Ads By Blogger

Friday, August 10, 2018

পেনড্রাইভ বা মেমোরি কার্ড এ ডেটা পার্টিশন করে রাখুন।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

আশা করি পরম করুণাময় আল্লাহ তায়ালার রহমতে সবাই ভাল আছেন।
আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।

আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে আপনি পেনড্রাইভ বা মেমোরি কার্ড এ ডেটা পার্টিশন করে রাখবেন।
Partition Pen drive or Memory Card

ব্যবহারকারী সুবিধামতো গুরুত্বপূর্ণ ডেটা বা সফটওয়্যারকে এক ড্রাইভে আবার সিনেমা কিংবা ভিডিও ফাইলকে আরেক ড্রাইভে রাখতে পারেন। মূলত সাজানো গোছানো থাকলে ডেটা সহজে খুঁজে পাওয়া যায়। ডেটা আদান প্রদানের জনপ্রিয় মাধ্যম ইউএসবি (USB) পেনড্রাইভে যদি পার্টিশন করা যায় কেমন হয় তাহলে? কাজের সুবিধার জন্য অনেকেই ১৬ বা ৩২ জিবি কিংবা তারও বেশি ধারণ ক্ষমতার পেনড্রাইভ ব্যবহার করেন। তাদের কাজকে আরও বেশি সুবিধাজনক করতে আলাদা পার্টিশন করে তাতে ডেটা রেখে ব্যবহার করলে কাজ আরও সাজানে গোছানো হবে।

যেভাবে পেনড্রাইভ বা মেমোরি কার্ড পার্টিশন করবেন।
প্রথমে পেনড্রাইভ বা মেমোরি কার্ড এর Properties এ যান। এখানে ফাইল সিস্টেম যদি NTFS না দেখিয়ে FAT32 দেখায় তাহলে সেটিকে ফরম্যাট করে NTFS করে দিতে হবে। এবার Disk Management এ গিয়ে ইউএসবি ড্রাইভের উপর মাউসের ডান ক্লিক করে Shrink Volume এ ক্লিক করুন। এবার নতুন পার্টিশনের জন্য যত জায়গা চান তা মেগাবাইটে লিখুন এবং Shrink বোতামে ক্লিক করুন।  এই অপশন আপনার ইউএসবি ড্রাইভে unallocated অংশ তৈরী করবে। unallocated অংশে ক্লিক করে New Simple Volume এ ক্লিক করুন । এরপর next, next ড্রাইভ লেটার সিলেক্ট এবং next এরপর finish এ ক্লিক করলে দেখবেন নতুন ড্রাইভ তৈরী হয়েছে। যাদি আপনি ড্রাইভ দুটিকে আবার একসাথে করতে চান, তবে ড্রাইভে মাউসের ডান ক্লিক করে Delete Volume এ ক্লিক করুন।

এরপরেও যদি না পারেন তবে নিচের ভিডিওটি ভালো করে দেখুন।

ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে social media তে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।

সবাইপ্রযুক্তির সাথে থাকুন।
মাতৃভাষা বাংলাই হোক প্রযুক্তির ভাষা।

যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ bd tech group
ফেইসবুক পেইজ bd tips tech
ইউটিউব চ্যানেল Youtube channel
Read More »
ads

Tuesday, June 05, 2018

মাত্র ১৪ জনকে রেফার করে জিতে নিন ব্রাজিল, আর্জেন্টিনা ও জার্মানির জার্সি। একেবারে ফ্রিতে।

আশা করি পরম করুনাময় আল্লাহ তায়ালার রহমতে সবাই ভাল আছেন। আমি ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।

MUV প্রতিষ্ঠান তাদের প্রচারের জন্য এ অফারটি দিয়েছে। এটির মাধ্যমে জার্সি ছাড়াও আরো অনেক কিছু আপনি ফ্রিতে নিতে পারবেন। এর জন্য আপনাকে পয়েন্ট জমাতে হবে।
জার্সির জন্য আপনার লাগবে ১৫০০ পয়েন্ট।
আপনি একাউন্ট খুলে এ কোডটি A3FWSU বসালে পাবেন ১০০ পয়েন্ট।
এটা আমার promotions code এর ফলে আমিও পাবো ১০০ পয়েন্ট। এরপর আপনি আপনার ১৪ জন ফেন্ডকে আপনার promotions code এর মাধ্যমে এড করলে পাবেন ১৪০০ পয়েন্ট। যা দিয়ে আপনি একটা জার্সি পেয়ে যাবেন।
১৫০০ পয়েন্ট হলে তে ক্লিক করে আপনার ঠিকানা দিবেন যে ঠিকানায় আপনার জার্সি পৌছালে আপনি পাবেন, সাথে ফোন নাম্বারও দিয়ে দিবেন।
কিভাবে একাউন্ট খুলবেন, কিভাবে জার্সি পাবেন তা নিচে Screen Shoot দিয়ে বিস্তারিত দেখানো হয়েছে।
আর জার্সি কিভাবে পাবেন তাও Screen Shoot এ লিখা আছে।
Apps টি ডাউনলোড় করতে Play store এ গিয়ে সার্চবক্স এ লিখুন MUV । অথবা নিচের লিংক এ ক্লিক করুন।
https://play.google.com/store/apps/details?id=com.muvasia.user

আমার কোডটি ব্যবহার করতে ভুলবেন না। A3FWSU



Apps টি কিছু পারমিশন চাইবে ওকে করে দিবেন। ফেনা নাম্বার দিয়ে next এ ক্লিক করুন। একটা এসএমএস আসবে কেড় ‍দিয়ে ভেরিফাই করুন।


উপরে বামে থ্রি -লাইন এ ক্লিক করুন।

Click~ Promotions

A3FWSU এ কোড টা দিয়ে ডানে ক্লিক করুন। ১০০ পয়েন্ট পাবেন।

Free Points এ ক্লিক করে বন্ধুদের invite করুন। ১৪ জনকে করলেই ১৫০০ পয়েন্ট হবে। যা ‍দিয়ে একটা জার্সি নিতে পারবেন।


যথেষ্ট পয়েন্ট হলে জার্সি বা অন্য কিছু কিনার জন্য Store এ ক্লিক করুন।
জর্সির জন্য Life Style এ ক্লিক করুন।
BUY তে ক্লিক করুন এবং আপনার ঠিকানা দিন যে ঠিকানায় আপনার জার্সি পাঠালে আপনি পাবেন সাথে ফোন নাম্বারও দিবেন।  এভার নিচের নির্দেশনা পড়ুন, কিভাবে জার্সি পাবেন তার জন্য।


আমার কোডটি ব্যবহার করতে ভুলবেন না। A3FWSU

সবাই, প্রযুক্তির সাথে থাকুন।
মাতৃভাষা বাংলাই হোক প্রযুক্তির ভাষা।
সবাইকে ধন্যবান জানাচ্ছি আমার এই টিউনটি পড়ার জন্য।
*****উপরের এই লেখাগুলি মুছে ফেলুন*****
যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ bd tech group
ফেইসবুক পেইজ bd tips tech
ইউটিউব চ্যানেল Youtube channel
Read More »

Thursday, April 05, 2018

ভিডিও বা অডিও থেকে নয়েজ দূর করুন। ছোট একটা App দিয়ে।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আশা করি পরম করুণাময় আল্লাহ তায়ালার রহমতে সবাই ভাল আছেন।
আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে আপনি ভিডিও বা অডিও থেকে নয়েজ দূর করবেন।
যারা ইউটিউবে কাজ করেন অর্থাৎ ইউটিউবে যারা ভিডিও আপলোড করেন, তাদের ভিডিওর বিশেষ একটা অংশ হচ্ছে অডিও।

