Ads By Blogger

Saturday, March 23, 2019

কিভাবে নিবন্ধন করবেন ডট বাংলা ডোমেইন

ads
বিডি টিপ্স টেক এ আপনাদের স্বাগতমআশাকরি সবাই ভাল আছেন
আজ রোববার (১ জানুয়ারি) থেকে শুরু হওয়ার কথা থাকলেও অনিবার্য কারন বশত অফ আছেযাই হোক আশাকরছি আগামী দুই একদিনের মধ্যে ডোমেইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে। গতকাল প্রধানমন্ত্রী ডট বাংলা ডোমেইন এর উদ্বোধন করেনপ্রথম পর্যায়ে ডোমেইন নিতে পারবেন বাংলাদেশের সাংবিধানিক, সরকারি-আধা সরকারি বা স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠান ও এর অঙ্গপ্রতিষ্ঠানসমূহদ্বিতীয় পর্যায়ের নিবন্ধন শুরু হবে ১ ফেব্রুয়ারি থেকেতখন বাংলাদেশে সবার জন্য সুযোগ উন্মুক্ত করা হবেএছাড়া প্রথম পর্যায়ের জন্য উপযুক্ত গ্রাহকরা দ্বিতীয় পর্যায়েও আবেদন করতে পারবেন
 
কিভাবে নিবন্ধন করবেন ডট বাংলা ডোমেইন

keyword:কিভাবে ডোমেইন রেজিষ্ট্রেশন করতে,ডোমেইন রেজিষ্ট্রেশন করার উপায়,ফ্রি ডোমেইন নিয়ে নিন,কিভাবে ফ্রিতে ডোমেইন নিবেন,নিয়ে নিন ফ্রি ডট কম ডোমেইন,কিভাবে ডোমেইন রেজিষ্ট্রেশন করতে,বাংলাদেশ থেকে ডোমেইন কিনার উপায়,ডট বাংলা ডোমেইন নিবন্ধনের উপায় কি

এরমধ্যে কপিরাইট, ট্রেডমার্ক বা ব্র্যান্ড নামের প্রতিষ্ঠান এবং গুগল, মাইক্রোসফট, ফেসবুকসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান এ পর্যায়ে ডট বাংলা ডোমেইন নিতে পারবেডোমেইন নাম বরাদ্দের কাজটি হবে আগে আসলে আগে পাবেন ভিত্তিতেযাদের ডট বিডি ডোমেইন আছে, তারাও ডট বাংলা ডোমেইন নিতে পারবেন

সবধরনের গ্রাহক বিটিসিএল-এর ওয়েবসাইটের সার্ভিস অপশনে গিয়ে বা বিডিআইএ ডট বাংলা অথবা bdia.btcl.com.bd ওয়েব ঠিকানায় গিয়ে অনলাইনে নিবন্ধন করতে পারবেনএরপর জমা দিতে হবে ফি

টেলিটকের মাধ্যমে নিবন্ধন ফি দিয়ে পুরো নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে ঘরে বসেইনিবন্ধন ফি এক বছরের জন্য ৫০০ টাকা; তবে প্রথমবার ডোমেইন নিতে ন্যূনতম দুই বছরের জন্য এক হাজার (৫০০ x ২) টাকা জমা দিতে হবেবিশেষ শব্দের জন্য নিবন্ধন ফি বাবদ দিতে হবে ১০ হাজার টাকাতবে কোন শব্দগুলো বিশেষ, তা এখনো নির্ধারণ হয়নিএ বিষয়ে আপাতত বিটিসিএল-এর সিদ্ধান্তই চূড়ান্ত করা হবে

সবধরনের ফিতে নির্ধারিত হারে ভ্যাট দিতে হবেনিবন্ধনের মেয়াদপূর্তির শেষদিনের মধ্যে নবায়ন করতে হবে ডোমেইন নাম; নবায়ন ফি নিবন্ধন ফির সমাননির্ধারিত সময়ে নবায়ন না করা হলে নাম স্থগিত করা হবে, তবে পরবর্তী ৯০ দিনের মধ্যে জরিমানাসহ তা নবায়ন করা যাবে৯০ দিনের মধ্যে জরিমানাসহ ডোমেইন নাম নবায়ন করা না হলে তা নতুন রেজিস্ট্রেশনের জন্য উন্মুক্ত করে দেয়া হবে

.বাংলা ডোমেইন ট্যারিফকার্যকর তারিখ: ১৬ ডিসেম্বর, ২০১৬
ক্রমিক নং বর্ণনা বার্ষিক চার্জ (টাকা)
বাংলা ভাষার ডোমেইন নেমউদাহরনঃ বিটিসিএল.বাংলা ৫০০
বিশেষ (Reserved) শব্দের ডোমেইন নেম ১০০০০
ডোমেইন নবায়নকরণ ৫০০
মালিকানা পরিবর্তন ১৫০০
মেয়াদ শেষ হওয়ার পর ৩০ দিনের মধ্যে নবায়নের জন্য জরিমানা ৫০০
মেয়াদ শেষ হওয়ার পর ৩১ থেকে ৯০ দিনের মধ্যে নবায়নের জন্য জরিমানা ১৫০০
মেয়াদ শেষ হয়ে গেলে এবং নবায়ন না করলে ডোমেইন স্থগিত করা হবে পরবর্তী ৯০ দিনের মধ্যে জরিমানাসহ চার্জ পরিশোধ না করা হলে ডোমেইনটি সিস্টেম থেকে মুছে ফেলা হবে এবং নতুন রেজিস্ট্রেশনের জন্য উন্মুক্ত করে দেয়া হবে
এককালীন পরিশোধের ক্ষেত্রে ৫(পাঁচ) বছরের সবস্ক্রিপশন কিংবা নবায়ন-এর জন্য ২০% ডিসকাউন্ট প্রযোজ্য হবে এককালীন পরিশোধের ক্ষেত্রে ১০(দশ) বছরের সবস্ক্রিপশন কিংবা নবায়ন-এর জন্য ৩০% ডিসকাউন্ট প্রযোজ্য হবে
সরকার নির্ধারিত ১৫% ভ্যাট প্রযোজ্য

কিভাবে নিবন্ধন করবেন ডট বাংলা ডোমেইন
কিভাবে নিবন্ধন করবেন ডট বাংলা ডোমেইন
 

বাংলায় নতুন ডোমেইন নাম চালু হওয়ার পর www.btcl.com.bd এর বদলে ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেস বারে বিটিসিএল.বাংলা লিখেও বিটিসিএল ওয়েবসাইটে প্রবেশ করা যাবে
আমাদের ফেইসবুক গ্রুপ facebook group
ফেইসবুক পেইজ facebook page
ইউটিউব চ্যানেল Youtube
ads

2 comments:

আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন

copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status