
নেদারল্যান্ডসের একদল বিজ্ঞানী জলমগ্ন ধানের মতো শস্যখেত থেকে বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতি বের করেছেন। এ পদ্ধতিতে ইতিমধ্যে তাঁরা গবেষণাগারে বিদ্যুৎও উৎপাদন করেছেন। উদ্ভিদ অনেক সময় নিজের প্রয়োজনের চেয়ে বেশি শক্তি উৎপাদন করে। এ ক্ষমতাকে কাজে লাগিয়ে প্ল্যান্ট-ই নামের বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতিটি উদ্ভাবন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট গবেষক মারজোলিন হেলডার। তিনি বলেন, সৌরশক্তি বা বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদনের চেয়ে নতুন পদ্ধতিটি বেশি কার্যকর হবে। কারণ, রাতে এবং বাতাসের অনুপস্থিতিতে এ প্রক্রিয়ায় বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। প্ল্যান্ট-ই প্রকল্পের কার্যক্রম ২০০৯ সালে শুরু হয়। এ উদ্যোগের ভাবনার সূচনা হয়েছিল ২০০৭ সালে নেদারল্যান্ডসের ওয়েইগনিংগেন বিশ্ববিদ্যালয়ে।
bd tips tech








No comments:
Leave A Comment
আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন