bd tips tech এ আপনাদের স্বাগতম।আশাকরি সবাই ভাল আছেন।মাছ খেতে কে না পছন্দ করে যদিও মাছের কাটা একটু বিরক্তিকর ।আজ আপনাদের মাছ সমন্ধ্যে কিছু মজার তথ্য শেয়ার করবো।কিছু কিছু তথ্য হয়তো অনেকে আগে থেকে শুনে থাকতে পারেন।তথ্যগুলি ইন্টারনেট থেকে নেওয়া
জেনে নিন অজানা কিছু মজার তথ্য!!,মাছ নিয়ে কিছু মজার তথ্য,বিজ্ঞানের কিছু মজার তথ্য,জাতীয় মাছ ইলিশের মজার কিছু তথ্,গভীর সাগরের অসাধারণ ১০ তথ্য জেনে নিন
যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ facebook group
ফেইসবুক পেইজ facebook page
ইউটিউব চ্যানেল Youtube
মাছ সমন্ধ্যে কিছু মজার তথ্য জেনে নিন |
মাছের আইশ থেকে তৈরি হইয় লিপস্টিক-বিডি টিপ্স টেক |
১)বাজারে যেসব ব্র্যান্ডের
লিপস্টিক পাওয়া তার বেশির ভাগই মাছের আইশ থেকে তৈরি।
টাইগার ফিশ-bd tips tech |
২)কিছু প্রজাতির টাইগার ফিস
উল্টো দিকে সাঁতার কাটতে পারে।
ফ্ল্যাট ফিস-বিডি টিপ্স টেক |
৩)কিছু প্রজাতির ফ্ল্যাট
ফিস প্রিডেটর এর কাছ থেকে বাচাঁর জন্য ছদ্মবেশ ধারন করে সমুদ্রের তলায় লুকিয়ে থাকে।
গোল্ড ফিস-বিডি টিপ্স টেক |
৪) গোল্ডফিশকে
অন্ধকার স্থানে রাখলে এটি বর্নহীন হয়ে যায়।
৫) গোল্ডফিস অনেক বেশী রং শনাক্ত করতে পারে এমনকি ইমফ্রারেড,আলট্রা ভায়োলেট রে শনাক্ত
করতে পারে
৬) ৩০০ প্রজাতির বিভিন্ন গোল্ডফিস আছে এবং তারা ৪০ বছরেরও বেশী বাঁচতে পারে ।
৭) গোল্ডফিস ১০০ডিগ্রী ফারেনহাইট থেকে শুরু করে বরফে পর্যন্ত বাঁচতে পারে ।
৮)স্টার ফিশের
ব্রেইন নেয়,তাদের চামড়ায় কিছু কোষ আছে যেগুলি তাদের চারপাশ থেকে তথ্য সংগ্রহ করে।
৯)স্টার ফিশের শরীরে
কোন রক্ত নেই সমুদ্রের পানিই রক্তের কাজ করে।
শার্ক-বিডি টিপ্স টেক |
১০)পৃথীবিতে
প্রতিবছর শার্ক দ্বারা ১২ জন মানুষ মানা যায়,যেখানে প্রতি ঘন্টায় মানুষ দ্বারা ১১
হাজার ৪১৭ টি শার্ক মারা যায়।
পটকা মাছ-বিডি টিপ্স টেক |
১১)একটি পাফার/পটকা
মাছে যে পরিমান বিষ থাকে তা ত্রিশ জন মানুষ কে মারতে যথেষ্ট।
১২)বেশির ভাগ মাছই
তাদের মুখ দিয়ে খাবার না খেয়ে খাবারের স্বাদ অনুভূব করতে পারে।
যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ facebook group
ফেইসবুক পেইজ facebook page
ইউটিউব চ্যানেল Youtube
No comments:
আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন