বিডি টিপ্স ব্লগে আপনাদের স্বাগতম। একটু ফাঁকা সময় পেলে অনেকেই মোবাইল ফোনে গেম খেলতে শুরু করেন। এখনকার স্মার্টফোনগুলো রীতিমতো গেম খেলার যন্ত্র। কিন্তু একসময় দুর্বল ইন্টারনেটের কারণে অনেকেই জনপ্রিয় গেমগুলো খেলতে পারেননি। কিন্তু এখন ইন্টারনেট সংযোগ ছাড়াই অনেক গেম খেলা যায়। সময় কাটাতে অনেকেই এসব গেমে মজে থাকেন। জেনে নিন এ রকম কয়েকটি গেম সম্পর্কে:
কিওয়ার্ড;জনপ্রিয় এন্ডোয়েড গেইম ডাউনলোড,জনপ্রিয় এন্ড্রোয়েড গেইম হ্যাক,এন্ড্রোয়েড গেইমস ডাউনলোড,এন্ডোয়েড বিডি,মজার এন্ড্রোয়েড গেইম,২০১৭ সালের জনপ্রিয় এন্ড্রোয়েড গেইম,এন্ড্রোয়েড গেইম ডাউনলোড সাইট,android game download bangla,android bd
১।টেম্পল রান
Download Temple Run
টেম্পল রান: টেম্পল রান গেমটি উন্মুক্ত হওয়ার পর থেকে বেশ জনপ্রিয়। এই গেমে অন্তহীন দৌড়াতে হয়। এ সময় পড়ে যাওয়া বা কোনো ফাঁদে পড়া যাবে না। পেছনে লেগে থাকে ভয়ংকর শত্রু। দৌড়ানোর সময় কয়েন সংগ্রহ ও অন্যান্য উপাদান সংগ্রহ করা যায়।
২।সাবওয়ে সারফারস
Download subway surfurs
সাবওয়ে সারফারস: টেম্পল রানের মতোই সাবওয়ে সারফার দৌড়ানোর গেম। অ্যান্ড্রয়েডে সবচেয়ে ডাউনলোড হওয়া গেমগুলোর একটি। পুলিশের তাড়া খেয়ে দৌড়াতে হয় এতে। যেকোনো সময় পুলিশ ধরে ফেলতে পারে। পুলিশকে পেছনে ফেলে দৌড়ানোর সময় কয়েন সংগ্রহের পাশাপাশি জেটপ্যাকস ও উপহার সংগ্রহ করা যায়।
.৩।ব্যাডল্যান্ড
Download Badland
ব্যাডল্যান্ড: ঘন বনের পটভূমিতে অ্যাকশন রোমাঞ্চকর গেম ব্যাডল্যান্ড। বনের মধ্যে কোথায় সমস্যা হচ্ছে তা একটি প্রাণীর নিয়ন্ত্রণ নিয়ে বের করতে হয়। বিভিন্ন ফাঁদ ও বাধা ডিঙিয়ে গন্তব্যে যেতে হয়। এতে ২৩টি স্তর আছে এবং মাল্টিপ্লেয়ার মোডে খেলা যায়।
৪।ফ্রুট নিনজা
Download fruit ninja
ফ্রুট নিনজা: আঙুলের ব্যায়াম করতে চাইলে ফ্রুট নিনজা খেলতে পারেন। স্ক্রিনে আসা সব ফল দ্রুত আঙুল চালিয়ে কাটতে হবে। তবে এর মধ্যে বিস্ফোরকগুলো কিন্তু এড়াতে হবে।
৫।অ্যাসফল্ট ৮ এয়ারবোর্ন
Download asfault 8 airborn
অ্যাসফল্ট ৮ এয়ারবোর্ন: এ গেমটি ছাড়া অফলাইন মোবাইল গেমের কোনো তালিকা পূর্ণ হওয়ার নয়। অ্যান্ড্রয়েডে অন্যতম সেরা রেসিং গেম এটি। এতে চারটি নিয়ন্ত্রণ অপশন থাকে। অবশ্য গেমটি খেলতে মোবাইলে স্টোরেজ বেশি থাকা দরকার।
৬।লিম্বো
download limbo
লিম্বো: মজার টুডি পাজল গেম। পরিবেশের নানা উপাদান ব্যবহার করে ধাঁধা মিলিয়ে সামনে এগোনো যায়।
৭।মাইনক্রাফট পকেট এডিশন
download minecraft:poket edition
মাইনক্রাফট পকেট এডিশন: বিশাল দুনিয়া তৈরি করে তাতে টিকে থাকার সুযোগ গেমটিতে। সৃজনশীলতা কাজে লাগানোর সুযোগ আছে এতে। ক্রিয়েটিভ ও সারভাইভাল মোড ব্যবহার করে মাইন খোঁজা ও ভবন তৈরির কাজ এগিয়ে নেওয়া যাবে।
৮।আলটোস অ্যাডভেঞ্চার
download Alto's Adventure
আলটোস অ্যাডভেঞ্চার: তুষার পর্বতের পটভূমিতে রোমাঞ্চকর গেমটিতে আলটো ও তাঁর বন্ধুদের স্নোবোডিং করতে হয়। ক্রাশ হওয়া এড়িয়ে টিকে থাকতে হয় গেমারকে।
৯।ওয়ার্ল্ড অব গু
download world of goo
ওয়ার্ল্ড অব গু: এটি আরেকটি মজার পাজল গেম। গেমারকে ব্রিজ তৈরি করতে হয়। দীর্ঘ টাওয়ার তৈরিতে গেমার ফ্রিস্টাইল মোড ব্যবহার করতে পারেন।
১০।স্ম্যাশ হিট
download smash hit
স্ম্যাশ হিট: ফার্স্ট পারসন রানিং গেম। গেমারকে বল ছুড়ে পথের বাধা দূর করতে হয়। গেমটিতে ৫০টি ভিন্ন রুম আছে ও ১১ স্টাইল আছে। গেমটি খেলতে মনোযোগ ও সময় ঠিক রাখা দরকার।
যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ facebook group
ফেইসবুক পেইজ facebook page
ইউটিউব চ্যানেল Youtube
কিওয়ার্ড;জনপ্রিয় এন্ডোয়েড গেইম ডাউনলোড,জনপ্রিয় এন্ড্রোয়েড গেইম হ্যাক,এন্ড্রোয়েড গেইমস ডাউনলোড,এন্ডোয়েড বিডি,মজার এন্ড্রোয়েড গেইম,২০১৭ সালের জনপ্রিয় এন্ড্রোয়েড গেইম,এন্ড্রোয়েড গেইম ডাউনলোড সাইট,android game download bangla,android bd
১।টেম্পল রান
টেম্পল রান-bdtipstech |
Download Temple Run
টেম্পল রান: টেম্পল রান গেমটি উন্মুক্ত হওয়ার পর থেকে বেশ জনপ্রিয়। এই গেমে অন্তহীন দৌড়াতে হয়। এ সময় পড়ে যাওয়া বা কোনো ফাঁদে পড়া যাবে না। পেছনে লেগে থাকে ভয়ংকর শত্রু। দৌড়ানোর সময় কয়েন সংগ্রহ ও অন্যান্য উপাদান সংগ্রহ করা যায়।
২।সাবওয়ে সারফারস
সাবওয়ে সারফারস-bdtipstech |
Download subway surfurs
সাবওয়ে সারফারস: টেম্পল রানের মতোই সাবওয়ে সারফার দৌড়ানোর গেম। অ্যান্ড্রয়েডে সবচেয়ে ডাউনলোড হওয়া গেমগুলোর একটি। পুলিশের তাড়া খেয়ে দৌড়াতে হয় এতে। যেকোনো সময় পুলিশ ধরে ফেলতে পারে। পুলিশকে পেছনে ফেলে দৌড়ানোর সময় কয়েন সংগ্রহের পাশাপাশি জেটপ্যাকস ও উপহার সংগ্রহ করা যায়।
.৩।ব্যাডল্যান্ড
ব্যাডল্যান্ড-bdtipstech |
Download Badland
