Ads By Blogger

Thursday, January 11, 2018

নিজেই তৈরি করে ফেলুন আপনার সংস্থার জন্য ডাইনামিক লোগো ফ্রিতেই!!!

হ্যালো বন্ধুরা! আমার আজকের টিউনে আপনাকে স্বাগতম, যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তবে আপনার সহযোগিতা একান্ত কাম্য।  চলুন তাহলে শুরু করা যাক আজকের টিউন!
আজ এই টিউনে আমি আপনাদের দেখাব কিভাবে আপনি সহজেই আপনার সংস্থার জন্য ফ্রিতেই বানিয়ে নিবেন ডাইনামিক লোগো।
আমরা অনেকেই বিভিন্ন পেইজ, গ্রুপ ইত্যাদি নিয়ন্ত্রণ করি। এই সকল গ্রুপ, পেইজের জন্য আমাদের লোগো'র দরকার হয়। আমরা সকলেই জানি ১টি লোগো'র মূল্য প্রচুর। লোগো বানানোর জন্য আমাদের শরণাপন্ন হতে হয় তাদের নিকট যারা ইলেস্ট্রেটরের কাজ পারেন। কিন্তু সামান্য মেধা, সৃজনশীলতা থাকলে এখন আমরা নিজেরাই আমাদের প্রয়োজনের লোগো টি অনলাইনে-ই বানিয়ে নিতে পারি। তাও আবার ফ্রিতেই! এই কাজের জন্য আমাদের যা লাগবে তা হল একটি পিসি এবং ইন্টারনেট সংযোগ। আপনারা চাইলে মোবাইলেই বানিয়ে নিতে পারবেন লোগো।
আমরা আমাদের এই লোগো টি তৈরি করব অনলাইনে। লোগো তৈরির জন্য আমি আমার ভিডিও টি তে সর্বশ্রেষ্ঠ ওয়েবসাইট টির ব্যবহার দেখিয়েছি। আপনারাও চাইলেই খুবই সহজে মাত্র ২ মিনিটের মধ্যেই তৈরি করে নিতে পারেন আপনাদের পছন্দের লোগো টি।
লোগো তৈরির জন্য প্রথমেই আপনাকে https://logotypemaker.com এই ওয়েবসাইটে ঢুকতে হবে। যারা ইন্টারনেট সম্বন্ধে মোটামুটি জানেন তারা এর পর নিজে নিজেই প্রাথমিক পর্যায়ের একটি লোগো বানিয়ে ফেলতে পারবেন। যদি আপনি ডাইনামিক লোগো বানাতে চান তাহলে নিচের ভিডিও টি দেখতে পারেন। আর নতুনরাও ভিডিও টি দেখে শিখে নিতে পারেন খুব সহজেই।


Read More »
ads

Wednesday, January 03, 2018

বন্ধুর ইন্টারনেট কানেকশন অফ করে দিন খুব সহজে

বন্ধুর ইন্টারনেট কানেকশন অফ করে দিন খুব সহজে

Read More »

Wednesday, September 20, 2017

অনলাইনে কয়েকটি photo editing সাইটের তালিকা

বিডি টিপ্স টেকে আপনাদের স্বাগতম।নীচে কিছু সাইটের ঠিকানা যা থেকে আপনি আপনার সকল প্রকার ছবি এডিট করতে পারবেন। এসব সাইট থেকে আপনারা ছবির সকল প্রকার এডিট এবং সাইট গুলোতে পাবেন মজার মজার ইফেক্ট।

নীচে দেওয়া হলঃ-

01: http://www.loonapix.com/effector
 
02: http://www.loonapix.com/framer

03: http://www.loonapix.com/facer

04: http://www.loonapix.com/trimmer
 
05: http://www.photofunia.com

06: http://www.calendarika.com/

07: http://www.funphotobox.com 

08: http://www.dumpr.net
 
09: http://www.faceinhole.com/us

10: http://www.framefuns.com

11: http://www.photovisi.com

12: http://www.fototrix.com 

13: http://www.funphotobox.com

পোস্টটি ভাল লাগলে কমেন্ট,শেয়ার এবং রেটিং দিতে ভুলবেন না।
Read More »

Sunday, July 23, 2017

নিজেই তৈরি করে ফেলুন আপনার সংস্থার জন্য ডাইনামিক লোগো ফ্রিতেই!!!

হ্যালো বন্ধুরা! আমার আজকের টিউনে আপনাকে স্বাগতম, যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তবে আপনার সহযোগিতা একান্ত কাম্য।  চলুন তাহলে শুরু করা যাক আজকের টিউন!
আজ এই টিউনে আমি আপনাদের দেখাব কিভাবে আপনি সহজেই আপনার সংস্থার জন্য ফ্রিতেই বানিয়ে নিবেন ডাইনামিক লোগো।
আমরা অনেকেই বিভিন্ন পেইজ, গ্রুপ ইত্যাদি নিয়ন্ত্রণ করি। এই সকল গ্রুপ, পেইজের জন্য আমাদের লোগো'র দরকার হয়। আমরা সকলেই জানি ১টি লোগো'র মূল্য প্রচুর। লোগো বানানোর জন্য আমাদের শরণাপন্ন হতে হয় তাদের নিকট যারা ইলেস্ট্রেটরের কাজ পারেন। কিন্তু সামান্য মেধা, সৃজনশীলতা থাকলে এখন আমরা নিজেরাই আমাদের প্রয়োজনের লোগো টি অনলাইনে-ই বানিয়ে নিতে পারি। তাও আবার ফ্রিতেই! এই কাজের জন্য আমাদের যা লাগবে তা হল একটি পিসি এবং ইন্টারনেট সংযোগ। আপনারা চাইলে মোবাইলেই বানিয়ে নিতে পারবেন লোগো।
আমরা আমাদের এই লোগো টি তৈরি করব অনলাইনে। লোগো তৈরির জন্য আমি আমার ভিডিও টি তে সর্বশ্রেষ্ঠ ওয়েবসাইট টির ব্যবহার দেখিয়েছি। আপনারাও চাইলেই খুবই সহজে মাত্র ২ মিনিটের মধ্যেই তৈরি করে নিতে পারেন আপনাদের পছন্দের লোগো টি।
লোগো তৈরির জন্য প্রথমেই আপনাকে https://logotypemaker.com এই ওয়েবসাইটে ঢুকতে হবে। যারা ইন্টারনেট সম্বন্ধে মোটামুটি জানেন তারা এর পর নিজে নিজেই প্রাথমিক পর্যায়ের একটি লোগো বানিয়ে ফেলতে পারবেন। যদি আপনি ডাইনামিক লোগো বানাতে চান তাহলে নিচের ভিডিও টি দেখতে পারেন। আর নতুনরাও ভিডিও টি দেখে শিখে নিতে পারেন খুব সহজেই।


Read More »

Wednesday, October 26, 2016

how to trun off internet connection of friend pc


YOUTUBE=how to trun off internet connection of friend pc

keyword:

বন্ধুর ইন্টারনেটের কানেকশন অফ করে দিন,কিভাবে কম্পিউটারে ইন্টারনেট ব্লক করবেন,কিভাবে কম্পিউটার ইন্টারনেটে ডিসেবল করবেন,কিভাবে বন্ধুকে ভয় পাইয়ে দিবেন,কিভাবে বন্ধুর ইন্টারনেট চালানো বন্ধ করে দিবেন,trun of pc internet,how to disable pc internet,how block internet,disable internet connection,block friend internet,hack internet connection,how to trun off internet connection of friend pc
Read More »

Friday, June 12, 2015

ইউটিউব হতে পারে আপনার অনলাইন আয়ের সবচাইতে সহজ মাধ্যম!!!!

আমি আজকে আপনাদের সাথে কথা বলব কিভাবে ইউটিউব থেকে খুব সহজেই আয় করা যায় সেই বিষয় নিয়ে।

১/ অ্যাডসেন্স এর মাধ্যমে আয়।


আমরা অনেকেই মনে করি অনলাইনে আয় করতে হলে ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, এসইও, ইমেইল মার্কেটিং, ইত্যাদি জানা থাকা লাগবে, কিন্তু এটি  ভুল ধারনা। আপনি যেই পেশাতেই নিয়োজিত থাকুন না কেন আপনিও আয় করতে পারেন অনলাইন থেকে আর তা হল ইউটিউব এর মাধ্যমে।
ধরুন আপনি খুব ভাল বাঁশি বাজাতে পারেন অথবা মেজিক দেখাতে পারেন,ভাল রান্না করতে পারেন মানে আপনি যেই  জিনিসটা খুব ভাল পারেন সেই বিষয়ের উপর ভিডিও তৈরি করুন। তারপর  সেই ভিডিও আপনার ইউটিউব চ্যানেল এ আপলোড করে অ্যাডসেন্স এর মাধ্যমে আয় করতে পারেন

২/ ইউটিউব ট্রাফিক থেকে ব্লগের মাধ্যমে আয়।


ধরে নিলাম আপনার একটি  ব্লগ আছে আর সেই ব্লগের জন্য ট্রাফিক প্রয়োজন।
ইউটিউব হতে পারে  আপনার ব্লগের সবচাইতে শক্তিশালি ট্রাফিক মাধ্যম।
আপনার ব্লগে যেই বিষয় নিয়ে লিখালিখি হয় সেই বিষেয়র উপর একটি ভিডিও তৈরি করে ইউটিউব থেকে পেতে পারেন আপনার সবচাইতে কাঙ্কিত ট্রাফিক।
আনলিমিটেড ট্রাফিক এর জন্য ইউটিঊব এর বিকল্প আর কিছুই হতে পারে না।
Seo এক্সপার্টরাও এখন ব্লগ এর একটি ভালমানের ব্যাকলিংক এর জন্য  ইউটিইউবকে গুরুত্ব দেন।
আপনি ইউটিউব থেকে খুব সহজেই পেতে পারেন আপনার ব্লগের একটি শক্তিশালি ব্যাকলিংক।
ব্লগ থেকে কিভাবে বিভিন্ন পদ্বতিতে আয় করতে হয় সে বিষয়ে টেকটিউনস এ এর আগে অনেকেই লিখালিখি করেছেন তাই সে বিষয়ে আর গেলাম না।

৩/ অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আয়


যারা অ্যাফিলিয়েট মার্কেটিং এর সাতে জড়িত আছেন তারাই শুধু বলতে পারবেন অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে ইউটিউব ট্রাফিক কতটা গুরুত্বপূর্ণ।
আপনার অ্যাফিলিয়েট প্রোডাক্ট এর একটি ভাল মানের রিভিউ ভিডিও তৈরি করে সেই ভিডিও থেকে পেতে পারেন আপনার সম্ভাব্য ক্রেতাকে।
অ্যাফিলিয়েট মার্কেটিং এ যতোগূলো ফ্রি ট্রাফিক মেথড আছে তার মাজে সবচাইতে গুরুত্বপূর্ণ মেথড হল ইউটিউব ট্রাফিক।
ইউটিউব এর মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করে প্রতি মাসে খুব ভাল মানের একটি অ্যামাউন্ট আয় করা সম্ভব।
সব শেষে একটি কথা বলতে চাই কারো ভিডিও চুরি করে সেই ভিডিও আপনার চ্যানেলে আপলোড করবেন না। কথা আছে, চোরের দশদিন আর সাধুর একদিন।
 
Read More »
copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status