আর্কিটেকচার কি?
যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ bd tech group
ফেইসবুক পেইজ bd tips tech
ইউটিউব চ্যানেল Youtube channel
আর্কিটেকচার এর মানে হল বিল্ডিং এর ডিজাইন করা। এটা ডাক্তার বা আইনজীবীদের মত একটি পেশা। আবার ,
একই সাথে এই ডিজাইন করার মাধ্যমে যে সুন্দর বিল্ডিংটা তৈরী হয় সেই বিল্ডিংকেও আর্কিটেকচার বলা হয়। তাই আর্কিটেকচার দিয়ে একাধারে বিল্ডিং ডিজাইনের প্রক্রিয়া এবং প্রক্রিয়ার ফলাফল দুইই বোঝায়।
যিনি এই ডিজাইন করেন,
সেই ব্যাক্তিই হলেন আর্কিটেক্ট।
আর্কিটেকচার কী?কেন আর্কিটেকচার পড়বেন? |
আর্কিটেকচার কি? আর্কিটেক্ট কে?,মনোলিথিক এবং মাইক্রোসার্ভিস আর্কিটেকচার কি,আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং,পড়ার বিষয় আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং,আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং,আর্কিটেকচার বই,আর্কিটেকচারএন্ড ইন্টেরিয়র ডিজাইন,সিভিল ইঞ্জিনিয়ারিং
বাংলায় বললে,
আর্কিটেকচার= স্থাপত্য = ডিজাইন করার পেশা এবং ডিজাইন করা বিল্ডিং
আর্কিটেক্ট = স্থপতি= যিনি বিল্ডিং ডিজাইন করেন।
উদাহরনঃ
ভুল= করিম সাহেব একজন আর্কিটেকচার
সঠিক= করিম সাহেব একজন আর্কিটেক্ট
ভুল= নবনীতা আর্কিটেক্ট পড়ে।
সঠিক= নবনীতা আর্কিটেকচার পড়ে।
ভুল= রুমানার নকশায় প্রস্তুত এই স্থপতি কাজটি সবার ভাল লেগেছে।
সঠিক= রুমানার নকশায় প্রস্তুত এই স্থাপত্য কাজটি সবার ভাল লেগেছে।
সঠিক= রুমানার নকশায় প্রস্তুত এই স্থাপনাটি সবার ভাল লেগেছে।
সঠিক= স্থপতি রুমানার ভাল স্থাপত্য কাজের উদাহরন হিসাবে এই স্থাপনাটি সবার ভাল লেগেছে।
[বি:দ্র: যারা আর্কিটেক্ট নিয়ে পড়াশুনা করে তাদেরকে আর্কিটেক্ট বলা হয়।]
*আর্কিটেকচার নিয়ে পড়বো কেনো?
#আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইন একটি চার বছর মেয়াদী কোর্স।সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের কাজের ক্ষেত্রও বাড়ছে।নিত্য নতুন এসব ককর্মক্ষেত্রে নিজেদের যুক্ত করে অনেকেই সফলভাবে তাদের ক্যারিয়ার গড়ে তুলছেন।আমাদের দেশে তেমনি একটি কর্মক্ষেত্র হচ্ছে আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইনিং।
প্রতিটি স্থানকে কাজে লাগিয়ে আসবাব,লাইট,গৃহসজ্জা,সামগ্রীর যথাযথ ব্যবহারে মাধ্যমে বাড়ি,অফিস বা যেকোনো প্রতিষ্ঠানে আরামদায়ক ও নান্দনিকভাবে উপস্থাপন করাই আর্কিটেকচার এবং ইন্টরিয়র ডিজাইনের প্রধান লক্ষ্য।আর যিনি এই কাজ দক্ষতার সাথে করে থাকেন তিনি আর্কিটেক্ট বা ইন্টেরিয়র ডিজাইনার।
*মানুষ একদিকে যেমন একদিকে চায় নিজেকে সুন্দর ভাবে দেখতে অন্যদিকে চায় তার আবাসস্থল এবং ভেতরের সাজসজ্জা অফিস-আদালত,হাসপাতাল,বিদ্যালয় ইত্যাদি থেকে শুরু করে সব কিছুর সৌন্দর্য বৃদ্ধি করতে। আর এ কাজটা করা হয় একজন আর্কিটেক্ট এবং ইন্টেরিয়র ডিজাইনার দ্বারা।আপনি যেই ঘরে বসবাস করেন সে ঘরের দেয়াল,
মেঝে,দরজা-জানালা,আসবাব,এমনকি পর্দাটা বা কেমন হবে সে হিসাব করবেন আর্কিটেক্ট এবং ইন্টেরিয়র ডিজাইনার।এক কথায় বলা যায় যে,স্থাপনার বাইরের সৌন্দর্য,ঘরের ভিতরের দেয়ালের রং,মানানসই আসবাব পত্রের ডিজাইন ও রং থেকে শুরু করে স্বল্প পরিসরের জায়গায় কিভাবে প্রোপার ইউস করা যায়, সে বিষয়ে যাবতীয় ডিজাইন বাস্তবায়ন করাটাই আর্কিটেক্ট ও ইন্টেরিয়র ডিজাইনের কাজ।
বি:দ্র:যদি সকল ইঞ্জিনিয়ারের বস হতে চান তাহলে আর্কিটেকচার নিয়া পড়া-লেখা করুন।
*কিভাবে সকল ইঞ্জিনিয়ারের বস আর্কিটেক্ট তা আমরা পরের পর্বে আলোচনা করবো।
আর্টিকেলটি জমা দিয়েছেন Kawser Ahmed
যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ bd tech group
ফেইসবুক পেইজ bd tips tech
ইউটিউব চ্যানেল Youtube channel
আমি আর্কিটেকচারে পড়তে চাই
ReplyDeleteআমি ছাএ হিসেবে মোটামুটি ভালো । আমার কি আর্কিটেকচার নিয়ে পড়াশুনা করা ভালো হবে ?
ReplyDeleteজানাবেন আশা করি । ধন্যবাদ
হ্যা করতে পারেন।
Deleteআর্কিটেকচার নিয়ে পড়তে হলে বুয়েট থেকে াই কি উচিত??
ReplyDeleteআর্কিটেকচার নিয়ে পড়তে হলে বুয়েট থেকে পড়া কি সর্বওম?
ReplyDeleteহুম।
Deleteআর্কিটেকচার নিয়ে পড়তে হলে বুয়েট থেকে পড়া কি সর্বওম?
ReplyDeleteআমি এস এস সি এক্সাম দিলাম আমাররেজাল্ট৪.৯৪ আমি ডিপ্লোমাকরতেইচ্ছু। আমি কোন subjectএ পরলে ভালো হয়??
ReplyDeleteআপনি আপনার পছন্দের সাবজেক্টেই ভর্তি হোন
Deleteআমি একজন এস এস সি পাস আমি আর্কিটেকচারাল এর কোর্স করে কি করতে পারবো উত্তর দিবেন দয়া করে
ReplyDeleteহ্যা করতে পারেন।
Delete