Ads By Blogger

Sunday, February 16, 2020

কিভাবে Android এবং computer এ অটো আপডেট বন্ধ করবেন এবং ডাটা সেভ করবেন

(bd tips tech) বিডি টিপ্স টেকে আপনাদের স্বাগতম।তারহীন প্রযুক্তির ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে অনেকেই সাধারণ একটা সমস্যার মুখোমুখি হন প্রায়ই। ব্যবহার না করলেও ইন্টারনেট প্যাকেজের নির্ধারিত পরিমাণের ডেটা (সাধারণত মেগাবাইট বা এমবি) কেনার কিছু সময় পরই সব ডেটা শেষ হয়ে যায়। ফলে ইন্টারনেট বিলে বাড়তি খরচ মেটাতে হয়। কম্পিউটার বা বহনযোগ্য যেকোনো যন্ত্রে ইন্টারনেট সংযোগ নেওয়ামাত্র সেগুলো তাদের সিস্টেম বা অ্যাপলিকেশনগুলো স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ করা শুরু করে। এসব সেটিংস বেশির ভাগ ক্ষেত্রে আগে থেকে ঠিক করা থাকে। তাই ব্যবহারকারীর অজান্তেই ইন্টারনেট ডেটা খরচ হতে শুরু করে। কম্পিউটার, মুঠোফোন বা বহনযোগ্য যন্ত্রের স্বয়ংক্রিয় হালনাগাদ নিয়ন্ত্রণ করে অযথা ইন্টারনেট ডেটা খরচের ব্যাপারটা কমিয়ে আনা যায়। যদিও ব্যবহারকারীর নিরাপত্তা এবং উন্নত ব্যবহার নিশ্চিত করতে স্বয়ংক্রিয় হালনাগাদ অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়।

এটিও পড়ুন Computer চালু বন্ধের সময় জানুন সহজে

কম্পিউটার ব্যবহারকারীরা ইচ্ছে করলে তাঁদের অপারেটিং সিস্টেমের ধরন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন। উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমচালিত কম্পিউটার হলে Control Panel/System and Secutiry/Windows Update পর্যন্ত গিয়ে Change Settings ক্লিক করে ইম্পোর্টেন্ট আপডেটস মেনু থেকে Never check for updates অপশনটি নির্বাচন করে দিন।

অথবা স্টার্ট মেনুতে ক্লিক করে সার্চ বাক্সে Update লিখে ফলাফল থেকেও উইন্ডোজ আপডেট অপশনটি পাওয়া যাবে। উইন্ডোজ ১০ সিস্টেম হলে স্টার্ট মেনুতে ক্লিক করে Settings/Network & Internet/Advanced Option/Set as metered connection চালু করে দিন।
কম্পিউটারে ডাটা সাশ্রয় করার জন্য নেট লিমিটার ফ্রি ভার্সন সফটয়্যারটি ব্যবহার করতে পারেন।যা দিয়ে নির্দিষ্ট সফটয়্যারের ডাটা কানেশন বন্ধ করে দিয়ে পারবেন।

এটিও পড়ুন laptop এর key-board কাজ না করলে

অ্যান্ড্রয়েড মুঠোফোন ব্যবহারকারী হলে প্লেস্টোর অ্যাপটি চালু করুন। ওপরে বাঁয়ে থাকা সেটিংস মেনুতে চাপ দিয়ে আবার Settings অপশনে চাপ দিন। প্রথমেই থাকা Auto-update apps অপশনে চাপ দিয়ে Do not auto-update apps অপশনটি চেপে দিন।

এন্ড্রয়েডে ডাটা উইসেজ কমাতে settings থেকে data usages এ ক্লিক।তারপর menu বাটুন চেপে restriction background data চেক করে দিন।

আশাকরি এই টিপ্স গুলি আপনার ডাটা খরচ অনেকটা কমিয়ে আনবে।শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।
Read More »
ads

Sunday, October 27, 2019

সেরা ৫টি এন্ড্রয়েড গেইম ২০১৯-bdtipstech

প্রতি বছরেই কিছু নতুন এন্ড্রয়েড গেইম এর দেখা মেলে ,তাদের মধ্যে কিছু গেইম TOP RATED গেইম আবার কিছু Low Rated গেইম । চলুন, High Graphics এর গেইম গুলোর মধ্যে Top Reviewed ৫ টি গেইম নিয়ে কিছু আলোচনা করিঃ 
সেরা ৫টি এন্ড্রয়েড গেইম ২০১৯-bdtipstech
সেরা ৫টি এন্ড্রয়েড গেইম ২০১৯-bdtipstech
সেরা অফলাইন গেম বেস্ট এন্ড্রয়েড গেমস জনপ্রিয় এন্ড্রয়েড গেমস 2019 সেরা এন্ড্রয়েড গেম জনপ্রিয় এন্ড্রয়েড গেমস 2018 সেরা গেম ২০১৯ বিশ্বের সেরা গেম সবচেয়ে

1.PUBG Mobile PUBG গেইম টি কেও চিনে না অথবা , কেও শুনে নি , এমনটা সম্ভবই না । PUBG Mobile ভার্সন ছোট – বড় প্রত্যেকেই খুব আগ্রহের সাথে খেলে যাচ্ছে । PUBG Mobile গেইমটিকে এবং এর গ্রাফিক্সকে এখন পর্যন্ত কেও মেরে দিতে পারে নি । এর হাই গ্রাফিক্স ,Action Scene , Sneak-peak Killing Method সব কিছুই অসাধারণ । এটি মূলত ১.৫০ গিগাবাইটের মতো স্পেস নেয় ।এটির গ্রাফিক্সের জন্য ফোন কম্পেটিবিলিটি হাই রেঞ্জের হলেই এটির অসাধারণ অভিজ্ঞতা করতে পারবেন এবং কখনোই এর অসাধারণ অভিজ্ঞতা ভুলতে পারবেন না । 

