Pages

Friday, February 17, 2017

ফেইসবুক বার্থডে!ফেইসবুক সিকিউরিটি বাইপাসের একটা বড় অংশ

ads
ফেইসবুকে অনেক গুরুত্বপূর্ণ সিকিরিটি বাইপাস করা যায় শুদুমাত্র বার্থডে ডেট জেনেই।বেশিরভাগ ফেইসবুক ইউজার তাদের বার্থডেট প্লাবিক করে রাখে যার ফলে খুব সহজে পেয়ে যেতে পারে তাদের বার্থডেট।এইসব ফেইসবুক আইডি খুব সহজে  হ্যাকিংয়ের শিকার হয়।শুদুমাত্র বার্থডেট জেনে ফেইসবুকের অনেক গুরুত্বপূর্ণ  সিকিউরিটি বাইপাস এবংকি নকল আইডি কার্ডও তৈরি করা যায় মাত্র ১৫-২০ মিনিট সময় ব্যায় করে।
ফেইসবুক বার্থডে সিকিউরিটি
ফেইসবুক বার্থডে সিকিউরিটি
কিওয়ার্ডঃফেইসবুক টিপ্স,ফেইসবুক হ্যাকিং,ফেইসবুক লাইক,ফেইসবুক আইডি ব্যাকআপ,ফেইসবুক আইডি রক্ষা,fb tipa bangla,facebook tips bangla,bnagla facebook tips

তাই আপনার বার্থডে হাইড করে রাখুন।অনেকে আবার বার্থডে হাইড করে বন্ধুদের কাছে কথা শুনতে হয় যে সামান্য ট্রিটের জন্য বার্থডে হাইড করে রাখিস।এর একটি সমধান হচ্ছে আপনি আপনার বার্থ ইয়ার হাইড করে রাখুন ফলে হ্যাকাররা বার্থডে এবং মান্থ জানতে পারলেও,বার্থ ইয়ার জানতে পারবে না।ফলে হ্যাকিংইয়ের কোন সম্ভবান নেই এবং বন্ধুরাও আপনার বার্থডে জানতে পারবে।
যেকোন প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ facebook group
ফেইসবুক পেইজ facebook page
ইউটিউব চ্যানেল Youtube

No comments:

আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন

copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status