ব্যাডল্যান্ড: ঘন বনের পটভূমিতে অ্যাকশন রোমাঞ্চকর গেম ব্যাডল্যান্ড। বনের মধ্যে কোথায় সমস্যা হচ্ছে তা একটি প্রাণীর নিয়ন্ত্রণ নিয়ে বের করতে হয়। বিভিন্ন ফাঁদ ও বাধা ডিঙিয়ে গন্তব্যে যেতে হয়। এতে ২৩টি স্তর আছে এবং মাল্টিপ্লেয়ার মোডে খেলা যায়।
৪।ফ্রুট নিনজা
ফ্রুট নিনজা-bdtipstech |
Download fruit ninja
ফ্রুট নিনজা: আঙুলের ব্যায়াম করতে চাইলে ফ্রুট নিনজা খেলতে পারেন। স্ক্রিনে আসা সব ফল দ্রুত আঙুল চালিয়ে কাটতে হবে। তবে এর মধ্যে বিস্ফোরকগুলো কিন্তু এড়াতে হবে।
৫।অ্যাসফল্ট ৮ এয়ারবোর্ন
অ্যাসফল্ট ৮ এয়ারবোর্ন-bdtipstech |
Download asfault 8 airborn
অ্যাসফল্ট ৮ এয়ারবোর্ন: এ গেমটি ছাড়া অফলাইন মোবাইল গেমের কোনো তালিকা পূর্ণ হওয়ার নয়। অ্যান্ড্রয়েডে অন্যতম সেরা রেসিং গেম এটি। এতে চারটি নিয়ন্ত্রণ অপশন থাকে। অবশ্য গেমটি খেলতে মোবাইলে স্টোরেজ বেশি থাকা দরকার।
৬।লিম্বো
লিম্বো-bdtipstech |
download limbo
লিম্বো: মজার টুডি পাজল গেম। পরিবেশের নানা উপাদান ব্যবহার করে ধাঁধা মিলিয়ে সামনে এগোনো যায়।
৭।মাইনক্রাফট পকেট এডিশন
মাইনক্রাফট পকেট এডিশন-bdtipstech |
download minecraft:poket edition
মাইনক্রাফট পকেট এডিশন: বিশাল দুনিয়া তৈরি করে তাতে টিকে থাকার সুযোগ গেমটিতে। সৃজনশীলতা কাজে লাগানোর সুযোগ আছে এতে। ক্রিয়েটিভ ও সারভাইভাল মোড ব্যবহার করে মাইন খোঁজা ও ভবন তৈরির কাজ এগিয়ে নেওয়া যাবে।
৮।আলটোস অ্যাডভেঞ্চার
আলটোস অ্যাডভেঞ্চার-bdtipstech |
আলটোস অ্যাডভেঞ্চার: তুষার পর্বতের পটভূমিতে রোমাঞ্চকর গেমটিতে আলটো ও তাঁর বন্ধুদের স্নোবোডিং করতে হয়। ক্রাশ হওয়া এড়িয়ে টিকে থাকতে হয় গেমারকে।
৯।ওয়ার্ল্ড অব গু
ওয়ার্ল্ড অব গু-bdtipstech |
ওয়ার্ল্ড অব গু: এটি আরেকটি মজার পাজল গেম। গেমারকে ব্রিজ তৈরি করতে হয়। দীর্ঘ টাওয়ার তৈরিতে গেমার ফ্রিস্টাইল মোড ব্যবহার করতে পারেন।
১০।স্ম্যাশ হিট
স্ম্যাশ হিট-bdtipstech |
স্ম্যাশ হিট: ফার্স্ট পারসন রানিং গেম। গেমারকে বল ছুড়ে পথের বাধা দূর করতে হয়। গেমটিতে ৫০টি ভিন্ন রুম আছে ও ১১ স্টাইল আছে। গেমটি খেলতে মনোযোগ ও সময় ঠিক রাখা দরকার।
যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ facebook group
ফেইসবুক পেইজ facebook page
ইউটিউব চ্যানেল Youtube
আসলে গেমস গুলা অফলাইন হওয়াতে অনেক ভালো হয়েছে।প্রায় বেশ কিছু গেম আমি খেলেছি।Thanks
ReplyDeleteআপনাকেও ধন্যবাদ।
ReplyDelete