2. Shadowgun Legends এই গেইমটি সাধারনত সুটিং গেইম হিসেবে অনেক ভালো স্থানে আছে । এই গেইমটি অন্যান্য সুটিং গেইমের মতো হলেও এটির গ্রাফিক্স এবং অ্যাকশন স্কিম সত্যি অতুলনীয় । এই অ্যাপটির Storage Size ১ গিগাবাইটের মতো নিবে । এই গেইমের প্রত্যাকটি লেভেলে কিছু Story থাকবে যা আপনার প্রগ্রেসের উপর ভিত্তি করবে । এবং চাইলে আপনি আপনার মডেলকে কাস্টোমাইস করতে পারবেন । 

3. Fortnite Battle Royale এই গেইমটি PUBG এর কার্বন কপি করার চেষ্টা করলেও PUBG এর সাথে একে তুলনা করলে ভুল হবে বলে মনে করি । Fortnite আমি খেলেছি কিন্তু আমি বলব, PUBG এর মতো Resolution না হলেও এই গেইমটিও অনেক ভালো খ্যাতি পেয়েছে । মূলত, PUBG এবং Fortnite একি সাথে Release দেয়া হয়ে ছিল । এটির Game Play এর অভিজ্ঞতা আমার কাছে দারূণ লেগেছে । 

4. Asphalt 9 Legends যারা Racing গেইম পছন্দ করেন, তাদের জন্য এই গেইমটি আমি Recommend করব । এতো সুন্দর এবং চমৎকার অভিজ্ঞতা কোনো Racing গেইম থেকে আমি পাইনি । হাই গ্রাফিক্স এবং ১৯২০*১০৮০ দিয়েও গেইমটি খেলতে পারবেন । 

5. Alto’s Odyssey Alto’s Odyssey হচ্ছে একটি Award Winning Game যার Developer এর নাম হচ্ছে – Noodlecake Studios এবং এই গেইমটির এখন পর্যন্ত রেট হচ্ছে 4.6 ।গেইমটি মূলত হচ্ছে – অনেকটা Jumping গেইম কিন্তু এটির Background Music এবং পারিপাশ্বিক পরিবেশ আপনাকে মুগ্ধ করবে । এই গেইমটির Storage Size ৭০ মেগাবাইটের মতো পরবে ।সুতরাং, সকল ধরনের এন্ড্রয়েড ফোন দিয়ে আপনি এই গেইমটি খেলতে পারবেন । গেইম আরো অনেক Release দিচ্ছে , অনেক হাই গ্রাফিক্সের গেইম আসছে কিন্তু আমার খেলা সবচেয়ে সেরা গেইম গুলোই হচ্ছে এগুলো । আশা করি গেইম গুলো খেলে দেখবেন এবং অন্যদেরকে Recommend করবেন ।
যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ bd tech group
ফেইসবুক পেইজ bd tips tech
ইউটিউব চ্যানেল Youtube channel
Read More »

Saturday, September 28, 2019

zip-unzip করুন আপনার Android mobile দিয়ে

বিডি টিপ্স টেকে আপনাদের সবাইকে স্বাগতম।এখন আপনার এন্ড্রয়েড ফোন দিয়ে যেকোন ডাটা জিপ-আনজিপ করুন একটি সফটওয়্যার দিয়ে ।

এটিও পড়ুন android মোবাইলকে internet modem হিসেবে ব্যবহার করতে চান

সফটওয়্যারটির নাম b1 free archiver। এর সাহায্যে আপনারা যেকোন RAR ফাইল আনজিপ করতে পারবেন এবং যেকোন ফাইল RAR ফরম্যাটে জিপ করতে পারবেন। তাহলে, এখনি ডাউনলোড করুন ।

এটিও পড়ুন android এ যা লিখবেন তাই save হয়ে থাকবে

ডাউনলোড করুন এখানে ক্লিক করুন।ডাউনলোড করার পর ইনস্টল করুন।

কিভাবে জিপ করবেন:
সফটয়্যারটি ওপেন করার পর যে ফাইলটি জিপ করতে চান সেটির উপর ক্লিক করে ধরে রাখুন।তাহলে নিচের চিত্রের মত দেখতে পাবেন।

এখান থেকে compress এ ক্লিক করে zip নির্বাচন করুন।

আপনি চাইলে পাসওয়ার্ড দিতে পারেন।তারপর ওকে ক্লিক করুন তাহলে ফাইলটি জিপ হয়ে যাবে।

এটিও পড়ুন এন্ড্রয়েড মোবাইলে ফোল্ডার হাইড করুন কোন সফটয়্যার ছাড়া


কিভাবে আনজিপ করবেন:
সফটয়্যারটি ওপেন করে যে ফাইলটি আনজিপ করতে চান সেটির উপর ক্লিক করুন।তারপর extract here এ ক্লিক করুন তাহলে আনজিপ হয়ে যাবে।

কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন।
Read More »

Saturday, June 29, 2019

এখন নিউ আপডেটেড RingID app হ্যাক!! করে ইনকাম করুন হাজার হাজার টাকা এবং টাকা নিন বিকাশে/রকেটে

ফ্রি ইনকাম!!!!
প্রতিদিন রিং আইডি (আপডেটেড অ্যাপ) দিয়ে ফ্রি ইনকাম করুন হাজার হাজার টাকা এবং টাকা নিন বিকাশে বা রকেট ও

সাথে রয়েছে হ্যাকিং ট্রিক!!!!!!!!!!

Ring ID এর নতুন আপডেট ভার্সন এর এপ্স টি ডাউনলোড করে নতুন একাউন্ট খুললেই পাচ্ছেন ২০ টাকা ফ্রি,(সাথে হ্যাক করে নিন হাহাজার হাজার টাকা)
এবার কাজের কথায় আসি আপনাকে প্লে স্টোর থেকে আপডেট ভার্সন টি ডাউনলোড করতে হবে, ডাউনলোড লিংক: https://play.google.com/store/apps/details?id=com.ringid.ring
ডাউনলোড করার পর এপ্স টা ওপেন করুন
#এপ্স ওপেন করার পর আপনার মোবাইল নাম্বার দেন box তে তারপর Send Code ক্লিক করুন.
#তার পর আপনার মোবাইলে কোড আসবে এবং অটোমেটিক ভেরিফাই হবে।
OK দেন।
তারপর আপনাকে একটা নাম দিতে বলবে আপনি box তে আপনার নাম দিন তারপর Done তে ক্লিক করুন
#তারপর_আসল_কাজ
এবার Add Referrer নাম এর একটা box আসবে Box তে 16596780 এটা দিয়ে Refer Now তে ক্লিক করুন।সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ২০ টাকা।
(বি. দ্র:রেফার কোড: 16596780 না দিলে আপনি ২০ টাকা পাবেন না এবং পরে ইনকাম ও হবে না)।
এরপর প্রত্যেক রেফারে পাবেন ২০ টাকা করে । মাত্র ২৫ জন রেফার করেই ৫০০ টাকা হওয়ার পর ছবির মত নিয়ম অনুসরণ করে বিকাশ/রকেট এ টাকা তুলতে পারবেন।


(বি. দ্র:১/অ্যাপ  টি অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলড করতে হবে।ব্লুটুথ বা shareit দিয়ে নিলে টাকা আসবে না।)

ভুল হলে ক্ষমা করবেন
সমস্যা হলে বলবেন



Read More »

Wednesday, June 19, 2019

এন্ড্রয়েড মোবাইলে ফোল্ডার হাইড করুন কোন সফটয়্যার ছাড়া

বিডি টিপ্স টেকে আপনাদের সকলকে স্বাগতম।আজ আমি দেখাব কিভাবে এন্ড্রয়েড মোবাইলে কোন সফটয়্যার ছাড়া ফোল্ডার হাইড করবেন।প্রথমে ধরে নিন bdtiipstech নামের ফোল্ডারটি হাইড করবেন।এর জন্য ফোল্ডারটির rename গিয়ে এর আগে একটি ডট(.)চিহ্ন দিন।নিচের চিত্রের মত




কিভাবে হাইড করা ফোল্ডারটি আনহাইড করবেন/দেখবেন:আনহাইড করতে চাইলে মেনু বারে ক্লিক করে show hidden file ক্লিক করুন তাহলে আপনার কাছে দূশ্যমান হবে।



আনহাইড করার জন্য ফোল্ডারটির rename এ গিয়ে ডট (.)কেটে ওকে দিন।তাহলে আনহাইড হয়ে যাবে।
পোস্টটি ভাল লাগলে শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।
বুঝতে সমস্যা হলে ইউটিউবে এই ভিডিওট দেখুন

youtube: how to hide file on android without apps

keyword:
hide android file, hide file without apps onn android,how to hide file on android,easily hide file in android,hide files on smart phone,এন্ড্রয়েডে ফাইল হাইড করুন সহজে,কিভাবে এন্ড্রয়েডে ফাইল হাইড  করবেন,সফটইয়্যার ছাড়াই ফাইল হাইড করুন,
Read More »

Monday, May 06, 2019

কিভাবে playstore apps ছাড়া প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন

সবাই কেমন আছেন? আশা করি ভালই আছেন।

আমরা অনেকেই google play store থেকে apps,games ইত্যাদি download করি। কিন্তূ আমরা যারা pc user বা প্লেস্টোর যখন কাজ করে না তখন খুব সহজে play store থেকে apk file download করে নিতে পারবেন !

এটিও পড়ুন: এবার আয় করুন এন্ড্রয়েড মোবাইল দিয়ে

প্রথমে যেকোনো ব্রাউজার থেকে এই Link চলে এ যান https://play.google.com/store

যেই Apps টা download করবেন ওই apps এর Link টা Copy করুন |

এরপর এই Link এ যান: http://apps.evozi.com/apk-downloader/ এই Link এ গিযে > Package name or Google Play URL এ box এ আপনার Copy করা Link টা Paste করে দেন !এখন Generate Download Link এ Click করুন ! কিছুক্ষন আপেক্ষা করুন এরপর Download Link চলে আসবে !

এটি পড়ুন: Android এর কিছু টিপ্স(part-2)

তাছাড়া ওই apk downloader Link এ google chrome এর জন্য apk-downloader Extension আছে ! আপনি চাইলে ওই apk-downloader Extension টা use করতে পারেন। সমস্যা হলে কমেন্ট করে যানাবেন।
Read More »

Friday, January 11, 2019

কিভাবে WHATSAPP এর সকল তথ্য googGle Drive এ backup রাখবেন??

(bd tips tech) বিডি টিপ্স টেকে আপনাদের স্বাগতম।আপনি হয়তো আর সবার মতো নিয়মিত WhatsApp ব্যবহার করেন? কোন কারনে যদি আপনার এন্ড্রয়েড মোবাইল থেকে হোয়্যাটসএপ্স ডিলিট হয়ে যায় তাহলে থেকে তথ্য গুলি ফেরত পেতে পারেন।আজকে আপনাদের সাথে শেয়ার করবো কি করে WhatsApp এর সকল তথ্য আপনি গুগল ড্রাইভে সিঙ্ক্রনাইজ করে রাখবেন।



তো চলুন শুরু করা যাক-

* শুরুতে আপনার WhatsApp অ্যাপটি ওপেন করুন, এবার Menu Button থেকে Settings অপশনে তারপর Chats and calls যেয়ে Chat backup অপশনে ক্লিক কররুন।

এটিও পড়ুন কিভাবে sms এর মাধ্যমে sim number registration করবেন

* ঠিক কখন কখন ব্যাকআপ রাখতে চান সেটি নির্বাচন করুন এবং ব্যাকআপ টু গুগল ড্রাইভ সিলেক্ট করুন।



* ঠিক তারপরেই আপনাকে জিমেইল সিলেক্ট করার জন্য জিজ্ঞেসা করা হবে, সেটি করুন।

* এবার নেট কানেকশন নির্বাচন করে ব্যাকআপ করে নিন। এবং আপনার দেয়া সময় মতো গুগল নিজেই তারপর থেকে অটো ব্যাকআপ রাখবে।

*** এখন কথা হল আপনার ব্যাকআপ করা ফাইল বা ডাটা গুলা গুগল থেকে রিস্টোর করবেন কিভাবে?-

* আপনার ব্যবহৃত সেই একই ইমেইল আইডি পুরনায় অ্যাড করুন যেটা ব্যাকআপ রাখার সময় ব্যবহার করেছিলেন।

* এবার পুনরায় WhatsApp রিইন্সটল করুন। আপনার ফোন নাম্বার সঠিক ভাবে ভেরিফাই হবার পর তারা আপনার কাছে জিজ্ঞাসা করবে যে, আপনি পুনরায় ব্যাকআপ রিস্টোর করতে চান কিনা।

এটিও দেখুন কিছু GooGle টিপ্স জেনে নিন

* যদি করেন তবে তারপর কিছু সময় দিন। এবার দেখুন আপনার সকল ছবি, চ্যাট ম্যাসেজ, ইত্যাদি ডাটা রিস্টোর হয়ে গেছে।

নোটঃ বর্তমানে নতুন এই ফিচারটি শুধুমাত্র 2.12.303 তম ভার্সনে কাজ করছে। যাদের কাছে এই ভার্শনটি নেই তারা চাইলে গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন।
Read More »

Thursday, January 03, 2019

খুব সহজে তৈরি করে নিন আপনার blog বা website এর জন্য android apps

bd tips tech এ আপনাদের সবাইকে স্বাগতম।অনেকদিন ধরেই ভাবছিলাম এই টিপ্সটা আপনাদের সাথে শেয়ার করবো। আপনি খুব সহজেই যেকোনো ওয়েবসাইটের এন্ড্রয়েড এপ্স বানিয়ে ফেলতে পারবেন।

প্রথমত আপনাকে এই সাইটে যেতে হবে-
তাহলে নিচের মতো একটা পেজ ওপেন হবে-
blog বা website এর জন্য android apps
blog বা website এর জন্য android apps
এটিও পড়ুন আপনার blog বা website থেকে আয় করুন খুব সহজে এবং advertising করুন ব্লগ বা ওয়েবসাইটের


খালি বক্সে আপনার কাংখিত সাইটের নাম লিখুন-
তারপর নেক্সটে ক্লিক করুন-
তারপর আপনার এপ্স এর নাম লিখুন-
তাহলে নিচের মতো পেজ চালু হবে-
blog বা website এর জন্য android apps
blog বা website এর জন্য android apps
একটা বড়-সড় বক্স দেখতে পাবেন, যেখানে কিছু হাবি-জাবি লেখা আছে। সেগুলো কেটে আপনার সাইটের ইনফো লিখুন।
তারপর আবার নেক্সটে চাপুন-
এখান থেক আপনার এপস্‌ এর আইকন সেট করে নিতে পারবেন-

blog বা website এর জন্য android apps
blog বা website এর জন্য android apps
এরপর নেক্সটে চাপুন, এবার Creat Apps এ ক্লিক করলেই আপনার কাংখিত এপস্‌ তৈরি হয়ে যাবে।

এটিও পড়ুন এবার format হবে memory card

এবার ডাউনলোড করে সবার সাথে শেয়ার করুন।আমাদের এন্ড্রয়েড এপ্স ডাউনলোড করুন এখান থেকে।
ধন্যবাদ সবাইকে !!
টিউটোরিয়ালটি ভালো লাগলে অবাশ্যই টিউমেন্ট করে জানাবেন??
আর সবার সাথে শেয়ার করতে ভুলবেননা।
Read More »

Wednesday, October 24, 2018

মেমুঃবেষ্ট এন্ড্রয়েড এমুলেটর।পিসিতে চালান এন্ড্রয়েড এপ্স

বিডি টিপ্স ব্লগে আপনাদের স্বাগতম।আশাকরি সবাই ভাল আছেন।২০১২ থেকে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম মোবাইল ডিভাইসের জন্য ধীরে ধীরে জনপ্রিয় হতে থাকে। আর আজকাল তো মোবাইল ডিভাইসগুলোতে এন্ড্রয়েডের রাজ্য চলছে বলা চলে। সেই সাথে গেমসের দুনিয়াতেও এন্ড্রয়েড অনেক প্রভাব ফেলছে। পিসি, প্লে-স্টেশনের গেমসগুলো সাথে সাথে পাল্লা দিয়ে এন্ড্রয়েড গেমসগুলোও বাজিমাত করে চলছে। পিসি গেমসের মূল হাতিয়ার হলো গ্রাফিক্স আর অন্যদিকে এন্ড্রয়েড গেমসগুলোর প্রধান হাতিয়ার হলো পোর্টেবিলিটি মানে সহজে বহন যোগ্য! পিসিতে যেমন মাল্টিপ্লেয়ার ডটা ২ খুব জনপ্রিয় এর গ্রাফিক্স ও গেম-প্লের জন্য ঠিক তেমনি এন্ড্রয়েডে ক্ল্যাশ অফ ক্ল্যান জনপ্রিয় এর ইউনিক গেম-প্লে এবং যেখানে খুশি সেখানে খেলার যাওয়ার সুবিধা নিয়ে, যা এন্ড্রয়েড মোবাইল ডিভাইসের জন্য সম্ভব হয়েছে।


কিওয়ার্ডঃপিসিতে চালান এন্ড্রয়েড এপ্স,কিভাবে এন্ড্রয়েড ব্যবহার করবেন,কম্পিউটারকে বানিয়ে ফেলুন এন্ড্রয়েড মোবাইল,এন্ড্রয়েড প্লেয়ার মেমু,এন্ড্রয়েড bluestacks,জনপ্রিয় এন্ডয়েড প্লেয়ার,কিভাবে এন্ড্রয়েড পিসিতে চালাতে হয়,bd tech blog,bd tech tunes,trickbd bangla,বিডি টেক ব্লগ,বিডি টেকটিউনস

এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম জনপ্রিয়তা লাভ করার শুরু থেকেই পিসিতে এন্ড্রয়েড এপপস এবং গেমসগুলো চালানোর জন্য ডেভেলপারকারীগণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাজারে এখন যেসব এন্ড্রয়েড এমুলেটর পাওয়া যায় সেগুলোতে বহু সমস্যা থেকে যাচ্ছে, তাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পিসির স্পিড অনুযায়ী এমুলেটরের স্পিড মিলছে না। তবে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পিসির জন্য সবচেয়ে বেষ্ট এন্ড্রয়েড এমুলেটর MeMu!!

যারা অনলাইন এন্ড্রয়েড গেমস খেলো তাদের জন্য মোবাইলে খেলার সবচেয়ে বড় সমস্যা হলো মোবাইলের চার্জ খুবই কম থাকে ! এছাড়াও কিছু কিছু অস্থির গেমস রয়েছে যা মোবাইলের ছোট স্ক্রিণে খেলতে তেমন মজা পাওয়া যায় না। তবে আর নয় এবার খুবই সহজে এন্ড্রয়েড গেমসগুলো পিসিতে খুবই ভালো ভাবে খেলতে পারবে তোমরা!
বাজারে এন্ড্রয়েড এমুলেটর এর দিক থেকে BlueStacks, Andy এই দুটো এপপস বেশি ব্যবহৃত হয়ে আসতে। এই দুটোর সাথে আমি MeMu এর পারফরমেন্স আজ তোমাদের সাথে তুলনা করে দেখালাম।
তো আজই ডাউনলোড করো MeMu আর পিসিতেই এবার এন্ড্রয়েড এপপস এর পূর্ণ মজা নাও!
MeMu এর সাইট থেকে লেটেস্ট সংস্করণটি ডাউনলোড করে নাও:

                            Download Memu Android Player

সিস্টেম রিকোয়ারমেন্টস:

> উইন্ডোজ ৭/৮/১০ ৩২ কিংবা ৬৪ বিট অপারেটিং সিস্টেম
> কোর ২ ডুয়ো প্রসেসর
> ১ গিগাবাইট র‌্যাম
> ৫১২ মেগাবাইট জিপিইউ যেটা OpenGL 2.0 সার্পোট করে

> ২ গিগাবাইট ফ্রি হার্ডডিক্সের খালি জায়গা!
যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ facebook group
ফেইসবুক পেইজ facebook page
ইউটিউব চ্যানেল Youtube
Read More »

Wednesday, August 01, 2018

সেরা ফুটবল গেমস (পিসি এবং মোবাইল ভার্সন )-bdtipstech

আর কিছুদিনের মধ্যেই পুরো বিশ্ব ফুটবল জ্বরে কাঁপবে।আর বর্তমানে ফুটবল গেমসের জনপ্রিয়তা অনেক বেড়েছে।প্রায় সকল প্লাটফর্মেই বেশ কিছু ফুটবল গেমস রয়েছে,এর মধ্যে কিছু গেমস রয়েছে যেগুলো অনেক রিয়েস্টিক এবং গেমসগুলোর গ্রাফিক্স অসাধারন মানের,খেলার সময় মনে হবে আপনি নিজেই ফুটবল খেলছেন,আর প্রতিবার গোল দেওয়ার পর অন্যরকম এক অনুভূতি পাবেন।

আর অনলাইনে মাল্টিপ্লেয়ারের মাধ্যমে যে কোন সময় আপনি আপনার বন্ধুদের সাথে গেমসগুলো খেলতে পারবেন,এছাড়া যে কোন দেশের যে কারো সাথেই গেমসগুলো খেলা যাচ্ছে।

 ৫টি অনবদ্য ফুটবল গেমস সেরা ৫টি অ্যান্ড্রয়েড ফুটবল গেম ফুটবল বিশ্বকাপ এবং ফুটবল গেমস পিসি এবং মোবাইল  ডাউনলোড করুন ফিফা ১৬ আল্টিমেট টিম ফুটবল গেম ডাউনলোড মোবাইল গেম ডাউনলোড গেমস ডাউনলোড ফিফা ১৭

আজকে জনপ্রিয় জনপ্রিয় কয়েকটি ফুটবল গেমস নিয়ে আলোচনা করবো। পিসি এবং মোবাইল গেম।

 



পিসি গেমসঃ

ফুটবল পিসি গেমসের মধ্যে ফিফা ২০১৮ এবং পিস ২০১৮ এই দুটি গেমস বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে।গেমসগুলো সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার মুডে খেলতে পারবেন।বর্তমানের গেমস কোম্পানিগুলো গ্রাফিক্সের দিকে বেশি মনোযোগ দিচ্ছে, যার কারনে গেমসগুলো খলেতে হলে ভালো কনফিগারেশনের পিসি/ল্যাপটপের প্রয়োজন হয়।

 
FIFA 18 -bdtipstech
FIFA 18 -bdtipstech


FIFA 18
মিনিমাম সিস্টেম রিকোয়ারমেন্টঃ
প্রসেসরঃ ইন্টেল কোর আই৩-২১০০ অথবা এএমডি ফেনম ২ এক্স৪-৯৬৫
গ্রাফিক্সঃ এনভিডিয়া জিটিএক্স ৪৬০ অথবা রেডিওন আর-৭ ২৬০এক্স
রেমঃ ৮জিবি
হার্ডডিস্ক স্পেসঃ ৫০জিবি
 

PES 2018 - bdtipstech
PES 2018 - bdtipstech

PES 2018
গেমটির মিনিমাম সিস্টেম রিকোয়ারমেন্টঃ
প্রসেসরঃ ইন্টেল কোর আই৫-৩৪৫০ অথবা এএমডি এফএক্স-৪১০০
গ্রাফিক্সঃ এনভিডিয়া জিটিএক্স ৬৫০ অথবা রেডিওন ৭৭৫০
রেমঃ ৮জিবি
হার্ডডিস্ক স্পেসঃ ৩০জিবি




মোবাইল গেমসঃ

পিসির মত এখন মোবাইল গেমিংও বেশ জনপ্রিয়।এবং এই চাহিদা দিন দিন বেড়েই চলছে।আর এখন মোবাইল গেমসের মান আগের থেকে বেশ উন্নত হয়েছে।

বর্তমানে মোবাইল ফুটবল গেমসের মধ্যে পিস ২০১৮, ফিফা সকার এবং ড্রিম লীগ সকার ২০১৮ শীর্ষে রয়েছে।

 

PES 2018- বিডি টিপ্স টেক
PES 2018- বিডি টিপ্স টেক


PES 2018
অনলাইন
বর্তমান ভার্শন ২.৩.১
সাইজ ১.৫জিবি+
মিনিমাম এন্ড্রয়েড ভার্শনঃ ৪.১
 

Fifa soccer -সেরা ফুটবল গেইমস bdtipstech
Fifa soccer -সেরা ফুটবল গেইমস bdtipstech

Fifa soccer
অনলাইন
বর্তমান ভার্শন ১০.০.০৩
সাইজ ১.২জিবি+
মিনিমাম এন্ড্রয়েড ভার্শনঃ ৪.৪
 

Dream league soccer 2018 -বিডি টিপ্স টেক
Dream league soccer 2018 -বিডি টিপ্স টেক


Dream league soccer 2018
অফলাইন/অনলাইন
বর্তমান ভার্শন ৫.০৫৭
সাইজ ৪০০এমবি+
মিনিমাম এন্ড্রয়েড ভার্শনঃ ৪.৪

যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ bd tech group
ফেইসবুক পেইজ bd tips tech
ইউটিউব চ্যানেল Youtube channel
Read More »

Thursday, December 28, 2017

ইন্টারনেট ছাড়াই বা অফালাইনে খেলা যায় জনপ্রিয় ১০ টি এন্ড্রোয়েড গেইম

বিডি টিপ্স ব্লগে আপনাদের স্বাগতম। একটু ফাঁকা সময় পেলে অনেকেই মোবাইল ফোনে গেম খেলতে শুরু করেন। এখনকার স্মার্টফোনগুলো রীতিমতো গেম খেলার যন্ত্র। কিন্তু একসময় দুর্বল ইন্টারনেটের কারণে অনেকেই জনপ্রিয় গেমগুলো খেলতে পারেননি। কিন্তু এখন ইন্টারনেট সংযোগ ছাড়াই অনেক গেম খেলা যায়। সময় কাটাতে অনেকেই এসব গেমে মজে থাকেন। জেনে নিন এ রকম কয়েকটি গেম সম্পর্কে:


কিওয়ার্ড;জনপ্রিয় এন্ডোয়েড গেইম ডাউনলোড,জনপ্রিয় এন্ড্রোয়েড গেইম হ্যাক,এন্ড্রোয়েড গেইমস ডাউনলোড,এন্ডোয়েড বিডি,মজার এন্ড্রোয়েড গেইম,২০১৭ সালের জনপ্রিয় এন্ড্রোয়েড গেইম,এন্ড্রোয়েড গেইম ডাউনলোড সাইট,android game download bangla,android bd

১।টেম্পল রান
টেম্পল রান-bdtipstech
টেম্পল রান-bdtipstech

                                                        Download Temple Run


টেম্পল রান: টেম্পল রান গেমটি উন্মুক্ত হওয়ার পর থেকে বেশ জনপ্রিয়। এই গেমে অন্তহীন দৌড়াতে হয়। এ সময় পড়ে যাওয়া বা কোনো ফাঁদে পড়া যাবে না। পেছনে লেগে থাকে ভয়ংকর শত্রু। দৌড়ানোর সময় কয়েন সংগ্রহ ও অন্যান্য উপাদান সংগ্রহ করা যায়।


২।সাবওয়ে সারফারস
সাবওয়ে সারফারস-bdtipstech
সাবওয়ে সারফারস-bdtipstech

                                                     Download subway surfurs


সাবওয়ে সারফারস: টেম্পল রানের মতোই সাবওয়ে সারফার দৌড়ানোর গেম। অ্যান্ড্রয়েডে সবচেয়ে ডাউনলোড হওয়া গেমগুলোর একটি। পুলিশের তাড়া খেয়ে দৌড়াতে হয় এতে। যেকোনো সময় পুলিশ ধরে ফেলতে পারে। পুলিশকে পেছনে ফেলে দৌড়ানোর সময় কয়েন সংগ্রহের পাশাপাশি জেটপ্যাকস ও উপহার সংগ্রহ করা যায়।

.৩।ব্যাডল্যান্ড
ব্যাডল্যান্ড-bdtipstech
ব্যাডল্যান্ড-bdtipstech

                                                          Download Badland


ব্যাডল্যান্ড: ঘন বনের পটভূমিতে অ্যাকশন রোমাঞ্চকর গেম ব্যাডল্যান্ড। বনের মধ্যে কোথায় সমস্যা হচ্ছে তা একটি প্রাণীর নিয়ন্ত্রণ নিয়ে বের করতে হয়। বিভিন্ন ফাঁদ ও বাধা ডিঙিয়ে গন্তব্যে যেতে হয়। এতে ২৩টি স্তর আছে এবং মাল্টিপ্লেয়ার মোডে খেলা যায়।


৪।ফ্রুট নিনজা
ফ্রুট নিনজা-bdtipstech
ফ্রুট নিনজা-bdtipstech

                                                         Download fruit ninja

ফ্রুট নিনজা: আঙুলের ব্যায়াম করতে চাইলে ফ্রুট নিনজা খেলতে পারেন। স্ক্রিনে আসা সব ফল দ্রুত আঙুল চালিয়ে কাটতে হবে। তবে এর মধ্যে বিস্ফোরকগুলো কিন্তু এড়াতে হবে।


৫।অ্যাসফল্ট ৮ এয়ারবোর্ন
অ্যাসফল্ট ৮ এয়ারবোর্ন-bdtipstech
অ্যাসফল্ট ৮ এয়ারবোর্ন-bdtipstech

                                                         Download asfault 8 airborn


অ্যাসফল্ট ৮ এয়ারবোর্ন: এ গেমটি ছাড়া অফলাইন মোবাইল গেমের কোনো তালিকা পূর্ণ হওয়ার নয়। অ্যান্ড্রয়েডে অন্যতম সেরা রেসিং গেম এটি। এতে চারটি নিয়ন্ত্রণ অপশন থাকে। অবশ্য গেমটি খেলতে মোবাইলে স্টোরেজ বেশি থাকা দরকার।


৬।লিম্বো
লিম্বো-bdtipstech
লিম্বো-bdtipstech

                                                                         download limbo


লিম্বো: মজার টুডি পাজল গেম। পরিবেশের নানা উপাদান ব্যবহার করে ধাঁধা মিলিয়ে সামনে এগোনো যায়।



৭।মাইনক্রাফট পকেট এডিশন
মাইনক্রাফট পকেট এডিশন-bdtipstech
মাইনক্রাফট পকেট এডিশন-bdtipstech

                                                       download minecraft:poket edition


মাইনক্রাফট পকেট এডিশন: বিশাল দুনিয়া তৈরি করে তাতে টিকে থাকার সুযোগ গেমটিতে। সৃজনশীলতা কাজে লাগানোর সুযোগ আছে এতে। ক্রিয়েটিভ ও সারভাইভাল মোড ব্যবহার করে মাইন খোঁজা ও ভবন তৈরির কাজ এগিয়ে নেওয়া যাবে।


৮।আলটোস অ্যাডভেঞ্চার


আলটোস অ্যাডভেঞ্চার-bdtipstech
আলটোস অ্যাডভেঞ্চার-bdtipstech
                                                            download Alto's Adventure
আলটোস অ্যাডভেঞ্চার: তুষার পর্বতের পটভূমিতে রোমাঞ্চকর গেমটিতে আলটো ও তাঁর বন্ধুদের স্নোবোডিং করতে হয়। ক্রাশ হওয়া এড়িয়ে টিকে থাকতে হয় গেমারকে।


৯।ওয়ার্ল্ড অব গু
ওয়ার্ল্ড অব গু-bdtipstech
ওয়ার্ল্ড অব গু-bdtipstech
                                                           download world of goo

ওয়ার্ল্ড অব গু: এটি আরেকটি মজার পাজল গেম। গেমারকে ব্রিজ তৈরি করতে হয়। দীর্ঘ টাওয়ার তৈরিতে গেমার ফ্রিস্টাইল মোড ব্যবহার করতে পারেন।


১০।স্ম্যাশ হিট
স্ম্যাশ হিট-bdtipstech
স্ম্যাশ হিট-bdtipstech
                                                               download smash hit

স্ম্যাশ হিট: ফার্স্ট পারসন রানিং গেম। গেমারকে বল ছুড়ে পথের বাধা দূর করতে হয়। গেমটিতে ৫০টি ভিন্ন রুম আছে ও ১১ স্টাইল আছে। গেমটি খেলতে মনোযোগ ও সময় ঠিক রাখা দরকার।

যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ facebook group
ফেইসবুক পেইজ facebook page
ইউটিউব চ্যানেল Youtube
Read More »

Saturday, October 28, 2017

এখন ৫০০ app ইন্সটল করলেও মেমোরি ফুল দেখাবে না দেখে নিন কিভাবে করবেন।

এখন ৫০০ app ইন্সটল করলেও মেমোরি ফুল দেখাবে না দেখে নিন কিভাবে করবেন।চলুন শুরু করা যাক spaceup নামক app টি ডাউনলোড করবেন.
এবার ওপেন করুন
এখন ৫০০ app ইন্সটল করলেও মেমোরি ফুল দেখাবে না
এখন ৫০০ app ইন্সটল করলেও মেমোরি ফুল দেখাবে না-bdtipstech
  অ্যান্ড্রয়েড কি,অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি,স্মার্টফোন কি,অ্যান্ড্রয়েড মোবাইল টিপস,অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট,এন্ড্রয়েড,bd tips blog,bd tunes,bd trickbd ,bd bangla tips,bd talk,bd hacking tips
এরকম অাসবে
এখন ৫০০ app ইন্সটল করলেও মেমোরি ফুল দেখাবে না
এখন ৫০০ app ইন্সটল করলেও মেমোরি ফুল দেখাবে না
  দেখুন 72MB ফেজবুক কনভার্ট করে মাত্র 3 MB হয়ে গেছে
এখন ৫০০ app ইন্সটল করলেও মেমোরি ফুল দেখাবে না
এখন ৫০০ app ইন্সটল করলেও মেমোরি ফুল দেখাবে না-bdtips tech
  এবার অাপনার ফোনের ইনস্টল করা এপগুলো খুজে বের করছে এই এপটি
এখন ৫০০ app ইন্সটল করলেও মেমোরি ফুল দেখাবে না
এখন ৫০০ app ইন্সটল করলেও মেমোরি ফুল দেখাবে না
  এবার এথানে থেকে অাপনি কোন এপটি কনর্ভাট করতে চান সেটির পাশে টিক চিন্হ দিন
এখন ৫০০ app ইন্সটল করলেও মেমোরি ফুল দেখাবে না
এখন ৫০০ app ইন্সটল করলেও মেমোরি ফুল দেখাবে না
  এবার কনর্ফাম করুন.
একটু অপেক্ষা করুন
ব্যস কাজ শেষ
যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ bd tech group
ফেইসবুক পেইজ bd tips tech
ইউটিউব চ্যানেল Youtube channel
Read More »

Thursday, September 07, 2017

Android মোবাইলে Internet speed বাড়ানোর উপায়


বিডি টিপ্স টেকে আপনাদের স্বাগতম। মোবাইলে ইন্টারনেট করতে গেলেই অনেকেই স্লো ইন্টারনেট স্পিডের কথা বলেন। কিন্তু মোবাইলে ইন্টারনেট স্পিড বাড়ানোর জন্য কয়েকটি পদ্ধতি নিলে খুব সহজেই ইন্টারনেট স্পিড বাড়ানো যায়।

এটিও পড়ুনTemple Run 2 এযেভাবে আনলিমিটেড কয়েন পাবেন

স্পিড বাড়ানোর উপায় -

১৷ মোবাইলের অপ্রয়োজনীয় অ্যাপগুলো আনইনস্টল করুন।

২৷ আপনার মোবাইলের স্টোরেজের অপ্রয়োজনীয় ডেটা ডিলিট করুন৷ স্টোরেজ বাড়ার সাথে সাথে আপনার ইন্টারনেটের স্পিডও বাড়বে।

৩৷ মোবাইলের ‘ক্যাশড ডেটা’ ক্লিয়ার করুন৷ কারণ এগুলো শুধু মোবাইলের জায়গায় নস্ট করে না বরং আপনার মোবাইলের বিভিন্ন অ্যাপকেও স্লো করে দেয়।

৪৷ আপনার এসডি কার্ড এর দিকেও খেয়াল রাখুন৷পারলে হাইস্পিড এসডি কার্ড ব্যবহার করুন৷ আপনি যদি স্লো এসডি কার্ড ব্যবহার করেন তাহলে তা আপনার মোবাইলের ডাউনলোড স্পিডকেও স্লো করে দেবে।

এটিও দেখুন গুগল প্লে থেকে পেইড এপ্স ডাউনলোড করুন ফ্রিতে

৫৷ সবশেষে আপনার মোবাইলের অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করতে অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। যা আপনার মোবাইলের স্পিডকে বাড়াবে।

উপরের কিছু পদ্ধতি অনসুরন করলে আপনার এন্ড্রয়েড মোবাইলের ইন্টারনেট স্পিড কিছুটা হলেও বৃদ্ধি পাবে।
Read More »

Wednesday, August 16, 2017

ডাউনলোড করে নিন দারুন একটি এডাল্ট গেম শেক টিটস

বিডি টিপস টেকে আপনাদের সবাইকে স্বাগতম।আজ আপনাদের সাথে দারুন একটি এন্ড্রয়েড গেম শেয়ার করতে চাচ্ছি।যেহুতু এটি এডাল্ট গেম তাই এটি স্বমন্ধ্যে বিস্তারিত লিখব না।


18+ Bangla - Adult Jokes & SMS APK Download,Bangla dirty jokes Android Apps Download,18+ Adult Android Apps.Non Veg (Adult) Bengali Jokes APK Download,android apps download,free bangla android apps

ডাউনলোড করে ইন্সটল করলেই বুজত পারবেন।।ফাইল গুগল  ড্রাইভে দেয়া আশাকরি ডাউনলোড করতে সমস্যা হবেনা।ভাল লাগলে আবশ্যই শেয়ার কমেন্ট করবেন। শেক টিটস এপ্সটি ডাউনলোড করতে শেয়ার অথবা লাইক করুন






Read More »

Friday, July 28, 2017

রিচার্জ নিন VODI APPS থেকে পেমেন্ট প্রুফ দেখে কাজ করুন ।

Bd  bangla blog এ আপনাদের স্বাগতম আশাকরি সবাই ভাল আছেন।আজ আপনাদের নতুন একটি এপ্সের সাথে পরিচয় করিয়ে দিবো যেটির মাধ্যমে রিচার্জ নিতে পারবেন।এই এপ্সটির মাধ্যমেথেকে ইন্টারনেশনাল সব সিমেই আনলিমিটেড ফ্রি রিচার্জ করতে পারবেন।পোস্টটি ভালো করে পড়বেন এবং তারপর মন্তব্য করুন

রিচার্জ নিন VODI APPS থেকে
রিচার্জ নিন VODI APPS থেকে

রিচার্জ নিন VODI APPS থেকে,মাত্র কিছুক্ষন কাজ করে,আপনার এন্ড্রয়েড ফোনে ৫০ থেকে ১০০০ টাকাপর্যন্ত ফ্রি রিচার্জ নিন,জেনে নিন মোবাইল দিয়ে অনলাইনে আয় করার পদ্ধতি বা কৌশল,এবার Android মোবাইল দিয়ে সপ্তাহে ১৫০০ টাকা আয় করুন,মোবাইলে আয়,মোবাইলে টাকা আয় করুন,বিকাশে আয়,বিকাশে টাকা ইনকাম,মোবাইলে টাকা আয়ের সহজ উপায়,টাকা আয় করার পদ্ধতি,ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায়,বিকাশে টাকা আয়,bd tech blog,bd bangla blo,bd tech tunes,bd trick bd,

আজ আমি আপনাদের যে এপটির সাথে পরিচয় করিয়ে দেব তা হলো একটি ফ্রি রিচার্জের এপ এপটির নাম Vodi ডাউনলোড করূন vodi playstore

*এই এপ তেমন কোনই কাজ নেই জয়েন করার সাথে সাথেই 50 বা 55 পয়েন্টপাবেন যা দিয়ে কোন টাকা রিচার্জ নিতে পারবেন পারবেন না আপনাকে 704 পয়েন্ট লাগবে আপনার তা করতে একদিনের বেশি সময় লাগবে নাআর যদি বেশী পয়েন্ট হয় তাহলে বেশী টাকা পেমেন্ট রিকুয়েষ্টের সাথে সাথে রিচার্জ পাবেন

আরোটিপ্সঃ

কিভাবে পয়েন্ট পাবেনঃ
1. প্রতি রেফারে পয়েন্ট পাবেন
2. voice কল করলে পয়েন্ট পাবেন
3. video করলে পয়েন্ট পাবেন
4. Message করলে পয়েন্ট পাবেন
5. এপ্সটি ওপেন করলেও পাবেন


আর অনেক আছে খুলেই দেখতে পারবেন১০জন বন্ধু বানালেই গোল্ডেন মেম্বার হতে পারবেন এই এপ দিয়ে মেসেঞ্জারের মত আনলিমিটেড ফ্রি চ্যাট ,ভিডিও অডিও কল করতে পারবেন ফ্রি !Play store গিয়ে Vodi লিখে সার্চ দিয়ে এপটি নামান এবং ইনস্টল হলে ওপেন করে আপনার ফোন নম্বর ইমেইল এড্রেস দিয়ে রেজিষ্ট্রেশন করে
রেফারেল কোড BDTIPSTECH (যা দশ টাকা সমমূল্যের )বোনাস না পেলে vodi থেকে কাউকে মেসেজ দিন পেয়ে যাবেন।
Read More »
copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status