বিডি টিপ্স টেকে আপনাদের স্বাগতম।বর্তমানে ফেইসবুক আমাদের অনেক বড় একটি সময় কাটানোর যায়গা। আমরা চাইলেই এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় র সাহায্য পেতে পারি সেই সম্পর্কিত গ্রুপ এ জয়েন করে। আজ কয়েকটি গ্রুপ এর নাম বলব যেখান থেকে আপনি পেতে পারেন বিভিন্ন বিষয় সম্পর্কিত সাহায্য।
দৈনন্দিন জীবনে সহায়তা পাবেন এমন ফেইসবুক গ্রুপগুলো-বিডি টিপ্স টেক |
বাংলাদেশে নারীদের সমস্যার সমাধানে ফেসবুক গ্রুপ ফেসবুকের কার্যকরি ৭ টি গ্রুপ যা আপনার দৈনন্দিন জীবনকে সহজ করে তুলবে fb group প্রয়োজনীয় ফেসবুক গ্রুপ জনপ্রিয় ফেসবুক গ্রুপ ফেসবুক গ্রুপ চালানোর নিয়ম ফেসবুক গ্রুপ রুলস ফেসবুক গ্রুপের নিয়ম কানুন ফেসবুক গ্রুপ টিপস ফেসবুক গ্রুপ নাম ফেসবুক গ্রুপ বড় করার উপায় ফেসবুক গ্রুপ সেটিং bdtech bdtips bdtipstec
১) Do Something Exceptional. Link :- https://www.facebook.com/groups/DSExpl/ প্রায় সোয়া তিন লক্ষ মেম্বার এর এই গ্রুপ টিতে আপনি পাবেন দৈনন্দিন বা সাম্প্রতিক বিষয় সম্বন্ধীয় যেকোন সাহায্য।
২) Public Service Help Group. Link:- https://www.facebook.com/groups/1613130885679315/ এখানে আপনি পাবেন সরকার প্রতিষ্ঠান বা এমন কিছু সম্পর্কিত যেকান সাহায্য। এতে অনেক উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা যুক্ত আছেন।
৩) eConmerce Reviews Link:- https://www.facebook.com/groups/ecommercereviews/ এই গ্রুপে আপনি পাবেন ই-কমার্স সম্পর্কিত যেকোন সাহায্য। এতে বিভিন্ন ইকমার্স এর অফিসিয়ালরা যুক্ত আছেন। তাই সহজেই যেকোন বিষয়ে সাহায্য পাওয়া যায়। সেই সাথে Update থাকতে পারবেন ই-কমার্স দুনিয়ার সকল Offer এর সাথেও।
৪) Desperately Seeking Dhaka (DSD): https://www.facebook.com/groups/dsdbangladesh/ মনে করুন আপনি মিরপুর থেকে ঢাকা নিউমার্কেট যাবেন, এখন রাস্তায় ট্র্যাফিক জ্যাম আছে কিনা কিংবা বাসে উঠে কারো হারিয়ে যাওয়া সার্টিফিকেট পেলেন-এক্ষেত্রে যথাযথ ব্যাক্তির কাছে জিনিসটা পৌছাতে চান, তাহলে Desperately Seeking Dhaka (DSD) গ্রুপের কোন বিকল্প নেই। প্রতিদিন অসংখ্য লোক এই গ্রুপের মাধ্যমে বিভিন্নভাবে তথ্য পাচ্ছেন এবং লাভবান হচ্ছেন।
যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ bd tech group
ফেইসবুক পেইজ bd tips tech
ইউটিউব চ্যানেল Youtube channel
No comments:
আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন