বিডি টিপ্স টেক এ আপনাদের স্বাগতম।বর্তমানে আমাদের ইন্টারনেট ছাড়া যেন চলেই না,সারাদিন একবার এর জন্যও ইন্টারনেট এ প্রবেশ করেন না, কিংবা ইন্টারনেটের দরকার হয়না এমন মানুষ পাওয়া খুবই বিরল,প্রয়োজনীয় অফিশিয়াল কাজ থেকে শুরু করে প্রয়োজনে অপ্রয়োজনে
আমরা যখন তখন ডু মারি ইন্টারনেট এ, সোসাল মিডিয়া থেকে শুরু করে মুভি,সফটওয়্যার,গেমস,বই,ডকুমেন্টারি,টিউটোরিয়াল ইত্যাদির প্রয়োজন আজ প্রায় অপরিসীম, কিন্তু বর্তমানে অনেক দরকারি ডাটা আছে যেমন বই,পিডিএফ,সফটওয়্যার, ক্রাক ইত্যাদি ডাওনলোড করতে গিয়ে নানা রকম হয়রানির সীকার হন, নানারকম এড,ভাইরাস ইত্যাদির সমস্যা, আজ আপনাদের দিব এর একটি কম্পলিট সলুশন যার মাধ্যমে আপনারা
যাবতীয় বিরল ডাটা, বিরল মুভি,ডকুমেন্টারি, সফটওয়্যার বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন,আর পেইড এপ্স ডাউনলোড করার সুবিধা তো থাকছেই,তো চলুন শুরু করা যাক, প্রথমে ধরুন আমি একটি সফটওয়্যার ডাউনলোড করবো,যেমন এডোবি ফটোশপ,
১। প্রথমে আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ি "utorrent" সফটওয়্যার টি ডাওনলোড করে
নিন, এটা গুগল এ সার্চ করলেই পাবেন, ফ্রিওয়ার এটি অথবা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন https://www.utorrent.com/
utorrent সফটওয়্যার টি ডাওনলোড-bd tips tech |
টরেন্ট ডাউনলোড করার উপায় টরেন্ট সাইট টরেন্ট কি মোবাইলে টরেন্ট ডাউনলোড টরেন্ট দিয়ে ডাউনলোড করতে পারছেন না? টরেন্ট কি এবং কিভাবে টরেন্ট দিয়ে ডাওনলোড করা হয় সেরা ৬টি টরেন্ট ওয়েবসাইট - মুভি, গেম ও সফট্ওয়্যার ডাউনলোডের জন্য bdtechtunes bdtipstec
২। তারপর ইন্সটল করুন
৩। অপেন করুন এবং
মিনিমাইজ করে রাখুন
৪। এবার একটি টরেন্ট সাইট এ যান, যেমন আমি গেলাম https://kickasstorrents.to/
৫। এখন আমরা এডোবি সফটওয়্যার টি টরেন্ট এর সাহায্যে ডাওনলোড
করে দেখাবো
৬। সার্চ বক্স এ লিখুন " adobe photoshop"
৭। তারপর লিংক এ যান,
৮। আপনার পছন্দের ভার্শন টি সিলেক্ট করুন,
৯। তারপর ম্যগনেট (magnet) বা চুম্বকের যে চিত্রটি দেওয়া আছে ওইখানে ক্লিক করবেন,আর তারপর অটোমেটিকেলি আপনার ইন্সটল করা টরেন্ট সফটওয়্যার এ
চলে আসবে,স্টারট করুন Screenshot দেখুন
ওইখানে ক্লিক করবেন-bdtipstech |
১০। ডাওনলোড স্টার্ট হয়ে
যাবে।
১১। আর এঞ্জয় করুন আনলিমিটেড ডাওনলোড আজ এ পর্যন্তই,ভাল থাকবেন।
যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ bd tech group
ফেইসবুক পেইজ bd tips tech
ইউটিউব চ্যানেল Youtube channel
No comments:
আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন