Ads By Blogger

Saturday, January 13, 2018

মোবাইল প্রযুক্তি সেক্টরে ব্যাপক পরিবর্তন ঘটাতে যে পদক্ষেপ গুলি নেওয়া যেতে পারে

নতুন দায়িত্ব পাওয়া মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী তথ্য প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার বলেছেনে, মন্ত্রী হিসেবে তাঁর সর্বাধিক অগ্রাধিকার কাজ হবে দেশে ইন্টারনেটের মূল্য কমানো এবং টেলিটক কে লাভজনক প্রতিষ্ঠানে রুপান্তর করা। কিন্তু মন্ত্রীমহোদয় কাজগুলো কিভাবে করবে তা হয়তো বেশ কয়েকদিন পর আমরা জানতে পারবো। আশায় রইলাম।
মোবাইল ফোন টাওয়ার-বিডি টিপ্স টেক
মোবাইল ফোন টাওয়ার-বিডি টিপ্স টেক
বিডি টিপ্স টেক ,Bd Tips Tech,বাংলা টেক ব্লগ,টিপস ও ট্রিক


মন্ত্রী মহোদয় দেশের প্রযুক্তি সেক্টরে কি পরিবর্তন করে তা দেখার আগে আমার একটি আইডিয়া দেশের প্রযুক্তি প্রেমিদের কাছে শেয়ার করলাম।

আইডিয়াটা হচ্ছে টেলিটক কে ঘিরে।

এই মুহুর্তে আমাদের টেলিটক লাভে আছে কিনা জানি না। তবে টেলিটককে যে ইচ্ছাকৃত ভাবে কোন অদৃশ্য শক্তি নেটওর্য়াক সম্প্রাসরণসহ নানা দিকে বেড়েঁ ওঠতে দিচ্ছে না তা পুরোপুরি পরিষ্কার। এখন মাননীয় মন্ত্রী মহোদয় দেশের প্রযুক্তির জন্য টেলিটককে ঘিরে এক শুভ উদ্যোগ গ্রহন করার আগ্রহ দেখিয়েছেন।

এ মুহুর্তে বাংলাদেশে যারা ফোন ব্যবহার করছেন তারা নতুন করে টেলিটকের সীম কিনবেন কিনা সন্দেহ আছে। যদি সীমই না কিনে তবে টেলিটক যে ভালো সেবা দেয় সেটা গ্রাহক বা দেশবাসি কিভাবে বুঝবে? সুতরাং শেষে হয়তো মাননীয় মন্ত্রীও মুখ ফিরিয়ে নেবেন।

তবে সে উদ্যোগ বাস্তবায়নের জন্য আমার আইডিয়াটি এমন:::

১।  মাননীয় প্রযুক্তি মন্ত্রী যেটা করতে পারেন সেটা হচ্ছে, মন্ত্রনালয়সহ গ্রাম পর্যন্ত সকল সরকারি অফিসের বর্তমান যে মোবাইল নাম্বারটি রয়েছে তা টেলিটকে রুপান্তর করা। অথবা যে সকল অফিস এখনো সরকারি নাম্বার নেয়নি সে সকল অফিস নতুন মোবাইল নাম্বার টেলিটক থেকে নেয়া।

২।  দেশে সরকার নিয়ন্ত্রনাধীন সকল সরকারি, আধা সরকারি এবং সরকারি পৃষ্ঠপোষকতায় চলমান সকল অফিসের মূল নাম্বার টেলিটকের ব্যবহার বাধ্যতামূলক করা।

৩।  কিন্তু ইতোমধ্যে যে সকল সরকারি অফিস বিভিন্ন কোম্পানীর নাম্বার সরকারি নাম্বার হিসাবে ব্যবহার করছেন, সে নাম্বারগুলো অপরিবর্তি রেখে অপারেটটি টেলিটকে কনভার্ট করা। অপারেটর কনভার্ট প্রক্রিয়াটি এমএনপি সেবার মাধ্যমে করতে হবে। এ জন্য গত ২০১৭ সালের নভেম্বর মাসে ইনফোজিলিয়ান বিডি নামক প্রতিষ্ঠান কে ফোনের নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদলের সুযোগ বা এমএনপি সেবার যে লাইসেন্স দেয়া হয়েছে তার মাধ্যমে সেবাটি দ্রুত চালুর ব্যবস্থা করা।

৪।  টেলিটকের টকটাইম ব্যালেন্স দিয়ে সব রকম সরকারি ফি পরিশোধ করা যাবে এমন সেবা চালু করতে হবে। তবে এখন সীমিত কিছু করা যায়.

৫।  এ সিদান্তগুলো নেয়া হলে বিশেষ করে এমএনপি সেবা চালু হওয়ার সাথে সাথে টেলিটক লাখ লাখ কনর্ভাটেট গ্রাহক পেয়ে লাভবান কোম্পানীতে পরিণত হতে থাকবে এবং গ্রাহকদের মাঝে দেশ প্রেম জাগ্রত হবে।

৬।  দেশের প্রতিটি নাগরিক টেলিটক সীম কিনতে বাধ্য হবেন।

৭।  এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে টেলিটক দিয়ে একজন গ্রাহকও যদি কোন কল না করে, তবুও অন্য কোম্পানী থেকে প্রতিদিন লাখ লাখ কল টেলিটকে প্রবেশ করবে। যার জন্য কলের আন্ত: সংযোগ ফি বাবত প্রতিমাসে টেলিটক বিভিন্ন কোম্পানী থেকে কোটি কোটি টাকা প্রাপ্য হবেন।

৮।  একই সময়ে অন্য কোম্পানী গুলো সরকারি সিদ্ধান্ত এবং এমএনপি সেবার কারণে লাখ লাখ গ্রাহক হারিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হবে। ফলে বাধ্য হয়েই তারা সেবার মান বৃদ্ধিসহ সাশ্রহী সেবা দিতে শুরু করবে এবং দেশবাসি উপকৃত হবে।

৯।  অন্যদিকে টেলিটক দেশের বৃহত্তম পেশা ভিত্তিক নাম্বার সিরিজ বা প্যাকেজ চালু করে গ্রাহক আকৃষ্ট করতে পারে। যেমন: টেলিটক শিক্ষক, টেলিটক ডিফেন্স, টেলিটক ব্যাংকার ইত্যাদি।

সর্বশেষ মন্ত্রী মহোদয় বলেছেন দেশে ইন্টারনেটের দাম কমাবেন। ভালো কথা সেটা তিনি টেলিটক দিয়েই শুরু করবেন বলে আমাদের বিশ্বাস। সে রকম কোন সিদ্ধান্ত নিতে পারলেই আমরা নিশ্চিত হবো আসলে তিনি দেশের টেলিকম সেক্টরের ক্যান্সার দূর করতে পারবেন।  

টেকটিউনস থেকে কপি কৃত.........
যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ bd tech group
ফেইসবুক পেইজ bd tips tech
ইউটিউব চ্যানেল Youtube channel
Read More »
ads

Thursday, August 31, 2017

আপনি কি আপনার সিমের নাম্বার ভুলে গেছেন তাহলে এই পোস্ট আপনার জন্য

বিডি টিপ্স টেকে আপনাদের স্বাগতম।আমরা সাধারন ভিবিন্ন অফার পাওয়ার জন্য অনেকগুলো সিম ইউস করি।আমারো নিজের আটটি সিম আছে।কিন্তু আপনার পক্ষে হয়তো এতগুলি নাম্বার মুখস্ত রাখা সম্ভব নয়।আজ আমি আপনাদের সাথে সব অপেরেটেরের কোড গুলি শেয়ার করবো

জিপি সিম থেকে:-*​111*8*2# অথবা *২#

রবি ইউসারা ডায়াল করুন:-*140*​2*4# *
বাংলালিংক ইউসারা:-*511*2#​
এয়ারটেল ইউসারা:-*121*​6*3#
টেলিটক ইউসারা:-tar লিখে ২২২ নাম্বারে(চার্জ কাটবে)
সিটিসেল ইউসারা:-MDN লিখে ৭৬৭৮নাম্বারে।

পোস্টটি ভাললাগলে শেয়ার কমেন্ট করতে ভুলবেননা।
Read More »

Saturday, July 29, 2017

টাইগার-ভক্তদের মেনে চলা অদ্ভুত ৭ কুসংস্কার

মাঠে খেলে এগারোটা টাইগার, আর গ্যালারী থেকে শুরু করে সারা দেশজুড়ে নিরন্তর সমর্থন দিয়ে যায় অসংখ্য টাইগার-ভক্তদলের স্বার্থে, টাইগাররা যেন একটু ভালো খেলে, সেজন্য তাদের অনেকেই মেনে চলেন বিচিত্র সব কুসংস্কার
বাংলাদেশ ক্রিকেট টীম
bd cricket team

চলুন দেখে আসি তেমন কিছু কুসংস্কারঃ

বাংলাদেশ ব্যাটিংয়ে থাকলে কেউ কেউ নড়া-চড়া বন্ধ করে দেনপুরো ব্যাটিংয়ের সময় একচুল নড়েন নানড়লেই নাকি উইকেট পড়ে! তারচেয়ে বরং পাথরের মত বসে থাকাই ভালো!

এই ব্যাপারটা ঘটে সচরাচর মায়েদের সাথেখেলা শুরুর সাথে সাথে তারা বসে যান জায়নামাজে, খেলা চলাকালীন পুরো সময়টা আকুল হয়ে প্রার্থনা করেন সৃষ্টিকর্তার দরবারেমাঠে খেলতে থাকা এগারোটা সন্তানের জন্য এছাড়া আর কি-ই বা করতে পারেন মমতাময়ী মা!

এমন একজনকে চিনি, যিনি বাংলাদেশ ফিল্ডিংয়ে নামলে একটু পর পর নিয়ম করে বাথরুমে যান! কারন তিনি বাথরুমে গেলেই নাকি বিপক্ষ দলের উইকেট পড়ে!

কিছু কিছু অভাগা টাইগার ফ্যান তো বন্ধুদের গঞ্জনার চোটে স্টেডিয়াম বা টিভির ধারে কাছে ঘেঁষতেই পারেন নাতাদের বন্ধুদের দাবী, তারা খেলা দেখলেই বাংলাদেশের উইকেট পড়ে! সুতরাং তাদের খেলা দেখা নিষেধ!

একজনকে চিনি, খেলা চলাকালীন সময়ে ফ্লোরে উপুড় হয়ে একটা বিচিত্র ভঙ্গিতে শুয়ে থাকেন, সেভাবেই খেলা দেখেন পুরো সময়কনকনে শীতেও ঠাণ্ডা ফ্লোরে শুয়ে খেলা দেখেন তিনিএতে নাকি বাংলাদেশ ভালো খেলে!

একজনকে চিনি, খেলা চলাকালীন একেবারে বোবা হয়ে যানপেটে বোমা মারলেও একেবারে চুপ! একদিন নাকি খেলার সময় কনফিডেন্টলি বলেছিলেন, বাংলাদেশ জিতবেসেদিন বাংলাদেশ হেরে গিয়েছিল শোচনীয়ভাবেতারপর থেকে খেলা হলেই তিনি বোবা!

শেষ করবো একজন অন্ধ সমর্থকের পাগলামি দিয়ে২০১২ সালে এশিয়া কাপের ফাইনালে হেরে গিয়েছিল বাংলাদেশস্টেডিয়াম থেকে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিলেন তিনিতারপর থেকে বাংলাদেশের খেলার সময় ছটফট করেন তিনি, এর-তার কাছে খবর নেন কত রান, কত উইকেট, কিন্তু নিজে একটিবারের জন্যও খেলা দেখেন নাভুলক্রমে চোখ পড়লে চোখ সরিয়ে নেন তক্ষুনিতার ধারণা, তিনি খেলা না দেখলেই ভালো খেলবে তার দল, জিতবে, কখনো হারবে না!


সমর্থকদের এমন নিঃশর্ত ভালোবাসা আর কোন দল পেয়েছে কবে.
Read More »

Friday, July 14, 2017

মাছ সমন্ধ্যে কিছু মজার তথ্য জেনে নিন

bd tips tech এ আপনাদের স্বাগতম।আশাকরি সবাই ভাল আছেন।মাছ খেতে কে না পছন্দ করে যদিও মাছের কাটা একটু বিরক্তিকর ।আজ আপনাদের মাছ সমন্ধ্যে কিছু মজার তথ্য শেয়ার করবো।কিছু কিছু তথ্য হয়তো অনেকে আগে থেকে শুনে থাকতে পারেন।তথ্যগুলি ইন্টারনেট থেকে নেওয়া



মাছ সমন্ধ্যে কিছু মজার তথ্য জেনে নিন
মাছ সমন্ধ্যে কিছু মজার তথ্য জেনে নিন
জেনে নিন অজানা কিছু মজার তথ্য!!,মাছ নিয়ে কিছু মজার তথ্য,বিজ্ঞানের কিছু মজার তথ্য,জাতীয় মাছ ইলিশের মজার কিছু তথ্,গভীর সাগরের অসাধারণ ১০ তথ্য জেনে নিন


মাছের আইশ থেকে তৈরি হইয় লিপস্টিক-বিডি টিপ্স টেক
মাছের আইশ থেকে তৈরি হইয় লিপস্টিক-বিডি টিপ্স টেক

 ১)বাজারে যেসব ব্র্যান্ডের লিপস্টিক পাওয়া তার বেশির ভাগই মাছের আইশ থেকে তৈরি।
টাইগার ফিশ-bd tips tech
টাইগার ফিশ-bd tips tech
 


২)কিছু প্রজাতির টাইগার ফিস উল্টো দিকে সাঁতার কাটতে পারে।


ফ্ল্যাট ফিস-বিডি টিপ্স টেক
ফ্ল্যাট ফিস-বিডি টিপ্স টেক


৩)কিছু প্রজাতির ফ্ল্যাট ফিস প্রিডেটর এর কাছ থেকে বাচাঁর জন্য ছদ্মবেশ ধারন করে সমুদ্রের তলায় লুকিয়ে থাকে
গোল্ড ফিস-বিডি টিপ্স টেক
গোল্ড ফিস-বিডি টিপ্স টেক




৪) গোল্ডফিশকে অন্ধকার স্থানে রাখলে এটি বর্নহীন হয়ে যায়।

৫) গোল্ডফিস অনেক বেশী রং শনাক্ত করতে পারে এমনকি ইমফ্রারেড,আলট্রা ভায়োলেট রে  শনাক্ত  করতে পারে

৬) ৩০০ প্রজাতির বিভিন্ন গোল্ডফিস আছে এবং তারা ৪০ বছরেরও বেশী বাঁচতে পারে
৭) গোল্ডফিস ১০০ডিগ্রী ফারেনহাইট থেকে শুরু করে বরফে পর্যন্ত বাঁচতে পারে
 
স্টার ফিশ-bd tips tech
স্টার ফিশ-bd tips tech

৮)স্টার ফিশের ব্রেইন নেয়,তাদের চামড়ায় কিছু কোষ আছে যেগুলি তাদের চারপাশ থেকে তথ্য সংগ্রহ করে।

৯)স্টার ফিশের শরীরে কোন রক্ত নেই সমুদ্রের পানিই রক্তের কাজ করে।
শার্ক-বিডি টিপ্স টেক
শার্ক-বিডি টিপ্স টেক


১০)পৃথীবিতে প্রতিবছর শার্ক দ্বারা ১২ জন মানুষ মানা যায়,যেখানে প্রতি ঘন্টায় মানুষ দ্বারা ১১ হাজার ৪১৭ টি শার্ক মারা যায়।
পটকা মাছ-বিডি টিপ্স টেক
পটকা মাছ-বিডি টিপ্স টেক


১১)একটি পাফার/পটকা মাছে যে পরিমান বিষ থাকে তা ত্রিশ জন মানুষ কে মারতে যথেষ্ট।

১২)বেশির ভাগ মাছই তাদের মুখ দিয়ে খাবার না খেয়ে খাবারের স্বাদ অনুভূব করতে পারে।


যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ facebook group
ফেইসবুক পেইজ facebook page
ইউটিউব চ্যানেল Youtube
Read More »

Monday, July 10, 2017

www.bdtipstech.com এ পোস্ট লিখুন আর রিচার্জ নিন মোবাইলে

bdtipstech  এ আপনাদের স্বাগতম।আশাকরি সবাই ভাল আছেন।এখন থেকে বিডি টিপ্স টেক তাদের টিউনার জন্য নিয়ে এসেছে নতুন এক চমক।এখন থেকে বিডি টিপ্স টেকে পোস্ট লিখলে প্রতি পোস্টের বিনিময়ে পাবেন ৩ টাকা করে।
win recharge on write bd tips tech
win recharge on write bd tips tech

তবে এর জন্য কিছু শর্তাবালী মেইনটেইন করতে হবে।
 ১)কপি-পেস্ট পোস্ট দিতে পারবেন কিন্তু আপনার পোস্টটির কিছু অংশ পরিবর্তন  এবং পোস্টের টাইটেল সম্পূর্ন ভিন্ন হতে হবে।
২)প্রত্যেক পোস্টে কমপক্ষ্যে একটি ছবি দিতে হবে।
৩)পোস্টগুলি ১৫০+ ওয়ার্ড হতে হবে।

৪)বিডি টিপ্স টেকে পোস্ট  লেখার নিয়মাবলী দেখুন কিভাবে লিখবেন bd tips tech/বিডি টিপ্স টেকে (এটা আতীব গুরুত্বপূর্ণ) 
৫)পোস্ট করার পূর্বে সার্চ অপশন এর মাধ্যমে দেখে নিবেন এই পোস্ট গুলি আগে করা হয়েছে কিনা।
৭)প্রতিদিন তিনটির বেশি পোস্ট করতে পারবেন না।
আপনি যদি বিডি টিপ্স টেক এর কন্ট্রিবিউটর হন তাহলে  www.bdtipstech.com থেকে যেকোনো  special service ২০% ছাড়ে এবং যেকোনো ধরনের টেক সাপোর্ট পাবেন ফ্রিতে।Our srvice proof video


কনটেস্ট শুরু হবে আগামী ০১/০৮/২০১৭ থেকে এবং
চলবে ৩১/০৮/২০১৭ পর্যন্ত।পরবর্তীতে আমরা আরো কনটেস্ট এর আয়োজন করবো।এছাড়া আপনি চাইলে আমাদের রেগুলার কনটেস্ট অংশগ্রহণ করতে পারেন জিতে নিন আপনার পুরষ্কার www.bdtipstech.com এ পোস্ট লিখে


কিভাবে বিডি টিপ্স টেকে রিচার্জ কনটেস্টে অংশগ্রহণ করবেনঃ
প্রথমে আপনাকে bd tips tech e এর sign up অপশন থেকে সকল তথ্য সঠিক ভাবে দিয়ে পূরণ করতে হবে(ফেইসবুক আইডির লিংক সহ)।
তারপর আপনাকে contact us ফ্রমের মাধ্যমে যোগাযোগ করতে হবে যে আপনি আমাদের রিচার্জ কনটেস্টে অংশগ্রহণ করতে চান।
তাহলে আপনাকে আমরা আপানাকে বিডি টিপ্স টেক থেকে ইনভাইটেশন পাঠানো হবে।

৫০টাকা  হলেই রিচার্জের জন্য আবেদন করতে পারবেন।

পরবর্তীতে যেকোনো আপডেট পাবেন আমাদের ফেইসবুক  পেইজে  বিডি টিপ্স টেক

যেধরনের পোস্ট গুলি এই কনটেস্টের আওতার বাইরে থাকবে
১)অনলাইনে আয় সম্পর্কিত যেকোনো পোস্ট।
২)ধর্মীয়/রাজনৈতিক যেকোনো পোস্ট।
যেকোনো প্রয়োজনে আমরা আছি

আমাদের ফেইসবুক গ্রুপ bd tech group
ফেইসবুক পেইজ bd tips tech
ইউটিউব চ্যানেল Youtube channel
Read More »

Friday, July 07, 2017

বিভিন্ন দেশের যেসব মজাদার খাবার আইটেম গুলি নিষিদ্দ

bd bangla blog এ স্বাগতম।নিষিদ্ধের তালিকায় শুধু বিধিনিষেধ নয়। অনেক সময় ভাল ভাল বিষয়ও নিষেধের আড়ে পড়ে। তাই বলে কি খাবারও?অবশ্যই নিষিদ্ধ হওয়ার কারন গুলিও মজাদার

বিশ্বের কয়েকটি দেশে কিছু খাবারের উপর নিষেধাজ্ঞা রয়েছে। তাই, এই তথ্যটি আপনার কাজে আসবে, বিশেষ করে যখন আপনি সেই স্থানগুলিতে ভ্রমণ করবেন।

সুস্বাদু খাবারের রেসিপি,মজাদার খাবারের রেসিপি,নাস্তার রেসিপি,সুস্বাদু জাপানি রান্না,রেসিপি বই,সহজ রান্না রেসিপি,রেসিপি নুডুলস,রেসিপি বিরিয়ানি,রেসিপি কেক,মুরগির মাংস,রান্নার রেসিপি,রেসিপি চিকেন ফ্রাই

সমুচা নিষিদ্ধ সোমালিয়ায়-বিডি টিপ্স টেক
সমুচা নিষিদ্ধ সোমালিয়ায়-বিডি টিপ্স টেক
১।সমুচা: সমুচা নিষিদ্ধ সোমালিয়ায়। এই মজাদার খাবারটি নিষিদ্ধ হওয়ার কারণটিও বেশ অদ্ভুত। সমুচার চেহারার সাথে দেশটির সন্ত্রাসী গোষ্টী আল-শাবাব’-এর চিহ্নের সঙ্গে মিলে যায়। এ কারণেই ২০১১ সালেসোমালিয়ায় এটি নিষিদ্ধ করা হয়।

টমেটো কেচাপ নিষিদ্ধ ফ্রান্সে-বিডি টিপ্স টেক
টমেটো কেচাপ নিষিদ্ধ ফ্রান্সে-বিডি টিপ্স টেক
২।টমেটোর সস: সব সুস্বাদু খাবার খাওয়ার জন্য ফ্রান্সে খাদ্যদ্রব্যগুলি পছন্দের তালিকায় সবার উপরে। খাবারের স্বাদ যাতে নষ্ট না হয়ে যায় সে কারনে ফ্রান্সের সরকার ২০১১ সালে টমেটো কেচাপ নিষিদ্ধ ঘোষণা করে। আর এটি ফ্রান্সের প্রাথমিক বিদ্যালয়ে টমেটো কেচাপ নিষিদ্ধ।


কিন্ডার জয় নিষিদ্ধ যুক্তরাষ্টে-বিডি টিপ্স টেক
কিন্ডার জয় নিষিদ্ধ যুক্তরাষ্টে-বিডি টিপ্স টেক
৩।কিন্ডার জয়: চকলেট বাচ্চাদের পছন্দের খাবার হলেও, এর বেশ কিছু স্বাস্থ্যগত ক্ষতিকর দিকও রয়েছে। বিশাল আকারের চকলেট কিন্ডার এগস নিষিদ্ধ যুক্তরাষ্ট্রে। মূলত স্বাস্থ্যগত সচেতনতার জন্যই ১৯৩৮ সালে এটি নিষিদ্ধ করা হয়। কারন সরকার মনে করে, এই বিশাল আকৃতির চকলেট বাচ্চাদের স্বাস্থ্যর জন্য বেশ ক্ষতিকর।

চুইংগাম নিষিদ্ধ সিঙ্গাপুরে-বিডি টিপ্স টেক
চুইংগাম নিষিদ্ধ সিঙ্গাপুরে-বিডি টিপ্স টেক
৪।চুইংগাম: চুইংগাম সিঙ্গাপুরে নিষিদ্ধ। কারন সিঙ্গাপুর পরিষ্কার পরিচ্ছনাতার জন্য বিখ্যাত একটি দেশ। মানুষ চুইংগাম চিবুনোর পর তা যেখানে সেখানে ফেলে পরিবেশ নোংরা করে বিধায় এটি ১৯৯২ সালে সিঙ্গাপুরে নিষিদ্ধ করা হয়।

কাঁচা দুধ নিষিদ্ধ যুক্তরাশটের কয়েকটি রাজ্যে-বিডি টিপ্স টেক
কাঁচা দুধ নিষিদ্ধ যুক্তরাশটের কয়েকটি রাজ্যে-বিডি টিপ্স টেক
৫।কাঁচা দুধ: যুক্তরাষ্ট্রের ২২টি রাজ্যে ও কানাডায় কাঁচা দুধ ও ডেইরি পণ্য বিক্রি করা নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞাটির প্রকৃত কারণ হল এই পণ্যগুলিতে উপস্থিত যেসব কীটনাশকগুলি থাকে, সেটা লিস্টারিয়াসিস, ই-কোলি এবং খাদ্য বিষক্রিয়া হতে পারে।

হ্যাগিস নিষিদ্ধ যুক্তরাষ্টে-বিডি টিপ্স টেক
হ্যাগিস নিষিদ্ধ যুক্তরাষ্টে-বিডি টিপ্স টেক
৬।হ্যাগিস: স্কটল্যান্ডের বিখ্যাত এ খাবারটি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ। এটি মূলত ভেড়ার হৃৎপিণ্ড, লিভার ও ফুসফুসের সঙ্গে বিভিন্ন মসলা মিশিয়ে তৈরি করা হয়। আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে থাকেন তাহলে আপনার অবশ্যই এটি সম্পর্কে জানা উচিত যে হ্যাগিস মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অবৈধ খাদ্য।

যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ bd tech group
ফেইসবুক পেইজ bd tips tech
ইউটিউব চ্যানেল Youtube channel
Read More »
copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status