Ads By Blogger

Sunday, July 22, 2018

আসুন জেনে নিই পৃথিবীর প্রথম ব্যক্তি সমন্ধে যিনি এইচআইভি থেকে আরোগ্য লাভ করেছেন

স্বাগতম বিডি টিপস টেকে ।আজ আপনাদের সাথে একজন মানুষের সমন্ধ্যে আলোচনা করবো যে টিমোথি রে ব্রাউন পৃথিবীর প্রথম ব্যক্তি যিনি এইচআইভি থেকে আরোগ্য লাভ করেছেন তার শরীরে লিউকেমিয়া বিকশিত হওয়ার 11 বছর আগেই তিনি ভাইরাসটি বহন করেছিলেন ।যখন যখন তার অস্থিমজ্জা ট্রানন্সপ্লেন্ট করা হয় ,তখন নাটকিয় ভাবে তার শরীর থেকে এইচআইভি ভাইরাস অদৃশ্য হয়ে গেছে মেডিকেল সায়েন্সটিস্টরা কয়েক বছর ওর রক্ত  পরীক্ষার করেও এর কারন বের  করতে পারিনি .
টিমোথি রে ব্রাউন-bd tips tech
টিমোথি রে ব্রাউন-bd tips tech
 
টিমোথি রে ব্রাউন একজন এমেরিকানবাসী এবং প্রথম এইচআইভি থেকে পরিত্রান পাওয়া ব্যাক্তি। 1995 সালে বার্লিনে পড়াশোনা করার সময় ব্রাউনএর শরীরে এইচআইভি ধরা পড়ে জার্মানির ডাক্তার রা তাকে বার্লিন পেশেন্ট নাম দেন।



007 সালে, ব্রাউন, যিনি এইচআইভি পজিটিভ হিসাবে নিষ্ক্রিয় ছিলেন, লিউকেমিয়া রোগের চিকিৎসার জন্য হ্যাটটোপোইটিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন নামে পরিচিত একটি চিকিৎসা গ্রহণ করেন মিউটেশনের স্বেচ্ছাসেবী দাতাদের কাছ থেকে, বার্লিনের ডাক্তাররা [CCR5] -Δ32 স্বতঃস্ফূর্ত ব্যক্তিকে একটি বিরল ধরনের দুটি জেনেটিক কপি দিয়ে নির্বাচিত করেছিলেনদাতা কোষের এই জেনেটিক বৈশিষ্ট্যটি এইচআইভি সংক্রমনএর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে প্রতিবছর এই প্রক্রিয়াটি  রিপিট করা হইয় । প্রাথমিক প্রতিস্থাপনের তিন বছর পর এবং এন্টিরেট্রোভাইরাল থেরাপির বিরতি সত্ত্বেও, গবেষকরা আবিষ্কার করেন যে ট্রান্সপ্ল্যান্ট প্রাপকের রক্তে এইচআইভি নেই এইচআইভি-নির্দিষ্ট অ্যান্টিবডিগুলির মাত্রাও হ্রাস পেয়েছে, এর ফলে ধারণা করা হয় যে রোগীর কার্যকরী এইচআইভি আরোগ্য লাভ হয়েছে যাইহোক, বিজ্ঞানীরা জোর দিয়ে বলেন যে এটি একটি অস্বাভাবিক ঘটনা যা সব সময় ঘটে না সম্ভাব্য মারাত্মক ট্রান্সপ্ল্যান্ট জটিলতাগুলি বোঝায় যে এইচআইভি সংক্রমণের অন্য কোথাও কার্যকরী হতে পারে না, এমনকি যদি যথেষ্ট সংখ্যক উপযুক্ত দাতারা পাওয়া যায়

তবে যাই হোক  টিমোথি রে ব্রাউন আরোগ্য লাভ করেছেন স্টেম সেল এর অস্বাভাবিক প্রকৃতির কারনে । টিমোথি রে ব্রাউন ছাড়াও আরো ছয়জন আছে যারা এইচআইভি থেকে মুক্তি পেয়েছেন  স্টেম সেল ট্রান্সপ্লান্টেশেন পর ।যাই এটিকে  এইচআইভি বিরুদ্ধে মেডিকেল সায়েন্সের যুগান্তকারী আবিষ্কার মনে করা  হয়।
 

যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ facebook group
ফেইসবুক পেইজ facebook page
ইউটিউব চ্যানেল Youtube
Read More »
ads

Thursday, May 17, 2018

Technology তে আমাদের কিছু ভুল ধারণা


মোবাইল ফোন ব্যবহার, কম্পিউটার ঠিকভাবে ব্যবহার ইত্যাদি নানা বিষয়ে সর্বত্রই বহু ভুল ধারণা প্রচলিত রয়েছে। এ লেখায় রয়েছে তেমন কয়েকটি ভুল ধারণা বিষয়ে তথ্য।

১. সারা রাত চার্জে ব্যাটারি নষ্ট: অনেকেই মনে করে, মোবাইল ফোন সারা রাত চার্জে দিয়ে রাখলে তাতে ব্যাটারি নষ্ট হয়। ব্যাপরটি মোটেও ঠিক নয়। আসল কথা হলো, মোবাইল ফোনে অতিরিক্ত চার্জ প্রতিরোধক ব্যবস্থা থাকে। একই বিষয় ল্যাপটপের ক্ষেত্রেও প্রযোজ্য। তবে এতে ব্যাটারি নষ্ট না হলেও চার্জারটি বিদ্যুৎ লাইনে সংযুক্ত থাকায় বিদ্যুৎ বিল কিছু বাড়তে পারে।

২. থার্ড পার্টি চার্জার বাদ: মোবাইল ফোন নির্মাতারা ফোনের সঙ্গে যে চার্জার দেয় তা ভিন্ন অন্য চার্জার ব্যবহার করতে নিষেধ করে। কিন্তু অন্য চার্জার ব্যবহার করলে যে ক্ষতি হয় তা কিন্তু নয়। চার্জার হারিয়ে গেলে বা সমস্যা হলে অনেকেই উচ্চমূল্যের চার্জার কিনতে চায় না। এ ক্ষেত্রে ইচ্ছা করলে অন্য চার্জারও ব্যবহার করা যায়। তবে দেখা উচিত চার্জারটি মানসম্মত ব্র্যান্ডের এবং সঠিক মডেলের কি না।
এটিও পড়ুনজোয়ার ভাটা কি এবং কেন হয়?
৩. গ্যাজেট বাইরে রাখায় ক্ষতি নেই: অনেকের ধারণা, প্রচণ্ড গরম, ঠাণ্ডা কিংবা আবহাওয়ার প্রভাবে মোবাইল ফোন কিংবা অনুরূপ যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়। এমনকি অতিরিক্ত গরমে লিথিয়াম ব্যাটারি বিস্ফোরিত হতে পারে। তাই সহনীয় তাপমাত্রায় গ্যাজেট রাখা উচিত। এ বিষয়ে ম্যানুয়ালেও বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

৪. চার্জ দেওয়ার আগে ব্যাটারি চার্জশূন্য করা উচিত: অতীতে নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি ব্যবহৃত হতো, যেগুলোতে মেমোরি এফেক্ট' ছিল এবং সম্পূর্ণ চার্জ শেষ করা সেগুলোর জন্য ভালো। কিন্তু এখন মোবাইল ফোনে লিথিয়াম ব্যাটারি ব্যবহৃত হয়। সম্পূর্ণ চার্জ শেষ করা এবং পূর্ণ চার্জ করা এসব ব্যাটারির জন্য ক্ষতিকর। লিথিয়াম ব্যাটারিতে চার্জ ৪০ থেকে ৮০ শতাংশের মধ্যে রাখা সবচেয়ে ভালো।

এটিও পড়ুন ধানের খেত থেকে বিদ্যুৎ উৎপাদন

৫. রাতে কম্পিউটার শাট ডাউন: অতীতে যখন কম্পিউটার অত্যন্ত জটিল যন্ত্র হিসেবে পরিচিত ছিল তখন থেকে এ ধারণা প্রচলিত রয়েছে। কিন্তু এখন কম্পিউটারের যন্ত্রপাতি যথেষ্ট উন্নত হয়েছে এবং তা ঠাণ্ডা করার জন্য বন্ধ রাখার প্রয়োজন হয় না। এটা ঠিক যে কম্পিউটার বেশিক্ষণ চালালে বিদ্যুৎ বিল বাড়তে পারে কিন্তু তাতে যন্ত্রটি যে নষ্ট হয়ে যাবে তা নয়। রাতে প্রয়োজনে ভাইরাস স্ক্যান, তথ্য ব্যাকআপ, আপডেট ইত্যাদি করা সম্ভব।

৬. বেশি মানেই ভালো: কম্পিউটারে প্রসেসরের গতি, হার্ড ডিস্ক, মেমোরি ইত্যাদির জন্য নানা সংখ্যা রয়েছে। এ সংখ্যাগুলো বেশি হলেই যে তা ভালো কম্পিউটার, তা নয়। যেমন এক টেরাবাইট ধারণক্ষমতার সাধারণ হার্ড ডিস্কের তুলনায় ২৫৬ গিগাবাইট সলিড স্টেট হার্ড ডিস্ক বেশি গতিশীল ও নির্ভরযোগ্য। যদিও এক টেরাবাইটের তথ্য ধারণক্ষমতা বেশি, যা সবার প্রয়োজন হবে না।

৭. প্রাইভেট ব্রাউজিং: এখন বহু ব্রাউজারেই রয়েছে প্রাইভেট ব্রাউজিং মোড। এতে ব্রাউজিং করলে তার কোনো তথ্য সংরক্ষিত হবে না- এমনটাই ধারণা অনেক ব্যবহারকারীর। কিন্তু অনলাইনে গোপন কিছুর আশা করা নিতান্তই দুরাশা। বাস্তবে ইন্টারনেট সেবা সরবরাহকারীদের কাছে এ তথ্য থেকে যায়, যা পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংগ্রহ করতে পারে।আশাকরি আপনাদের কথা গুলো আপনাদের উপকারে আসবে।
Read More »

Friday, July 14, 2017

মাছ সমন্ধ্যে কিছু মজার তথ্য জেনে নিন

bd tips tech এ আপনাদের স্বাগতম।আশাকরি সবাই ভাল আছেন।মাছ খেতে কে না পছন্দ করে যদিও মাছের কাটা একটু বিরক্তিকর ।আজ আপনাদের মাছ সমন্ধ্যে কিছু মজার তথ্য শেয়ার করবো।কিছু কিছু তথ্য হয়তো অনেকে আগে থেকে শুনে থাকতে পারেন।তথ্যগুলি ইন্টারনেট থেকে নেওয়া



মাছ সমন্ধ্যে কিছু মজার তথ্য জেনে নিন
মাছ সমন্ধ্যে কিছু মজার তথ্য জেনে নিন
জেনে নিন অজানা কিছু মজার তথ্য!!,মাছ নিয়ে কিছু মজার তথ্য,বিজ্ঞানের কিছু মজার তথ্য,জাতীয় মাছ ইলিশের মজার কিছু তথ্,গভীর সাগরের অসাধারণ ১০ তথ্য জেনে নিন


মাছের আইশ থেকে তৈরি হইয় লিপস্টিক-বিডি টিপ্স টেক
মাছের আইশ থেকে তৈরি হইয় লিপস্টিক-বিডি টিপ্স টেক

 ১)বাজারে যেসব ব্র্যান্ডের লিপস্টিক পাওয়া তার বেশির ভাগই মাছের আইশ থেকে তৈরি।
টাইগার ফিশ-bd tips tech
টাইগার ফিশ-bd tips tech
 


২)কিছু প্রজাতির টাইগার ফিস উল্টো দিকে সাঁতার কাটতে পারে।


ফ্ল্যাট ফিস-বিডি টিপ্স টেক
ফ্ল্যাট ফিস-বিডি টিপ্স টেক


৩)কিছু প্রজাতির ফ্ল্যাট ফিস প্রিডেটর এর কাছ থেকে বাচাঁর জন্য ছদ্মবেশ ধারন করে সমুদ্রের তলায় লুকিয়ে থাকে
গোল্ড ফিস-বিডি টিপ্স টেক
গোল্ড ফিস-বিডি টিপ্স টেক




৪) গোল্ডফিশকে অন্ধকার স্থানে রাখলে এটি বর্নহীন হয়ে যায়।

৫) গোল্ডফিস অনেক বেশী রং শনাক্ত করতে পারে এমনকি ইমফ্রারেড,আলট্রা ভায়োলেট রে  শনাক্ত  করতে পারে

৬) ৩০০ প্রজাতির বিভিন্ন গোল্ডফিস আছে এবং তারা ৪০ বছরেরও বেশী বাঁচতে পারে
৭) গোল্ডফিস ১০০ডিগ্রী ফারেনহাইট থেকে শুরু করে বরফে পর্যন্ত বাঁচতে পারে
 
