Ads By Blogger

Sunday, June 14, 2015

বাড়ি বসেই বড়লোক Part 9


স্বাগতম বন্ধুরা, অনেকের বিভিন্ন সাইটে যে সকল সমস্যার মুখোমুখি হোন, আমার পোষ্ট আসলে তাদের ঔষধ।
যাদের MB নিয়ে সমস্যা তারা Airtel এ 1 gb 3g  নিতে পারেন ৭১ টাকা দিয়ে অথবা 151 টাকা দিয়ে। প্রথমেই ডায়াল করুন *222*5# আপনার অফার জানতে সেখানে যা বলবে সেই অনুযায়ী ডেটা প্যাক একটিভ করুন। সরাসরি Airtel কাষ্টমার কেয়ার নাম্বার: 01678600786
যাক এবার শুরু করি
jempol
যাদের একাউন্ট নাই এখানে ক্লিক করে রেজিষ্ট্রেশন করুন >>  Click here
এবার Register এ ক্লিক করুন:
traficmonson (2)
এখানে খুবই সাবধানে সবগুলো ঘর পূরণ করবেন…. একবারে রেজিষ্টার করতে না পারলে আপনার আইপি দিয়ে আর করতে পারবেন না। তা্ই নিচের ছবিটি ফলো করেন >> Enroller’s name: sanjit ds রাখবেন না হলে আপনার এনরোলার তারাই হয়ে যাবে….
traficmonson (3)
নিচের অংশের চিত্র। সব ইমেইল এর ঘরে আপনার ইমেইলটাই দিবেন……ক্যাপটা টাইপ করে Procced দিন।
traficmonson (4)
আপনার ইমেইল চেক করে একটিভেশন লিংকে ক্লিক করে ভেরিফািই করুন। তারপর লগ ইন করতে Loin  ক্লিক করুন
traficmonson (5)
আপনার একাউন্ট ব্লক হওয়ার মূল কারন এখানেই……….. আপনি যদি ৩ বার ভূল ক্যাপচা টাইপ করে লগ ইন করার চেস্টা করেন তবে আপনার একাউন্ট ব্লকড: মাঝে মাঝে একই আইপি ব্যবহার করলে ব্লক হতে পারে কিন্তু সেটা খুলে দিবে কিন্তু ভূল কেপচা দিলে আপনি শেষ……
traficmonson (14)
লগ ইন হওয়ার পর এই রকম ছবি আসবে তাতে Back to Dashboard এ ক্লিক করবেন
traficmonson (7)
রেজিস্ট্রেশনের প্রথম দিন আপনি কোন এড লিংক হয়তো পাবেন না। আপনাকে 10 টি এড সার্ফ করতে হবে মাত্র 4 মিনিট লাগবে এবার Surf এ ক্লিক করুন:
traficmonson (8)
এখানে এড লোড হয়ে নিচের ছবির মত আসবে… 10টি এড এ 10 রকম ছবি আসবে যে ছবি দুটি একই রকম এবং সেই দুটির মথ্যে যেটা বড় সেটাতে ক্লিক করবেন…………
traficmonson (9)
ছবিতে ক্লিক করার পর এই রকম পেজ আসবে আপনি পরের এডটি দেখতে Next site এ ক্লিক করবেন…..
traficmonson (10)
আপনি কয়টা এড এ ক্লিক করছেন সেটা নিচে লেখা থাকবে 10 টি এড দেখা হলে Back to Account এ ক্লিক করে ডেশবোর্ডে ফিরে যাবেন। এবং পরের দিন আবার যখন ট্রাফিকমোনসোনে ঢুকবেন তখন ডেশর্বোর্ডের নিচে  দেখবেন এই রকম ছবি……
traficmonson (11)
এবার বড় এড গুলো আগে দেখবেন এখানে 0.104$ ডলারের এড আছে……. Claim  এ ক্লিক করুন। নিচের ছবির মত আসবে  বক্সে সংখ্যা টাইপ করে Cledit Click করুন……….
traficmonson (12)
এবার Back to Account এ গিয়ে আরেকটা Claim এ ক্লিক করুন……….
Thats All.
Read More »
ads

Wednesday, May 27, 2015

জেনে নিন ব্লগস্পটের Gadget locked unlocked সম্পর্কে ভিডিও টিউটোরিয়াল

আসসালামু আলাইকুম,অনেক দিন পর আপনাদের জন্য নিয়ে আসলাম একটি ভিডিও টিউটোরিয়াল,এই টিউটোরিয়াল টি দেখলে আপনি আপনার ব্লগস্পটের Layout এর Gadget গুলো লক করা এবং আনলক করা সহ অনেক কিছু শিখতে পারবেন,এবং আপনি যখন টেমপ্লেট কাষ্টমাইজ করবেন ঠিক তখন আমার এই টিউন টি আপনাকে হেল্প করবে ৫০% এ ছাড়া আপনার টেমপ্লেটের Layout হতে Attribution সহ অনেক কিছু কাজের সহায়তা করবে,এ ছাড়া Layout এর Gadget লক ও আনলক কোড গুলো কি জানতে পারবেন,আশা করি আপনার ভালাগবেই আমার এই ভিডিও টিউন টি দেখার পর
ভাল লাগলে অবশ্যই শেয়ার এবং একটি কমেন্ট করতে ভুলবেন না
সূত্রঃ VisitorTunes
Read More »

Tuesday, May 26, 2015

বাড়ি বসেই বড়লোক Part 2


অনলাইনে আয় করতেতো অনেক MB খরচ তাইনা? চলুন *500*299# ডায়াল করে জিপিতে ২৯৯ টাকায় ২৪ ঘন্টা আনলিমিটেড ইন্টারনেট প্যাকটি একটিভ করুন। সীমে ৩৪৫ টাকা রাখবেন।
আজকের বিষয়: Paidverts - বর্তমান বিশ্বের সেরা  রিভিনিও শেয়ারিং কোম্পানি। প্রতিক্লিক সর্বোচ্চ 200$ ছবিতে দেখুন।
সম্পূর্ণ টিউন পড়লে আপনি প্রতিদিন কমপক্ষে 10$ (রেফার ছাড়া) আয় করতে পারবেন সাথে সবগুলে এড একসাথে ক্লিক করার ট্রিকতো  আছেই!!

আমার বিগত পোষ্ট:
1. বাড়ি বসে বড়লোক Part 1

file

jempol
প্রথমেই  এই ঠিকানায় যান >> https://goo.gl/JDDERT

Step 1 :  এবার "Register" এ ক্লিক করুন। ছবিতে দেখুন।


Step 2 : সবগুলোঘর পূরণকরে "Open Account" এর উপারে দেখুন "Confirm that i was referred by Jo (change) লেখা  থাকলে  (change) এ ক্লিক করে যে উইন্ডো ওপেন হবে তাতে Sanjitds লিখে send দিন। রেফার ছাড়া একাউন্ট ওপেন হবেনা।  তাই Change এ ক্লিক করে  Sanjitds দিন এবার নিচের ছবিরমত আসলে  “Open Account" এ ক্লিক করুন। 


যাদের একাউন্ট আছে তারা “Log in" করুন। নিচের ছবির মত।


Step 3 : "Members Homepage" এ ক্লিক করুন।


Step 4: প্রথমে আপনি কোন ডলারের এড পাবেন না। আপনাকে BAP সংগ্রহ করতে হবে। যদিও প্রথম দিন ১৬টি BAP দেবে পরের দিন থেকে প্রতিদিন BAP দিবে ৮টি করে। যত BAP তত ডলারের এড। দেখুন আমার এখন 0 BAPs available. এবং Paidads মানে BAP আছে ৮টি। এখন আমি BAP গুলো করব। প্রথম 25 BAP এর নিচে লেখা "View activation ad" এ ক্লিক করুন।


Step 5 :  যে পেজ আসবে তার নিচে তিনটা লালবৃত্তের উপরের ছোট পেষ্ট বাটনে ক্লিক করুন। তিনটাতেই....


Step 6 : পেষ্টবাটনে ক্লিক করাতে লাল বৃত্ত সবুজ হয়ে যাবে এবং বাম পাশের লেখাগুলো  অটো পেষ্ট হয়ে যাবে এবার "Proceed to Advertiser's Website" এ ক্লিক করুন।


Step 7 : "Proceed to Advertiser's Website" এ ক্লিক করারপর একটা নিউট্যাব অটো ওপেন হবে। ডানপাশের উপরে একটা ক্যাপচা বক্স থাকবে তার নিচে "Your Answer" এর ঘরে  আপনি ক্যাপচা টাইপকরবেন । বক্সের পাশে 30 থেকে সময় কমে "Confirm" লেখা আসলে "Confirm" এ ক্লিক করবেন। "Incorrect Captcha" হলে আরেকটা আসবে সেটা টাইপ করে "Confirm" এ ক্লিক করবেন।


Step 8 : এখন “Close Window" তে ক্লিক করবেন অথবা "Tab" এর ক্রস চিহ্নতে ক্লিক করে ট্যাবটি ক্লোজ করবেন। আর আপনি আগের পেজে চলে আসবেন যেখান থেকে "Proceed to Advertiser's Website" এ ক্লিক করেছিলেন।


Step 9 : "Proceed to Advertiser's Website" এর জায়গায় এখন লেখা থাকবে “View Another Ad" এটাতে ক্লিক করুন।


Step 10 : এতক্ষণ ধরে একটা 25 BAP করলাম এবার আরেকটা  25 BAP এর "View Activation Ad" ক্লিক করুন। এভাবে ৮টি BAP করুন। সময় লাগবে ৪ মিনিট।


Step 11 : এখন ডলারের এড আনব ৮টি 25 BAP = 200 BAP. ডলারের এড পেতে আপনাকে "Request Micro Ad Pack" এ ক্লিক করতে হবে। আপনি ৪বার Request করতে পারবেন একদিনে। প্রতি Request এ 50 BAP নিয়ে আপনাকে ১২টি ডলারের এড দিবে যার মূল্য 0.025$ ৪বারে হবে 0.1$ মোট সময় লাগে ৪মিনিট + ১২*৪ = ৩০মিনিট।  ১০দিনে এক ডলার হবে। আর গেম খেললে 0.05 দিয়ে খেললে 0.09 পাবেন্ এভাবে প্রতিদিন 10$ এর উপর আয় করতে পারবেন। "Request Micro Ad Pack" এ ক্লিক করুন।


Step 12 :  এবার পেয়ে যাবেন ১২টি পেইড এডস। যদি এডসগুলো প্রথমে কমদামীর হয় তবে। "Order by value" তে ক্লিক করুন।


Step 13 :  এবার দেখুন দামী এড গুলো সামনে চলে এসেছে


Step 14 : এই বার আমরা করব আসল কাজ। আমি বলেছিলাম সবগুলো এড একসাথে ক্লিক করার ট্রিক শিখাবো। এই ট্রিক শুধুমাত্র পেইড এডস এর ক্ষেত্রে প্রযোজ্য BAP এর ক্ষেত্রে নয়। সবগুলো এড একসাথে ক্লিক করতে আপনার কীবোর্ডের CTRL কী টা চেপে ধরে রাখতে হবে। আর সবগুলো এডের “View bonus ad" এ একসাথে ক্লিক করতে হবে। সবগুলো এড নিউ ট্যাবে একেক করে ওপেন হবে।  মনে রাখবেন কী বোর্ডের কন্ট্রোল কী টা চেপে ধরে সবগুলোতে ক্লিক করবেন কিন্তু।


Step 15 : এবার এই ট্যাবটি  ক্লোজ করেদিয়ে সামনের ট্যাবে যান। গিয়ে তিনটা লালবৃত্তের উপরের পেস্ট বাটনে ক্লিক করে "Proceed to Advertisers Website" এ ক্লিক করুন। আরেকটি ট্যাব ওপেন হলে এই ট্যাবটিও ক্লোক করে দিন।