অডিও যদি স্পষ্ট না হয় তবে সম্পূর্ণ ভিডিওটাই ভিতা, ভিউয়ারের কাছে ভিডিওটি গ্রহণযোগ্যতা পাবে না।  এর জন্য দরকার অডিও থেকে অনাকাঙ্খিত শব্দ দূর করা। আর আমাদের মধ্যে সবার কাছে এত দামী মাইক্রোফোন নাই যে আমাদের ভিডিওতে নয়েজ হবে না।
এ জন্য আমরা বিভিন্ন সফট্ওয়্যারের মাধ্যমে নয়েজ বা গোলমাল জাতীয় শব্দ দূর করে থাকি।
আজকে আমি এমনি একটা সফট্ওয়্যারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব যা দিয়ে আপনি অতি সহজে নয়েজ দূর করতে পারবেন।
ভিডিও থেকে নয়েজ দূর করতে ভিডিওটিকে অডিও করে নিন। তারপর অডিওটিকে ভিডিওর সাথে ভিডিও এডিটর দিয়ে যুক্ত করে দিবেন।
কিভাবে নয়েজ দূর করবেন তা নিচের ভিডিওটিতে দেখানো হয়েছে।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে social media তে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।

সবাই, প্রযুক্তির সাথে থাকুন।
মাতৃভাষা বাংলাই হোক প্রযুক্তির ভাষা।
সবাইকে ধন্যবান জানাচ্ছি আমার এই টিউনটি পড়ার জন্য।
কোন ভুল হলে ক্ষমার ‍দৃষ্টিতে দেখবেন।
আজকে এই পর্যন্ত,পরের টিউনে আবার দেখা হবে।
*****উপরের এই লেখাগুলি মুছে ফেলুন*****
যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ bd tech group
ফেইসবুক পেইজ bd tips tech
ইউটিউব চ্যানেল Youtube channel
Read More »

Monday, February 05, 2018

যেভাবে ফেসবুক পেজ/প্রোফাইল/গ্রুপ এ পিসির পর্দা + একাধিক ক্যামরা সহ লাইভে আসবেন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আশা করি পরম করুনাময় আল্লাহ তায়ালার রহমতে সবাই ভাল আছেন। আমি ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে আপনি ফেসবুক পেজ/প্রোফাইল/গ্রুপ  এ আপনার কম্পিউটারের স্কিন বা পর্দা + একাধিক ক্যামরা সহ লাইভ করবেন।
Facebook Page/Profile/Group/Enent Live

আজকাল প্রায় দেখা যায় অনেকে ফেসবুকে লাইভ আসে। কিন্তু কম্পিউটারের স্কিন কিভাবে লাইভ করবে বা একাধিক ক্যামরার সাথে কিভাবে লাইভ করবে তা অনেকে জানে না। যারা জানে না তাদের জন্য আমার আজকের এই টিউন।
তো চলুন শুরু করা যাক প্রথমে আপনি নিচের লিংকটা থেকে ‍সফটওয়্যারটি ডাউনলোড় করে নিন।
OBS Download Link : https://obsproject.com
যদি ডাউনলোড করতে না পারেন, তবে নিচের ভিডিওটি দেখুন। এবার ডাউনলোড শেষে আপনি সফটওয়্যারটি ইন্সটল করুন। ইন্সটল করার পর আপনাকে কি কি করতে হবে তা অতি সুন্দর এবং সহজ ভাবে নিচের ভিডিওতে দেখানো হয়েছে। আসলে সবকিছু তো আর লিখে বুঝানো সম্ভভ নয়।
আপনি শুধু স্টেপ বাই স্টেপ কাজ গুলো সম্পূর্ণ করুন।
ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন।
ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে social media তে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
সবাই, প্রযুক্তির সাথে থাকুন।
মাতৃভাষা বাংলাই হোক প্রযুক্তির ভাষা।
সবাইকে ধন্যবান জানাচ্ছি আমার এই টিউনটি পড়ার জন্য।
আজকে এই পর্যন্ত, পরের টিউনে আবার দেখা হবে।
আল্লাহ হাফেজ।
যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ bd tech group
ফেইসবুক পেইজ bd tips tech
ইউটিউব চ্যানেল Youtube channel
Read More »

পিসিকে সচল রাখতে যেসব পদক্ষেপ এখনি নিতে হবে

কম্পিউটার ব্যবহার করতে করতে প্রায়ই আমাদের বিভিন্ন ঝামেলায় পড়তে হয়। স্লো হয়ে যাওয়া, হ্যাং করা, ভাইরাসের আক্রমন ইত্যাদি সমস্যার সাথে মোটামুটি সবাই পরিচিত। হাই কনফিগারেশন এর পিসিতেও এই সমস্যাগুলো হতে পারে। এ সকল কারনে অনেক সময় গুরুত্বপূর্ন কাজের ব্যঘাত ঘটে। তবে একটু সচেতন হলেই এই ব্যপারগুলো সহজেই এড়িয়ে চলা যায়।
Slow pc
আপনার পিসিকে দ্রুতগতি সম্পন্ন এবং ঝামেলামুক্ত করতে কয়েকটি ফ্রী টুলস এবং টিপস নিয়েই এই টিউন।

ভাইরাস, স্পাইওয়্যার থেকে সুরক্ষা

অনেকেই মনে করে এন্টিভাইরাস ইন্সটল করলে পিসি স্লো হয়ে যায়। কিন্তু ভাইরাস এবং স্পাইওয়্যার আপনার পিসিকে আরও বেশি স্লো করে দিতে পারে। এমনকি আপনার গুরুত্বপূর্ন তথ্যও মুছে ফেলতে পারে। এ জন্য আপনার পিসিতে যে কোন ভাল একটি এন্টিভাইরাসের লেটেস্ট ভার্সন ইন্সটল করে নিয়মিত আপডেট করা উচিত। সাথে সাথে একটি এন্টিস্পাইওয়্যারও ব্যবহার করা উচিত।

নূন্যতম সফটওয়্যার ব্যবহার

অধিক সফটওয়্যার এর ব্যবহার আপনার পিসিকে যথেস্ট স্লো করে দিতে পারে। প্রতিটি সফটওয়্যার ইন্সটল করার সাথে সাথে এটি রেজিস্ট্রিতে এন্ট্রি প্রবেশ করায়। আর রেজিস্ট্রির এইসব এন্ট্রি যত বাড়তে থাকে পিসিও তত স্লো হতে থাকে। তাই চেস্টা করা উচিত যত কম সংখ্যক সফটওয়্যার ব্যবহার করা যায়। আরেকটি ভাল সমাধান হল পোর্টেবল সফটওয়্যার ব্যবহার করা। পোর্টেবল সফটওয়্যার ইন্সটল করার প্রয়োজন হয় না। তাই রেজিস্ট্রি পরিস্কার থাকে।

স্টার্টআপ প্রোগ্রাম ডিজেবল করা

আপনার পিসি স্টার্ট হওয়ার সাথে সাথে কিছু কিছু সফটওয়্যারও অটো স্টার্ট হয়। এতে করে বুটআপ স্লো হয়ে যায়। স্টার্টআপ পরিস্কার করার জন্য Start মেনুতে গিয়ে Run এ ক্লিক করুন। এরপর MsConfig লিখে এন্টার চাপুন। একটি উইন্ডো ওপেন হবে। সেখান থেকে Startup ট্যাব এ ক্লিক করুন। এখানে যেই প্রোগ্রামগুলোতে টিক চিহ্ন দেয়া আছে সেগুলো আপনার পিসি স্টার্ট হওয়ার সময় অটো স্টার্ট হয়। এখান থেকে যে সফটওয়্যারগুলো প্রয়োজন নেই সেগুলো থেকে টিক চিহ্ন তুলে দিয়ে Ok করুন। তবে খেয়াল রাখবেন আপনার সিস্টেম এর কোন প্রোগ্রাম থেকে যেন টিক চিহ্ন তুলে না দেন। এরপর পিসি রিস্টার্ট করুন।

টেমপোরারি ফাইল, কুকি এবং রেজিস্ট্রি পরিস্কার

কম্পিউটারে বিভিন্ন কাজ করার সময় এবং সফটওয়্যার ইন্সটল করলে টেমপোরারি ফাইল জমা হয়। এই ফাইল গুলো একেবারেই অপ্রয়োজনীয়। টেমপোরারি ফাইল ডিলিট করার জন্য Start Menu থেকে Run এ গিয়ে লিখুন %temp% তারপর এন্টার চাপলে টেপোরারি ফাইলগুলো দেখা যাবে। এবার কি বোর্ড থেকে Ctrl+A চেপে সবগুলো ফাইল সিলেক্ট করে Shift+Delete চেপে ডিলিট করে দিন।
ইন্টারনেট ব্রাউজ করার সময় বিভিন্ন ওয়েব সাইট আপনার পিসিতে কুকি জমা করে। যার মধ্যে বেশির ভাগই অপ্রয়োজনীয় এবং পিসিকে স্লো করে ফেলে। কুকি ডিলিট করার জন্য ফায়ারফক্স ব্রাউজার থেকে টুলস এ ক্লিক করুন। তারপর অপশনস এ ক্লিক করে যে উইন্ডো ওপেন হবে সেখান থেকে প্রাইভেসি ট্যাব এ ক্লিক করুন। এবার ক্লিয়ার নাও বাটন এ ক্লিক করে কুকি সিলেক্ট করে “ক্লিয়ার প্রাইভেট ডাটা নাও” বাটনে ক্লিক করলে কুকি ডিলিট হয়ে যাবে। আর আপনি যদি অন্য কোন ব্রাউজার ব্যবহার করে থাকেন তাহলে ফায়ারফক্স ট্রাই করে দেখুন। এটি নিরাপদ, সহজ এবং দ্রুতগতি সম্পন্ন।
রেজিস্ট্রি পরিস্কার করার জন্য Registry Fix আথবা Registry Easy ব্যবহার করতে পারেন।

একাধিক ম্যাসেঞ্জার বর্জন করুন

অনেকেই তাদের পিসিতে ইয়াহু ম্যাসেঞ্জার, গুগল টক, এমএসএন ম্যাসেঞ্জার ইত্যাদি একসাথে ইন্সটল করে রাখে। এগুলোও পিসিকে স্লো করে ফেলে। এতগুলো সফটওয়্যার এর কাজ আপনি একটি সফটওয়্যার দিয়েই করতে পারেন। এর জন্য PidGin অথবা Digsby ব্যবহার করুন।

ডেস্কটপে কম আইকন ব্যবহার

ডেস্কটপ ভর্তি আইকন আপনার পিসির স্টার্টআপ এবং অন্যান্য কার্যক্রম ধীরগতির করে দিতে পারে। তাই ডেস্কটপে প্রয়োজনীয় ২-৩টি আইকন এর বেশি রাখা উচিত নয়। প্রোগ্রামগুলো সরাসরি স্টার্ট মেনু থেকে ব্যবহার করুন অথবা Launchy ব্যবহার করে দেখতে পারেন।

অপ্রয়োজনীয় ফন্ট এবং সফটওয়্যার আনইন্সটল

অপ্রয়োজনীয় ফন্ট এবং সফটওয়্যার আনইন্সটল করে ফেলা উচিত। পিসি স্টার্ট হওয়ার সময় ফন্টগুলো লোড হয়। ফলে স্টার্টআপ ধীরগতির হয়ে যায়। ফন্ট আনইন্সটল করার জন্য Control Panel থেকে Font ফোল্ডারে গিয়ে অপ্রয়োজনীয় ফন্টগুলো ডিলিট করে দিন।
এই কৌশলগুলো প্রয়োগ করলে আশা করি আপনার কম্পিউটার হয়ে উঠবে আরও গতিশীল এবং ঝামেলামুক্ত। এছাড়াও আপনি চাইলে নিচের ভিডিও দু’টি দেখতে পারেন, কৌশলগুলো ছাড়াও আরো অনেক টিপস ভিডিওতে দেখানো হয়েছে।
১ম ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন।

ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে social media তে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
২য় ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন।

ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে social media তে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
সবাই, প্রযুক্তির সাথে থাকুন।
মাতৃভাষা বাংলাই হোক প্রযুক্তির ভাষা।
সবাইকে ধন্যবান জানাচ্ছি আমার এই টিউনটি পড়ার জন্য।
আজকে এই পর্যন্ত, পরের টিউনে আবার দেখা হবে।
আল্লাহ হাফেজ।
যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ bd tech group
ফেইসবুক পেইজ bd tips tech
ইউটিউব চ্যানেল Youtube channel
Read More »

Monday, October 24, 2016

easily lock folder without software

(true online tips)welcome to true online tips.do u have improtant file you should lock this file.now you can lock folder without any software.just follow instruction:

 
easily lock folder without software
easily lock folder without software
1. Open Notepad and Copy code given below into it.

cls
@ECHO OFF
title true online tips
if EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" goto UNLOCK
if NOT EXIST MyFolder goto MDMyFolder
:CONFIRM
echo Are you sure to lock this folder? (Y/N)
set/p "cho=>"
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.
goto CONFIRM
:LOCK
ren MyFolder "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
echo Folder locked
goto End
:UNLOCK
echo Enter password to Unlock Your Secure Folder
set/p "pass=>"
if NOT %pass%== trueonlinetips  goto FAIL
attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
ren "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" MyFolder
echo Folder Unlocked successfully
goto End
:FAIL
echo Invalid password
goto end
:MDMyFolder
md MyFolder
echo MyFolder created successfully
goto End
:End

more tricks for you:
easily Create Undeletable And Unrenamable Folder                    

   2. Save the notepad file as lock.bat (.bat is must)

   3. Now double click on lock.bat and a new folder will be created with name MyFolder

   4. Copy all your data you want to protect in that New folder
   5. Now double click on lock.bat and when command promp appears Type Y and press enter.

   6. Now MyFolder will be hidden from you view, to access that folde double click on lock.bat

   7. It will ask for password enter your password and done. (Default password is trueonlinetips).
hope that you are enjoying this tips.don,t forget share and comment.
Read More »

easily Create Undeletable And Unrenamable Folders


(bd tips tech)welcome to true online tips.today I will show how to create Undeletable And Unrenamable Folders.Go to Start and then Click on Run
Type cmd & hit enter (To open Command Prompt )
easily  Create Undeletable And Unrenamable Folders
easily  Create Undeletable And Unrenamable Folders
Remember you cannot create Undeletable & unrenamable folder in your root directory (i.e. where the windows is installed) That means you can't make this kind of folder in C: drive if you installed windows on C:
Type D: or E: and hit enter
Type md con\ and hit enter (md - make directory)
You may use other words such as aux, lpt1, lpt2, lpt3 up to lpt9 instead of con in above step.
Open that directory, you will see the folder created of name con.
Try to delete that folder or rename that folder windows will show the error message.
How to delete that folder ?

how to delete:
It is not possible to delete that folder manually but you can delete this folder by another way mentioned below.

Open Command Prompt
Type D: ( if u created this type of folder in D: drive) & hit enter
Type rd con\ (rd - remove directory)
Open that directory and the folder will not appear because it is removed.
Read More »
copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status