bd tech tunes এ আপনাদের
স্বাগতম।আশাকরি সবাই ভাল আছেন।আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ফেইসবুক পেইজে
নতুন অথার অথবা এডমিন যোগ করবেন।
যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ facebook group
ফেইসবুক পেইজ facebook page
ইউটিউব চ্যানেল Youtube
ফেইসবুক এখন প্রচারণার অন্যতম একটি মাধ্যম। পণ্য
কিংবা ব্যক্তিগত ব্লগের প্রচারণার জন্য ফেইসবুক পেইজ বেশ গুরুত্বপূর্ণ।
কিওয়ার্ড :বাংলা
ফেইসবুক টিপ্স,ফ্রি টিপ্স বাংলা,বাংলা ফেইসবুক হ্যাকিং টিপ্স,কিভাবে হ্যাক করবেন ফেইসবুক একাউন্ট, ফেইসবুক পেইজ টিপ্স বাংলা,বাংলা টিপ্স ট্রিক্স,বাংলা টেক ব্লগ,বাংলা অনলাইনে আয়ের টিপ্স,টেক টিউন্স বাংলা, বাংলা ব্লগার হেপ্ল বিডি,বাংলা প্রযুক্তি ব্লগ,bd tech tips,bd
tips bangla,bd tech tunes,trick bd babgla, bd tech,bd tips,bd online earn, bdtutorial, bd Android tips,tech tips online
তাই ফেইসবুকে পেইজটিকে
প্রতি মহূর্তে আপডেট রাখতে হয়। অনেক সময় একজনের পক্ষে এটা পেইজ ম্যানেজ করা সম্ভব
হয় না। তাই একাধিক ব্যক্তিকে পেইজের এডমিন বা এডিটর বানিয়ে দিয়ে পেইজ পরিচালনার
কাজটি সহজ করা যায়।
কিভাবে একাধিক
ব্যক্তিকে পেইজ পরিচালনায় যুক্ত করতে হয় তা এ টিউটোরিয়ালে তুলে ধরা হলো।
ফেইসবুকে লগইনেপর
পর যে পেইজে নতুন এডমিন যুক্ত করা হবে সেটিতে যেতে হবে। সেখান থেকে পেইজের উপরে
থাকা সেটিংস অপশনে ক্লিক করতে হবে।
পেইজে নতুন এডমিন যোগ করতে হয় |
এরপর নতুন একটি
ড্যাসবোর্ড চালু হবে পেইজে। সেখান থেকে বাম পাশ থেকে ‘page roles’-এ ক্লিক করতে হবে।
তারপর ‘ assign
a new page role’-এর নিচে যাকে
পেইজের এডমিন করতে হবে, তার নাম লিখতে
হবে। এরপর পেইজে যাকে যুক্ত করা হচ্ছে তার রোল কি হবে সেটিও ঠিক করে দিয়ে এড
বাটনে ক্লিক করতে হবে্।
পরবর্তী ধাপে
নিরাপত্তার জন্য ফেইসবুকের পাসওয়ার্ড দিয়ে সবামিট বাটনে ক্লিক করতে হবে।
তাহলে ওই ব্যক্ত
পেইজের এডমিন হয়ে যাবেন।
রিভুম করতে চাইলে
একই ভাবে পেইজ রোলে গিয়ে Existing Page Roles এর Jump to Section এ ক্লিক করুন।তাহলে এডমিনের তালিকা দেখতে
পাবেন।সেখান থেকে এডিট এ ক্লিক করলে রিমুভ করার অপশন পেয়ে যাবেন।
যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ facebook group
ফেইসবুক পেইজ facebook page
ইউটিউব চ্যানেল Youtube
No comments:
Leave A Comment
আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন