Pages

Tuesday, June 02, 2015

Android এর কিছু টিপ্স(part-2)

ads

বিডি টিপ্স টেকে আপনাদের সবাইকে স্বাগতম।আশা করি সবাই ভাল আছেন।গত পর্বে আমি এন্ড্রয়েডের পাঁচটি টিপ্স নিয়ে আলোচনা করেছি।এই পর্বে আরো পাচটি টিপ্স নিয়ে আলোচনা করবো।তো চলেন শুরু করি,

১. Display CPU Usage Overlay
এই ফাংশন অন রাখলে আপনি দেখতে পারবেন আপনার ফোনের প্রোসেসরে কি কি হচ্ছে। কি ভাবে চালু করবেন?

Head to Settings > Developer Options.
Tick on Show CPU Usage to enable it.
এখন আপনার স্ক্রিনের কোনায় প্রসেসরের তথ্য দেখুন


২. Stay Awake While Charging
সাধারন অবস্থায় অনেক ফোনে চার্জে লাগালে স্ক্রিন অফ হয়ে যায়। এবং এ অবস্হায় স্ক্রিন অন করলে ঠিক ভাবে কাজ করা যায় না অর্থাৎ স্ব্রিন লাফালাফি করে। এমন অবস্হায় আপনি যদি কোন কাজ করতে চান মোবাইল চার্জে লাগানো অবস্হায় তাহলে ফোন চার্জে দেবার আগে নিচের পদ্ধতি অনুসরন করুন।

Go to Settings > Developer Options.
Tap on Stay Awake to tick it, thus enabling the feature.



৩. Don’t Keep App Activities
আপনি আপনার ফোনে যাই করেন তার তথ্য কেচ ফাইল হিসাবে আপনার মেমরিতে জমা হতে থাকে যার ফলে অযাথা মেমরি ফুল হয়ে যায়। তবে এর একটা সুবিধাও আছে তা হল আপনি ওই এপ্স এ কি কি করেছেন তার তথ্য থেকে যায় ফলে পরবর্তিতে ওই এপ্স দ্রুত লোড হয়। আপনি ইচ্ছা করলে এই কেচ ফাইল তৈরি হওয়া রুখতে পারেন্ । ইনাবল করতে নিচের পদ্ধতি অনুসরন করুন>

Head to Settings > Developer Options.
Tick on Don’t keep activities.
আপনি চাইলে এটা যে কোন সময় বন্ধও করতে পারেন

৪. Enable Wireless Display Certifications
এই সেটিংও চমৎকার একটি সেটিং এর মাধ্যমে আপনার বাসায় যদি ওয়াইফাই যুক্ত টিভি থাকে তাহলে আপনার ফোনের সব কিছু ওয়াইফাই এর মাধ্যমে আপনার টিভিতে দেখতে পাবেন এক কথায় টিভিতেই মোবাইল চালাতে পারবেন। চালু করতে চাইলে>>

Go to Settings > Developer options.
Then look for Wireless display certification and tick it.
এটি স্যামসাং সেট গুলোতে দেখেছি তবে চায়নাতে এখনও খুজে পাইনি।
৫. Switch Dalvik To ART
এটি গুগলের একটি নতুন পদক্ষেপ এর সাহায্যে সেটিং ও এপ্স গুলো দ্রুতো আপডেট হবে। এটি কিটক্যেট ও এর পরের ভার্সনগুলোতে কাজ করবে। চালু করতে>

Head to Settings > Developer options.
Tap on Select runtime and choose Use ART.
তবে উল্লেখ্য যে এটি আপনার ডিভাইস কে স্লো করবে।

পোস্টটি কেমল লাগল কমেন্ট করে জানাবেন।
আজ তাহলে এ পর্যন্তই।ধন্যবাদ।

2 comments:

আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন

copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status