাঙ্ক্ষিত বা অব্যবহৃত সফটওয়্যার থাকে তাহলে সেটি মুছে
ফেলাই ভালো।
আশাকরি টিপ্স গুলি আপনাদের কাজে আসবে লাইক
কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।
Thanks for this information
ReplyDeleteThank you so much for sharing the tips.
ReplyDeleteWrapup BD