Step 16 : যে ট্যাবটিতে "Processed" দিয়েছেন সেটি ৩০ সেকেন্ড কাউন্টডাউন হতে থাকুক আপনি অন্যান্য ওপেনকৃত ট্যাবগুলিতে গিয়ে ওই তিনটা লাল বৃত্ত সবুজ করে রাখুন। কিন্তু সাবধান প্রসিড দিবেন না। প্রসিড শুধু একটা একটা করে দিবেন। যেটা প্রসিড দিবেন সেটা অন্যট্যাবে গেলে প্রসিড দেওয়া পেজটিও ক্লোজ করে দিবেন। এভাবে ১২টি এড দেখতে সময় লাগবে ৬মিনিট। এতক্ষন 10টি তে ক্লিক করছি বাকী দুটিও করে নিবেন।


Step 17 : সবগুলো এড দেখারপর হোমপেজে আবার আসবে "Request Micro Ad Pack" নিচে লেখা ১/৪ মানে চার বারের মধ্যে ১বার রিকোয়েষ্ট করছি আপনি আবার রিকোয়েষ্ট করুন। এভাবে মোট চারবার করা যায়।


অনলাইনে সফল হবার জন্য পরিশ্রম করতে হবেই। কাজ না করলে কেউ টাকা দেয়?
সম্পূর্ণ টিউন জটিল মনেহলেও আপনি একবার দেখে করলে অনেক সহজ লাগবে........... আশাকরি কাজ করবেন.........তবেই আমার কষ্ট সফল হবে........... আর হ্যাঁ সম্পূর্ন ট্রাষ্টেড সাইট ছাড়া কাজ করবেন না। পেইডভার্টস ফুল ট্রাষ্টেড সাইট।

এই রকম আরো ট্রাষ্টেড সাইটের ফুল টিউটরিয়াল পেতে জানাবেন........


পোষ্টটির কোন অংশ না বুঝলে আমাকে জানান >> ফেসবুকে আমি

আমার পেজে একটি লাইক দিয়েন..........Online Income in Bangladesh

পোষ্টটি আমার কর্তৃক প্রথম অপ্রকাশিত >> এখানে
Read More »

Monday, May 25, 2015

বাড়ি বসেই বড়লোক Part 1

ঘরে বসে আয় করার অনেক পদ্ধতি রয়েছে।
আমি আমার ধারাবাহিক টিউনে সবগুলো পদ্ধতি সম্পর্কে আলোচনা করাব।
আমার আজকের টিউনের বিষয়: Data Typing Job
প্রথমেই Grameenphone এ 299tk দিয়ে Unlimited ইন্টারনেট 24 ঘন্টা প্যাকেজটি নিয়ে নিন। প্যাকেজটি নিতে ডায়াল করুন *500*299# ভ্যাটসহ 345 টাকা কাটবে। সাথে 200 মিনিট ফ্রি পাবেন। এবার কাজের কথায় আসি।
যারা ফ্রিল্যান্স ও আউটসোসিংয়ে কাজ করেন তারা Data Typing Job সম্পর্কে অনেক অভিজ্ঞ।
আমি নিজেও অনেক সাইটে কাজ করেছি যেমন: Freenlancer, Elence, Odesk, CaptchaTypers, kolotibablo etc. বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার কারনে আমার মোটেও ভালো লাগে না এই সাইটগুলো কাজ করতে। আমি চেয়েছি আরো সহজ পদ্ধতিতে কাজ করতে এবং অল্প এমাউন্ট যেন উইথড্রো করতে পারি
অবশেষে আমার পছন্দমত একটা সাইট পেলাম।  আমি এই সাইটটাতে কাজ করি এবং সবাইকে করতে বলি কারন এই সাইটটির বৈশিষ্ট্য:
  1. Skip button: এই সাইটে স্কিপ বাটন আছে আপনি যে কেপচা বুঝেন না সেটা স্কিপ করতে পারবেন। আরেকটি আসবে।
  2. Speed: সাইটের স্পিড খুবই ভালো খুব দ্রুত কেপচা লোড হয়
  3. Wrong Captcha: আপনি ভূল কেপচা টাইপ করলে Wrong Captcha দেখাবে তখন সঠিকটি পাইপ করতে পারবেন।
  4. Suspended: আপনার সাসপেন্ড হওয়ার ভয় নেই। অন্যান্য সাইটে ভূল কেপচা দিলে সাপপেন্ড করে। এটাতে করবেনা।
  5. 1$ minimum withdraw: আপনি 1$  হলেই উইথড্রো করতে পারবেন পেজা দিয়ে। যাদের পেজা একাউন্ট নাই এখনি খুলে ফেলুন ফ্রিতে >> Payza-Bangladesh
  6. Bonous: টাইপ করার সময় অটো বোনাস পাবেন।
  7. 1000 Captcha minimum: 0.5$ maximum 1.5$ এর উপরে।
  8. Administrative: এই সাইটে আপনার একাউন্টের এডমিন আপন নিজেই। আপনার যখন ইচ্ছা কাজ করবেন যখন ইচ্ছা করবেন না।একাউন্ট জীবনেও ব্যান হবেনা।
  9. এটা ভেরিফাইড ওয়েবসাইট তাই টাকা অবশ্যই পাবেন।
  10. 1000 Captcha  টাইপ করতে সময় লাগে 1 ঘন্টা
এবার দেখাবো কিভাবে কাজ করবেন?

