Pages

Saturday, June 10, 2017

গোল্ডফিস নিয়ে কিছু মজার মজার তথ্য,মিস করছেন না তো!!!

ads
bd tips tech এ আপনাদের স্বাগতম।আশাকরি সবাই ভাল আছেন।আজ আপনাদের গোল্ড ফিশ সমন্ধ্যে কিছু মজার তথ্য শেয়ার করবো।
গোল্ড ফিস-বিডি টিপ্স টেক
গোল্ড ফিস-বিডি টিপ্স টেক
 জেনে নিন অজানা কিছু মজার তথ্য!!,মাছ নিয়ে কিছু মজার তথ্য,বিজ্ঞানের কিছু মজার তথ্য,জাতীয় মাছ ইলিশের মজার কিছু তথ্,গভীর সাগরের অসাধারণ ১০ তথ্য জেনে নিন

)ফিসটাকে আপনিই দিচ্ছেন তো খাবার নিয়মিত,তাহলে জেনে রাখুন,সে আপনার চেহারা সহজে শনাক্ত করতে পারে
) আপনি হয়তো কোন কিছুর প্রতি ৮সেকেন্ড মনোযোগ রাখতে পারেন যেখানে গোল্ডফিস সেকেন্ড রাখতে পারে, কারণ,তার আপনার মতো স্মার্টফোন নেয় https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/f9f/1/16/1f61b.png😝

)আপনার চেয়ে আপনার অ্যাকুরিয়ামের গোল্ডফিসটি অনেক বেশী রং শনাক্ত করতে পারে এমনকি ইমফ্রারেড,আলট্রা ভায়োলেট রে শনাক্ত করতে পারে

)গোল্ডফিস খাবার আর ঝগড়ার সময় শব্দ করে,যদিও আপনি শোনতে পান না
৫)গোল্ডফিশকে অন্ধকার স্থানে রাখলে এটি বর্নহীন হয়ে যায়।

)গোল্ডফিস ১০০ডিগ্রী ফারেনহাইট থেকে শুরু করে বরফে পর্যন্ত বাঁচতে পারে

)হাত দিয়ে দেখুননা,আস্ত হাত খেয়ে ফেলবে,তাদের মুখ দিয়ে ঢোকে এমন সাইজের মাছ এমনকি নিজের জাতের মাছ আস্ত খেয়ে ফেলে

)৩০০ প্রজাতির বিভিন্ন গোল্ডফিস আছে এবং তারা ৪০ বছরেরও বেশী বাঁচতে পারে

)যদি দাবি করেন সবচেয়ে বড় গোল্ডফিসটি আপনি দেখেছেন,তাহলে মনে করে দেখুন সেটি একটি বিড়ালের সাইজের সমান(১৮.inchi) ছিল কিনা

১০)গোল্ডফিসের পাকস্থলী নেয়,একটি লম্বা লাইন পাকস্থলী এবং অন্ত্রের কাজ করে
১১)নেত্রপল্লব না থাকার কারনে গোল্ডফিস তার চোখ বন্ধ করতে পারে না ।
 

যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ facebook group
ফেইসবুক পেইজ facebook page
ইউটিউব চ্যানেল Youtube

1 comment:

আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন

copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status