স্টার ফিশ-bd tips tech
স্টার ফিশ-bd tips tech

৮)স্টার ফিশের ব্রেইন নেয়,তাদের চামড়ায় কিছু কোষ আছে যেগুলি তাদের চারপাশ থেকে তথ্য সংগ্রহ করে।

৯)স্টার ফিশের শরীরে কোন রক্ত নেই সমুদ্রের পানিই রক্তের কাজ করে।
শার্ক-বিডি টিপ্স টেক
শার্ক-বিডি টিপ্স টেক


১০)পৃথীবিতে প্রতিবছর শার্ক দ্বারা ১২ জন মানুষ মানা যায়,যেখানে প্রতি ঘন্টায় মানুষ দ্বারা ১১ হাজার ৪১৭ টি শার্ক মারা যায়।
পটকা মাছ-বিডি টিপ্স টেক
পটকা মাছ-বিডি টিপ্স টেক


১১)একটি পাফার/পটকা মাছে যে পরিমান বিষ থাকে তা ত্রিশ জন মানুষ কে মারতে যথেষ্ট।

১২)বেশির ভাগ মাছই তাদের মুখ দিয়ে খাবার না খেয়ে খাবারের স্বাদ অনুভূব করতে পারে।


যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ facebook group
ফেইসবুক পেইজ facebook page
ইউটিউব চ্যানেল Youtube
Read More »

Saturday, June 10, 2017

গোল্ডফিস নিয়ে কিছু মজার মজার তথ্য,মিস করছেন না তো!!!

bd tips tech এ আপনাদের স্বাগতম।আশাকরি সবাই ভাল আছেন।আজ আপনাদের গোল্ড ফিশ সমন্ধ্যে কিছু মজার তথ্য শেয়ার করবো।
গোল্ড ফিস-বিডি টিপ্স টেক
গোল্ড ফিস-বিডি টিপ্স টেক
 জেনে নিন অজানা কিছু মজার তথ্য!!,মাছ নিয়ে কিছু মজার তথ্য,বিজ্ঞানের কিছু মজার তথ্য,জাতীয় মাছ ইলিশের মজার কিছু তথ্,গভীর সাগরের অসাধারণ ১০ তথ্য জেনে নিন

)ফিসটাকে আপনিই দিচ্ছেন তো খাবার নিয়মিত,তাহলে জেনে রাখুন,সে আপনার চেহারা সহজে শনাক্ত করতে পারে
) আপনি হয়তো কোন কিছুর প্রতি ৮সেকেন্ড মনোযোগ রাখতে পারেন যেখানে গোল্ডফিস সেকেন্ড রাখতে পারে, কারণ,তার আপনার মতো স্মার্টফোন নেয় https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/f9f/1/16/1f61b.png😝

)আপনার চেয়ে আপনার অ্যাকুরিয়ামের গোল্ডফিসটি অনেক বেশী রং শনাক্ত করতে পারে এমনকি ইমফ্রারেড,আলট্রা ভায়োলেট রে শনাক্ত করতে পারে

)গোল্ডফিস খাবার আর ঝগড়ার সময় শব্দ করে,যদিও আপনি শোনতে পান না
৫)গোল্ডফিশকে অন্ধকার স্থানে রাখলে এটি বর্নহীন হয়ে যায়।

)গোল্ডফিস ১০০ডিগ্রী ফারেনহাইট থেকে শুরু করে বরফে পর্যন্ত বাঁচতে পারে

)হাত দিয়ে দেখুননা,আস্ত হাত খেয়ে ফেলবে,তাদের মুখ দিয়ে ঢোকে এমন সাইজের মাছ এমনকি নিজের জাতের মাছ আস্ত খেয়ে ফেলে

)৩০০ প্রজাতির বিভিন্ন গোল্ডফিস আছে এবং তারা ৪০ বছরেরও বেশী বাঁচতে পারে

)যদি দাবি করেন সবচেয়ে বড় গোল্ডফিসটি আপনি দেখেছেন,তাহলে মনে করে দেখুন সেটি একটি বিড়ালের সাইজের সমান(১৮.inchi) ছিল কিনা

১০)গোল্ডফিসের পাকস্থলী নেয়,একটি লম্বা লাইন পাকস্থলী এবং অন্ত্রের কাজ করে
১১)নেত্রপল্লব না থাকার কারনে গোল্ডফিস তার চোখ বন্ধ করতে পারে না ।
 

যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ facebook group
ফেইসবুক পেইজ facebook page
ইউটিউব চ্যানেল Youtube
Read More »
copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status