Read More »

Wednesday, April 01, 2015

ISO ফাইলে সেভ করুন সিডি ডিভিডি কে

বর্তমানে ISO (International Organization for Standardization) ফাইল খুবই গুরুত্বপূর্ণ এবং পরিচিত ফাইলের একটি এক্সটেনশান। বিশেষ করে Bootable CD/DVD ফাইলগুলো যখন প্যাক করা হয় তখন যেকোন ইমেজ হিসেবে প্যাক করা ছাড়া উপায় থাকে না। আবার Bootable কোন CD/DVD কে যখন আমরা পিসিতে বা অন্য কোথাও কপি করি তখন সমস্ত ফাইল কপি হলেও এতে সংযুক্ত করা Bootable ইমেজটা কপি হয় না। এটি থাকে হিডেন অবস্থায়। তাই এই সব কারণে Bootable কোন CD/DVD কে প্যাক করার সময় যেমন ইমেজ হিসেবে প্যাক করা হয় তেমনি পিসিতে কপি করার সময়ও ইমেজ হিসেবে কপি করা দরকার। আর ইমেজ হিসেবে ISO ইমেজ হলো সবচেয়ে পরিচিত এবং উপযুক্ত ইমেজ ফাইলের নাম। আমরা কিভাবে একটি Bootable কোন CD/DVD কে ISO ফাইল হিসেবে (অর্থাৎ CD To ISO, DVD To ISO) সেভ করা যায় তা দেখবো।
Read More »

Saturday, March 28, 2015

MULTIBOOT ইউএসবি তৈরী করি দ্বারাবাহিক পোষ্ট (পর্ব ১)


বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন,আমি আপনাদের দোয়ায় ভাল আছি,অনেক দিন পর সিদ্ধান্ত নিলাম একটি দ্বারাবাহিক পোষ্ট করা দরকার, তাই আপনাদের জন্য দ্বারাবাহিক পোষ্ট হিসাবে এই পোষ্টে দেখাব কি করে একটি MULTIBOOT ইউএসবি তৈরী করা যায়,তবে এর আগে আমি hiren’s boot cd বুটএবল নিয়ে একটি পোষ্ট করেছিলাম ঐ টিউন টিও কাজের একবার দেখে নিতে পারেন

এই MULTIBOOT ইউএসবি পেনড্রাইভে আমরা XP3 + Windows 7 অথবা 8 +  Acronis True Image + hiren’s boot cd + Partition Wizard cd সহ আরো অনেক কিছু এক সাথে এড করব, বন্ধুরা আমাদের কাজটি করতে একটি Softwer দরকার, যে Softwer টি দরকার সেই Softwer টির নাম হল YUMI Universal MultiBoot UFD Creation Tool হয়ত ভাবছেন Softwer টি কোথায় পাব,ঘাবড়াবেন না, এখান হতে ডাউনলোড করে নিন্, এবং একটি 8 Gb পেনড্রাইভ নিজ সংগ্রহে রাখুন, পরবর্তী পোষ্টের জন্য অপেক্ষা করুন, আর আপনার অবশ্যই কমেন্ট রেখে জাবেন,কারণ আপনার কমেন্ট আমাকে বাকি পোষ্ট গুলো লিখার জন্য আগ্রহ জাগাবে 

Read More »
copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status