Ads By Blogger

Friday, August 07, 2015

নিরাপত্তা বাড়াতে facebook এ 'security checkup' টুল

ads

বিডি টিপ্স টেকে আপনাদের স্বাগতম।আশাকরি সবাই ভাল আছেন।ফেইসবুক ব্যবহারকারীদের জন্য নিত্যনতুন সুবিধা দিচ্ছে।হ্যাকারদের হাত থেকে রক্ষা,স্প্যাম পোস্ট নির্মুল,ব্যাবহারকারীদের সুবিধার্থে নতুন নতুন জিনিস টুলস বের করছে ফেইসবুক।

এটিও পড়ুন facebook এর timeline এ অশ্লীল কিছু ঠেকাতে করণীয়

ফেসবুক অ্যাকাউন্ট আরও নিরাপদ করতে সিকিউরিটি চেকআপ টুল চালু করেছে ফেসবুক। ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য খুব শীঘ্রই এটি চালু করা হবে বলে ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে।
এই টুলটি মূলত ব্যবহারকারীর অ্যাকাউন্টে নতুন করে লগইন করা হলে সেটি অবহিত করবে। সেইসাথে অনাকাঙ্ক্ষিত লগইন করা হলে কিভাবে সেখান থেকে লগআউট করতে হবে, সে ব্যাপারে পরামর্শ দেবে।

এটিও পড়ুন খুব সহজে তৈরি করে নিন আপনার blog বা website এর জন্য android apps

এর পাশাপাশি লগইন নোটিফিকেশন অ্যালার্ট চালুর ব্যাপারেও পরামর্শ দেওয়া হবে এখান থেকে। ব্যবহারকারী ছাড়া অন্য কেউ অ্যাকাউন্টে লগইন করার চেষ্টা করলে ইমেইল কিংবা মোবাইলে নোটিফিকেশন পাওয়া যাবে এই ফিচারটি চালু করে রাখলে।
আগামী সপ্তাহ নাগাদ সবার জন্য ফিচারটি চালু করা হতে পারে।
ads

No comments:

Leave A Comment

আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন

copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status