Pages

Friday, January 06, 2017

কম্পিউটার চালু হতে অনেক সময় নেয়?

ads
bd tech blog এ আপনাদের স্বাগতমআজ আপনাদের সাথে  কম্পিউটারের একটি টিপস শেয়ার করবোঅনেক সময় দেখা যায় উইন্ডোজে সেটাপ দেওয়ার দুই তিন মাস পর বা অনেক পুরানো কম্পিউটার হলে চালু হতে অনেক সময় নেই যা খুবই বিরক্তিকরআজ আপনাদের দেখাবো কিভাবে কম্পিউটার দ্রুত চালু করবেন


keyword:কিভাবে কম্পিউটার দ্রুত চালু করতে হয়,কম্পিউটার স্লো হয়ে গেছে,কম্পিউটার দ্রুত চালু করার উপায়,কম্পিউটারের গতি দ্রুত চালু করার উপায়,হার্ডডিস্ক ডিগ্র‍্যাফমেন্ট করার উপায়,স্টার্টআপ প্রোগ্রাম বন্ধ করার উপায়,bd bangla blog, bd tricks tips,bd tech tip,tip tech,বিডি বাংলা ব্লগ,বিডি টেক ব্লগ,বাংলা প্রযুক্তি ব্লগ

 যেসব প্রোগ্রাম কম্পিউটার চালু হওয়ামাত্র স্বয়ংক্রিয়ভাবে চালু হয় অর্থাৎ স্টার্টআপ প্রোগ্রামগুলো কম্পিউটার ধীর গতিতে চালু হওয়ার অন্যতম কারণতাই অপ্রয়োজনীয় স্টার্টআপ আইটেম নিষ্ক্রিয় করে কম্পিউটার চালু হওয়ার গতি কিছুটা বাড়ানো যায়উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেম হলে কি-বোর্ডের Windows Key‍+R এক সঙ্গে চেপে রান টুল চালু করুনmsconfig লিখে এন্টার করুন। 
কম্পিউটারের গতি বৃদ্ধি-বিডি টিপস টেক
কম্পিউটারের গতি বৃদ্ধি-বিডি টিপস টেক

 সিস্টেম কনফিগারেশন উইন্ডো থেকে Startup ট্যাব নির্বাচন করে তালিকায় থাকা অপ্রয়োজনীয় প্রোগ্রাম যেগুলো কম্পিউটার চালু হওয়ার সঙ্গে সঙ্গে সক্রিয় হওয়ার প্রয়োজন নেই, সেগুলোর একেকটাতে মাউসের ডান বোতামে (রাইট) ক্লিক করে নিষ্ক্রিয় করে দিনআর অপারেটিং সিস্টেম যদি উইন্ডোজ ১০ হয় তবে নিচে টাস্কবারের খালি জায়গায় রাইট ক্লিক করে Task Manager খুলুনএবার নিচের More details অপশনে ক্লিক করে Startup ট্যাব খুলনআগের মতো তালিকায় থাকা অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো একটা একটা করে নিষ্ক্রিয় করে দিন

তারপর কন্ট্রোল প্যানেলে গিয়ে System অপশনে যানবাঁ পাশে থাকা Advanced system settings ক্লিক করে সিস্টেম প্রোপার্টিজ খুলুনসেখান থেকে Advanced ট্যাবে ক্লিক করে Performance অংশের নিচে থাকা Settings বোতামে ক্লিক করে খুলুন। 
কম্পিউটারের গতি বৃদ্ধির উপায়-বিডি টিপস টেক
কম্পিউটারের গতি বৃদ্ধির উপায়-বিডি টিপস টেক

 এখন ভিজ্যুয়াল ইফেক্টস ট্যাবে ক্লিক করে Adjust for best performance অপশন নির্বাচন করে দিনকর্মদক্ষতা বাড়াতে গিয়ে যদি ফন্টের চেহারা চোখে বাজে, তাহলে নিচের তালিকায় থাকা Smooth edges of screen fonts অপশনটিতে টিক দিয়ে ওকে করুনএবার একই পারফরমেন্স প্রোপার্টিজ উইন্ডোতে থেকে Advanced ট্যাবে ক্লিক করে Change বোতামটি চাপুনএখন ভার্চ্যুয়াল মেমোরি উইন্ডো থেকে Automatically manage paging file... অপশন থেকে টিক চিহ্ন উঠিয়ে দিয়ে নিচে থাকা System managed size নির্বাচন করে ডানে থাকা Set বোতামটি চেপে দিনপুনরায় ওকে করে সব কটি উইন্ডো বন্ধ করে কম্পিউটার রিস্টার্ট দিন

এ ছাড়া হার্ডডিস্কের গতি আবার আগের মতো ফিরিয়ে আনতে উইন্ডোজের নিজস্ব টুল ডিস্ক ডিফ্র্যাগমেন্টার নিয়মিত ব্যবহার করুনডিফ্র্যাগমেন্ট করার জন্য ড্রাইভের প্রোপার্টিজে গিয়ে ডিফ্র‍্যাগমেন্ট নাই এ ক্লিক করুন

 যেসব প্রোগ্রাম একেবারেই ব্যবহার করা হয় না, সেগুলো আনইনস্টল করে ফেলুনডিস্ক ক্লিনআপ ব্যবহার করে ইন্টারনেটের সাময়িক ও অন্যান্য অপ্রয়োজনীয় ফাইল মুছে হার্ডডিস্ক পরিষ্কার রাখুনদরকার না পড়লে একসঙ্গে অনেক প্রোগ্রাম ব্যবহার করবেন নাখুব বেশি ব্যবহার করলে নিয়মিতভাবে কম্পিউটার বন্ধ করে পুনরায় চালু বা রিস্টার্ট দেওয়ার অভ্যাস রাখতে হবেকম্পিউটার রিস্টার্টের মাধ্যমে প্রায়ই অনেক অজানা সমস্যার সমাধান হয়ে যায়সম্ভব হলে নতুন প্রযুক্তির সলিড-স্টেট ড্রাইভ (এসএসডি) যুক্ত করতে পারেনঅপারেটিং সিস্টেমটি যদি এই এসএসডিতে ইনস্টল করে ব্যবহার করেন তাহলে কম্পিউটারের গতি বেড়ে যাবে কয়েক গুণ

আমাদের ফেইসবুক গ্রুপ facebook group
ফেইসবুক পেইজ facebook page
ইউটিউব চ্যানেল Youtube

No comments:

আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন

copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status